24/11/2024
এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে জেলা পর্যায়ে শিশুদের সাথে “সকল শিশুর জন্য শিশু অধিকার নিশ্চিতকরণে আমাদের করনীয়” শীর্ষক মতবিনিময় সভা ২০২৪ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ এনসিটিএফ এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা আয়োজিত হয়। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্মানিত মান্যবর শিশু বান্ধব জেলা প্রশাসক জনাব মো: আব্দুস সামাদ স্যার। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ রেসমা খাতুন, মেডিকেল অফিসার জেলা সিভিল সার্জন অফিস চাঁপাইনবাবগঞ্জ, জনাব মো: রাকিবুল ইসলাম, সহকারী পরিদর্শক জেলা শিক্ষা অফিস চাঁপাইনবাবগঞ্জ এবং আরো উপস্থিত ছিলেন জনাব আসিয়া খাতুন তথ্য আপা, সদর চাঁপাইনবাবগঞ্জ,জনাব ওয়ালিদ হাসান জেলা ইয়ুথ মেন্টর, ইয়ুথ মেন্টর গ্রুপ অব চাঁপাইনবাবগঞ্জ।
এবং সভার সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফ এর জেলা সভাপতি জনাব ভৈরব কুমার ঘোষ।
তাবাসসুম আরা রাফিয়া সাধারণ সম্পাদক এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুমা মৌ সহ সভাপতি এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ। শুভেচ্ছা বক্তব্যের পর শিশু অধিকার বাস্তবায়নে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধ উপস্থাপনা করেন জাহিদ হাসান শিশু গবেষক এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ। এরপরে মুক্ত আলোচনায় উপস্থিত সকল শিশুরা তাদের সমস্যা ও সুপারিশ তুলে ধরেন।
সমস্যা ও সুপারিশ গুলো নিয়ে বিশেষ অতিথি এবং প্রধান অতিথি এনসিটিএফকে আশ্বাসমুলক প্রতিশ্রুতি দেন সমস্যা সমাধের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে।
একপর্যায়ে সভার সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি করেন।