Md. Byzed Ahmed Rony

Md. Byzed Ahmed Rony Lecturer
Department of Business Administration
Chandpur Science and Technology University

02/09/2023

We all need to learn how we can survive in the artificial intelligence period. Otherwise lot of people will lose their jobs for the short period of time that is 20 to 30 years............Jack Ma

22/08/2023

উচ্চশিক্ষায় অল্প বিদ্যা এবং এর ফলাফল

"অল্প বিদ্যা ভয়ংকরী" এমন একটি প্রবাদ প্রচলিত আছে। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাডেমিক পড়াশুনায় বেশ ফাঁকিবাজি লক্ষ্য করা যায়। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে গ্রহীতাদের যেমন গ্রহণ করার অনীহা আছে আর সেই সুযোগ নিয়ে দাতাদের মধ্যেও ফাঁকিবাজি লক্ষ্য করা যায়। কোনো মতে সেমিস্টার শেষ করতে পারলেই যেন বেঁচে যাওয়া যায়। ফলশ্রুতিতে জেনারেশন থেকে জেনারেশনে একটা বড় অংশ জ্ঞানের ঘাটতি নিয়েই শ্রমবাজারে প্রবেশ করে, এতে দেখা দিচ্ছে বেকারত্ব।

উচ্চশিক্ষিতদের উচ্চ বেকারত্বের হার হচ্ছে একটি ফলাফল, আর কারণ হচ্ছে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার নন-একাডেমিক দৃষ্টিভঙ্গি আর অপেশাদার আচরণ।(ফরহাদ,২০২১)

ভাসা ভাসা শিক্ষা (surface learning) এবং গভীর শিক্ষার (deep learning) মধ্যে একটা বড় ধরনের পার্থক্য রয়েছে।কতগুলো বিষয় সম্পর্কে একটা সাধারণ ধারণা নেওয়া আর ওই বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করার মাধ্যমে তার গভীরে পৌঁছানো এক কথা নয়। বাস্তবভিত্তিক গবেষণামূলক শিক্ষা শিক্ষার্থীদের যেকোনো বিষয়ের গভীরে যেতে সাহায্য করে। তাই উন্নত দেশগুলোতে বাস্তবভিত্তিক শিক্ষার (experiential learning) অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় (আজিজ,২০২০)।

উচ্চশিক্ষায় ছাত্রত্ব একটি পেশা। উচ্চশিক্ষায় একজন পূর্ণকালীন শিক্ষার্থীর কাজ হচ্ছে "অধ্যয়ন"। একজন পেশাজীবী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে যেমন তার শাস্তি হতে পারে, উচ্চশিক্ষায় একজন শিক্ষার্থীর ক্ষেত্রেও তা প্রযোজ্য (ফরহাদ,২০২১)।

তবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শাস্তিগুলো অপেক্ষাকৃত আলাদা। যেমন: রিটেক এক্সাম, ইয়ার লস, সিজিপিএ কমে যাওয়া ইত্যাদি।

এসকল শাস্তি এড়াতে কিংবা পরীক্ষায় সহজভাবে অধিক ফলাফল অর্জনের প্রত্যাশায় শিক্ষার্থীদের মধ্যে অল্প বিদ্যা প্রভাব বিস্তার করে। উভয় ক্ষেত্রেই অনেকে অল্প বিদ্যা নিয়ে পার পেয়ে যাওয়ার প্রয়াস চালায়। ফলাফল হিসেবে দেখা যায় পর্যাপ্ত একাডেমিক জ্ঞানের অভাব, যা প্রভাব ফেলে তার নিজস্ব সাবজেক্ট রিলেটেড জব প্রাপ্তিতে।

একাডেমিক পড়াশুনায় সিরিয়াসনেস একজন শিক্ষার্থীকে লেখাপড়ায় অভ্যাস তৈরি করে, যার প্রভাব পরে তার সার্বিক কার্যক্রমে। একজন পরিশ্রমী শিক্ষার্থী একাডেমিক এবং নন-একাডেমিক উভয় প্রস্তুতির ক্ষেত্রে ভালো করে কারণ হলো তার লেখাপড়ার অভ্যাস, যার শুরুটা হয় একাডেমিক পড়াশোনার অভ্যাস থেকে। তাই লেখাপড়ায় ধারাবাহিকতা এবং জ্ঞান অর্জনে কনটেন্টের গভীরে যাওয়া অত্যন্ত জরুরী।

