এই চোখ দিয়া আল-আমিন একাডেমীতে যা যা পাপ দেখছি

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • এই চোখ দিয়া আল-আমিন একাডেমীতে যা যা পাপ দেখছি

এই চোখ দিয়া আল-আমিন একাডেমীতে যা যা পাপ দেখছি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from এই চোখ দিয়া আল-আমিন একাডেমীতে যা যা পাপ দেখছি, Media, Chandpur.

বলেন কিছু 🫴
22/01/2025

বলেন কিছু 🫴

উনাকে খুব কাছ থেকে চিনি। উনিও হয়তো আমাকে চিনেন। নম্র ভদ্র হিসেবেই তো চিনতাম কিন্তু লোভ ছিলো? নাকি ক্ষুদা ছিলো? আগস্টের প...
21/01/2025

উনাকে খুব কাছ থেকে চিনি। উনিও হয়তো আমাকে চিনেন। নম্র ভদ্র হিসেবেই তো চিনতাম কিন্তু লোভ ছিলো? নাকি ক্ষুদা ছিলো? আগস্টের পর তাফাজ্জল স্যার, জামাল স্যারের বাসায় হামলা কারীদের মধ্যে একজন৷ সাথে ছিলো Fuad Muzahid. জোর করে পদত্যাগ করিয়ে এখন একাডেমীর শিক্ষক হয়েছেন। একজন শিক্ষককে অপমান করে নিজে শিক্ষক হয়ে একাডেমীতে থাকাটা এতোবছরের ক্ষুধা? গোড়ায় বসিয়েছেন না আপনারা ভালো মানুষদের? সামনে আরো অনেক কিছু দেখার আছে।

21/01/2025

ছাত্রী শাখার একটা ঐতিহ্য আছে। অনেক পুরোনো ঐতিহ্য, কেউ এই ঐতিহ্য পরিবর্তন করতে পারবে না। সেটা হলো জানুয়ারি মাসে খেলা নিয়ে দূর্নীতি করা। ম্যাডামদের বাচ্চা-কাচ্চা বা ম্যাডামগরে তেল মারা অভিভাবকের বাচ্চা-কাচ্চাদের প্রতিযোগিতায় জিতিয়ে দেওয়া। হোক সে কোয়ালিফাইড বা আনকোয়ালিফাইড। এই দূর্নীতি ছাত্রী শাখার রক্তের সাথে জড়িত। পরিবর্তন চাইতে আসবে না। এইসব নিয়ে বকবক করবেন না। আগস্টের পর থেকে অনেক বকবক করছে অনেকে, লাভ নাই। আপাতত যারা বসে আছে গোড়ায় তারা আগে ভোগ করুক। পেট ভরলে আপনাদের কথায় কান দিলেও দিতে পারে।

07/01/2025

গত কয়েক মাস থেকে ভাবছি আমাদের একাডেমির ছাত্রী শাখায় একটা লাইব্রেরী খুবই জরুরী। এটা নিয়ে কাজ করার আশা রাখি এবং দারুন কিছু পরিকল্পনাও হাতে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই লাইব্রেরি যদি করার কথা তুলি তাহলে একা সম্ভব না তাই আমি আশা করি এক্স একাডেমিয়ান আপু যারা আছেন তারা এই কাজে সহায়তা করবেন ইন শা আল্লাহ। তাই এই কাজের জন্য আমরা একটা গ্রুপে আলোচনা করবো। আপনাদের কাছে পরিকল্পনা উপস্থাপন করবো এবং আপনারা চাইলে মতামত দিবেন।
যদি আপুরা রাজি থাকেন তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি ইন শা আল্লাহ।
এই পোস্টে সম্ভব হলে বোনদের মধ্যে যারা এক্স একাডেমিয়ান আছেন তাদের মেনশন করবেন এবং পোস্টটি শেয়ার করবেন।
লেখা: বিনতে আনসার

😔
01/01/2025

😔

31/12/2024

ক্যালেন্ডার চেইঞ্জ করতে গিয়ে মনে পড়লো, এককালে পুরোনো ক্যালেন্ডার দিয়ে আব্বু নতুন বইয়ের মলাট বেঁধে দিতো! আর আমরা অপার বিস্ময়ে এই স্বর্গীয় দৃশ্য অবলোকন করতাম।
সেসময় অপেক্ষায় থাকতাম, কবে বছর শেষ হবে আর নতুন বই পাবো! অপেক্ষায় থাকতাম, নতুন বইয়ের সুঘ্রাণের। আর মলাটবদ্ধ বই ব্যাগে নিয়ে স্কুলে যাওয়ার।

আহারে শৈশব, আহা নস্টালজিয়া!

