Channel Star 9

Channel Star 9 মা ও মাটির কথা বলি আমরা

28/07/2022
28/07/2022

র‌্যাব-৭, চট্টগ্রাম এর অভিযানে চট্টগ্রাম জেলার বাঁশখালী হতে দুইজন জলদস্যু ও অস্ত্র ব্যবসায়ী ০২টি ওয়ানশুটার গান সহ আটক।

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই ২০২২খ্রিঃ তারিখ ০৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন ছনুয়া খুদুকখালী এলাকায় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটার গান উদ্ধারসহ ০২জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ১। মোঃ আব্দুল হালিম @বাচ্চু (৩৮), পিতা-মৃত নুরুল আফছার, সাং-খুদুকখালী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ সাগর (৪২),পিতা-মৃত আব্দুস সালাম, সাং-সোনাই বাপের পাড়া, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম। অত্র এলাকার চেয়ারম্যান এমএ হারুনুর রশিদের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক থেকে ভুয়া নিউজ সংবাদপত্র এবং বিভিন্ন জনের আইডি থেকে এ এম এ হারুনুর রশিদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ও নিইজ করে থাকে।সেই কখনো সাংবাদিক কখনো সেই ডাক্তার হিসেবে এলাকাতে পরিচিত জনগণের। কাছ থেকে চাঁদাবাজি করে আসছে
12 নম্বর ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান সৎ সাহসী নিষ্ঠাবান একজন ব্যক্তি সে অন্যায়ের কাছে মাথা নত করে না এখন করবে না। জাতীয় দৈনিক সরেজমিন বার্তাকে বলেন আমি গত পাঁচ বছর সুন্দর ভাবে দায়িত্ব পালন করছি।আগামীতেও যেন ছনুয়া ইউনিয়ন থেকে সন্ত্রাস মুক্ত করব। ছনুয়া জনগণের পাশে থাকবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই অস্ত্র সন্ত্রাসীরা স্থানীয়ভাবে প্রভাবশালী গ্রুপের নেতাদের জন্য পেশী শক্তি হিসাবে কাজ করত যারা সমুদ্র এলাকা, মাছ ধরার ব্যবসা এবং ঘের এলাকার অন্যান্য ব্যবসা নিয়ন্ত্রণ করে।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী মোঃ আব্দুল হালিম @ বাচ্চু এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় সন্ত্রাসী কর্মকান্ডের ০১টি মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

25/07/2022

সিলেটে বন্যা পরিদর্শনের করতে যাচ্চেন মাননীয় প্রধানমন্ত্রীর
মনজুর আলম

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের লক্ষ্যে হেলিকপ্টারে সিলেট যাবার প্রাক্কালে তেজগাঁও বিমানবন্দরে অপেক্ষমান মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি।

আরো উপস্থিত আছেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব হাছান মাহমুদ এমপি, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেন এমপি, পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব এ কে এম এনামুল হক শামীম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব সুজিত রায় নন্দী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আহমদ হোসেন প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত সরকারি কর্মসূচি শেষে মাননীয় পরিবেশমন্ত্রী বড়লেখায় গমন করবেন।

২২ জুন ২০২২, বুধবার মাননীয় পরিবেশমন্ত্রী জুড়ী উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন ।

২৩ জুন ২০২২, বৃহস্পতিবার মাননীয় মন্ত্রী বড়লেখা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন ।

25/07/2022

পৃথিবীর একটি বিরল ঘটনার সাক্ষী হলো বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল।
আল্লাহ মহান আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না।
যেখানে একটি শিশুর জন্ম কোন সিজারিয়ান বা স্বাভাবিক ভাবে নয় । সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মায়ের পেট ফেটে রাস্তায় অলৌকিকভাবে জন্ম গ্রহণ করেন একটি ফুটফুটে নবজাতক শিশু । এই সময় ঘটনাস্থলে নির্মম ভাবে মৃত্যু বরণ করেন নবজাতক শিশুটির বাবা-মাসহ ৩ বছরের এক বোন।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাক চালককে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেন RAB আইনের আওতায় নিয়ে এসেছে র‍্যাব।

25/07/2022
চট্রলার প্রাণ প্রিয় ও গনমানুষের নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।মনজুর আলম  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মা...
19/07/2022