তথ্যসূত্র:
১/ আজিজ,নু.(২০২০,আগস্ট ২৫). আগামী দিনে মুখস্তবিদ্যা কাজে আসবে না.প্রথম আলো।
২/ ফরহাদ,মু.(২০২১,সেপ্টেম্বর ২২).উচ্চশিক্ষিতদের উচ্চ বেকারত্ব, সমাধানে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন.প্রথম আলো।

19/08/2023

উচ্চশিক্ষার উদ্দেশ্য কী শুধুই সার্টিফিকেট অর্জন?

উচ্চশিক্ষা শুধুমাত্র একটি সার্টিফিকেট অর্জন করার জন্য নয়, বরং এটি দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত লাইফস্টাইল গঠনের একটি মৌলিক মাধ্যম।

দক্ষতা বৃদ্ধি: উচ্চশিক্ষা আপনাকে নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করার সুযোগ প্রদান করে। আপনাকে নির্দিষ্ট বিষয়ে কর্মদক্ষ হতে সাহায্য করে।

বিশেষজ্ঞতা অর্জন: আপনি যে কোনও নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞতা অর্জন করতে পারেন, যা আপনাকে কর্মক্ষেত্রে সফল হতে সাহায্য করে।

সমস্যা সমাধান ক্ষমতা: উচ্চশিক্ষা আপনাকে সমস্যা সমাধান এবং ব্যতিক্রম চিন্তা করার ক্ষমতা প্রদান করে, যা ব্যক্তিগত ও পেশা জীবনে জরুরি ।

আত্মনির্ভরতা: উচ্চশিক্ষা আপনাকে আত্মনির্ভর হতে সাহায্য করে, যা ব্যক্তিজীবনে গুরুত্বপূর্ণ।

চ্যালেঞ্জ গ্রহণের সক্ষমতা: উচ্চশিক্ষা আপনাকে চ্যালেঞ্জিং সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করে, যা পেশাজীবনে আপনাকে এগিয়ে রাখবে।

নিজের আত্মবিশ্বাস: উচ্চশিক্ষা আপনার নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি আপনাকে ব্যাক্তিগত এবং পেশা জীবনে অনেক আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করে।

উচ্চশিক্ষা একজন ব্যক্তিকে দক্ষতা বৃদ্ধি এবং নিজেকে একজন বেটার মানুষ হিসেবে প্রস্তুত করার বিশাল সুযোগ প্রদান করে।

19/08/2023

To prepare for the challenges of the 4th Industrial Revolution in the field of Business Administration, students should:

Embrace Technological Literacy: Develop a strong understanding of emerging technologies such as AI, blockchain, and data analytics to leverage their potential for business growth and innovation.

Acquire Data Analysis Skills: Learn how to collect, analyze, and interpret data to make informed business decisions. Data-driven insights are crucial for understanding customer preferences and market trends.

Master Digital Marketing: Familiarize yourself with online marketing techniques, social media strategies, and SEO. Digital platforms are essential for reaching and engaging with customers.

Develop Soft Skills: Enhance interpersonal skills, communication, and emotional intelligence. These skills are crucial for effective collaboration, leadership, and managing teams in a tech-driven environment.

Cultivate Adaptability: Stay open to change and continuously update your knowledge and skills as technology evolves. The ability to adapt quickly will be essential to stay competitive.

Understand Ethics and Privacy: Gain a strong grasp of ethical considerations surrounding data privacy, cybersecurity, and AI ethics. Businesses need professionals who can navigate these complex issues responsibly.

Foster Creativity and Innovation: Nurture your creativity and ability to think outside the box. Innovation will play a key role in creating new business models and solutions.

Explore Entrepreneurship: Consider learning about entrepreneurship and startup culture. Many innovations during the 4th Industrial Revolution will stem from entrepreneurial endeavors.

Stay Informed: Regularly follow industry trends, attend workshops, webinars, and conferences to stay up-to-date with the latest advancements in technology and business practices.

Network: Build a strong professional network, both online and offline. Collaborating with peers, mentors, and industry experts can provide valuable insights and opportunities.

Remember, the 4th Industrial Revolution is characterized by rapid change, so cultivating a mindset of continuous learning and adaptation will be essential for success in the evolving business landscape.

