An Noor Perfumes

An Noor Perfumes Believer- Quality - Dawah
(5)

দিন শুরু হোক সুগন্ধি ব্যবহারের মাধ্যমে....☺️
13/10/2024

দিন শুরু হোক সুগন্ধি ব্যবহারের মাধ্যমে....☺️

আপনি কি জানেন, কর্পোরেট অফিসেও এখন আতরের ব্যবহার বাড়ছে? এলকোহল-মুক্ত এই প্রাকৃতিক সুগন্ধি শুধু স্নিগ্ধতা দেয় না, বরং দীর...
12/10/2024

আপনি কি জানেন, কর্পোরেট অফিসেও এখন আতরের ব্যবহার বাড়ছে? এলকোহল-মুক্ত এই প্রাকৃতিক সুগন্ধি শুধু স্নিগ্ধতা দেয় না, বরং দীর্ঘ সময় ধরে আপনার ব্যক্তিত্বকে প্রফেশনাল রাখে।😎

সুগন্ধি রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন একটি সুন্নাহ যা মূহুর্তের মধ্যেই মাইন্ড ফ্রেশ করে তুলতে পারে। 🥰...
10/10/2024

সুগন্ধি রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এমন একটি সুন্নাহ যা মূহুর্তের মধ্যেই মাইন্ড ফ্রেশ করে তুলতে পারে। 🥰

ছবির সুগন্ধিটির নাম কে কে বলতে পারেন দেখি! জানা থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।☺️

হীরার চেয়েও দামী কথা! আল্লাহ তাআলা কে ছেড়ে কেউ যদি বাদশাও হয় অচিরেই সে হবে ফকির!আল্লাহ তাআলা কে পেয়ে কেউ যদি ফকিরও হয় অচ...
09/10/2024

হীরার চেয়েও দামী কথা!

আল্লাহ তাআলা কে ছেড়ে
কেউ যদি বাদশাও হয়
অচিরেই সে হবে ফকির!
আল্লাহ তাআলা কে পেয়ে
কেউ যদি ফকিরও হয়
অচিরেই সে হবে বাদশা!

𝗥𝗼𝘆𝗮𝗹 𝗢𝘂𝗱 "রয়েল উদ"🔸এটা একটি রাজকীয় ঘ্রাণ। এটা ব্যবহারে নিজেকে রাজা রাজা বলে ফিল হবে। এটার অসাধারণ রাজকীয় ঘ্রাণে বিমোহিত...
08/10/2024

𝗥𝗼𝘆𝗮𝗹 𝗢𝘂𝗱 "রয়েল উদ"

🔸এটা একটি রাজকীয় ঘ্রাণ। এটা ব্যবহারে নিজেকে রাজা রাজা বলে ফিল হবে। এটার অসাধারণ রাজকীয় ঘ্রাণে বিমোহিত হওয়ার মতো অনন্য স্মেল এই 𝗥𝗼𝘆𝗮𝗹 𝗢𝘂𝗱

🔸 এটা প্রয়োগের পরে ফার্স্ট ষ্টেপে মাস্কি, পাউডারী পাবেন। সেকেন্ড ষ্টেপে সিডার ও উডি নোট পাবেন। চুড়ান্ত ষ্টেপে স্যান্ডাল উদ, মাস্ক নোটে এসে শেষ হবে। এরাবিক টাইপের সুগন্ধিটি সকলের নিকট ভালো লাগবে ইনশাআল্লাহ।

🔸কাপড়ে স্মেল ২৪ থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ্‌ । সুগন্ধিটি দেয়ার সাথে সাথে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।। কারো নাকে যাওয়ার পরে সে জিজ্ঞেস করবেই যে কোন সুগন্ধিটি লাগিয়েছেন।

🔸 নোটস্- পিংক পিপার, লেমন, সিসিলিয়ান বার্গামট, সিডার, এঞ্জেলিকা, গ্যালবানাম, স্যান্ডাল উড, উড, মাস্ক।

🧺 3ml, 3.5ml, 4ml 6ml, 8ml, 12ml, 15ml, 28ml (1 ounce
☎️ Order to call or what'sup 01772-946136
-------------------------------------




