Creative Graphics

Creative Graphics Professional Graphics Designer & SEO Expert
(2)

লাস্ট কয়েক বছর ইন্ডিয়া থেকে গরু না আসায় খুশিই হয়েছিলাম যে, এদেশের এগ্রো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাক। দেশীয় উদ্যোক্তারা...
28/06/2023

লাস্ট কয়েক বছর ইন্ডিয়া থেকে গরু না আসায় খুশিই হয়েছিলাম যে, এদেশের এগ্রো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাক। দেশীয় উদ্যোক্তারা সফল হোক। কিন্তু এখন দেখছি ইন্ডিয়ান গরু না আসায় এরা এই দেশের মানুষকে জিম্মি করে ফেলেছে। ২০০-৩০০ টাকা কেজি দরের মাংশ এখন ৮০০+ দিয়ে কিনতে হচ্ছে। ঈদকেন্দ্রীক তো কেজি প্রতি ১১০০-১৩০০ পর্যন্ত পড়ে যাচ্ছে।

এখন থেকে চার বছর আগেও যেই গরুটা ৬৫০০০ টাকায় কিনেছি, এবছর একই সাইজের গরুটার দাম ১ লাখ ২৫ হাজার দিয়েও পাচ্ছিনা। দাম হাঁকাচ্ছে ১ লাখ পঞ্চাশ হাজার। এক কথায় যেমন ইচ্ছা তেমন দাম ক্রেতাকে দিতে বাধ্য করছে। অথচ ইন্ডিয়াতে এখনো কেজি প্রতি বাংলা টাকায় দু'শর ঘরেই আছে...

সহজ বিষয় হল, যে দেশে ইন্ডিয়া থেকে এক ট্রাক পেঁয়াজ ঢোকার সাথে সাথে পেঁয়াজের দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমে যায়, সে দেশের ব্যবসায়ীরা কোন পর্যায়ের জুলুমবাজ আর শয়তান সেটা বুঝতে রকেট সাইন্স পড়া লাগেনা।

সবার আগে ক্রেতাদের কথা ভাবা দরকার। কারণ, এভাবে চলতে থাকলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর সৎ উপার্জন করা ব্যক্তিরা সামনে থেকে আর কুরবানী দিতে পারবেনা সেই সাথে দেশের মানুষের প্রোটিনের অভাব দেখা দিবে।

সংগৃহিত।

 #প্রেক্ষাপট_১উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,- তুমি কোথায় চাকুরি করো?- একটা কোম্পানিতে ।- স...
26/06/2023

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে

মন ভাল হয়ে যাওয়ার মত একটা জায়গা 🥰🥰
06/06/2023

মন ভাল হয়ে যাওয়ার মত একটা জায়গা 🥰🥰

মানুষ কতটা সহজ সরল হইলে ভাবতে পারে যে গ্রামের মানুষ সহজ সরল! গ্রামের সবথেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাঁটে তিনবার ...
05/06/2023

মানুষ কতটা সহজ সরল হইলে ভাবতে পারে যে গ্রামের মানুষ সহজ সরল!

গ্রামের সবথেকে বোকা মানুষটাও শহরের মানুষকে এক হাঁটে তিনবার বিক্রি করতে পারবে।

সামান্য জমিজমা নিয়াই যে কূটনৈতিক খেল চলে গ্রামের মুরব্বিদের মাথায় তা আন্তর্জাতিক কূটনৈতিকদের মাথায়ও খেলবে না।

আপনি পুকুরে যত্ম সহকারে মাছ চাষ করবেন। একদিন ঘুম থেকে উঠে দেখবেন যে সব মাছ মইরা ভাইসা আছে।

আপনি কিছু নতুন ফল ফুলের গাছ রোপন করেন। সকালে দেখবেন গাছের গোড়া থেইকা ভাইঙ্গা রাখছে।

আপনার মাইয়ার বিয়ে ঠিক করেন। সহজ সরল কেউ একজন নিজে সিএনজি ভাড়া কইরা যাইয়া দুর্নাম কইরা বিয়ে ভাইঙ্গা দিবে।

গ্রামের মানুষ যে কি চিজ!

