Saiful Islam UAE

Saiful Islam UAE আরব আমিরাতের সংস্কৃতি, ঐতিহ্য,চাকরির খবরাখবর পাবেন আমার এই পেইজের মাধ্যমে। আশা করি সাথে থাকবেন
(5)

আলহামদুলিল্লাহ। আমার ভাইদের ক্ষমা করে দেয়া হয়েছে।সরকারের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকলে দেশের মানুষ বিদেশে গিয়েও সুযোগ সুবি...
03/09/2024

আলহামদুলিল্লাহ।
আমার ভাইদের ক্ষমা করে দেয়া হয়েছে।

সরকারের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকলে দেশের মানুষ বিদেশে গিয়েও সুযোগ সুবিধা পাবে তার একটা প্রমাণ।
মনে রাখতে হবে আমাদের দেশের প্রধান এখন ডা:ইউনুস।সে একজন বিশ্ব সেলিব্রিটি।
আমি একজন প্রবাসী।আমি ব্যাংকে রেমিট্যান্স দিয়ে তাঁকে সহযোগিতা করছি।ইনশাআল্লাহ করবো।

আপনি করছেন তো?







29/08/2024

দেশের সম্পদ জনগণ। তাদের নিরাপত্তার জন্যে কাজ করা এইটা আল্লাহর নেয়ামত।
দেশের টাকা যদি সৎভাবে কাজে লাগানো যেত তাহলে আমাদের দেশেও ভিনদেশিরা কাজ করতে যেত।
ভিডিও টা দেখলে অবাক লাগে
স্কুল বাসে ক্যামেরা। যদি সোজা থাকা অবস্থা গাড়ি চালালে বাসের ক্যামরা ৪০০-৫০০ দিরহাম ফাইন দিবে।শুধু বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে এইটা করা হয়েছে




সিন্ডিকেটদের না দিয়ে সিস্টেম করে দেন।প্রযুক্তিতে বিনিয়োগ করলে তার ফলপ্রসূ  অনেক বেশি।
13/08/2024

সিন্ডিকেটদের না দিয়ে সিস্টেম করে দেন।
প্রযুক্তিতে বিনিয়োগ করলে তার ফলপ্রসূ অনেক বেশি।

07/08/2024

বৈষম্য ছাত্র আন্দোলনে যারা আমিরাতে গ্রেফতার হয়েছে তাদের জন্যে কি আমরা প্রবাসীরা কিছু করতে পারি না?
তারাও দেশ স্‌বাধীনের উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলো বিশ্বকে জানানোর জন্যে
তাদের দিকটা আমাদের নজর দেয়া উচিত।
কি বলেন আপনারা?

আমি প্রবাসী।আমার মত লাখো লাখো প্রবাসীর ঘুম থেকে উঠে  নিজের দেশের অবস্থার কথা জানতে ইচ্ছে করে।😭কি হচ্ছে আমার দেশে।না জানি...
18/07/2024

আমি প্রবাসী।আমার মত লাখো লাখো প্রবাসীর ঘুম থেকে উঠে নিজের দেশের অবস্থার কথা জানতে ইচ্ছে করে।😭
কি হচ্ছে আমার দেশে।না জানি কোন ভাই আজকে হানাদারদের গুলিতে শহীদ হচ্ছে😭।সিন সিন করে অন্তরের ভেতর।😭

আল্লাহ দেশকে ও ছাত্র -ছাত্রী ভাই-বোনদের হেফাজত করুন।🤲

সাইফুল ইসলাম
আরব আমিরাত
আবুধাবি





হায়রে দেশযেখানে অধিকার আদায়ের জন্যে কত সংগ্রাম😡আর আছি কোন দেশে যেখানে কোজ মিছিল নাই,মারামারি নাইহাজার দেশের ট্যালেন্টরা ...
16/07/2024

হায়রে দেশ
যেখানে অধিকার আদায়ের জন্যে কত সংগ্রাম😡

আর আছি কোন দেশে যেখানে কোজ মিছিল নাই,মারামারি নাই
হাজার দেশের ট্যালেন্টরা এসে কাঁধে কাঁধ মিলে কাজ করছে।