চট্রলার প্রাণ প্রিয় ও গনমানুষের নেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মনজুর আলম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপ-মন্ত্রী, চট্টগ্রাম মহানগর কোতোয়ালী-বাকলিয়া আসনের মাননীয় সাংসদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয়ের

বাকলিয়া বাস্তহারা বহুমুখী সমবায় সমিতি ও বাস্তুহারা বস্তিবাসী শ্রমজীবী সমবায় সমিতির প্রস্তাবিত"
বাকলিয়া বাস্তহারা ফ্ল্যাট প্রকল্প"এলাকা, বঙ্গমতা ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন এবং স্থানীয় সৎসঙ্গ মন্দির পরিদর্শনকালে সাথে আছেন ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল্লাহ বাহাদুর
, চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর নুরুল হক, পাথরঘাটা মহিলা সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রূমকী সেন, কোতোয়ালী থানা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সভাপতি উত্তম কুমার সুশীল, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সমিতির সাবেক সভাপতি সামসুল আলম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান সমিতির ব্যবস্থাপনা কমিটির সকল নের্তৃবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ, জাতীয় শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ,
বাস্তুহারা সমিতির সাবেক নের্তৃবৃন্দ এবং বিভিন্ন কমিটির নের্তৃবৃন্দ ও সমিতির সকল স্তরের সদস্য সদস্যাবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের ত্রিশালে মেইন সড়ক রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে। ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে রাস্তা পার হবার সময় স...
17/07/2022

ময়মনসিংহের ত্রিশালে মেইন সড়ক রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা ঘটে।
৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে রাস্তা পার হবার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান স্বামী-স্ত্রী দুইজন ও তাদের এক কন্যা সন্তান । এইদিকে সড়ক দুর্ঘটনায় মৃত মায়ের পেট থেকে আল্লাহর অশেষ রহমতে ভূমিষ্ঠ হওয়া শিশুটির এক হাতের হাড় ভেঙে গেছে। হাসপাতালে চিকিৎসা চলছে। সবাই তার জন্য দোয়া করুন।ময়মনসিং জেলা প্রশাসক এই শিশুটির দায়িত্ব গ্রহণ করেন।
আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করে দিন, হেফাজত করুন।
আমিন

16/07/2022

চট্টগ্রাম দেওয়ান হাট ব্রিজ এর পূর্ব পাশে। আস্তানীয়া বাবাজান দরবার শরীফের।বসত ঘর ও দোকানে আগুন লাগে।কি ভাবে আগুন লাগছে তা জানা যাইনি। ফায়ার সার্ভিসের দুই টি উইনিট ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিঘর সহ ১৫ টি দোকান অধিকাংশ পুরে গেছে। এতে।আনুমানিক ৫০ লাক্ষ টাকা কয় কত্রী হয়।

পদ্মা সেতু রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহাকে আটক করেছে পুলিশ। তাকে রাজধানীর শান্তিনগর...
26/06/2022

পদ্মা সেতু রেলিংয়ের স্ক্রু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা যুবক বায়েজিদ তালহাকে আটক করেছে পুলিশ। তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আটক করা হয়েছে।

মনজুর আলম এক ডিভোর্স নারীর বাস্তব কাহিনী ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো,ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের ...
22/06/2022

মনজুর আলম

এক ডিভোর্স নারীর বাস্তব কাহিনী

ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো,
ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের মত লাগছে।( বাণীতে ডিভোর্সি নারী)

পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয়না!!
কমপক্ষে কোন মেয়ে সুখী হতে পারে।

বাংলাদেশ এখন ডিভোর্স সংষ্কা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। । হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ মিনার মতো ভুল না করুক। হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো ভেঙে না পড়ুক।মিনা এক ঊনিশ বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দে। সংসারও টিকে ছিল দের বছর। আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স এক বছর।
আমার স্বামীর স্বভাব-চরিত্র সবই বেশ ভালোই ছিল। শুধু একটু জেদি । অবশ্য তাও সবসময় না, মাঝেমধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি, আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয় নি।

সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে। ওরকম আমাদের মধ্যেও মাঝেসাঝে ঝগড়া-ঝাটি হতো। কিন্তু ঝগড়া বাধলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনরাও আসতো, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেদেকেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে কথা শোনাত। আমার ছোট বোন তো রীতিমত অপমান করত!
আমার কাছেও মনে হতো, ঠিকই আছে। কত বড় সাহস, আমার সাথে লাগতে আসে। আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, “ডিভোর্স দাও! তোমার মতো লোকের সাথে কে সংসার করে?”
নাহ, ডিভোর্স আমি কখনোই মন থেকে চাই নি। ওটা ছিল মুখের কথা।
ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো।

একদিনের কথা এখনও মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে। যা মুখে আসছে তাই বলছি। তুই-তোকারি, গালিগালাজ, অপমান কিচ্ছু বাদ যায় নি। এক পর্যায়ে সহ্যের বাধ ভেঙে ও আমার গায়ে হাত তুললো!
এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তুলে নি। কিন্তু ঐ একটা থাপ্পড়, ওটাই যথেষ্ট ছিল।
আমি বাপের বাড়ি চলে গেলাম। আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে আর কী লাভ! সবাইকে যা বলেছি, সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে। পরিবারের সবাই বললো, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই। মামলা ঠুকে দাও।
আমি সবার পরামর্শে মামলা করলাম।
ওর নামে নারী নির্যাতনের কেইস করা হল। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরুব্বিরা এসে বার বার অনুরোধ করল, আমি যেন এই কেইস তুলে নিই।
ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা, আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো?
আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এতকিছুর পর ফিরে যাই, তাহলে ও ভাববে, আমি বুঝি অসহায়। আমাকে আরো পেয়ে বসবে। আমার উপর ইচ্ছামত ছড়ি ঘুরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বার বার একই কাজ করবে। কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না।
কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল, সেদিনই হাটু জোর হয়ে আমার কাছে মাফ চেয়েছে। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে ফেরত গেলাম না।
কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার-সালিশ হল। সবার কাছে ও দোষী প্রমাণিত হল। সবাই ওকে নানা কথা বোঝাল, উপদেশ দিল। তারপর আবার সংসার শুরু করলাম।
এর পরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কী একটা নিয়ে আমাদের ঝগড়া বেধে গেল। ব্যস, কাপড়চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ ! আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বললো, এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না। আর আমার বোনদের কথা ছিল, ওসব অসুস্থ-টসুস্থ কিছু না, সব বাহানা!

আমরা চাচ্ছিলাম ঐ পক্ষ থেকে কিছু আত্মীয়-স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতেপায়ে ধরে নিয়ে যাক। কিন্তু এবার কেউই আসলো না।
এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল। কতবড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস! আমাকে ডিভোর্স দিতে চায়? ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো।মা বাবা মনে করিয়ে দিলো, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে।
প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশছোঁয়া অংক দাবি করলাম! আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়। যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাই নি৷ কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল। আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব! ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারি নি।
কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশছোঁয়া সমস্ত দাবি মেনে নিলো। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণপোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব! বিনিময়ে ও পেলো শুধু ডিভোর্স।
আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর।
ও আবারও বিয়ে করেছে। সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে।
এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্নবিছিন্ন করে ফেলতাম। শারীরিক নির্যাতন করি নি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয় নি। নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে!
মাঝে মাঝে ভাবি, ইশ, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিতো। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো! আমি যদি নিজের জিদ নিয়ে পড়ে না থেকে, একটু ওর কাছে নত হতাম! তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না।ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো,
ডিভোর্সের পরে এখন নিজের বাড়িই দোজখের মত লাগছে।

আজ আমার ভাইবোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছ কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারো সাথে যেন এমন না হয়।

·

11/06/2022

সব সন্তানেট জন্য বাবা হলেন মাথার উপর ছাদ

মনজুর আলম হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটৃক্তির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন...
10/06/2022

মনজুর আলম
হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটৃক্তির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।

হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটূক্তির প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী সংগঠন। আজ জুমা নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এতে নেতৃত্ব দেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এসময় বিভিন্ন ইসলামী সংগঠন পল্টন, বিজয়নগরসহ আশাপাশের এলাকায় মিছিল করেন। এদিকে কর্মসূচি কেন্দ্র করে বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিপুল সংখ্যক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। ওদিকে মহানবীকে কটূক্তির প্রতিবাদে জুমা নামাজের পর রাজধানীর বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। এসময় তারা কটূক্তিকারী নূপুর শর্মা ও নবীন জিন্দালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মনজুর আলম ওসি আতিকুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া থানার মাদক মুক্ত অভিযান শুরু হয়।লোহাগাড়া থানাকে মাদক মুুক্ত করতে প্রতিদ...
10/06/2022

