19/09/2024
আচ্ছা মানুষ কি ভাবে মানুষ মারে?
আমার তো মাথায়ই ধরে না!
মারবি যেহেতু একটা গুলি করে মেরে ফেল!
নাইলে ইকটু কম কষ্ট দিয়ে মার!
তাই বলে একটা মানুষকে অমানুষিক নির্যাতন করে,ইকটু রেস্ট দিয়ে আবার লাঠি দিয়ে পিটায়ে পিটায়ে মেরেই ফেলবি?
ইকটু কি বুক কাপলো না তাদের !?
হোক সে মানুষ বা পশু!
মানুষের তো একটা পশু দেখলেও মায়া লাগে!
আচ্ছা আমরা কি আসলেই মানুষ!
আল্লাহ তোফাজ্জল ভাই দুনিয়ায় যতোটা কষ্ট পাইছে! তুমি তাকে জান্নাতে তার চাইতে লক্ষ্য গুণ বেশী শান্তিতে রাখিয়ো! আমিন 🤲!