16/12/2024

Title: একটাই তো স্কুল, এতো মানুষ খাইতে চাইলে কেম্নে হইবো?

শীঘ্রই আসছে কিছু সত্যতা.....

16/12/2024

দাউদ, নুরুল ইসলাম, শাহজালাল স্যারদের বের করার কারন?

16/12/2024

বিজয় দিবস ২০২৪ এ আর হাইপ এ নাই। ছোট ছোট কাগজের পতাকা দিয়া গলিতে গলিতে সাজানো নাই, বারান্দায় দারায়া পতাকা দেখা যায় শুধুমাত্র ৩টা। হারিয়ে গেছে নষ্টালজিক।
বিজয় দিবসের শুভেচ্ছা 🤍

30/11/2024

আমাদের একটা ডিসেম্বর ছিল।যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনো সেমিস্টার, চাকরির ভাইভা, ক্যারিয়ার অথবা এরপর কি হবে সেই চিন্তা।সেই ডিসেম্বর ভরা ছিল ব্যাডমিন্টন, পিকনিক, ঘোরাঘুরি, সবাই মিলে অন্য রকম এক আমেজ। মনে হতো জীবনের আর কোন লক্ষ্য নেই জানুয়ারি তে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত।
কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো আমাদের আর হবে না কখনই।
আমাদের ডিসেম্বরগুলো চুরি হয়ে গেছে।
লেখাঃজিহাদ রাফী

13/11/2024

📌📌📌
একাডেমীয়ান এর মধ্যে কেউ কি আছে Civil, Mechanical, Electrical and piping engineer?
সদ্য পাস হওয়া বা পুরোনো কেউ৷ ভালো ভবিষ্যতের জন্য মিডেলইস্টে খুব ভালো একটা কম্পানির জন্য নেওয়া হবে। ইন্টারভিউ পাশ করলে কোম্পানির খরচে সব হবে। ভালো বেতন এবং ভালো সুযোগ সুবিধা। আমি একাডেমীয়ান দের অগ্রাধিকার দিচ্ছি বেশী। যদি কেউ থেকে থাকেন ইনবক্স কইরেন।

🤫
12/11/2024

🤫

Awwwww it’s too cute to be honest,i love it!
09/11/2024

Awwwww it’s too cute to be honest,i love it!

08/11/2024

😭

06/11/2024

মানুষ মূলত বাঁচে দশম শ্রেণী পর্যন্ত

05/11/2024

সোসাইটির মধ্যেই ভেজাল, বাহিরের দিকে আর কি দেখবো?

বিতর্কিত শিক্ষিকা নিয়োগ প্রসঙ্গে :গতকালের সকলের সম্মিলিত প্রতিবাদের পর  আজকে সরজমিনে একাডেমিতে গিয়ে অধ্যক্ষ ও সোসাইটির স...
04/11/2024

বিতর্কিত শিক্ষিকা নিয়োগ প্রসঙ্গে :
গতকালের সকলের সম্মিলিত প্রতিবাদের পর আজকে সরজমিনে একাডেমিতে গিয়ে অধ্যক্ষ ও সোসাইটির সদস্যদের সাথে দেখা করি এবং এই বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার এক পর্যায়ে জানতে পারি, ওনাকে খন্ডকালীন হিসেবে নিয়োগ দেয়া হয়নি। শুধুমাত্র ডেমো ক্লাসের সুযোগ দেয়া হয়েছিলো। সমালোচনার পরপরই এটা সবার দৃষ্টিগোচর হয় এবং আজকে থেকেই ওনাকে নিষেধ করে দেয়া হয়েছে যেনো প্রতিষ্ঠানে আর না আসে।
সবাই উল্লেখ করেন, ওনার ব্যাক্তিগত বিষয়ে ওনারা অবগত ছিলেন না এবং বিষয়টা নিয়ে দুঃখপ্রকাশ করেন। স্যাররা এবং সোসাইটির সদস্যরা আশাবাদ ব্যাক্ত করেছেন, যেকোনো ভুলত্রুটিতেই যেনো একাডেমির প্রাক্তনরা এভাবেই সুপরামর্শক হিসেবে একাডেমির পাশে থাকে।

সকলের প্রতি আমার আহ্বান আমাদের গঠনমূলক প্রতিবাদ এভাবেই চলছে এবং চলবে...
Via: Mian Musleh Ibn Zaman

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when এই চোখ দিয়া আল-আমিন একাডেমীতে যা যা পাপ দেখছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category