মনজুর আলম

ওসি আতিকুর রহমানের নেতৃত্বে লোহাগাড়া থানার মাদক মুক্ত অভিযান শুরু হয়।

লোহাগাড়া থানাকে মাদক মুুক্ত করতে প্রতিদিন অভিযান। এত ইয়াবা ব্যবসা এসব গুলো আসে কোথায় থেকে।

বাংলাদেশ থেকে মাদকমুক্ত হবে না কোন দিন।আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। বাংলাদেশ হচ্ছে চোরের খনি। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দিনের পর দিন ইয়াবা ব্যবসায়ী কোটি কোটি টাকার মালিক হচ্ছে। এদের সাথে জড়িত আছে প্রভাবশালী ব্যক্তি গন।টেকনাফ স্থলবন্দর ও সীমানা দিয়ে। মায়ানমার থেকে অবৈধপথে ইয়াবা প্রবেশ করে। এতে বন্দর ও সীমানাবর্তী দায়িত্বরত অফিসার ও লোকজন কি ঘুমিয়ে থাকে। তাদের নিজ দায়িত্ব পালন করে হবে।
চট্টগ্রামের লোহাগাড়ায় তিন মাদক,কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় ৪হাজার ৬২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার রাজাপালং এলাকার বশির আহম্মদের পুত্র মুহাম্মদ ইসমাঈল(২২), টেকনাফ বালুখালীর মুহাম্মদ ইউনুচের স্ত্রী মনোয়ারা বেগম (২৮) এবং কক্সবাজার ঈদগাঁহ মাইজ পাড়ার নুরুচ্ছাফার পুত্র তৌহিদ মিয়া প্রকাশ শাওন (১৯)।লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান দৈনিক চৌকস কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই সাজিব হোসেন, এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মুুহাম্মদ ইসমাঈলের কাছ থেকে ২হাজার ২০০পিস ইয়াবা,মনোয়ারা বেগমের কাছ থেকে ৯২০পিস ইয়াবা এবং শাওনের কাছ থেকে ১হাজার ৫০০পিস সহ মোট ৪হাজার ৬২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় এবং ৩মাদক কারবারীকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ ১০ জুন সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

মনজুর আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবশেষ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বাংলাদেশ  ন...
10/06/2022

মনজুর আলম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবশেষ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
একই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সেই প্রার্থী মুজিবুল হক চৌধুরীর নামে মামলা দায়েরের নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

রবিবার (৫ মে) এই নির্দেশনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।

নির্দেশনায় বলা হয়েছে, ১৫ জুন অনুষ্ঠেয় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ঘোষণা দেন যে, ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন। এ সময় ইভিএমকে যথেচ্ছভাবে ব্যবহার করে বিজয় ছিনিয়ে আনার হুমকি দিয়েছেন।

একই সঙ্গে ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন এমন বক্তব্য বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যায় এবং পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্তে প্রমাণিত হয়।

এই কার্যক্রম ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী অপরাধ।

এ প্রেক্ষাপটে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর নামে সংশ্লিষ্ট থানায় জি.আর. মামলা দায়ের করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে মামলা দায়েরের লক্ষ্যে এজাহার দায়ের ও প্রাসঙ্গিক অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম দৈনিক অধিকারকে বলেন, চাম্বল ইউপির নির্বাচন স্থগিতের নির্দেশনা আমার কাছে এসেছে। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনি তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। এই অবস্থায় ওই সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: ৫ দিন পর নদীতে মিলল স্কুলছাত্রের মরদেহ

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. কামাল উদ্দিন দৈনিক অধিকারকে বলেন, চাম্বলের নির্বাচন স্থগিতের বিষয়ে অবগত হয়েছি, তবে এখনো পর্যন্ত চাম্বল ইউপির চেয়ারম্যান প্রার্থী মুজিবুলের বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে মামলার এজাহার পৌঁছায়নি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জনস্বার্থেনতুন মোটরযান আইনে শাস্তির ধারা ও দন্ড। #ধারা-৬৬ ড্রাইভিং লাইসেন্স ব্যাতিত মোটরযান ও গণপরিবহন চালনা শাস্তিঃ ৬ ম...
08/06/2022

