Salboni news vlog

20/01/2024
24/10/2023

খড়্গপুর দশেহরা ( রাবন দহন ) উৎসব

15/10/2023

শালবনী সুপার স্পেসালিটী হাসপাতালে (Blood Bank) টি সূচনা হয়েছিল,এবং আজ তার প্রথম রক্তদান শিবির কর্মসূচি

29/09/2023

শালবনী ব্লকের কর্ণগড় অঞ্চলের , কর্ণগড় রানী শিরোমনি গড় ইকো পার্কের দায়িত্বভার শালবনী পঞ্চায়েত সমিতির গ্রহণ করার পরেই - পার্কের সংস্কার কাজ শুরু হলো - শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ মহাশয় নিজে উপস্থিত থেকে কাজের তদারকি করেন এবং পার্কের পরিকাঠামো খতিয়ে দেখেন

28/09/2023

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের দক্ষিনশোল মৌজাতে ভিসাকা আই এন ডি লিমিটেড এর ভি বোর্ড এর কারখানার ট্রায়াল প্রোডাকশন শুরু হলো , দেড়শো কোটি টাকার বেশী ব্যায়ে এই কারখানায় পাঁচশো জনের বেশী মানুষের সরাসরি কর্মসংস্থান হবে বলে কর্তৃপক্ষ জানান
এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন - নেপাল সিংহ - সভাপতি শালবনী পঞ্চায়েত সমিতি
জি. ভামসিকৃষ্ণা মহাশয়, জয়েন্ট এম ডি
জে পি রাও মহাশয় , ডিরেক্টর
কে.ভি. ই. প্রসাদ মহাশয় প্রেসিডেন্ট
শ্রীনিভাসরাও মেন্ডা মহাশয় , প্ল্যান্ট হেড
ভি রাঘাবন মহাশয়, প্রজেক্ট ইনচার্জ
ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা

26/09/2023

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি সম্পূর্ণ হতে চলেছে শালবনিতে
শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংকের জন্য কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রকের ছাড়পত্র আসলো
ইতিমধ্যেই পরিকাঠামগত সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হয়েছে
পুজোর আগেই ব্লাড ব্যাংকের সূচনা হবে শালবনীতে

25/09/2023

জেলার ফুটবল জগতের অগ্রগতির কথা মাথায় রেখে মেদিনীপুর বিধানসভার জনপ্রিয় বিধায়িকা জুন মালিয়ার বিশেষ উদ্যোগ। বিধায়িকার ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হতে চলেছে "শালবনি ফুটবল অ্যাকাডেমি"।গত তিন দিন ধরে শালবনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়াম এ চলছিল জেলার অনূর্ধ্ব ১২ ফুটবলার সহ মহিলা ফুটবলারদের নিয়ে এই কোচিং সেন্টার এর জন্য ফুটবল ট্রায়াল।আজ মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ফাইনাল ট্রায়াল।এই ট্রায়ালের মাধ্যমে ছেলে ও মেয়ে মিলিয়ে প্রায় মোট ৪০ জন অনূর্ধ্ব ১২ ফুটবলার সহ বিভিন্ন বয়সের জুনিয়র ফুটবলার নির্বাচিত হয়।

24/09/2023

খড়গপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খড়গপুর ১ নং ব্লকের ৭ নং বড়কলা অঞ্চলের খাসতালুক বন্ধু মহল এর মাঠে স্বেচ্ছায় রক্তদান শিবির
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী সুজয় হাজরা মহাশয় উপস্থিত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সন্দীপ সিংহ মহাশয় উপস্থিত রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ মহাশয় উপস্থিত I.N.T.T.U.C জেলা সভাপতি গোপাল খাটুয়া মহাশয় উপস্থিত কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু মহাশয় এবং অন্যান্য নেতৃত্ব

17/09/2023

মা দুর্গা কে নিয়ে কুরুচি কর মন্তব্য করায় অজিত মাহাতোকে গ্রেপ্তারের দাবিতে পুরুলিয়া পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ পুরুলিয়ার হিন্দুদের