19/08/2023

Reducing the industry-academia gap in business education in Bangladesh requires a multi-faceted approach. Using these approach, it is possible to reduce industry-academia gap. Approaches are as;

Industry Collaboration: Establish partnerships between universities and businesses to create internships, workshops, and joint research projects. This helps students gain practical experience and insights directly from the industry.

Curriculum Enhancement: Regularly update the curriculum to include relevant industry trends, technologies, and practical skills. Involve industry professionals in curriculum development to ensure it remains up-to-date.

Guest Lectures and Workshops: Invite industry experts to give guest lectures and conduct workshops. This provides students with exposure to real-world challenges and insights from professionals.

Industry Advisory Boards: Form advisory boards consisting of representatives from various industries. They can provide guidance on curriculum design, ensuring that it aligns with current industry needs.

Internship Programs: Encourage students to participate in internships during their studies. This hands-on experience helps them apply theoretical knowledge in real business settings.

Case Studies and Projects: Incorporate real-life case studies and projects into the curriculum. This encourages critical thinking and problem-solving skills relevant to actual business scenarios.

Soft Skills Development: Focus on developing soft skills such as communication, teamwork, and leadership, which are crucial for success in the business world.

Professional Development: Offer training sessions on resume writing, interview skills, and networking to prepare students for the job market.

Industry Visits: Organize visits to companies and industries to provide students with firsthand exposure to business operations.

Research Collaboration: Encourage collaborative research between academics and industry professionals to address practical challenges and develop innovative solutions.

Continuous Feedback Loop: Establish mechanisms for receiving feedback from employers about the performance of graduates. Use this feedback to refine the curriculum and teaching methods.

Digital Learning and Technology: Incorporate digital learning platforms and technology-driven tools that reflect the modern business landscape.

Faculty Development: Invest in faculty development programs to ensure that educators stay updated on industry trends and best practices.

Government and Regulatory Support: Encourage government initiatives that promote collaboration between academia and industry, as well as the integration of practical skills in education.

By implementing these strategies, Universities in Bangladesh can work towards narrowing the industry-academia gap in business education and producing graduates who are well-equipped to meet the demands of the evolving business landscape.

প্রশংসনীয় https://www.kalerkantho.com/online/country-news/2021/09/22/1075995
22/09/2021

প্রশংসনীয়
https://www.kalerkantho.com/online/country-news/2021/09/22/1075995

পরীক্ষার ফি কমানো ও অনাবাসিক শিক্ষার্থীদের থেকে আবাসিক হল ফি গ্রহণ বন্ধের দাবিতে অনশন কর্মসূচি পালন করেছেন

মানবিক সাহায্যের জন্য আবেদনমানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্যবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় ব্...
15/09/2021

মানবিক সাহায্যের জন্য আবেদন
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় ব্যাচ (বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ) এর শিক্ষার্থী মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের মা অত্যন্ত গুরুতর ভাবে অসুস্থ তার শরীরে বিভিন্ন জায়গায় ঘা হয়ে গিয়েছে । যে ঘা গুলো এতই মারাত্মক রূপ ধারণ করেছে যা চোখে না দেখলে বোঝা মুশকিল । বর্তমানে মোঃ সোহেল রানা ভাইয়ের পরিবার অত্যান্ত আর্থিক অবস্থা শোচনীয় হওয়ার ফলে তার মায়ের ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না ফলে তার মায়ের সুষ্ঠু চিকিৎসার অভাবে শারীরিক কন্ডিশন দিন দিন খারাপ হয়ে চলেছে ।
আমরা যে যা পারি আমাদের অবস্থান থেকে আমরা সোহেল রানা ভাইয়ের মায়ের চিকিৎসার জন্য যে যতটুকু পারি একটু চেষ্টা করি সাহায্য করার জন্য যাতে তিনি তার মাকে ভালো চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলতে পারে নিচে সোহেল রানা ভাইয়ের পার্সোনাল ফোন নাম্বার এবং পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া হল কেউ যদি চান তাহলে ভাইয়ের সাথে সরাসরি কথা বলে তাকে সাহায্য পাঠাতে পারেন ।

অনুরোধে
মোহাম্মদ সোহেল রানা
পরিসংখ্যান বিভাগ (তৃতীয় ব্যাচ)
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর
বিকাশ পার্সোনাল 01521246893

প্রক্টরের কাজকি শুধু আহত হওয়ার পর মেডিকেলে ভর্তি করা আর পুলিশ পাঠানো?
10/09/2021

প্রক্টরের কাজকি শুধু আহত হওয়ার পর মেডিকেলে ভর্তি করা আর পুলিশ পাঠানো?

বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে টোকাই, ছিনতাইকারীর আক্রমণে জর্জরিত বেরোবি শিক্ষার্থী। এভাবে আর কতদিন? বিশ্ববিদ্যালয়ের ২ ...
10/09/2021

বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে টোকাই, ছিনতাইকারীর আক্রমণে জর্জরিত বেরোবি শিক্ষার্থী। এভাবে আর কতদিন? বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট থেকে সরদার পাড়া এলাকার মাথা পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক পাহাড়ার জন্য একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা এখন সময়ের দাবি।ভার্সিটির প্রশাসনের কাছে অনুরোধ জানাই দ্রুত রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে ব্যবস্থা করা হোক।যে হারে টোকাই আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে তাতে এইসব ছিনতাইকারীর কাছ থেকে সাধারণ মানুষও নিরাপদ নয়। দুইদিন আগেও ভার্সিটির মোড়ে একটি মেসের ভেতর ছিনতাই করতে চলে গেছে টোকাইরা। সিটিকর্পোরেশনের সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয় এলাকা সিসি ক্যামেরার আওতায় আনারও দাবি জানাই।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি মোড়❤️😍সেপনিল সুরক্ষা ক্যারাভান নিয়ে আমরা আসছি রংপুর। আগামী ০৬ সেপ্টেম্বর, সোমবার, দুপুর ২.৩০ - ...
05/09/2021

বেগম রোকেয়া ইউনিভার্সিটি মোড়❤️😍

সেপনিল সুরক্ষা ক্যারাভান নিয়ে আমরা আসছি রংপুর। আগামী ০৬ সেপ্টেম্বর, সোমবার, দুপুর ২.৩০ - সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত আমরা রংপুর, বেগম রোকেয়া ইউনিভার্সিটি মোড় থাকবো। আমাদের ক্যারাভানে এসে করোনা টিকার ফ্রি নিবন্ধন এবং ফ্রি টিকা কার্ড প্রিন্ট করতে পারবেন। যারা নিবন্ধন করবেন, তাদেরকে ফ্রি সেপনিল মাস্ক দেয়া হবে। তাছাড়া বিশেষ মূল্যে সেপনিল পণ্যও কিনতে পারবেন। বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন করতে নির্ধারিত সময়ে জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল ফোন নিয়ে চলে আসুন। টিকা নিয়ে নিজে এবং পরিবারের সবাইকে নিয়ে সুস্থ ও সুরক্ষিত থাকুন।

চা লাগবে???Tea & Coffee Barউদ্যোক্তাঃ আল রউফ জুবায়ের নাইমজিডিএস ১১তম ব্যাচের শিক্ষার্থীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ। পড়াশোনার...
05/09/2021

চা লাগবে???
Tea & Coffee Bar
উদ্যোক্তাঃ আল রউফ জুবায়ের নাইম
জিডিএস ১১তম ব্যাচের শিক্ষার্থীর ব্যতিক্রমধর্মী উদ্যোগ।
পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন উদ্যোক্তা হিসেবে মানসম্মত বিভিন্ন নামের চা কফি বিক্রি শুরু করেছে।বিদেশে সাধারণত শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজের মাধ্যমে নিজের পকেটে খরচ ম্যানেজ করে থাকে।রংপুরে এই কনসেপ্ট আমি প্রথম দেখলাম।এত সুন্দর এবং সুুস্বাদু চা আর কফি সে বানায় যা না খেলে বুঝাই যাবে না।

বিঃদ্র- নাইমের হাতের চা কিংবা কফি খেতে হলে আপনাকে আসতে হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর মেইন গেটের পাশে।