জনস্বার্থে

নতুন মোটরযান আইনে শাস্তির ধারা ও দন্ড।

#ধারা-৬৬ ড্রাইভিং লাইসেন্স ব্যাতিত মোটরযান ও গণপরিবহন চালনা
শাস্তিঃ ৬ মাস কারাদন্ড/ ২৫ হাজার টাকা জরিমানা।
#ধারা-৬৭ ড্রাইভিং লাইসেন্স হস্তান্তর করলে
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা-৬৮ বিদেশী নাগরিক কর্তৃক প্রবিধানের কোন বিধান বা লাইসেন্সের শর্ত অমান্য করলে
শাস্তিঃ লাইসেন্স বাতিল,গাড়ি চালনা করতে পারবেন না/ ৩০০০০ টাকা জরিমান
#ধারা-৬৯ ভূয়া লাইসেন্স প্রস্তুত,প্রদান ও নবায়ন করলে
শাস্তিঃ ৬ মাস হতে ২ বছর পর্যন্ত কারাদন্ড/ ১০০,০০০- ৫০০,০০০ টাকা জরিমানা
#ধারা-৭০ ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার, স্থগিত বা বাতিলকৃত ব্যাক্তি কর্তৃক গাড়ি চালনা
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড / ২৫,০০০ টাকা জরিমানা
#ধারা-৭১ কন্ডাক্টর লাইসেন্স ব্যাতিত গণপরিবহনে কন্ডাক্টরের দায়িত্ব পালন করলে
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা- ৭২ রেজিস্ট্রেশন ব্যাতিত মোটরযান চালনা
শাস্তিঃ ৬ মাস কারাদন্ড/৫০,০০০ টাকা জরিমানা।
#ধারা- ৭৩ ভূয়া রেজিষ্ট্রেশন নম্বর প্রদর্শন ও ব্যবহার
শাস্তিঃ ৬ মাস হতে ২ বছর পর্যন্ত কারাদন্ড/ ১০০,০০০ টাকা -৫০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা।
#ধারা-৭৪ মোটরযানের মালিকানা পরিবর্তন না করিলে
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ৫০০০ টাকা জরিমান।
#ধারা-৭৫ ফিটনেস বিহীন অথবা মেয়াদউত্তীর্ণ মোটরযান চালনা করিলে
শাস্তিঃ ৬ মাস কারাদন্ড/ ২৫,০০০ টাকা জরিমানা।
#ধারা- ৭৬ টেক্সটোকেন বিহীন/ মেয়াদউত্তীর্ণ মোটরযান চালনা
শাস্তিঃ ১০০০০ টাকা জরিমানা।
#ধারা-৭৭ রুটপারমিট বিহীন/ মেয়াদউত্তীর্ণ মোটরযান চালনা
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড / ২০,০০০ টাকা জরিমানা।
#ধারা-৭৮ বিদেশী নাগরিক কর্তৃক নিজ দেশের মোটরযানের রুটপারমিট গ্রহণ না করিলে
শাস্তিঃ ৩০০০০ টাকা জরিমানা
#ধারাঃ ৭৯ ব্যক্তিগত মোটরযান বানিজ্যিক ভাবে ব্যবহার করিলে,
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড / ২৫০০০ টাকা জরিমানা এবং ১ পয়েন্ট কর্তন।
#ধারা- ৮০ গণপরিবহনে ভাড়ার চার্ট প্রদর্শনে ব্যর্থ এবং অতিরিক্ত ভাড়া আদায় এবং ১ পয়েন্ট কর্তন।
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/১০০০০ টাকা জরিমানা।