11/09/2023

আজ শালবনী পঞ্চায়েত সমিতির নয় টি স্থায়ী সমিতির কর্মাদক্ষ নির্বাচিত হইল।
বন ও ভূমি সংস্কার স্থায়ী সমিতির কর্মাদক্ষ -সুব্রত সানি
পূর্ত কর্মাদক্ষ -গৌতম বেরা
খাদ্য ও সরবারহ স্থায়ী সমিতির কর্মাদক্ষ- রাজিব ফৌদার
মৎস্য ও প্রাণী সম্পদ এর কর্মাদক্ষ- স্বপন মাহাত
ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ সমিতির কর্মাদক্ষ- হরমোহন সিং
জনসাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাদক্ষ - পানমনি মাণ্ডি
নারী ও শিশু কল্যাণ কর্মাদক্ষ - ব্রজবালা বারিক
শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া সমিতির কর্মাদক্ষ- মাধবী সেনাপতি
কৃষি সেচ সমবায় সমিতির কর্মাদক্ষ- সমর নন্দী
উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ ও শালবনী ব্লকের বিডিও প্রনয় দাস, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার,

05/09/2023

শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দ্বিতীয় বার সদ্য দায়িত্ব নিয়েছেন নেপাল সিংহ। আর কলকাতার রাজপথে ছাত্র পরিষদের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর ঠিক করেন, শালবনী ব্লকে অবসরপ্রাপ্ত ও প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করবেন।সেই উপলক্ষে আজ শিক্ষক দিবস উপলক্ষে শালবনী ব্লকে সদ্য দায়িত্ব নেওয়া জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতির উপস্থিতিতে প্রায় দেড়শত জন প্রবীণ শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনী ব্লকের বিডিও প্রনয় দাস, জয়েন্ট বিডিও দেবব্রত কোনার,এস আই শৌভিক জানা, বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, গৌতম বেরা, অতনু সিংহ, শিক্ষক তন্ময় সিংহ,শ্যামল মুখার্জি, চন্দন মাসান্ত, সুব্রত দাস, অভিজিৎ ঘোষ, পূজা চ্যাটার্জী, অমিত মারিক সহ অন্যান্য অতিথিরা।

04/09/2023

এই মুহূর্তের হাতির খবর জারুলিয়া কাজু বাগানের পাশাপাশি ৭ থেকে ৮ টি হাতির একটি দল দেখা গিয়েছে এবং ৩ থেকে ৪ টি হাতি আস্থাশুলীর দিকে পেরিয়ে আসার খবর পাওয়া যাচ্ছে।

02/09/2023

chess Academy Subodh udbodhan শালবনী ব্লক চেস্ট অ্যাকাডেমি শুভ উদ্বোধন

15/08/2023

১৭ আগস্ট মধ্যরাত থেকে ২১ আগস্ট মধ্যরাত অবধি মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে বীরেন্দ্র সেতু পুরোপুরি বন্ধ থাকবে, বিকল্প রাস্তা জানিয়ে দিল প্রশাসন

30/07/2023

মনিপুর সহ BJP শাসিত রাজ্য গুলিতে মহিলাদের উপর অত্যাচার বেড়ে চলা প্রতিবাদে ধিক্কার মিছিল শালবনিতে

27/07/2023

প্রাথমিকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! পশ্চিম মেদিনীপুরের স্কুল শিক্ষককে গ্রেফতার করা হল

27/07/2023

ভিন রাজ্যে পড়তে গিয়ে রহস্যমৃত্যু মেদিনীপুর শহরের মেধাবী ছাত্রের

27/07/2023

মণিপুরের ঘটনার প্রতিবাদে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও আদিবাসী সংগঠনের

Address

Chittagong Division
SALBONI

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salboni news vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salboni news vlog:

Videos

Share

Nearby media companies