সময় থাকতে সিদ্ধান্ত নেন।না হয় এমন অবস্থা আপনার পরের প্রজন্মের হবে।

সাইফুল ইসলাম
আরব আমিরাত
আবুধাবি

   এ    চলছে।ছবিতে বিস্তারিত দেয়া আছে।যারা ডুবাইতে আছেন তাড়াতাড়ি এপ্লাই করেন।এইসব জবে সেলারি ভালো।১ লাখ টাকার উপরে হবে স...
14/07/2024

এ চলছে।ছবিতে বিস্তারিত দেয়া আছে।
যারা ডুবাইতে আছেন তাড়াতাড়ি এপ্লাই করেন।এইসব জবে সেলারি ভালো।
১ লাখ টাকার উপরে হবে সেলারি।






14/07/2024

আমিরাতে ফার্মাসিস্ট নিয়ে আপনার ক্যারিয়ার কেমন হবে বিস্তারিত ভিডিও তে বলা হয়েছে




আবর আমিরাতে যাদের লাইসেন্স আছে তাদের জন্যে এই পোস্ট যাদের  -19 এর সময় মাস্কের জরিমানা আছে লাইসেন্স    করার সময় সব টাকা প...
14/07/2024

আবর আমিরাতে যাদের লাইসেন্স আছে তাদের জন্যে এই পোস্ট

যাদের -19 এর সময় মাস্কের জরিমানা আছে লাইসেন্স করার সময় সব টাকা পরিশোধ করতে হবে




প্রবাসী ভাইদের জন্যে কিছু কথাআপনার যদি একজন ছেলে সন্তান থাকে অথবা ছোট ভাই থাকে অথবা কাছের কেউ থাকে তার ভবিষ্যৎ টা অন্যের...
14/07/2024

প্রবাসী ভাইদের জন্যে কিছু কথা

আপনার যদি একজন ছেলে সন্তান থাকে অথবা ছোট ভাই থাকে অথবা কাছের কেউ থাকে তার ভবিষ্যৎ টা অন্যের কথা শুনে অথবা অন্যের পরামর্শ নিয়ে নষ্ট করে দিবেন না।

বিস্তারিত বলছি
এইটা বলছি এই জন্যে যে,অনেকেই দীর্ঘদিন বিদেশে কাজ করেন।অসুস্থ হয়ে পড়েন তখন কেউ না কেউ আপনাকে পরামর্শ দেয়, এইবার ছেলেটাকে নিয়ে আসেন। আপনার বয়স হয়ে গেছে, ছেলেকে লাইন করে দেন।
পরামর্শ ভালো।আপনিও সিদ্ধান্ত নিতে ধেরি করলেন না।নিয়ে আসলেন।লাইসেন্স নিয়ে দিলেন। পরে ঘরের ড্রাইভিং চাকরি অথবা ফুড ডেলিভারিতে লাগিয়ে দিলেন।এতে তার ক্যারিয়ার টা আপনি নষ্ট করে দিলেন।

যদি ছেলেকে অথবা আপনার ভাইকে নিয়ে আসার আগে একটা দক্ষতা মানে একটা স্কিল যেটা কারিগরি শিক্ষা বলে সেটা শিখিয়ে নিয়ে আসেন তাহলে তার ক্যারিয়ার টা সুন্দর ভাবে গুছানো থাকবে।

১/ মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিয়ে আসলে কত মূল্য এইখানে,যারা আমিরাতে থাকে ভালো জানেন।কাজ ও তাড়াতাড়ি পাবেন।কাজ করতে করতে বিজনেসের ধারণা হয়ে গেলে নিজের ব্যাবসা শুরু করতে পারবে একদিন।

২/স্টুডিওর কাজ অথাৎ ফটোশপের কাজ।সেইম কাজ করতে করতে নিজের ব্যাবসা দাঁড় করাতে পারবেন।

৩/সেলাই এর কাজ।অনেক ডিমান্ড। কাজ অনেক।

৪/ওয়ার্কশপের কাজ।প্রথমের দিকে কষ্ট করলেও পরে ভালো জায়গায় চলে যেতে পারে।

আরও হাজার হাজার দক্ষতা আছে।যার যেটা ভালো লাগে ভালো ভাবে শিখলে আপনি নিশ্চিত ভালো জায়গায় যেতে পারবেন।শুধু একটা হাতের কাজ।

