Al habib islami chanel

Al habib islami chanel ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনিত ধর্ম।

14/06/2024

আল্লামা সিবগাতুল্লাহ নুর বি-বাড়িয়া

02/05/2024

ব্রেকিং নিউজ:
কলিজা ঠান্ডা হয়ে গেলো আল্লামা মামুনুল হক কারামুক্ত

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আ...
24/04/2024

সাধারণত ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাস্তার পিচ গলার সম্ভাবনা নাই। যদি বিটুমিন ব্যবহার না করে তাহলে গলার সম্ভাবনা আছে। কারণ, বিটুমিন ১০০ ডিগ্রি তাপমাত্রাতেও গলে না। যদি বিটুমিনের পরিবর্তে 'টার' ব্যবহার করে তবেই এরকম ঘটতে পারে, কারণ 'টার' ৪০ ডিগ্রিতেই নরম বা গলতে পারে।

সাউদি আরব কাতার কুয়েতে প্রায় ৪০~৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও হয়ে থাকে সেখানে পিচ গলেনা কারণ ১০০% বিটুমিন ব্যবহার করা হয়ে থাকে। এখন আপনি হিসেব করে দেখেন আমাদের রাস্তায় বিটুমিনের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে !

ভিন্ন তথ্য মোতাবেক, সাউদি, কাতার দুবাই ইউরোপ আমেরিকার চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল খরচের রাস্তা কিন্তু বাংলাদেশেই হয়ে থাকে ।

একই মাইক্রোফোন, একই ব্যাকগ্রাউন্ড শুধু পরনের জামাকাপড় আলাদা আলাদা.... ভালো হয়ে যাও ভাতিজা
08/04/2024

একই মাইক্রোফোন, একই ব্যাকগ্রাউন্ড শুধু পরনের জামাকাপড় আলাদা আলাদা.... ভালো হয়ে যাও ভাতিজা

08/04/2024

হাফেজ দের কে হাদিয়া দিতে ওরা ফতুয়া খোঁজে।
হাফেজদের হাদিয়া মন খুলে দেন।

25/03/2024

সিএনজি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সিএনজিতে শহীদ হয়ে গেলেন।

22/03/2024

এখনো মানবতা এবংভালো মানুষ বেঁচে আছে।

03/03/2024

মুফতি আমির হামজার ব্যাপারে

#আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেবের পক্ষ থেকে বার্তা

03/03/2024
03/03/2024

আসুন সাহাবী বিদ্বেষী না হয়ে হুব্বে রাসূলুল্লাহ এবং
হুব্বে সাহাবা হয়ে যাই।আমিন

আগে তো জানতাম না এভাবে ডিম ভাজি করতে হয়।
24/01/2024

আগে তো জানতাম না এভাবে ডিম ভাজি করতে হয়।

31/12/2023

থার্টি ফার্স্ট নাইট! উদযাপনের ধারা বদলালেই তা বৈধ হয়ে যাবে না!

অনেকে এ বিজাতী সংস্কৃতি তথা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের ইসলামী ভার্সন বের করছেন। কুরআন তিলাওয়াত, দুআ দরূদ পড়ার মাধ্যমে।
যা সম্পূর্ণ ভুল।
কারণ, যখন উক্ত সময়ে অনুষ্ঠান বা উদযাপনই শরয়ী দৃষ্টিতে বৈধতার কোন সুযোগ রাখে না। সেখানে সেটাকে উদযাপনের পদ্ধতি পাল্টে দিলেই তা জায়েজের আওতাধীন হয়ে যাবে না।
আমার দৃষ্টিতে রাত বারোটার সময় বা আগে পরে "থার্টি ফার্স্ট" সংক্রান্ত ইসলামী পোস্টও অনেক সময় উক্ত উদযাপনকে এক ধরণের সেলিব্রেশন করা হয়ে থাকে।