28/08/2021

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি কারো কেনা গোলাম? যে যা বলবে ভৃত্যের মতো মেনে চলবে? তাহলে শিক্ষার গুরুত্ব কোথায়? এতো দামে কেনা স্বাধীনতারই বা মূল্য কি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদেশের প্রথম শ্রেণীর নাগরিক, কারো গোলাম নয়, কারো লাঠিয়াল নয়। তোমাদের বোকামির সুযোগ নিয়ে বিদেশি গ্রাজুয়েট এসে তোমাদের মাথার উপর বসছে , তোমাদের জায়গাগুলো ছিনিয়ে নিচ্ছে, তোমাদের বেকার বানাচ্ছে। ওয়েল ইকুইপড হও বিদ্যা-বুদ্ধিতে, মেধা-মননে, সততায়-সর্বোৎকৃষ্টতায়! নিজের মেধা, সততা আর পরিশ্রম কাজে লাগিয়ে নিজেকে বিকশিত করে তোল, যোগ্য করে তোল মা, মাটি আর দেশের কল্যাণে। হাতুড়ি নয়, লাঠি নয়, হকিস্টিক নয়, কোনো অস্ত্র নয় - বরং হাতে কলম তুলে নাও। ধার করা শক্তি নয়, নিজের শক্তিকে চিনতে শিখো। আলো ছড়িয়ে সকল অন্ধকার দূর করো।

Collected

বিনম্র শ্রদ্ধা..
14/08/2021

বিনম্র শ্রদ্ধা..

শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা টিকা দেয়ার ব্যবস্থা করা সময়োপযুগী...
12/08/2021

শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা টিকা দেয়ার ব্যবস্থা করা সময়োপযুগী সিদ্ধান্ত।ধন্যবাদ মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ স্যার সহ সংশ্লিষ্ট সকলকে।

(টিকা দেয়ার জন্য সুরক্ষা এ্যাপে রেজিষ্ট্রেশন করার পর প্রাপ্ত কার্ড এবং এনআইডি কার্ড নিয়ে মেডিকেল সেন্টারে যেতে হবে)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরেও একটি মেডিকেল সেন্টার আছে। বেরোবির মেডিকেল সেন্টারে প্রতি সেমিস্টারে নির্দিষ্ট ফি দিয়ে ...
08/08/2021

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরেও একটি মেডিকেল সেন্টার আছে। বেরোবির মেডিকেল সেন্টারে প্রতি সেমিস্টারে নির্দিষ্ট ফি দিয়ে থাকে শিক্ষার্থীরা। অথচ করোনাকালীন সময়ে এই মেডিকেল সেন্টারের শিক্ষার্থীদের কোন উপকার হয়েছে এমন দৃষ্টান্ত নেই। আমরা আশা করেছিলাম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মত আমাদের মেডিকেল সেন্টার থেকেও শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীরা করোনা টিকা দিতে পারবে। শিক্ষার্থীরা অনেকেই সুরক্ষা এ্যাপে রেজিস্ট্রেশন করতে পারছেনা,অনেকে রেজিষ্ট্রেশন করেছে কিন্তু তাদের টিকা কেন্দ্রে যাওয়ার এসএমএস আসছে না, পাশাপাশি যারা ইউজিসির নির্দেশিত বেরোবির গুগল ফর্মে তথ্য দিয়েছে তাদের টিকা দেয়ার অগ্রগতি নেই। আর গনটিকা কার্যক্রমে এত এত মানুষের মাঝে ভিড় ঠেলে টিকা নেয়াও শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী কারও জন্য নিরাপদ নয়।

05/08/2021

সংশোধিত বিজ্ঞপ্তি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিভাগে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ আগামী ১২ হতে ২২ আগস্ট অনলাইনে অনুষ্ঠিত হবে।

বিভিন্ন বিভাগের নিয়মিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে শুরু হবে।

সূত্রঃ জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর

করোনা সংক্রমণ, লকডাউনের জন্য যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয় সেজন্যই অনলাইন পরীক্ষা পদ্ধতি। কিন্তু লকডাউন...
05/08/2021

করোনা সংক্রমণ, লকডাউনের জন্য যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয় সেজন্যই অনলাইন পরীক্ষা পদ্ধতি। কিন্তু লকডাউনের অজুহাত দিয়ে অনলাইন পরীক্ষা স্থগিত রাখাটা খুবই দুঃখজনক। এটা কোনোভাবেই কাম্য নয়। মহামারীর এই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত নিজ উদ্যোগে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া। আর সেখানে শিক্ষার্থীরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও পরীক্ষার ব্যাপারে আশ্বাস পাচ্ছে না৷ এটি অনাকাঙ্ক্ষিত।