#ধারা-৮১ কন্ট্রাক্ট ক্যারিজের( সিএনজি) মিটার অবৈধভাবে পরিবর্তন,অতিরিক্ত ভাড়া আদায় বা দাবি করা।
শাস্তিঃ ৬ মাস কারাদন্ড/৫০০০০ হাজার টাকা জরিমানা এবং ১ পয়েন্ট কর্তন।
#ধারা-৮২ মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করলে বা তাৎক্ষনিক অপসারণ না করলে।
শাস্তিঃ ২ বছরের কারাদন্ড/ ৫০০০০-৫০০,০০০ টাকা জরিমানা
#ধারা-৮৪ মোটরযানে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যাতিত মোটরযানের আকার পরিবর্তন করলে,
শাস্তিঃ ১ বছর হতে ৩ বছর কারাদন্ড/ ৩০০,০০০ টাকা জরিমানা।
#ধারা- ৮৫ ট্রাফিক সাইন বা সংকেত অমান্য করলে
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ১০০০০ টাকা জরিমানা।
#ধারা-৮৬ অতিরিক্ত ওজন বহন করলে
শাস্তিঃ ১ বছরের কারাদন্ড/ ১০০০০০ টাকা জরিমানা।
#ধারা-৮৭ মোটরযানে নির্দিষ্ট গতিসীমা লংঘন করলে
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড/ ১০০০০ টাকা জরিমানা
#ধারা-৮৮ নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত মাত্রার শব্দ সৃষ্টি বা হর্ণ বাজানো বা কোন যন্ত্র স্থাপন
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড/ ১০০০০ টাকা জরিমানা
#ধারা-৮৯ পরিবেশ দূষনকারী কালো ধোয়া বা এইরূপ গাড়ি ঝুকিপূর্ণ গাড়ি চালনা
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড /২৫০০০ টাকা জরিমানা
#ধারা- ৯০ অবৈধ পার্কিং বা নির্দিষ্ট স্থান ব্যাতিত যাত্রী বা পন্য উঠানামা করা
শাস্তিঃ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা-৯১ মহাসড়কে দ্রুতগতির বিধিবিধান লংঘন করলে
শাস্তিঃ ৫০০০ টাকা জরিমানা।
#ধারা- ৯২ (১)মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী লংঘন করলে- ( মদ্যপান সেবন,কন্ডাক্টর কর্তৃক গাড়ি চালনা,উল্টো পথে গাড়ি চালনা,মোটরসাইকেলে ৩ জন আরোহন ও হেলমেট বিহীন চালনা,চলন্ত অবস্থায় যাত্রী উঠানামা করা ও ফুটপাতে গাড়ি চালনা)
শাস্তিঃ ৩ মাস কারাদন্ড / ১০০০০ টাকা জরিমানা।
#ধারা- ৯২ (২) মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলীর ২য় অংশের লংঘন (মোবাইল ফোনে কথা,সিটবেল্ট না বাধা,খারাপ আচরণ,অতিরিক্ত যাত্রী বহন,সংরক্ষিত আসনে অন্য যাত্রী বহন)
শাস্তিঃ ১ মাস কারাদন্ড/ ৫০০০ টাকা জরিমানা
#ধারা- ৯৩ বিস্ফোরক বা দাহ্য পদার্থ মোটরযানে পরিবহন
শাস্তিঃ ১ মাস কারাদন্ড বা ৫০০০ টাকা জরিমানা
#ধারা-১০২ আদেশ পালন ও তথ্য প্রদানে অপারগতা
শাস্তিঃ ১ মাস কারাদন্ড /১০০০০ হাজার টাকা জরিমানা।