এহসাস আল এরাবিয়া কি মিস করেছেন? মনোমুগ্ধকর  সেরা মিস্টি এবং এরাবিয়ান সুগন্ধি ❤️ মনেই হবে না এটা আতর 🥰 সংগ্রহ করতে ইনবক্স...
07/10/2024

এহসাস আল এরাবিয়া কি মিস করেছেন? মনোমুগ্ধকর সেরা মিস্টি এবং এরাবিয়ান সুগন্ধি ❤️ মনেই হবে না এটা আতর 🥰 সংগ্রহ করতে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপে 01772-946136 মেসেজ করুন। জাজাকাল্লাহ খাইরান।☺️

এক সুগন্ধি প্রেমি ভাইয়ের আজকের অর্ডার। এহসাস আল এরাবিয়া। শুকরিয়া প্রিয় ভাই An Noor Perfumes এর সাথে থাকার জন্য।
27/09/2024

এক সুগন্ধি প্রেমি ভাইয়ের আজকের অর্ডার। এহসাস আল এরাবিয়া। শুকরিয়া প্রিয় ভাই An Noor Perfumes এর সাথে থাকার জন্য।

আতর আল কাবা ☺️❤️
11/09/2024

আতর আল কাবা ☺️❤️

💚🥀
05/09/2024

💚🥀

এ যেন এক অন্য রকম অনুভূতি। যার নাম এহসাস আল আরাবিয়া। ☺️
03/09/2024

এ যেন এক অন্য রকম অনুভূতি। যার নাম এহসাস আল আরাবিয়া। ☺️

সুগন্ধির স্নিগ্ধতায় হৃদয়ে মুগ্ধতা ❤️☺️
16/07/2024

সুগন্ধির স্নিগ্ধতায়
হৃদয়ে মুগ্ধতা ❤️☺️

১৪৪৫ হিজরি বিদায় ১৪৪৬ হিজরি আগমন।আল্লাহ আমাদের পূর্বের গুনাহ সমূহ মাফ করে দিয়ে নতুন বছরে আপনার হুকুম ও প্রিয় নবী হযরত মু...
08/07/2024

১৪৪৫ হিজরি বিদায় ১৪৪৬ হিজরি আগমন।আল্লাহ আমাদের পূর্বের গুনাহ সমূহ মাফ করে দিয়ে নতুন বছরে আপনার হুকুম ও প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে আমাদেরকে চলার তাওফিক দিন। আমিন।

মানসম্মত সুগন্ধির মধ্যে অন্যতম একটি সুগন্ধি হচ্ছে এহসাস আল এরাবিয়া। 🥰❤️ An Noor Perfumes
05/07/2024

মানসম্মত সুগন্ধির মধ্যে অন্যতম একটি সুগন্ধি হচ্ছে এহসাস আল এরাবিয়া। 🥰❤️ An Noor Perfumes



রাসুলুল্লাহ (সা.) নিজে সুগন্ধি পছন্দ করতেন। অন্যদের সুগন্ধি ব্যবহারের আদেশ দিয়েছেন। প্রাত্যহিক জীবনে সুগন্ধির ব্যবহার মু...
03/07/2024

রাসুলুল্লাহ (সা.) নিজে সুগন্ধি পছন্দ করতেন। অন্যদের সুগন্ধি ব্যবহারের আদেশ দিয়েছেন। প্রাত্যহিক জীবনে সুগন্ধির ব্যবহার মুমিনের ভূষণ। মুমিনের চালচলনে সুরভিত হয় মানবপল্লী। তাই সুগন্ধির ব্যবহার মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। লোকসমাগমে, জুমার দিন ও ঈদের দিনে সুগন্ধি ব্যবহারের বিশেষ তাগিদ রয়েছে। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘জুমার দিন তোমরা যথাসম্ভব সুগন্ধি ব্যবহার করো।’ (নাসায়ি শরিফ, হাদিস : ১৩৫৮)