পরনে লুঙ্গি আর আলাভোলা একখান হাসি দেইখা কাউকে সহজ সরল ভাইবেন না।

তামাম দুনিয়াটা ম্যালা ক্রিটিকাল।

ডীপ ফোকাস না করলে টের পাইবেন না ।

[কালেক্টেড]

কার কি পছন্দ 🥰🥰
27/05/2023

কার কি পছন্দ 🥰🥰

22/05/2023
কিছু বোঝার আগেই যখন বাবা হারিয়ে যায় তখন শিশু সন্তানের কেমন হয় মনের!
17/05/2023

কিছু বোঝার আগেই যখন বাবা হারিয়ে যায় তখন শিশু সন্তানের কেমন হয় মনের!

07/05/2023

তৈ থৈ তৈ থৈ থৈ 😁

শেয়ার চাই যদি ভাল লাগে।

এক দোকানে গেছি। তখনও সন্ধ্যা হয়নি। ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান।  আমার স্যান্ডেলের দাম ৬০ টাকা। নিলাম। কাছে ভ...
04/05/2023

এক দোকানে গেছি। তখনও সন্ধ্যা হয়নি। ফুটপাতে ভাসমান স্পঞ্জ স্যান্ডেলের দোকান।

আমার স্যান্ডেলের দাম ৬০ টাকা। নিলাম। কাছে ভাংতি নেই। হাজার টাকার নোট।

দোকানি নিজে থেকেই বললেন- "দেন"।
আরো কিছু কাস্টমার স্যান্ডেল দেখছে।
আমার একটা কল আসে মোবাইলে। আমি কথা বলতে বলতে দোকানীর দেয়া বাকি টাকাটা পকেটে গুজে চলে আসি।

মোবাইলে কথা বলতে যেয়ে অন্যমনস্ক ছিলাম। অবশ্যই টাকাটা গুনে নেয়া উচিৎ ছিল।

বাসায় আসি রাত ১১ টায়। আমার একটা জটিল ব্যারাম আছে।
টাকা মানিব্যাগে রাখি না। ক্ষুদ্র কারণও আছে। আমি প্যান্ট পরি একটু লুজ টাইপের।
চিকন মানুষ তাই লুজ প্যান্টে মোটা দেখায়।
পেছনে বড় পকেট। মানিব্যাগ কখন কে বের করে নেয় খেয়াল রাখা একটু টাফ। ফলে পকেটে রাখি টাকা। মানিব্যাগ জাস্ট শো হিসেবে।

আজকাল অনেকেই যেমন মোবাইলে টাইম দেখে তবুও হাতে ঘড়ি লাগায়- ফর শো।

আমি পকেট থেকে টাকা বের করে দেখি তিনটা পাঁচশত টাকার নোট।

সর্বনাশ!

ওই স্যান্ডেলওয়ালা স্যান্ডেলের দামতো রাখেনইনি উল্টো আরো পাঁচশ টাকা বেশি দিয়েছে।
আমি আসলে এত সৎ না। কিছুটা খুশি হলাম।

কিন্তু কয়েক মিনিট পর থেকেই আমার ভেতরে খারাপ লাগতে শুরু করে।

লোকটার সারাদিনের দীর্ঘসময়ের লাভ হয়তো এই পাঁচশ টাকা। যা আমার কাছে। সারাটাদিন তার যে পরিশ্রম গেছে তার ফল জিরো।
দৌড়ে বের হলাম বাসা থেকে। লোকটাকে বের করতেই হবে।

আধাঘন্টার মত খুঁজলাম। পেলাম না। এ শহরে গলিতে গলিতে শত্রুর দেখা পাওয়া যায়, কিন্তু হারানো মানুষের দেখা পাওয়া যায় না।
প্রচণ্ড অপরাধবোধ নিয়ে বাসায় ফিরলাম। রাতে ঘুম হলো না তেমন।
সকালে উঠে আবার গেলাম। পেলাম না।

তবে সৃষ্টিকর্তার রহমতের শেষ নেই। লোকটাকে পেয়ে গেলাম দুপুরে । টাকাটা ফেরত দিয়ে চলে এলাম।