নিজেকে দক্ষ করেন একটা কাজে
তারপর দক্ষতা বিক্রি করেন চড়া দামে।❤️

Saiful Islam UAE
আরব আমিরাত
আবুধাবি

২০ দিরহামের হেলমেটের জন্যে ৭ হাজার টাকা জরিমানা।😭যারা আমিরাতে থাকেন।  ব্যাবহার করেন।তারা সাবধান।  ছাড়া     নিয়ে বের হবেন...
13/07/2024

২০ দিরহামের হেলমেটের জন্যে ৭ হাজার টাকা জরিমানা।😭

যারা আমিরাতে থাকেন। ব্যাবহার করেন।তারা সাবধান। ছাড়া নিয়ে বের হবেন না।তা না হলে আমার মত আক্কেল সালামি দিতে হবে।😭





12/07/2024

আমিরাতে সাইকেলের ব্যাবসায় টাকা আর টাকা😯

কাজ জেনে এই ব্যবসা করলে অল্প দিনে ভালো টাকা ইনকাম করা সম্ভব






12/07/2024

আমিরাতের সুপারমার্কেট গুলোতে মাংসের দোকান দেখা যায়।
অহরহ। দেশ থেকে শিখে আসলে আপনি ভালো বেতনের চাকরি পাবেন।সারাজীবন যে চাকরি করবেন তা না, পরে নিজের ব্যবসা ও শুরু করতে পারবেন।শুধু আমিরাত না ইউরোপের যেকোন দেশে এইটার চাহিদা আছে।

যেকোন একটা স্কিল নিয়ে বিদেশে আসেন দেখবেন সফল হবেন।ইনশাআল্লাহ। ❤️













আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট থাকায় পেইজের monetisation পেয়ে গেলাম❤️।
এখন স্টার দিলে টাকা জমা হবে আমার একাউন্টে। 😊

জুম্মা মোবারক। সৎ পরিশ্রম আর ধৈর্য্য মানুষকে অনেক কিছু দেয় যা আপনি চিন্তাও করতে পারবেন না।আলহামদুলিল্লাহ আল্লাহ সকলকে ধৈ...
12/07/2024

জুম্মা মোবারক।

সৎ পরিশ্রম আর ধৈর্য্য মানুষকে অনেক কিছু দেয় যা আপনি চিন্তাও করতে পারবেন না।
আলহামদুলিল্লাহ
আল্লাহ সকলকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন।

সাইফুল ইসলাম
আবুধাবি,
আরব আমিরাত।

11/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

11/07/2024

আমিরাতের সুপারমার্কেটে একজন ক্যাশিয়ারের বেতন কেমন, ডিউটি কত ঘন্টা সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে।

ভিডিও টি অন্যদের দেখার সুযোগ করে দিবেন।
ধন্যবাদ

10/07/2024

জেব্রা ক্রসিং দিয়ে না পারাপার করলে বাংলার টাকায় ১৫ হাজার জরিমানা দিবে।😊
আবার পথচারী পারাপারের সময় গাড়ি না থামাইলেও জরিমানা দিবে।
বাংলাদেশে এই নিয়ম গুলো না মানলে কত জরিমানা আসবে কমেন্টে জানাবেন?😊


06/07/2024

Skill নিয়ে আসলে ভালো সেলারি পাবেন।ইন্ডিয়ানরা স্কিলের জন্যে আমাদের থেকে এগিয়ে আছে।

বিদেশে আশার আগে নিজের একটা দক্ষতা অর্জন করে আসেন।যেকোন একটা কাজ।আপনি যে লাইনে পড়াশোনা করেন না কেন।যে কাজ করতে আপনার ভালো...
05/07/2024

বিদেশে আশার আগে নিজের একটা দক্ষতা অর্জন করে আসেন।যেকোন একটা কাজ।আপনি যে লাইনে পড়াশোনা করেন না কেন।যে কাজ করতে আপনার ভালো লাগবে, যে কাজে আপনি খুশি থাকবেন ঐ কাজের দক্ষতা অথবা অভিজ্ঞতা অর্জন করে আসেন।দেখবেন কাজ পাবেন সাথে কাজ করেও মজা পাচ্ছেন।