জরিমানার টাকা বিভিন্ন স্থানে কিছুটা কম বেশি আছে।

যেটা আশংকা করেছিলাম রাতে, সেটাই হয়েছে। রাসায়নিক পদার্থ আছে এটা ফায়ার সার্ভিস না জানার কারণে তাদের ক্ষয়ক্ষতি এমনকি মারাও ...
05/06/2022

যেটা আশংকা করেছিলাম রাতে, সেটাই হয়েছে। রাসায়নিক পদার্থ আছে এটা ফায়ার সার্ভিস না জানার কারণে তাদের ক্ষয়ক্ষতি এমনকি মারাও যেতে পারে বলেছিলাম। এখন সেটাই হয়েছে। এখনো পর্যন্ত ৫ জন ফায়ার সার্ভিস কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে মারা যাবে। মোটা মৃতের সংখ্যা ৩৫। এটা কেবল মৃতদেহ পাওয়াদের সংখ্যা। অনেকের দেহ পাওয়া যাবে না।
বিস্ফোরক পরিদপ্তর থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম, বিএম কন্টেইনার ডিপোর কাছে কোনো লাইসেন্স নেই। অর্থাৎ এই ধরণের বিস্ফোরক কেমিক্যাল আমদানী এবং সংরক্ষণের জন্য সরকারের বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন লাগে, লাইসেন্স লাগে। এগুলো নিরাপদে সংরক্ষণের জন্য কিছু নিয়ম আছে, আলাদা ফ্যাসিলিটিজ দরকার হয়। যার কিছুই নেই স্মার্ট গ্রুপের এই প্রতিষ্ঠানের। এমনকি বিস্ফোরক পরিদপ্তরকে অবহিতও করেনি। অবৈধ রেখেছিল তারা এগুলো।
প্রতিষ্ঠানটির মালিক মুজিবুর রহমান। দৈনিক পূর্ব দেশের সম্পাদক। তিনি জেলা আওয়ামীলীগের একজন কোষাধ্যক্ষ। এজন্যই হয়তো অবৈধভাবে এগুলো রাখার সাহস এবং সুযোগ পেয়েছিলেন।
আগুনে দগ্ধ বেশিরভাগ মানুষই আগে পরে মারা যাবেন। মৃতের সংখ্যা বাড়বে। যারা বেঁচে থাকবে, বেশিরভাগই পঙ্গুত্ব বরণ করবে।
আমার সংযুক্তিঃ
দেখেন, এই দেশ নাকি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট চালাবে।
এই ধরনের অথর্ব ম্যানেজমেন্টের হাতে একটা নিউক্লিয়ার ডিজাস্টারের দায়িত্ব কি আমরা দিতে পারি??

মনজুর আলম বাঁশখালীতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত রশিদ আহমেদবিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য সরল ৮নং ওয়ার...
30/05/2022

মনজুর আলম
বাঁশখালীতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত রশিদ আহমেদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য সরল ৮নং ওয়ার্ড়।বর্তমান মেম্বার রশিদ আহমদ।

একজন সংগ্রামী নারীর বেঁচে থাকার গল্প…স্থান- সুগন্ধা বীচ পয়েন্ট, কক্সবাজার।বাংলাদেশের।
29/05/2022

একজন সংগ্রামী নারীর বেঁচে থাকার গল্প…

স্থান- সুগন্ধা বীচ পয়েন্ট, কক্সবাজার।
বাংলাদেশের।

আলহামদুলিল্লাহ,!!!চট্টগ্রাম হাটহাজারী'তে সাতজন বাচ্চার জন্ম দিয়েছেন এক মা, সবাই সুস্থ আছে।
28/05/2022

আলহামদুলিল্লাহ,!!!
চট্টগ্রাম হাটহাজারী'তে সাতজন বাচ্চার
জন্ম দিয়েছেন এক মা, সবাই সুস্থ আছে।

বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের জনগনের ও মানুষের প্রাণপ্রিয় নেতা।।গন্ডামারা ইউনিয়নের অভিভাবক।
26/05/2022

বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের জনগনের ও মানুষের প্রাণপ্রিয় নেতা।।গন্ডামারা ইউনিয়নের অভিভাবক।

মনজুর আলম অশ্লীল গল্প, সেক্স ভিডিও এসব দেখার আগে দয়া করে এই পোস্টটি পড়ুন।যদিও ছেলের কথাটি উল্লেখ করা আছে  কিন্তু ছেলে মে...
26/05/2022

মনজুর আলম
অশ্লীল গল্প, সেক্স ভিডিও এসব দেখার আগে দয়া করে এই পোস্টটি পড়ুন।
যদিও ছেলের কথাটি উল্লেখ করা আছে কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্যই এই পোস্টটি।

চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেনো একটা দেখছে! অন্ধকার গাঢ় আবছা, কানে ইয়ারফোন।

দেখছে যিনার দৃশ্য। স্বাদ নিচ্ছে তার চোখ। বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি।

নিস্তব্ধ রাত ১১ টা বেজে ২০ মিনিট। নেকেড দেখছে, বা অবৈধ কোনো নারীর সাথে যিনার আলাপ করছে নিভৃতে। কত স্বাদ গুনাহ করতে!