লোকটার মুখে যে হাসি দেখলাম টাকা পেয়ে- তা স্পষ্টই বলে দেয় গতরাতে তিনিও হয়তো অনেক হিসাব কষে এই টাকা মেলাতে পারেননি। অতঃপর মিলে গেছে আমার দেখা পেয়ে৷
এরপর কেটে গেল তিন মাস।

ঢাকার বাইরে গিয়েছিলাম। রাস্তায় বাসের যাত্রা বিরতীতে এক হোটেলে খেতে নামলাম।
খেয়ে বাসে উঠলাম। বাস সেখান থেকে চলে এসেছে কয়েক মাইল দূরে। আমার মাথা চক্কর দিয়ে উঠে।
সর্বনাশ হয়ে গেছে।
আমি আমার কাঁধে ঝুলানো ব্যাগ রেখে এসেছি সে হোটেলে৷ তাতে ছিলো প্রায় দশ হাজার টাকা আর একটা মোবাইল।

আমি বাস থেকে নেমে পড়ি। সে হোটেলে ফিরি প্রায় ৪০ মিনিট পর। দুশ্চিন্তায় আমি অস্থির। ব্যাগ পেলাম না৷

দু'চোখ ভিজে যাচ্ছে প্রায়। অনেকদিনের গোছানো সে টাকা।

মন খারাপ করে বসে ছিলাম। কেটে গেল আরো দু ঘন্টা। ব্যাগ পাওয়ার আশা ছেড়ে দিলাম। গাড়িতে উঠতে যাবো এমন সময় পেছন থেকে এক ছেলে আমাকে ডাকে...
বয়স চৌদ্দ কি পনের।
তার হাতে আমার ব্যাগ। সে নাকি আমাকে অনেকবার ডেকেছিল। ততক্ষণে আমাদের বাস ছেড়ে দিয়েছিল।
যাহোক ব্যাগটা ফিরে পেলাম।
হিসাব মেলাচ্ছি- হয়তো সেই স্যান্ডেলওয়ালার উপকারের প্রতিদান পেলাম আরেকজনের মাধ্যমে।

কারো উপকার করলে কখনো বৃথা যায় না। যার উপকার আপনি করছেন আজ সে আপনার উপকার করতে না পারলেও দেখবেন অন্য আরেকজনের মাধ্যমে উপকৃত হচ্ছেন।
উপর থেকে কেউ একজনতো কলকাঠি নাড়ছেন তাই৷ না? বিশ্বাস রাখুন।

04/05/2023

ফেইসবুক ম্যাসেঞ্জার থেকে সব মিডিয়া ফাইল গায়েব হয়ে গেসে
চেক করে দেখুন

কোটি কোটি টাকা উপার্জন করে এত সুন্দর বাড়ি নির্মাণ করেছেন, অথচ মৃত্যুর পর শুধু সাদা কাফনেই তার সঙ্গী!😰
03/05/2023

কোটি কোটি টাকা উপার্জন করে এত সুন্দর বাড়ি নির্মাণ করেছেন, অথচ মৃত্যুর পর শুধু সাদা কাফনেই তার সঙ্গী!😰

নিজ দেশ,নিজের আপনজন দের রেখে যাওয়াটা কখনোই কারো স্বপ্ন  হতে পারে না। নিজের স্বপ্ন হেরে গেলেই মানুষ  এমন সিদ্ধান্ত নিতে ব...
03/05/2023

নিজ দেশ,নিজের আপনজন দের রেখে যাওয়াটা কখনোই কারো স্বপ্ন হতে পারে না। নিজের স্বপ্ন হেরে গেলেই মানুষ এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় 🥹💔

30/04/2023

হ্যাঁ ভাই, আমরা বাঙালি
আমরা রাগিয়ে দিয়ে বলি "রাগ করো না"🙂

30/04/2023

Address

Electra Street
Abu Dhabi

Telephone

+8801907702701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Graphics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Creative Graphics:

Share

Nearby media companies


Other Social Media Agencies in Abu Dhabi

Show All