আল্লাহ তাআলা আমাদের এ বিজাতীয় অপসংস্কৃতি থেকে মাহফূজ করুন। আমীন।

শায়খ মোনাজাতের দোয়াতে ব্যস্ত আছেন
22/12/2023

শায়খ মোনাজাতের দোয়াতে ব্যস্ত আছেন

নজরুল বলেছিলেন,‘ইসলাম - সে তো পরশ-মানিক তাকে কে পেয়েছে খুঁজি?পরশে তাহার সোনা হল যারা তাদেরেই মোরা বুঝি।’আমিও বলি-‘ইসলাম...
28/11/2023

নজরুল বলেছিলেন,
‘ইসলাম - সে তো পরশ-মানিক তাকে কে পেয়েছে খুঁজি?
পরশে তাহার সোনা হল যারা তাদেরেই মোরা বুঝি।’

আমিও বলি-
‘ইসলাম এক পরশ-মানিক
পেলে একবার তার ছোঁয়া ,
দ্বীন-ঈমানের বিমল আলোয়
ঘুচবে মনের কালো ছায়া।

গত ৭ অক্টোবর হামাস হামলা চালানোর পর গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী অবরুদ্ধ সরু এ উপ...
16/10/2023

গত ৭ অক্টোবর হামাস হামলা চালানোর পর গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। সেই পরিকল্পনা অনুযায়ী অবরুদ্ধ সরু এ উপত্যকার কাছে ৩ লাখেরও বেশি সেনা জড়ো করেছে তারা। তবে সীমান্তের কাছে প্রায় এক সপ্তাহ ধরে সেনা জড়ো করে রাখলেও এখনো স্থল অভিযান শুরু করেনি দখলদার ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বর্তমানে গাজার আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন। ফলে ইসরায়েলি বাহিনী এখনো গাজায় প্রবেশ করছে না। কারণ যদি তারা গাজায় ঢোকে তাহলে যুদ্ধবিমানের পাইলট ও ড্রোন তাদের নিরাপত্তা দিতে হিমশিম খাবে।

এছাড়া গাজায় হামাসের বিস্তৃত সুড়ঙ্গ নিয়েও কিছুটা চিন্তিত ইসরায়েল। ইসরায়েলি বাহিনী যখন গাজায় প্রবেশ করবে তখন এসব সুড়ঙ্গের ভেতর থেকে তাদের উপর অতর্কিত হামলা চালানো হতে পারে।

এছাড়া ইসরায়েলের ভয়, হামাস যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আমরা খাসভাবে দোয়া করতে থাকি আমাদের ভাইদের জন্য। আল্লাহ সুবহানাহু তাদেরকে গায়েবি নুসরত করবেন আর ইহুদিবাদী ইসরাইলকে পরাজিত করবেন।

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন ।একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বল...
26/07/2023

ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন ।

একটি রেস্তোরা। ঐ রেস্তোরার ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন ৫ টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি পাঁচটি কফির বিল মেটালেন আর চার কাপ কফি নিয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন দুটো লাঞ্চ প্যাক করুন আর দুটো সাসপেনশন রাখুন। উনি চারটে লাঞ্চের বিল মেটালেন আর দুটো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন।
তার কিছুক্ষণ পর আরো একজন এলেন। অর্ডার করলেন দশটা কফি ছটা সাসপেনশন। উনি দশটা কফির পেমেন্ট করলেন আর চারটে কফি নিয়ে গেলেন।
এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন কোনো সাসপেনশন কফি আছে ?
কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো।
তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞাসা করলেন আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে ? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর এক বোতল জল দেওয়া হলো।
এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্যে পেমেন্ট করছেন আর কিছু গরীব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কান্ড।

অথচ কেউ জানেনা কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয় না গ্রহীতা জানে দাতার পরিচয়।

প্রয়োজন নেই পরিচয় জানার,
প্রয়োজন নেই নিজের নাম জাহির করার।
কিন্ত প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার এবং সেটা একেবারেই গোপনে।

মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম "নরওয়ে", এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়ছে ইউরোপের অন্যান্য দেশেও!!

