Eusupee media

Eusupee media ইসলামীক স্কলার আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, পরিচালক- ইউসূফী হজ্ব-ওমরাহ মিডিয়া সেন্টার-০১৭১১ ০২৮৮২৩.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি কি ২০২৫ সালে পবিত্র হজ্ব পালন করতে ইচ্ছুক?আপনি ২০২৫ সালে পবিত্র...
24/06/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আপনি কি ২০২৫ সালে পবিত্র হজ্ব পালন করতে ইচ্ছুক?

আপনি ২০২৫ সালে পবিত্র হজ্ব পালন করতে যেতে চাইলে আজই *প্রাক-নিবন্ধন* করুন Eusuphee Hajj-Omrah Media Centre এর মাধ্যমে।

🕋 হজ্ব-২০২৫ এর জন্য আমাদের রয়েছে::

✅ *ভিআইপি হজ্ব প্যাকেজ*

✅ *ইকোনমি হজ্ব প্যাকেজ*

⏺️ এছাড়াও আমাদের রয়েছে
২০-২৫ দিন /২৫-৩০ দিন ও ৩০ থেকে ৩৫ দিনের হজ্ব প্যাকেজ

✔️ প্যাকেজ অনুযায়ী সাধারণ/০৩/০৪/০৫ তারকা মানের হোটেল ।

✔️স্পেশাল হজ্ব গাইড

✔️স্পেশাল যাতায়াত ব্যবস্থা।
তাই আর দেরি না করে আজই হজ্ব-২০২৫/২৬ এর প্রাক-নিবন্ধন করুন।
# # নিবন্ধনের জন্য লাগবে:- ** জাতীয় পরিচয় পত্র। ** পাসপোর্ট ** টাকা ৩০০০০/=
# # এছাড়াও আমাদের রয়েছে নিয়মিত ওমরাহ প্যাকেজ। যে কোন ওমরাহ প্যাকেজের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

📞 সরাসরি যোগাযোগঃ
+8801711028823 (WhatsApp)

🏢 ঢাকা অফিসঃ
৫৫/১, সিদ্দিক ম্যানসন, পুরানা পল্টন, ঢাকা-১০০০

31/05/2024
হজ পালন শারিরিক পরিশ্রমের  ইবাদত এবং শারীরিক সুস্থতা প্রয়োজন। হজের আগে নিজেকে সুস্হ ও ফিট রাখার চেষ্টা করুন। অতিরিক্ত ন...
29/05/2024

হজ পালন শারিরিক পরিশ্রমের ইবাদত এবং শারীরিক সুস্থতা প্রয়োজন।
হজের আগে নিজেকে সুস্হ ও ফিট রাখার চেষ্টা করুন।

অতিরিক্ত নফল ওমরাহ করে যাতে অসুস্হ না হন, সেদিকে খেয়াল রাখুন।

আপনার সারাজীবনের লালিত স্বপ্ন হজ পালনে শারিরিক সুস্হতা অপরিহার্য।
হজ সম্পাদনে ক্লান্ত ও ভিড় হওয়ার সম্ভাব্য স্হান সমুহে গমনের পূর্বে চাপ এড়াতে মানসিক প্রস্তুতি নিন। মহান আল্লাহ সকলের হজ সহজ ও কবুল করুন।

ইমামে আযম ও আলা হযরত কনফারেন্স, চাঁদপুর প্রেসক্লাব।২৭/০৯/২২
27/09/2022

ইমামে আযম ও আলা হযরত কনফারেন্স,
চাঁদপুর প্রেসক্লাব।
২৭/০৯/২২

18/03/2022

শবে বরাতের গুরুত্ব কত বেশি #ফয়সাল_সুন্নী_টিভি #আল্লামা_মাহফুজ_উল্যাহ_ইউসূফী​​​​​​​​​​আস্সালামু আলাইকুম ওয়ারা.....

14/11/2021

لَعَمْرُكَ اِنَّهُمْ لَفِيْ سَكْرَتِهِمْ يَعْمَهُوْنَলা‘আমরুকা ইন্নাহুম লাফী ছাকরাতিহিম ইয়া‘মাহূন। "তোমার জীবনের শপথ হে নাবী! ত...

