BD Tiles

BD Tiles ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 BD Tiles.pag..❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
❤️‍🔥❤️‍🔥❤️‍🔥নিত্য নতুন টাইলস এর কালেকশন পেতে পেইজটি,
ফলো দিয়ে পাশে থাকেন।❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

19/03/2024

আমেরিকান প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?
আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?
বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।
- বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।
তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।
- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!
- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।
♦♦সংগৃহীত♦♦

19/03/2024

বিস্তারিত কমেন্টে...

19/03/2024

নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনও বাধাই নয়

16/03/2024

আমি এগিয়ে যাবো আপনার সহযোগিতায়
আপনি এগিয়ে যাবেন আমার সহযোগিতায়।
Follow back to back...

┏━━━━ ﷽ ━━━━┓🖤𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🕋┗━━━━ ﷽ ━━━━┛       ┏━━━━ ﷽━━━━┓  . 💞📿জুম্মা মোবারক📿💞 .      ┗━━━━ ﷽━━━━┛            🕋শুক্রব...
08/03/2024

┏━━━━ ﷽ ━━━━┓
🖤𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🕋
┗━━━━ ﷽ ━━━━┛
┏━━━━ ﷽━━━━┓
. 💞📿জুম্মা মোবারক📿💞
. ┗━━━━ ﷽━━━━┛
🕋শুক্রবার মানে 🕋
🕋গুনাহ মাফের আরেকটা সুযোগ!🕋

🥰༆“সপ্তাহের দিনগুলোর মধ্যে'࿐🖤
🥰༒-সর্বোত্তম দিন হলো'-🖤
🖤-'জুম্মার-দিন'࿐🕋
🖤 Mubarak🥰🤲

নিঃসন্দেহে অন্য সকল দিনের
চেয়ে জুম্মার দিন উত্তম🕋🌺

🕋 জুম্মা🕋
🕋 মোবারক🕋🕋💚🌺

┏━━━━ ﷽ ━━━━┓
🖤𝐉𝐮𝐦𝐦𝐚 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤🕋
┗━━━━ ﷽ ━━━━┛

ফ্রেশ কোম্পানির নতুন কালেকশন,,,(, 12/20)
06/03/2024

ফ্রেশ কোম্পানির নতুন কালেকশন,,,(, 12/20)

06/03/2024

মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি।
তাকে হয়তো ধ্বংস করা যায়,
কিন্তু হারানো যায় না।

03/03/2024

টাইলস এর কাজ করাতে যোগাযোগ করতে পারেন, 01647-653179

নন্দিত মুফাসসির আল্লামা লুৎফর রহমান হুজুর  ইন্তেকাল করেছেন।  ইন্না লিল্লাহি----
03/03/2024

নন্দিত মুফাসসির আল্লামা লুৎফর রহমান হুজুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি----

03/03/2024

স্বপ্ন গুলো সব কাঁচের দেয়ালে
বন্দী দেখা যায় কিন্তু
ছোয়া যায় না।।

03/03/2024

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই,BD Tiles পেইজটি ফলো দিয়ে পাশে থাকার জন্য সকলকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
fb.page. BD Tiles

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when BD Tiles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Chandpur

Show All