An Noor Perfumes

আপনি যদি একজন সুগন্ধি প্রেমি হয়ে থাকেন তাহলে প্যারিস হিলটন আতরটি হবে আপনার জন্য বেস্ট চয়েস। সুইট, ফ্রেশ, ফ্রুটি, মাস্কি ...
11/06/2024

আপনি যদি একজন সুগন্ধি প্রেমি হয়ে থাকেন তাহলে প্যারিস হিলটন আতরটি হবে আপনার জন্য বেস্ট চয়েস। সুইট, ফ্রেশ, ফ্রুটি, মাস্কি স্মেলের এই দারুণ পারফিউম অয়েলটি আপনাকে কখনও নিরাশ করবে না। এটি খুবই রিফ্রেশিং একটি সুগন্ধি। এর ঘ্রাণ আপনার মনে এক অন্য রকম প্রশান্তি এনে দিবে।

পরিমাণ : ৩ মি.লি. থেকে শুরু করে আপনার প্রয়োজন মত অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ।
১০০ % এ্যালকোহলমুক্ত।

🛒𝗢𝗿𝗱𝗲𝗿 𝗢𝗻𝗹𝗶𝗻𝗲
𝗠𝗲𝘀𝘀𝗲𝗻𝗴𝗲𝗿: https://m.me/Annoorperfumesbd

সুগন্ধির সুন্নাহে আবৃত থাকুনআতরের সৌরভে নিজেকে সুবাসিত রাখুন। ❤️☺️
01/06/2024

সুগন্ধির সুন্নাহে আবৃত থাকুন
আতরের সৌরভে নিজেকে সুবাসিত রাখুন। ❤️☺️

সুগন্ধি আমাকে প্রাণবন্ত রাখে। 😍☺️
31/05/2024

সুগন্ধি আমাকে প্রাণবন্ত রাখে। 😍☺️

মন ভাল রাখার জন্য সুগন্ধির কোন বিকল্প নেই। একটি ভাল মানের সুগন্ধি মূহুর্তের মধ্যে মন কে সতেজ করে তুলতে পারে। ☺️❤️
04/05/2024

মন ভাল রাখার জন্য সুগন্ধির কোন বিকল্প নেই। একটি ভাল মানের সুগন্ধি মূহুর্তের মধ্যে মন কে সতেজ করে তুলতে পারে। ☺️❤️

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবা ❤️
23/04/2024

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবা ❤️

ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটা সুগন্ধির উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 🙆‍♂️ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করুন আপনার পছন্দের সুগন্ধি...
10/04/2024

ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটা সুগন্ধির উপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। 🙆‍♂️

ফুরিয়ে যাওয়ার আগে সংগ্রহ করুন আপনার পছন্দের সুগন্ধি/আতরটি। জাজাকাল্লাহু খাইরান।

আলহামদুলিল্লাহ! তানজানিয়ায় অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের ৯বছরের ক্ষুদে হাফেজ হুযায়ফা...
31/03/2024

আলহামদুলিল্লাহ! তানজানিয়ায় অনুষ্ঠিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের ৯বছরের ক্ষুদে হাফেজ হুযায়ফা।

16/02/2024

জুমার দিনটা আসলেই স্পেশাল। এ যেন এক
অন্য রকম অনুভূতি। আলহামদুলিল্লাহ ❤️

11/02/2024

তওবা না করে ঘুমাবেন না হতে পারে এটি আপনার শেষ ঘুম।

10/02/2024

মানসিক প্রশান্তি পেতে চাইলে বেশি বেশি দরুদ পড়ুন। রাব্বুল আলামীন অন্তর কে প্রশান্ত করে দিবেন ইনশাআল্লাহ।

09/02/2024

সপ্তাহের সেরা দিন জুমার দিন। দিনটি যেমন ফজিলতপূর্ণ তেমনি এ দিনের নামাজ-ইবাদতও ফজিলতপূর্ণ।

Address

Chattogram
Chittagong
4386

Telephone

+8801772946136

Website

Alerts

Be the first to know and let us send you an email when An Noor Perfumes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An Noor Perfumes:

Share

Nearby media companies