25/09/2021
https://www.facebook.com/100555295503873/posts/188116153414453/
02/09/2021

https://www.facebook.com/100555295503873/posts/188116153414453/

আলহামদুলিল্লাহ্,

আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ আসর মিলাদ ও দোয়ার মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে পশ্চিম বাগাদী ঢালিরঘাট বাজার শাখা।
আপনারা সবাই আমন্ত্রিত।

দোয়াগীর বাগাদী দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা একেএম নেয়ামত উল্যাহ খান।

13/08/2021
29/07/2021

বিশেষ অনুরোধ, প্লিজ একটু খতিব সাহেবকে বলুন--

আগামীকাল জুম'আ থেকে পরবর্তী জুম'আ পর্যন্ত দোয়া ইউনুস পাঠের উদ্যোগ নিন। আপনি আপনার এলাকার মসজিদের খতিবকে পোষ্টটি দেখিয়ে অনুরোধ করুন। এলাকার নারী পুরুষ নির্বিশেষ সকলকে আগামী জুমা পর্যন্ত যথা সম্ভব দোয়া ইউনুস পড়তে নির্দেশ দেয়ার জন্য।

বেহিসাব পড়া যাবে। তবে প্রতিবারে অন্তত: ১১১বার দোয়ায়ে ইউনুস لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ ( লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।' )
১১১বার দরুদে উম্মী-
اللهم صل على سيدنا محمدن النبى الامى وآله وسلم
(আল্লাহুম্মা ছল্লি আ'লা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়ালিহি ওয়াছাল্লিম) পড়তে বলুন।

এভাবে যতবার পড়া যায়। এবং আগামী জুমায় বিশেষ মুনাজাত করতে বলুন।

আশা করি আল্লাহ মহামারি করনার এ বিপদ দুর করে দিবেন।

আরো জানতে পড়ুন।

দোয়া ইউনুস পড়ার নিয়ম ও উপকারিতা

মানুষের জন্য দোয়া ইউনুস-এর ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ-আপদ থেকে উপকার পায়। হাদিসে দোয়া ইউনুস-এর ফজিলত ও উপকারিতা তুলে ধরা হয়েছে। আবার সমাজেও 'দোয়া ইউনুস' পড়ার কিংবা খতম করার প্রচলন রয়েছে। যদিও অনেকে এ ব্যাপারে মতবিরোধ করেছেন।

দোয়া ইউনুস-এর পরিচয়

আল্লাহর পয়গাম্বর হজরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দি হন। এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন আর সে দোয়ার বরকতে আল্লাহ তাকে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন, তাই দোয়া ইউনুছ। আর তাহলো-

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

এ ব্যাপারে কুরআনে আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন-

وَ ذَاالنُّوۡنِ اِذۡ ذَّہَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنۡ لَّنۡ نَّقۡدِرَ عَلَیۡہِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنۡ لَّاۤ اِلٰہَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَکَ ٭ۖ اِنِّیۡ کُنۡتُ مِنَ الظّٰلِمِیۡنَ ﴿ۚۖ۸۷﴾
(ওয়া যাননূনি ইযযাহাবা মুগা-দিবান ফাজান্না আল্লান নাকদিরা ‘আলাইহি ফানা-দাফিজজু লুমা-তি আল্লাইলা-হা ইল্লাআনতা ছুবহা-নাকা ইন্নী কুনতুমিনাজ্জালিমীন।)

'আর মাছ ওয়ালার (ইউনুস আলাইহিস সালাম) কথা স্মরণ করুন। তিনি রাগ করে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন যে, আমি তাঁকে ধরতে পারব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে (মাছের পেটে থাকা অবস্থায়) এ কথা বলে আহ্বান করলেন-

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

'লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।'

অর্থ : তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত।'

অতপর আমি তাঁর আহবানে সাড়া দিলাম এবং তাঁকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আমি এমনি ভাবে বিশ্ববাসীদেরকে মুক্তি দিয়ে থাকি।' (সুরা আম্বিয়া : আয়াত ৮৭)

- তাফসিরে তাবারিতে আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে-

আর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বন্দি থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম সেভাবে আমি মুমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে।'

- হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

'যুননুন (মাছ ওয়ালা) ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করেছিলেন-

لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

'লা ইলাহা ইল্লা আংতা, সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ জ্বালিমিন।'

অর্থাৎ 'তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই; তুমি পুতঃপবিত্র, নিশ্চয় আমি গোনাহগারদের দলভুক্ত। যখনই কোনো মুসলিমের (দোয়া ইউনুস) মাধ্যমে দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করে থাকেন।' (তিরমিজি, মিশকাত)

দোয়া ইউনুস পড়ার নিয়ম

যে কোনো বালা-মসিবত, বিপদাপদ, দুশ্চিন্তা-পেরেশানি, উদ্বেগ-উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। কিন্তু এ দোয়া ইউনুস কখন, কীভাবে এবং কতবার পড়তে হয়? সমাজে প্রচলিত খতমে ইউনুস উপলক্ষে বিভিন্ন সংখ্যায় এ দোয়া পড়ার কি সঠিক?