অবিলম্বে (আগষ্ট মাস থেকেই) বেরোবির সকল স্থগিত ও নতুন সেমিস্টারের পরীক্ষা অনলাইনে গ্রহণের ব্যাপারে প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হোক।

ঢাবির কিছু অনুষদ সহ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করেছে।মাভ...
02/08/2021

ঢাবির কিছু অনুষদ সহ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করেছে।মাভাবিপ্রবি, হাবিপ্রবি আগস্ট মাসেই নিয়মিত সেমিস্টার ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর বিভিন্ন সেমিস্টারের নিয়মিত এবং আটকে থাকা ২/১ বিষয়ের পরীক্ষা অনলাইনে গ্রহণ করার জন্য বেরোবি প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এভাবে শিক্ষার্থীদের পরীক্ষাবিহীন রেখে সেশনজট নিরসন সম্ভব নয়। স্টুডেন্ট রাইটস ফোরাম,বেরোবি অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু করার জোর দাবি জানাচ্ছে।

20/07/2021

ঈদ মোবারক 💞
স্টুডেন্ট রাইটস ফোরাম, বেরোবি এর পক্ষ থেকে আপনার এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা।

লকডাউনে আটকে পড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) যেসব শিক্ষার্থী নিজ নিজ বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে আগ্...
07/07/2021

লকডাউনে আটকে পড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) যেসব শিক্ষার্থী নিজ নিজ বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাসে যেতে আগ্রহী, তাদের কাছে নিম্নোক্ত গুগল ফর্মটি পূরণের মাধ্যমে তথ্য চেয়েছে প্রশাসন। নিচে গুগল ফর্মটির লিংক দেয়া হলো-

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSejPT7XUJ3Xe84T5TM50Bi_KRIRWAwko-lVk6UfNyQ1kVF1Zg/viewform

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর বলেন, শিক্ষার্থীরা যারা চলমান লকডাউনে আটকা পড়েছেন, আমরা বর্তমান পরিস্থিতি...
06/07/2021

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রক্টর বলেন, শিক্ষার্থীরা যারা চলমান লকডাউনে আটকা পড়েছেন, আমরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাদের বাড়ি পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে ইতিবাচক।

বাড়িতে পৌঁছে দেওয়ার সার্বিক বিষয়ে আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করেছি এবং তিনি সম্মতি প্রদান করেছেন। তিনি আরও বলেন, আমরা প্রক্টরিয়াল বডি ভার্সিটি প্রশাসনের সাথে আরও বিস্তারিত আলোচনা করে শিক্ষার্থীদের নিকট তথ্য চাওয়া হবে।

শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে নাকি হার্ডকপির মাধ্যমে প্রদান করতে হবে তা দ্রুতই পাবলিক রিলেশন বিভাগের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তথ্য পাওয়ার পরে শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে একটি নির্দিষ্ট তারিখ জানানো হবে। আমরা ঈদের আগেই শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেবো।
https://www.dailysokalerdak.com/ঈদে-বাড়ি-ফিরতে-ভার্সিটির/

বাইজীদ আহম্মেদ,বেরোবি প্রতিনিধি: চলমান লকডাউনে আটকা পড়া শিক্ষার্থীদের নিজস্ব বাসে করে বাড়িতে পৌঁছে দিবে বেগম রো....

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অনুষ্ঠিত অসমাপ্ত পরীক্ষা আগামী ৪ জুলাই এবং নিয়মিত সেমিস্টার ফাই...
24/06/2021

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অনুষ্ঠিত অসমাপ্ত পরীক্ষা আগামী ৪ জুলাই এবং নিয়মিত সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে।
https://www.dailysokalerdak.com/বেরোবিতে-অসমাপ্ত-ও-নিয়মি/

বাইজীদ আহম্মেদ, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অনুষ্ঠিত অসমাপ্ত পর...

