05/09/2024
কোথাও অন্যায় হতে দেখলে তার প্রতিবাদ করা জরুরি। কারণ, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যারা অন্যায় কাজে বাঁধা দেয় না তাদের জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে। এবং দুনিয়াতেও আল্লাহর আজাবের মুখোমুখি হবে তারা।
এ সম্পর্কে হজরত জারির ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা) ইরশাদ করেছেন, যদি কোন জাতির মধ্যে কোন ব্যক্তি কোন গুনাহের কাজে লিপ্ত হয় এবং ওই জাতির মধ্যে শক্তি থাকা সত্ত্বেও তাকে সেই গুনাহ থেকে বাঁধা না দেয় তবে মৃত্যুর আগে দুনিয়াতেই তাদের উপর আল্লাহর আজাব নাজিল হয়। (আবু দাউদ, ইবনে মাজা, ইবনে হিব্বান।)
অজ্ঞতার যুগে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষকে শুনিয়েছেন কুরআনের বাণী। জীবনের চাওয়া-পওয়ার কথা বুঝিয়েছেন নিজ ভাষায়। একটাই ছিল উদ্দেশ্য- মানুষ যেন দুনিয়ার যাবতীয় অন্যায় থেকে মুক্ত থেকে নৈতিক ও উন্নত চরিত্রের অধিকারী হয়। সব সময় সব কাজে অন্তরে আল্লাহর ভয় পোষণ করে। পরিশুদ্ধ জীবন পেয়ে ধন্য হয়।
প্রিয়নবির গুরুত্বপূর্ণ উপদেশ
যে উপদেশে আলোকিত জীবন ফিরে পায় অজ্ঞতার যুগের মানুষ।
আসুন নিজ নিজ স্থান থেকে অন্যায় প্রতিবাদ গড়ে তুলুন।