Saiful Islam UAE
Saiful Islam Sabuj

বাংলাদেশিদের জন্যে খোলা আছে কিনা খোঁজ খবর নিয়ে এপ্লাই করতে পারেন। যাদেরসিভি জমা দেয়ার পর যদি ইন্টারভিউ তে ডাকে আগে থেকে ...
04/07/2024

বাংলাদেশিদের জন্যে খোলা আছে কিনা খোঁজ খবর নিয়ে এপ্লাই করতে পারেন। যাদের
সিভি জমা দেয়ার পর যদি ইন্টারভিউ তে ডাকে আগে থেকে ওদের বলে রাখবেন আমাদের দেশের ভিসা ইসুর ব্যাপারে।তা না হলে হঠাৎ করে নিজের ভিসা কেন্সেল করবেন পরে আর ভিসা লাগবে না।
ইন্টারভিউ তে সেলারি কত বলবেন অথবা সিভি এবং কাভার লেটার কিভাবে লিখবেন তার জন্যে ইনবক্সে যোগাযোগ করবেন ফ্রি থাকলে অবশ্যই সহোযোগিতা করবো ইনশাআল্লাহ।

Saiful Islam UAE

বিদেশে আসার আগে সেটা হতে পারে আরব আমিরাত অথবা বিশ্বের অন্য কোন দেশ যদি এই তিনটা জিনিস ভালো ভাবে শিখে আসেন তাহলে আপনার জন...
24/03/2024

বিদেশে আসার আগে সেটা হতে পারে আরব আমিরাত অথবা বিশ্বের অন্য কোন দেশ যদি এই তিনটা জিনিস ভালো ভাবে শিখে আসেন তাহলে আপনার জন্যে আপনার পরিবারের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

আমিরাতে আছেন এমন প্রবাসী ভাইয়ের কোন আত্নীয় স্বজন, বন্ধু, আপন ভাইকে আমিরাতে আনার চিন্তা করছেন প্লিজ এই কাজ গুলো শিখার পর নিয়ে আসেন।







Saiful Islam UAE

Instead of comparing yourself to others, focus on your own journey. Concentrate on growing yourself, not on what others ...
22/03/2024

Instead of comparing yourself to others, focus on your own journey. Concentrate on growing yourself, not on what others are doing. Your life is about pushing past your own limits and becoming the best version of yourself.

Saiful Islam UAE
Abudhabi UAE

06/01/2024

আশা করি নতুনদের জন্যে কাজে আসবে।
পেইজে লাইক দিয়ে সাথে থাকবেন।ধন্যবাদ

যাদের Barista নিয়ে অভিজ্ঞতা আছে এপ্লাই করতে পারেন।ধন্যবাদ
14/12/2023

যাদের Barista নিয়ে অভিজ্ঞতা আছে এপ্লাই করতে পারেন।
ধন্যবাদ



29/06/2023

মরুভূমিতে এতো তরমুজ কি ভাবে সম্ভব😯

22/06/2023

ই-পাসপোর্ট করতে প্রয়োজনীয় তথ্য

আপনার জন্ম নিবন্ধন ইংরেজি করা আছে কিনা চেক করতে নিচের লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে দেখতে পারবেন

https://everify.bdris.gov.bd/

#আমিরাত #পাসপোর্ট
#আমিরাতপ্রবাসী

21/06/2023

১৬০ টাকার পেঁপে নিয়ে জিতছি কিনা বলেন😜

05/06/2023

সন্ধ্যায় বাজারের কি অবস্থা দেখেন😯

01/06/2023

চট্টগ্রামের মেজবান এখন আরব আমিরাতে😊
লোকেশন:
https://g.co/kgs/FV2vvf

22/05/2023

অল্প টাকা দিয়ে এতো বাজার😎

Location 👎

https://g.co/kgs/JbcKNm

Address

Bani Yas
Abu Dhabi

Telephone

+971523645068

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Islam UAE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiful Islam UAE:

Videos

Share

Nearby media companies



You may also like