হঠাৎ - আচমকা শরীরটা ঝাকুনি দিয়ে উঠলো! ছেলেটির মনে হলো কে যেনো ঢুকেছে রুমে কিন্তু, রুমের দরজা তো আটকানো। কি ব্যাপার, কে ঢুকলো রুমে অন্ধকারে?
হঠাৎ - শরীরটা শিউরে উঠলো। অজানা কেমন একটা শব্দ কানে বাজলো। অনুভব করতে পারলো, কেনো জানি শরীরটা অবস হয়ে যাচ্ছে!

- হঠাৎ বা দিকে দেখলো এটা কি?
- ওমাহ কে এটা? বিশাল বড় কে? আমার পাশে দাড়িয়ে আছে। কিভাবে ঢুকলো রুমে, হায় মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাড়িয়ে আছে আমার সামনে। থর থর করে কাপছে শরীর, হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা।

নেকেড চলছে পুরোদমে। মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়লো, কিন্তু চলছে উলঙ্গ নারী - পুরুষের যিনার ভিডিও।

হয়তো মৃত্যুর ডাক পড়ে গেলো তার।
- সে দেখছে মালাকুল মউতকে দাড়িয়ে আছে মৃত্যু দূত।

একটু আগেও দেহটা ছিলো অনেক গরম, কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে। মৃত্যু আজ তার সামনে, মনে মনে ভাবছে হায় আপসোস! একটু যদি তওবা করতে পারতাম! কিন্তু সময় যে আর নেই।

ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর। সময় ও পাইনি তওবা করতে। মোবাইলে ছিলো অগনিত উলঙ্গ ভিডিও ছিলো কত রঙ, বেরঙের সুরেলা গান। ডিলিট ও করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির।

- মৃত্যু ডাকছে তাকে, আসো হে নাপাক আত্মা!
- আসো হে নাপাক জালিম! নফসের উপর অত্যাচারী রুহু।

ভয়ে রুহু দৌড়াদৌড়ি শুরু করলো দেহের আনাচে কানাচে। পা দুটি হিম ঠান্ডা হতে শুরু করলো। কেউ নেই পাশে চোখ উল্টিয়ে ভয়ে, গলাটাও শুকিয়ে গেছে। পাশেই পড়ে আছে নেকেডের মোবাইলটা।

হঠাৎ লাফ দিয়ে উঠে বসে হুম! কেউতো নেই, মৃত্যু দূত চলে গেছে আমাকে সুযোগ দিয়ে।

- তাই সময় থাকতেই ভাই, মোবাইলটা হাতে নিয়ে যা অশ্লীল কিছু আছে সব ডিলিট করো। যতো অবৈধ কিছু আছে সব মুছে ফেলো, তওবা করো,, হে আল্লাহ তুমিতো মহান, ক্ষমতাশীল, দয়াবান, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও।

সকল খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সবাই কে হেফাজত করুন আমিন

26/05/2022

... ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব চিটাগং আপ-টাউন এর সম্মানিত প্রেসিডেন্ট
পুইছড়িয়ান উইনিয়ন চেয়ারম্যান এর পদপ্রার্থী। মুবিনুল হক মুবিন ভাই আলোচনা ও জনগণের উদ্দেশ্যে। বিপ্লবী। জনগণের প্রিয় বন্দু।

কিসের আর্জেন্টিনা আর কিসের ব্রাজিল বিশ্বকাপ তো এবার বুড়ো কাকায় নিবো
26/05/2022

কিসের আর্জেন্টিনা আর কিসের ব্রাজিল
বিশ্বকাপ তো এবার বুড়ো কাকায় নিবো

ব্যাবসা নামের ড়াকাটি
23/05/2022

ব্যাবসা নামের ড়াকাটি

সাংবাদিক ইয়ারব হোসেনের হামলাকারী সিকিউরিটি গার্ড প্রধান শহিদুল ইসলাম।  সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী আ...
23/05/2022

সাংবাদিক ইয়ারব হোসেনের হামলাকারী সিকিউরিটি গার্ড প্রধান শহিদুল ইসলাম। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের নির্দেশেই নির্দয়ভাবে পেটানো হলো সাংবাদিক ইয়ারব হোসেনকে। অপরাধ-বেতনা নদী খনন সম্পর্কিত তথ্য জানতে চাওয়া। আমরা এই নিন্দনীয় হামলার সঠিক তদন্তমূলক বিচার চাই

23/05/2022

Address

Chittagong
4226

Alerts

Be the first to know and let us send you an email when Channel Star 9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel Star 9:

Videos

Share

Category