@ সংগৃহীত।

25/07/2023

রাখে আল্লাহ মারে কে?

20/06/2023

আল্লাহ তাআলা আমাদের সকলকে রোড এক্সিডেন্ট থেকে হেফাজত করুক আমিন

মুফতি ফয়জুল করিমের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  - হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীরগত সোমবার অনুষ্ঠিত বরিশ...
14/06/2023

মুফতি ফয়জুল করিমের উপর হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর

গত সোমবার অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে মেয়র পদপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা করে তাঁকে আহত করার সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ মুহ্ব্বিুল্লাহ বাবুনগরী।

আজ মঙ্গলবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমিরে হেফাজত বলেন, “৯২ ভাগ মুসলিম অধ্যুষিত দেশে প্রকাশ্য দিবালোকে প্রশাসনের চোখের সামনে নবীদের উত্তরসুরী একজন আলেমের উপর সন্ত্রাসীদের নির্ব্ঘি হামলার ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা দেশের আলেম সমাজ ও ইসলামপ্রিয় তাওহিদী জনতার হৃদয়ে মারাত্মকভাবে আঘাত দিয়েছে। আলেম-ওলামারা উভয় জগতে সম্মানিত। এদের সম্মান করা সকল মুসলিমের নৈতিক দায়িত্ব। আমি জানি এ দেশের জনগণ দ্বীনপ্রিয়, রসূলপ্রিয় এবং আলেম-ওলামা ও পীর-মাশায়েখপ্রিয়। দেশের কোন সুনাগরিকের পক্ষ থেকে এরূপ আচরণ আশাতীত ব্যাপার।

তিনি বলেন, তাহলে এরা কারা? যারা দিবালোকে একজন আলেমের গায়ে হাত দিতে দ্বিধাবোধ করল না? এরা আর যাই হোক না কেন, বাংলাদেশের সুনাগরিক হতে পারে না। আমরা জানি এই দেশে সকল জনগণের সমানভাবে গণতান্ত্রিক অধিকার রয়েছে। সুতরাং কেউ কারো অধিকার চর্চায় নিজের জোর দেখানো, দমননীতি অবলম্বন করা সম্পূর্ণঅনৈতিক। আর একজন মুসলিম হিসেবে কোন আলেমকে যে কোন উপায়ে অসম্মান করা ঈমানবিরোধী কাজ ও জঘন্যতম অপরাধ। রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেম -ওলামার সম্মান করে না সে আমার উম্মত নয়। আমার ধারণা মতে এদের ছেড়ে দেয়া উচিত হবেনা। কারণ এরূপ সুযোগ পেলে তারা বারবার অনধিকার চর্চা করে দেশের ভাবমূর্তী নষ্ট করা এবং দেশের শান্তিও শৃঙ্খলার সহিত বসবাসের পরিবেশ খর্ব করার সুযোগ পাবে।

হেফাজত আমীর বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী ও শান্তিপ্রিয়। কেউ কারো উপর অন্যায় করুক বা কারো উপর বিনা দোষে জুলুম হোক তা আমরা চাই না। তাই আমি সরকারের কাছে আলেমের উপর হামলাকারী এসকল দৃষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমি মনে করি আলেম - ওলামাদের মান- সম্মান রক্ষার বিষয়টি সুনিশ্চিত করা সরকারের গুরুত্বপূর্ণদায়িত্ব। আমি আশা করি সরকার এ বিষয়ে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে জণগনকে শান্তকরতে সচেষ্ট হবেন'।

আমীরে হেফাজত বলেন, 'এখনো পর্যন্তঅনেক আলেম- ওলামা কারাগরে জীবন কাটাচ্ছেন। আমি সরকারের কাছে তাদের দ্রুত মুক্তির দাবী জানাচ্ছি। আলেমদের সম্মান করলে, তাদের মুহাব্বত করলে আল্লাহ আপনাদেরকেও সম্মান দিবেন। অন্যথায় আল্লাহর আযাব-গযব থেকে বাঁচা কঠিন হবে'।

দেশের সর্বজন শ্রদ্ধেয় এই আলেম আরো বলেন, “দুর্ভাগ্যজনক বিষয় হলো- এই ঘটনার বিষয়ে সাংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে যখন ‘প্রধান নির্বাচন কমিশনার’ উল্টো জিজ্ঞেস করেন, প্রধান এই প্রার্থী ‘ইন্তেকাল’ করেছেন কিনা,- এতে আমরা হতাশ হয়ে যাই। তাঁর মত একজন দায়িত্বশীল ব্যক্তি থেকে এরূপ বক্তব্য আমরা কখনো আশা করিনি। আমার মতে সিইসিদের ভাষা এরূপ হওয়া উচিত নয়। কারণ এসব কথা ভিন্ন কিছুর দিকে ইঙ্গিত করে।

হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলাম, দেশ, জাতি, উম্মাহর স্বার্থরক্ষা এবং সর্বস্তরে ন্যায়, ইনসাফ, সুবিচার ও দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং সর্বস্তরের আলেম সমাজ ও তাওহীদি জনতাকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

প্রতিবাদ
14/06/2023

প্রতিবাদ

30/05/2023

কাঁঠাল পাইকা ডাইল হইয়া গেছে 😬
সাবধানে কাঠাঁল ক্রয় করবেন।

গাজীপুর সিটি কর্পোরেশনের চূড়ান্ত ফলাফল
26/05/2023

গাজীপুর সিটি কর্পোরেশনের চূড়ান্ত ফলাফল

সময় নেই হাতে অনেক কাজ😄
30/04/2023

সময় নেই হাতে অনেক কাজ😄

অথচ অনেকেই এ ধরনের প্রতিষ্ঠানে যাকাতের ন্যয় একটি ফরজ বিধান এদের মাধ্যমে আদায় করারও চিন্তাভাবনা পোষণ করে (!) একজন অমুসলিম...
16/04/2023

অথচ অনেকেই এ ধরনের প্রতিষ্ঠানে যাকাতের ন্যয় একটি ফরজ বিধান এদের মাধ্যমে আদায় করারও চিন্তাভাবনা পোষণ করে (!) একজন অমুসলিম প্রতিষ্ঠান প্রধানের কাছে মুসলমানদের ফরজ ইবাদত যাকাত আদায়ের বিষয়টি চিন্তায় আসে কিভাবে তা বোধগম্য নয়। অথচ অসংখ্য উলামায়েকেরামগণ দিনরাত এক করে, হাজারো কুরবানী পেশ করে অসংখ্য দরিদ্র-ইয়াতিম কিংবা অস্বচ্ছল পরিবারের সন্তানদের দায়িত্ব নিয়ে সুশিক্ষিত করাসহ ভরণপোষণের পূর্ণ ব্যবস্থা করে আসছে মাদরাসাগুলোর মাধ্যমে। মুসলমানদের ধর্মীয় বিধিবিধান যথাযথভাবে পালনের ক্ষেত্রে অবশ্যই উলামায়েকেরামগণকে নিয়েই করতে হবে, অন্যথায় কতশত ঝুঁকি রয়েছে আমলটি নষ্ট হবার। আল্লাহপাক সহি বুঝ দান করুন।

জেনারেল শিক্ষিত কিছু ভাইদের মধ্যে বিদ্যানন্দ নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।।   প্লিজ কারো মিষ্টি কথায় প্রভাবিত হবেন না।কখ...
15/04/2023

