Chandpur TV অনলাইন চাঁদপুর টিভি

Chandpur TV অনলাইন চাঁদপুর টিভি চাঁদপুর জেলার সদর, ফরিদগঞ্জ, কচুয়া, হা?

26/02/2024

ঢাকা শিশু একাডেমিতে চলছে পিঠা উৎসব। ২৩ ফেব্রুয়ারী - ৩মার্চ।

25/02/2024

শবে বরাতের রাতে ঢাকার আজিমপুর কবরস্থানের সামনের চিএ।

25/02/2024

একুশে বই মেলা। বাংলা একাডেমি, ঢাকা।

একুশে বই মেলায়..........
25/02/2024

একুশে বই মেলায়..........

ক্যাম্পাসে.........
23/02/2024

ক্যাম্পাসে.........

20/02/2024

চলুন ঘুরে আসি সাজেক যেখানে আকাশ-মেঘ-পাহাড়ের মিতালি.....| প্রথম পর্ব |

রাঙ্গামাটির পাহাড়ের ১৮০০ ফুট উচ্চতায় আর্মি রিসোর্টে।  পেছনে ভারতের মিজোরাম প্রদেশ।
12/02/2024

রাঙ্গামাটির পাহাড়ের ১৮০০ ফুট উচ্চতায় আর্মি রিসোর্টে। পেছনে ভারতের মিজোরাম প্রদেশ।

মেঘ আমার নিচে। আমি মেঘের উপরে | সাজেক কংলাক পাহাড়, রাঙ্গামাটি |
07/02/2024

মেঘ আমার নিচে। আমি মেঘের উপরে | সাজেক কংলাক পাহাড়, রাঙ্গামাটি |

স্বাগতম রাঙ্গামাটির অপরুপ "সাজেক"...।কে কে গিয়েছিলেন কিংবা যাবেন ?
06/02/2024

স্বাগতম রাঙ্গামাটির অপরুপ "সাজেক"...।
কে কে গিয়েছিলেন কিংবা যাবেন ?

কেমন লাগছে.......
05/02/2024

কেমন লাগছে.......

কফি আড্ডা.......
29/01/2024

কফি আড্ডা.......

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা মুন্সিরহাট সড়কে আজ শুক্রবার দুপুরে সিএনজি, ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়।ভ্যান চালকের অবস...
26/01/2024

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা মুন্সিরহাট সড়কে আজ শুক্রবার দুপুরে সিএনজি, ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়।
ভ্যান চালকের অবস্থা আশংকাজনক। তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজি সড়ক থেকে নিচে পরে গেলে আহত হয় সিএনজি চালকসহ ৪ যাত্রী।

চাঁদাবাজীর কথিত অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জের চেয়ারম্যান কারাগারে।চাঁদপুর জেলা আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়...
25/01/2024

চাঁদাবাজীর কথিত অভিযোগে চাঁদপুরের ফরিদগঞ্জের চেয়ারম্যান কারাগারে।

চাঁদপুর জেলা আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় জেলে যেতে হলো ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের বিচারিক আদালত-১ এ একটি চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে গেলে আদালত ১ ও ২ নম্বর আসামির জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির, চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের জনৈক আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলন, মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে মামলাটির তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে বেআইনিভাবে আটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।

বাদী আলমগীর হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বৃহস্পতিবার শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।

চাঁদপুরের কচুয়ায় হাত পা বাঁধা লাশ উদ্ধার।চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অটো রিকশা চালকের হাত পায় বাধা  লাশ পাওয়া গেছে। ক...
25/01/2024

চাঁদপুরের কচুয়ায় হাত পা বাঁধা লাশ উদ্ধার।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অটো রিকশা চালকের হাত পায় বাধা লাশ পাওয়া গেছে। কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের পূর্বপাশে রাস্তার সাথে খালের কিনারে লাশটি পাওয়া যায় আজ ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকালে। তার নাম সাব্বির হোসেন (১৮), সে ঐ এলাকার ভুইয়া বাড়ীতে তার নানার বাড়িতে থাকতো। এবং নানার বাড়িতে থেকেই অটো রিকশা চালাতেন। গতকাল সে অটো নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। আজ পাওয়া গেলো লাশ। ঘটনা তদন্তে পুলিশ।

চাঁদপুর জেলা শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষককে জঙ্গি বলার প্রতিবা...
25/01/2024

চাঁদপুর জেলা শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষককে জঙ্গি বলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে পুরান বাজার এলাকাবাসি। পুলিশি তৎপরতা জোরদার। সেই সাথে ছাএলীগের অনেকে আসেপাশে অবস্থান নিয়েছে। তবে এলাকাবাসির বিক্ষোভ কর্মসূচী ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ। রতন কুমারকে কলেজ থেকে বহিস্কারের বিষয়ে প্রশাসনের এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

24/01/2024

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জঙ্গি বলায়। চাঁদপুর জেলাবাসির ফেসবুক টাইমলাইনে রতন কুমার মজুমদারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়।

23/01/2024

ফরিদগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে ইসলামিয়া হাসপাতালের লাইসেন্স না থাকায় বন্ধ ঘোষণা ও ৩০ হাজার জরিমানা। এবং গৃদকালিন্দিয়া বাজারে স্কয়ার হাসপাতালও বন্ধ করে ৩০ হাজার জরিমানা করা হয়।

20/01/2024

ভালোবাসি দেশকে.........দেশের মাটিকে........

19/01/2024

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর হত্যাকান্ড বিউটিশিয়ান নারী মমতাজ বেগম রিক্তার হত্যাকারী তারই ভাইয়ের ছেলে মেহেদী।

19/01/2024

ফুফুকে খুন করলো ভাতিজা ???!!! (বিউটিশিয়ান হত্যা)

চট্রগ্রাম জেলার সবচেয়ে বড় পাহাড় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উপরে.......
18/01/2024

চট্রগ্রাম জেলার সবচেয়ে বড় পাহাড় সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উপরে.......

18/01/2024

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসির স্ত্রী খুন লাশ উদ্ধার।মামার অভিযোগ প্রতিবেশিদের বক্তব্য।

নোয়াখালী ভ্রমণ চৌমুহনী পৌর পার্ক........
17/01/2024

নোয়াখালী ভ্রমণ চৌমুহনী পৌর পার্ক........

15/01/2024

২০২৪ সালে বিশ্বে সামরিক শক্তিতে ফ্রান্স ১১ তম, বাংলাদেশ ৩৭ তম। পাকিস্তান ৯ম, ভারত ৪র্থ। আমেরিকা ১, রাশিয়া ২, চীন ৩, ইরান ১৪, তুরস্ক ৮ম। উওর কোরিয়া ৩৬ তম সামরিক শক্তিধর দেশ।

সরিষা ক্ষেতে।
15/01/2024

সরিষা ক্ষেতে।

14/01/2024

ফিরে গেলাম আড়াই হাজার বছর আগের সভ্যতার অঙ্গণে।

09/01/2024

নির্বাচন নিয়ে.....সাংবাদিকের প্রশ্নের জবাবে.....

09/01/2024

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আসনে ২০১৮ সালে নৌকা পেয়েছে ১,৭৩,৩৫৯ ভোট। আর ২০২৪ সালে নৌকা পেয়েছে ৩৬,৪৫৮ ভোট। নৌকার ভোট এতো কমে যাওয়ার কারণ কি বলে আপনি মনে করেন ?

Address

Chandpur
Chittagong Division

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur TV অনলাইন চাঁদপুর টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like