দোয়া উইনুস পড়ার নিয়ম হলো মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা, একাগ্রতা, পূর্ণ আন্তরিকতা ও ভয়ভীতির মাধ্যমে যাবতীয় বিপদ-আপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা। তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা হলে কোন অসূবিধা নেই। তবে এ দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম-নীতি আর তাহলো-

- আমির সানআনি বলেন, 'যদি বলা হয়, এটা তো একটা জিকির, দোয়া নয়, তবে আমরা বলব, এটি এমন একটি জিকির যা দ্বারা দোয়া শুরু করা হয়। এটা পড়ার পর যা ইচ্ছা দুআ করা যাবে।' (আত-তানবির)

- এভাবে প্রথমে দোয়া ইউনুস পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে, আশা করা যায়, মহান দয়ালু দাতা আল্লাহ দোয়া কবুল করবেন। এ ক্ষেত্রে দোয়া কবুলের শর্তাবলি ও আদব ঠিক থাকতে হবে।

- এ দোয়ার আমলকারীকে অবশ্য্ হালাল উপার্জন থেকে খাদ্য-পানীয় গ্রহণ করা এবং হালাল অর্থের উপর জীবন যাপন করা।

- দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দরুদ পাঠ করা। দোয়া শেষে আবারও দরুদ পাঠ করা উত্তম।

- অন্তরে দোয়া কবুল হওয়ার দৃঢ় আস্থা ও মনোভাব অক্ষুণ্ন রাখা।

- একান্ত বিনয়-নম্রতার সাথে কান্নাবিজড়িত কণ্ঠে বারবার দোয়া করতে থাকা।

- দোয়া করতে করতে বিরক্ত না হওয়া।

- দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা।

- দোয়ার মধ্যে গোনাহের কোনো কিছু না থাকা ইত্যাদি।

মনে রাখতে হবে

মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন, যা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। আর তাহলো-

- মহান আল্লাহ বান্দাকে কখনও কখনও তার প্রত্যাশিত চাওয়াটি দুনিয়ায়ই পূরণ করে দেন।

- কখনও কখনও তিনি এর প্রতিদান আখেরাতের জন্য জমা রাখেন। তিনি বান্দার দুনিয়াবি প্রত্যাশা পূরণ না করে এই দোয়ার বিনিময়ে আখেরাতে তাকে মহা পুরস্কারে ভূষিত করবেন, যা তার জন্য দুনিয়া থেকে আরও বেশি কল্যাণকর।

- কখনও এ দোয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন। যার তার জন্য একেবারে অবশ্যম্ভাবী ছিল।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে দোয়া ইউনুস-এর মাধ্যমে বিভিন্ন বিপদ-আপদ থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। যেভাবে তিনি হজরত ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে হেফাজত করেছিলেন। এ দোয়া ইউনুস এর মাধ্যমে দুনিয়াবাসিকে মহামারি করোনাসহ যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় থেকেও হেফাজত করুন। আমিন।

https://youtu.be/qFj_9znZLeQ
21/07/2021

https://youtu.be/qFj_9znZLeQ

কুরবানীর শরিকদার কেমন হওয়া উচিতআলোচনা করছেন #আল্লামা_মাহফুজ_উল্যাহ_ইউসূফী​​​​​​​​​​ ।খতিব.বাঘড়া বাজার জামে মস...

https://youtu.be/1yDV9vBwMu0
02/07/2021

https://youtu.be/1yDV9vBwMu0

বিপদ থেকে বাঁচতে হলে কি আমল করতে হবেআলোচনা করছেন #আল্লামা_মাহফুজ_উল্যাহ_ইউসূফী​​​​​​​​​​ ।খতিব.বাঘড়া বাজার জাম....

02/05/2021
01/05/2021
29/04/2021
19/04/2021
02/03/2021
21/02/2021
09/02/2021
07/02/2021
07/02/2021
01/02/2021
30/01/2021

Address

ফয়সাল শপিং কমপ্লেক্স, বাসস্ট্যান্ড, চাঁদপুর
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Eusupee media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eusupee media:

Videos

Share

Category

Nearby media companies