media sobuj

media sobuj ami job kori

30/11/2024
ঘুমন্ত ফুলকে পাহারা দিতে ব্যস্ত ফুলেরা
11/09/2023

ঘুমন্ত ফুলকে পাহারা দিতে ব্যস্ত ফুলেরা

২ সপ্তাহ আগে আমার gf এর বিয়ে ছিল,কিন্তু বিয়ে টা হয়নি। কারন বিয়ের দিন আমি তাকে তুলে নিয়ে আসছিলাম এবং কোর্ট ম্যারেজ ক...
18/08/2023

২ সপ্তাহ আগে আমার gf এর বিয়ে ছিল,

কিন্তু বিয়ে টা হয়নি। কারন বিয়ের দিন আমি তাকে তুলে নিয়ে আসছিলাম এবং কোর্ট ম্যারেজ করে ফেলি দুইজন। আমার বাবা মা বিষয়টা মেনে নিল না, বিধায় আমাকে বাসা থেকে বের করে দিল। অসহায় দুইটা প্রাণ ঘুড়ছিলাম। আমি ভাবলাম যত কষ্টই হোক মেঘা কে একটা থাকার ব্যাবস্থা আমাকে করে দিতেই হবে। হাতে কিছুটাকা ছিল। ঐই টাকা
দিয়ে মেঘা কে একটা মহিলা মেসে তুলে দিলাম। আমার কাছে প্রায় সব টাকা শেষ । কথায় আছে বিপদে পড়লে বন্ধু চেনা যায়। এক জন ও আমার পাশেএসে দাঁড়ায় নাই। কি না করছি তাদের জন্য । যাই হোক এটাই হয়ত পৃথিবীর নিয়ম। বড্ড স্বার্থবাদী এই পৃথিবীটা ! এই দিকে রাত হয়ে গেল। হাতে একটা টাকাও নাই। সখের মোবাইল ফোনটা বেঁচে দিলাম রাস্তার টোকাই এর কাছে। টাকা হাতে আছে কিন্তু খাইতে ইচ্ছা করছে না। ভাবছিলাম আমি যদি একটু কষ্ট করি তাহলে মেঘা ভালো থাকবে । এরমধ্যে আমি একটা থার্ড ক্লাস মেসে উঠলাম । অন্তত আকাশের উপর ছাদ টা পেয়েছিলাম ।

খুব কষ্টে একটা হোটেলে ওয়েটারের চাকরী পেলাম। নিজেকে প্রশ্ন করলাম টাকাই কি সব কিছু !
একদিন অপরাহ্নে,হোটেল এ ১০ জন ফরেনার আসল কিন্তু কেউ তাদের খাবারের অর্ডার নিতে পারলনা । আমি BBA তে অধ্যায়নরত ছাত্র তাই ইংরেজিতে কথা বলার কৌশল টা আমার অনেক আগে থেকেই জব্দ করা ছিল । তাদের সাথে কথা বলে হোটেল ম্যানেজারকে সন্তুষ্টি করে ফেললাম । ফলে
আমাকে ফ্লোর ম্যানেজার করে দিল। বেতন ও ১৮ হাজার টাকা। মেঘা কে সারপ্রাইজ দেওয়ার জন্য নতুন বাসা
ভাড়া নিলাম। দুইজন একসাথে থাকব মনে ঝড় উঠতে লাগল। মেঘা র মেসে গিয়ে জানতে পারলাম মেঘা তার বাবার সাথে বাসায় চলে গিয়েছে। একটা মেয়ে আমাকে বলল ভাইয়া মেঘা আপু আপনাকে এই চিঠিটা দিতে বলছে।

চিঠিটা এমন ছিলো>
আশিক,যখন তুমি আমাকে বিয়ে করে সুখী করতে পারবে না তবে কেনো আমায় সুখের রাজ্য থেকে নিয়ে এসেছিলে? তোমার অবস্থা এখন আর পাঁচটা সাধরণ ঘরের থার্ডক্লাস ছেলেদের মত। যাই হোক তোমার বাসায় ডিভোর্স এর পেপার চলে যাবে প্লিজ আমাকে যদি একটু ভালবাসো তাহলে সাইন টা করে দিও।
-নির্বাক দৃষ্টি দিয়ে তাকিয়েছিলাম চিঠির দিকে। মাত্র ১০ টা দিন কষ্ট করতে পারল না! ব্যার্থতা আমারি ছিল। আমি একটা অপদার্থ ছেলে যে মেঘাকে ভালবেসে নিজের জন্মদাতা পিতামাতাকে ছেড়ে তার কাছে চলে এসেছিলাম । প্রতিদানে কি পেলাম আমি !!! ক্ষুদার্থ পেট, শ্রমিকের মত জীবনযাপন। আজ সেই মেয়েটির বিয়ে । শুনেছি নাকি ছেলের অনেক অনেক টাকা।

সারমর্ম :::>টাকার ভীড়ে হয়তবা চাপা পরে যাবে আশিক নামের ছেলেটার আর্তনাদ। জীবনের সব কিছুই নির্ভর করে টাকার উপর। যখন টাকা ছিল মেঘা আশিক এর ছিল,আজ টাকা নেই মেঘা অন্য কারো.। আমরা চাইনা এই মেঘা দের। আসুন মন থেকে ভালবাসি। ভালবাসাকে ভালবাসি, কারো শরির বা টাকাকে নয়। ...............
এই কারণে কোনো মেয়ে কে বিশ্বাস করতে পারি না।
যারা একটু কষ্ট হবে বলে ভালোবাসার মানুষ টাকে পর করে দেয়।আসলে মেয়েরা ভালো ছেলে দেখে না, দেখে শুধু ছেলেদের টাকা।

১০০% মাঝে 65% মেয়ে ভালো মনের মানুষ না খুজে,খুজে টাকা আছে এমন ছেলেদের। শুনেছি টাকা না থাকলে নাকি ভালোবাসা ঘরের জানালা দিয়ে পালায়। আসলে কী কথা টা ঠিক?

- collected

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিদায়ের পোস্টকে কেন্দ্র করে যদি কোনো রাজনৈতিক সংগঠনের থেকে বরখাস্ত হতে হয়। 🫡তাহলে আম...
18/08/2023

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বিদায়ের পোস্টকে কেন্দ্র করে যদি কোনো রাজনৈতিক সংগঠনের থেকে বরখাস্ত হতে হয়। 🫡

তাহলে আমি মনে করি এর থেকে বড় উপহার বাংলাদেশে আর কিছু নেই ✌️

😑💔দোস্ত বিড়ি খাওয়া ছেড়ে দে 🙂
15/06/2023

😑💔
দোস্ত বিড়ি খাওয়া ছেড়ে দে 🙂

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছ...
15/06/2023

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন.? হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পাটা ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলাম একঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না। মাকেও না। এখন দেখি কত সাইড করেছে। খুলতেই তিনটে কাগজের টুকরো বেরল। প্রথমটায় লেখা "ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"। কিন্তু আমার তো ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডা: প্রেসক্রিপশন। লেখা "নতুন জুতো ব্যাবহার করবেন"। নতুন জুতো। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। "পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন" লেখা শোরুমের কাগজ। বাবার স্কুটার!! বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। এখন আর জুতোটা পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে।" "মা" হল এমন একটা ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর "বাবা" হল এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। লিখা:

20/01/2023

💖💖💖💖

16/01/2023

Mejanor Rohoman boktito

Address

Chittagong Division
8888888899

Website

Alerts

Be the first to know and let us send you an email when media sobuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies