Nuha's cake bake

Nuha's cake bake হোমমেড কেক পুডিং অর্ডার করতে পারেন

আলহামদুলিল্লাহ আজকের কিছু কাজরিজিকের মালিক আল্লাহ
19/08/2023

আলহামদুলিল্লাহ আজকের কিছু কাজ
রিজিকের মালিক আল্লাহ

13/08/2023

এক বছর আগের অর্ডারের কেক

আলহামদুলিল্লাহ কিছু কাজ
10/08/2023

আলহামদুলিল্লাহ কিছু কাজ

06/08/2023

কালকের কেক

হ্যালো কিটি
04/08/2023

হ্যালো কিটি

আসসালামু আলাইকুম
01/08/2023

আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম যার কপালে যতটুকু লিখা আছে ঠিক ততটুকুই সে পাবে  ।                  অন্য একজনকে আমার থেকেও বেশি পাচ্ছে এই...
29/07/2023

আসসালামু আলাইকুম

যার কপালে যতটুকু লিখা আছে ঠিক ততটুকুই সে পাবে ।

অন্য একজনকে আমার থেকেও বেশি পাচ্ছে এই ভেবে কখনোই মন খারাপ কিংবা মনের ভিতর হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। নিজের মনে আত্নবিশ্বাস জাগ্রত করে, পরিশ্রম করলেই সব সমস্যার সমাধান একদিন হবেই।

আমার আজকের কাজ আলহামদুলিল্লাহ
26/07/2023

আমার আজকের কাজ আলহামদুলিল্লাহ

আসসালামু আলাইকুম💗স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় ন...
24/07/2023

আসসালামু আলাইকুম

💗স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না।”

💗“দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন, তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না।”

অগ্রগতির সবচেয়ে বড় বাধা হলো আলসেমি।অনেকে অনেক অসুবিধার কথাই বলতে পারে- আর সত্যি বলতে অসুবিধা থাকবেই। কিন্তু এই অসুবিধা ক...
22/07/2023

অগ্রগতির সবচেয়ে বড় বাধা হলো আলসেমি।
অনেকে অনেক অসুবিধার কথাই বলতে পারে- আর সত্যি বলতে অসুবিধা থাকবেই। কিন্তু এই অসুবিধা করেই এগিয়ে যেতে হবে। দিন শেষে উন্নতি তাদের এ হয়, যারা আলসেমীকে প্রশ্রয় না দিয়ে শুধু কঠোর পৰিশ্ৰম করে সকল বাদ কে হার মানায়। এগিয়ে যেতে হলে সবার আগে তৈরী হন আরাম ছেড়ে, কর্মঠ হতে। যেই কাজ টি কালকের জন্য ফেলে রেখেছেন, সেটা শেষ করুন আজ ই। তাহলেই দেখবেন একদিন একদিন করে, অনেকের থেকে অনেক এগিয়ে গেছেন।

যে কোনো কেক কাস্টমাইজড করে দেওয়া যাবে
13/07/2023

যে কোনো কেক কাস্টমাইজড করে দেওয়া যাবে

হোমমেড কেক মানেই স্বাস্থ্য সম্মত
12/07/2023

হোমমেড কেক মানেই স্বাস্থ্য সম্মত

04/07/2023

যে দাম দেখায় তাকে এড়িয়ে চলুন।
কিন্তু আমরা বাঙালি জাতি এর উল্টোটা যে জিনিস দাম বেশি সে জিনিসটার বেশি গুরুত্ব দেই।।
আপেলের কেজি ৪০০৳ সম গোত্রের পেয়ারার কেজি ৬০৳। আমরা কোথাও গেলে আপেলটাই নিবো পেয়ারা না। কারন এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। যে পেয়ারা নিয়ে বেড়াতে যাবে তাকে আমরা নিচক জাতি হিসেবে আখ্যা দিবো। অপরদিকে যে আপেল নিবে তার খাতির যত্ন আর সন্মানটাও বেশিই দিবো।।

01/07/2023

একজন নাড়ী যখন গর্ভবতী হয় তখনকার সময় তার ভালো যত্ন নিতে হয়। শুধু যত্ন নিয়েই অনেকেই শেষ মনে করে দায়িত্ব। সে সময়টা তার মনের চাওয়া পাওয়া পুরন করা উচিত। গর্ভকালীন সময়ে একজন মেয়েকে অবশ্যই তার মাতৃকুলে বেশি শোভা পায়। সেটা আমার বউ এবং বোন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ইহা খুব আশ্চর্যজনক যে সেইম বিষয়টা যখন আপনি বউ হয়ে আসবেন তখন খুব উপলব্ধি করবেন।
তখনি আশ্চর্য হই আজকের বউ যখন আগামীর শ্বাশুড়ি হবে তখন সে শ্বাশুড়ি ভুলে যাবে এই সময়টা ছেলের বউকে তার মায়ের কাছে রাখা উচিত।।।
তাহলে প্রশ্ন হচ্ছে আমি এখানে মায়ের কাছে কেনো উচিত মনে করছি??

আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই বলি আমি যখন ছুটি শেষে বাড়ি আসি মা তখন হাফ কিলোঃ আমার সাথে হেটে এসে এগিয়ে দিবে।। কিন্তু আমার শ্বাশুড়ি কখনো এতদুর আমার জন্য আসবে না।
মুদ্রাল ওপিঠের ঘটনাও বলি আমার বউ যখন আমাদের বাড়ীতে আসবে তখন তার মা কিংবা বাবা রাস্তার কাছে এসে গাড়ীতে তুলে দিবে।।
কিন্তু আমার মা কখনো ছেলের বউকে এগিয়ে দিতে পিছে পিছে যাবেনা। আসলে এটাই হচ্ছে মাতৃকুলের সবচেয়ে বড় ভালোবাসা যেটা কেউ ভাগ দিতে চায়না।।

27/06/2023

সুদের টাকায় ঘুষের টাকায় কোরবানি হবে না।।

27/06/2023

আমাদের বর্তমান জেনারেশনে চলছে ভয়াবহ এক অসুস্থ প্রতিযোগিতা। কে কতো বড় বেয়াদব হবে। কে কতো বেশি সিগারেট খাবে। কে কতো বেশি মাদকে আসক্ত হবে। চলছে সবচেয়ে কম বয়সেই সিগারেটের আসক্তি হওয়ার গল্প।

১ মন ধানে গরুর মাংস ২ মন ধানে ইলিশ
26/06/2023

১ মন ধানে গরুর মাংস
২ মন ধানে ইলিশ

হোমমেড কেক খুবই মজাদার
11/12/2022

হোমমেড কেক খুবই মজাদার

ডেলিভারি ডান
11/12/2022

ডেলিভারি ডান

আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান
12/11/2022

আলহামদুলিল্লাহ ডেলিভারি ডান

Address

Chandpur
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nuha's cake bake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share