STUDENT RIGHTS FORUM,BRUR এর পক্ষ থেকে আজ ১৫/০৬/২০২১ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সু...
15/06/2021

STUDENT RIGHTS FORUM,BRUR এর পক্ষ থেকে আজ ১৫/০৬/২০২১ তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে নবনিযুক্ত মাননীয় উপাচার্য ড. হাসিবুর রশীদ স্যারের নিকট ১৯ দফা দাবীসমূহ উপস্থাপন।

13/06/2021

শুন্যপদ পূরণের লক্ষ্যে STUDENT RIGHTS FORUM,BRUR এর সদস্য হতে আগ্রহী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগাযোগ করার আহবান করা হলো।অবশ্যই প্রার্থীকে মুক্তিযুদ্ধে বিশ্বাসী, শিক্ষার্থীবান্ধব এবং পরোপকারী মনোভাব সম্পন্ন হতে হবে।

সভাপতি
মাহমুদ মিলন
মোবাইলঃ 01401408051

সাধারণ সম্পাদক
বাইজীদ আহম্মেদ রনি
মোবাইলঃ 01849542692

12/06/2021

রংপুর মেডিক্যালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ...

12/06/2021
11/06/2021

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর রংপুর মেডিকেল কলেজের কর্মচারী এবং দালালচক্রের নির্মম নির্যাতনের বিরুদ্ধে স্টুডেন্ট রাইটস ফোরাম,বেরোবি অবস্থান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের  সমাজবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচ (২০১৬-১৭) এর মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ কে রংপুর মেডিকেলের স্টাফর...
11/06/2021

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচ (২০১৬-১৭) এর মোঃ রিয়াজুল ইসলাম রিয়াদ কে রংপুর মেডিকেলের স্টাফরা ওদের ২ ভাইকে প্রচুর পিটিয়েছে। ছোট ভাই মার খাওয়ার কারণে প্রায় পাগলের মতো হয়ে গেছে! ওদের অপরাধ ছিল; ৫০ টাকার বদলে কেনো ১০০ টাকা ফি নেওয়া হচ্ছে আর কেনোই বা মেমো দেওয়া হচ্ছে না, এতটুকু জিজ্ঞেস করা!😠

আমরা স্টুডেন্ট রাইটস ফোরাম,বেরোবি থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

11/06/2021

STUDENT RIGHTS FORUM,BRUR reached 500 likes.Thanks to all for staying with us.

07/06/2021

ইউজিসি+শিক্ষামন্ত্রনালয় পারমিশন দিয়ে দিলো ক্লাস পরিক্ষা নেওয়ার। বেরোবি প্রশাসন আমাদের বুঝাইলো ৭৫ একর হচ্ছে করোনার আতুর ঘর।তাই তারা পূর্বের সিন্ডিকেট বেসড্ করে একটা নোটিস পাব্লিস করে সবাইকে বুঝাইতে চাইলো তারা অক্সফোর্ড, হার্ভার্ডের মতো টেকনোলজিকেলি এডভান্স 😶এতোদিন পরে সবাই যখন অফলাইনে পরিক্ষা নেওয়ার জন্য তারিখ দিয়ে দিচ্ছে, তখন আমাদের প্রশাসন ব্যস্ত তাদের নাটক নিয়ে। জনাব পরিক্ষা অনলাইনে নিবেন সেটা তো আপনারাই ঠিক করে প্রকাশ করলেন। তাহলে কবে/কিভাবে পরিক্ষা নিবেন সেটা কেন আপনারা জানেন না?পরিক্ষা হচ্ছে না এটার দ্বায়ও নাকি আপনারা নিবেন না,তাহলে আপনারা শিক্ষার্থীদের জন্য কি ভাবছেন? আমরা পিংপং বল,ইচ্ছে মতো খেলতেছেন।আর কতো?
৭৫ একরে সব চলতেছে, শুধু শিক্ষার্থীদের জন্য কিছু চলছে না।বিভাগের শিক্ষক প্রস্তুত, আমরা শিক্ষার্থীরা প্রস্তুত কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সঠিক রূপরেখা দিচ্ছেন না😭
৭৫ একরের সব গেট বন্ধ করে,ডিজিটাল ব্যানারে লিখে দেন এখানে ছাগল পালনের জন্য সবুজ ঘাস প্রস্তুত করা হচ্ছে,শিক্ষা সংশ্লিষ্ট কোন কাজ এখানে হয় না😑

Inbox থেকে..

Address

Chandpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801849542692

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Byzed Ahmed Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Byzed Ahmed Rony:

Share

Nearby media companies



You may also like