জেনারেল শিক্ষিত কিছু ভাইদের মধ্যে বিদ্যানন্দ নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে।।
প্লিজ কারো মিষ্টি কথায় প্রভাবিত হবেন না।
কখনো সেবার কথা বলে
কখনো মানবাধিকার এর কথা বলে
কখনো সহীহ হাদীসের কথা বলে
কখনো আহলে কুরআন এর কথা বলে, যুগে যুগে মুসলমানদের সীমাহীন ক্ষতি করেছে অনেকে।।।
বিদ্যানন্দ নিয়ে নীচের বিশ্লেষণ টা মনযোগ দিয়ে পড়ুন।।

বিদ্যানন্দ কিছু ভাল কাজ করছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই। সেটাকে বরং আমরা ভালো চোখেই দেখতে চাই।

তবে পাশাপাশি স্মরণ রাখা দরকার, বিদ্যানন্দ যে কাজ করে সেই কাজ তারা হয়তো ইদানিং শুরু করেছে। আমরা কিন্তু শত বছর যাবত এই দায়িত্ব পালন করে আসছি।

বিদ্যানন্দ তাদের প্রতিটা ছোট ছোট আয়োজন ফটোসেশন এর মাধ্যমে সকলের কাছে তুলে ধরছে। আমরা কিন্তু সেই কাজ করছি না।

খুব ছোট্ট করে যদি বলি, আমি বর্তমানে শিক্ষক হিসেবে আছি জামিয়া আরাবিয়া আন‌ওয়ারুল উলুম হাজী সাইজ‌উদ্দিন মাদ্রাসায়। এটি 1962 সনে প্রতিষ্ঠিত।

বর্তমানে এখানে প্রায় ৬০০ ছাত্র পড়াশোনা করছে। এর মধ্যে ২০০ ছাত্রের ৩ বেলা খাবারের যাবতীয় খরচ মাদ্রাসা থেকে ব্যবস্থা করা হচ্ছে। আর ২০০ ছাত্রের মাসিক খরচের অধিকাংশ পরিমাণ আমাদের মাদরাসা থেকে ব্যবস্থা করা হচ্ছে।

এটা কিন্তু একদিনের ঘটনা নয়।
সপ্তাহের ৭ দিনেরই ঘটনা।
মাসের ৩০ দিনের ঘটনা।
বছরের ১২ মাসের ঘটনা।

আর আমাদের মাদরাসার ৬০০ ছাত্রের সারা বছরের অর্থাৎ ৩৬৫ দিনের পড়াশোনার সকল খরচ তো মাদরাসা থেকেই বহন করা হচ্ছে।

সুতরাং একটু যদি ভেবে দেখি, আমাদের ছোট্ট একটা মাদরাসা থেকে প্রতিদিন ৪০০ ছাত্রের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
আমরা যদি প্রতিদিন তিন বেলা খাবারের ফটো সেশন করি তাহলে বিদ্যানন্দের চেয়ে কম হবে না। বরং বেশি হবে বলেই মনে হয়। বিদ্যানন্দ যদি একবেলা ১২০০ জনকে খাওয়ায় তাহলে আমাদের মাদরাসার একদিনের খাবারের সমান হবে।

আমার জানা নেই, তারা প্রতিদিন ১২০০ মানুষের খাবারের ব্যবস্থা করে কিনা।
আমার জানা নেই, তারা প্রতিদিন ৬০০ ছাত্রের পড়াশোনার প্রয়োজনীয় খরচের ব্যবস্থা করে কিনা।

নতুন কিছু দেখে প্রভাবিত হয়ে যাওয়ার স্বভাব আমাদের মজ্জাগত। চেষ্টা করা উচিত এই স্বভাব থেকে বের হয়ে আসার।

এটা তো শুধু একটা মাদরাসার চিত্র তুলে ধরলাম। এভাবে যদি সকল মাদরাসার চিত্র তুলে ধরা হয় তাহলে যে পরিমাণটা কত বড় হবে সেটা হয়তো আমাদের কল্পনাকেও হার মানাবে।

এবার যাকাত প্রসঙ্গে যদি কিছু বলি।

যাকাত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। এ বিধান যেন মানুষ পালন করে সেজন্য প্রতিটি মসজিদে মিম্বারের খতিব সাহেবান যে ভূমিকা পালন করে তার কোন নজির নেই।

প্রিয় ভাই আপনাকে বলছি।

একটু ভেবে দেখুন তো যাকাত আদায় করার প্রেরণা কোথায় পেয়েছিলেন?
আপনার বাবা চাচা মামা- তাদেরকে একটু জিজ্ঞেস করে দেখুন তো- তারা যে যাকাত আদায় করেন কে তাদেরকে যাকাত আদায় করতে উদ্বুদ্ধ করেছিলেন?

উত্তরটা আশা করি বলতে হবে না।

আপনার যাকাত কি এমন মানুষের হাতে তুলে দিয়ে নিশ্চিত হতে চান, যে যাকাত কোথায় খরচ করতে হয় এ বিষয়ে কিছুই জানে না?

আপনার যাকাত কি এমন প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে চান যারা আগাগোড়া হিন্দুয়ানি নেতৃত্ব দ্বারা পরিচালিত?

কাল কেয়ামতের দিন যদি আমলনামায় যাকাতের সওয়াব খুঁজে পেতে চান, যাকাত আদায়ের দায়িত্ব থেকে মুক্ত হতে চান তাহলে সঠিকভাবে যাকাত আদায় করার সিদ্ধান্ত আপনাকেই দিতে হবে।

মনে রাখবেন, আল্লাহ তায়ালার সামনে কাল কেয়ামতের দিন কোন অজুহাত চলবে না। সেদিন কিন্তু আপনাকে বলা হবে, তোমাকে তো সতর্ক করা হয়েছিলো ...

এই সেই তরমুজ! বাংলাদেশে হয়তো এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যাবেনা যারা কোনদিন এই ফল খায়নি। সব কিছু ঠিকঠাকই ছিলো। গত কয়েক...
10/04/2023

এই সেই তরমুজ!
বাংলাদেশে হয়তো এমন কোনো ফ্যামিলি খুঁজে পাওয়া যাবেনা যারা কোনদিন এই ফল খায়নি।

সব কিছু ঠিকঠাকই ছিলো। গত কয়েক বছরে বাঙালির প্রিয় ফলের উপর নজর পড়ে আমাদের দেশের অসাধু কিছু ব্যবসায়ীর। তারা সিন্ডিকেট করে প্রতি পিস ৫০/৬০ টাকার তরমুজকে কেজিতে বিক্রি শুরু করে। ৫০/৬০ টাকার পিসের তরমুজ চলে যায় ২৫০/৩০০টাকা পিস/কেজিতে।

ফলাফল?
বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বাধ্য হয়ে মুখ ফিরিয়ে নেয় প্রিয় ফল হতে। বছর ঘুরতে না ঘুরতেই সেসব অসাধু ব্যবসায়ীদের উপর খোদার গ` জব নেমে এসেছে।

ছবিগুলো লক্ষ্য করলে দেখবেন যতদূর চোখ যাবে ততদূর রাস্তার দুই পাশে পঁচা তরমুজ ছড়ানো ছিটানো। মুনাফালোভী ব্যবসায়ীরা তরমুজ বিক্রি করতে পারছেনা। কেউ কিনছেনা। মন হতে টন তরমুজ পঁচে যাচ্ছে।

এখন পিস ১০০টাকা দরে দাম হাকলেও ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছেনা।

একেই বলে রিভেঞ্জ অফ ন্যাচার। অপরাধ করলে শাস্তি আপনাকে পেতেই হবে।
আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Al habib islami chanel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al habib islami chanel:

Videos

Share

Category

Nearby media companies