11/12/2023
"আমি পারবোনা, আমাকে দিয়ে হবেনা"
অনেকেই বলে 'আমি পারবো না। আমাকে দিয়ে হবে না। আচ্ছা, আপনি কতবার চেষ্টা করে এটা নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? কোন জ্যোতিষী আপনাকে এই ভবিষ্যদ্বাণী করে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন যে আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না? নাকি কাজ শুরু করার আগেই ধরে নিয়েছেন আপনি পারবেন না? পৃথিবীতে এমন কয়টা কাজ আছে যা কেউ পারেনি? যে কাজটা আপনি পারবেন না বলে সিদ্ধান্ত নিয়ে চুপ করে ঘরে বসে আছেন, ঠিক একই কাজে কেউ একজন বারবার চেষ্টা করে যাচ্ছে। নতুন নতুন প্ল্যান করছে। একের পর এক হেরে গিয়ে, ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়াচ্ছে। আমি পারবো না' এটা এতটাই শক্তিশালী শত্রু যাকে আপনি নিজে জন্ম দিচ্ছেন। বিশ্বাস করেন একজন মানবশত্রুরও এত ক্ষমতা নেই আপনাকে থামিয়ে দেয়ার, যতটা শক্তি আছে আপনার ভেতর থেকে বলা কথা' আমি পারবো না' এর।
একটু অপেক্ষা করুন। দেখবেন দু'দিন, দু'মাস কিংবা দু'বছর পর যে কাজটা আপনি পারবেন না বলে সিদ্ধান্ত নিয়ে কাজটা না করে ঘরে বসেছিলেন, ঠিক একই কাজে কেউ একজন বারবার চেষ্টা করে দেখিয়ে দিয়েছে পৃথিবীতে অসাধ্য বলতে কিছু নেই। ফাইনালি কেউ একজন আপনার না পারা কাজটা সে নিজে করে তার পুরো জীবনটাকেই বদলে দিয়েছে।
জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো সেখানেই, যেখানে কোনো একটা কাজ পারা যাবে না বলে মনে হবে, কিন্তু সেই কাজটার পেছনে হার না মানা মনোভাব নিয়ে লেগে থেকে ফাইনালি কাজটা করে ফেলা।
কে আপনাকে সফল করে দিবে? কার এত ঠেকা পড়েছে আপনি পারবেন না বলার পরও আপনাকে সফল করতে আপ্রাণ চেষ্টা করবে? কেউ করবে না। কারণ আপনাকে সফল করা কারো জীবনের টার্গেট না। আপনাকে সফল করার স্বপ্ন নিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে না। আপনাকে আপনার কাজ দিয়েই সফল হতে হবে।
জ্বি!!! আপনি সফল হবেন শুধু আপনি সফল হতে চান এই কারণে। সফলতার কোনো গোপন রহস্য নেই। সফলতার বিশেষ কোনো স্ট্র্যাটেজি নেই। আবার বলছি, আপনি সফল হবেন শুধু আপনি সফল হতে চান এই কারণে। কথাটা মনের ভেতরে গেঁথে রাখুন। এটাই শেষ কথা সফল হওয়ার জন্য।
মনে রাখবেন-
"বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে যত দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জিতে যারা বলে জিতবই আমি।"
"আমি পারবো না' এটা একটা ড্রিম কিলার সেন্টেন্স। অর্থাৎ স্বপ্ন হত্যাকারী বাক্য। আপনি যদি এই বাক্যটিকে আপনার জীবন থেকে হত্যা করতে না পারেন, তবে এই বাক্যটি আপনার স্বপ্নকে হত্যা করবে।
___ ডিজিটাল মার্কেটিং ট্রেইনার এন্ড ইন্সট্রাক্টর, গ্রাফিক্স ডিজাইনার।
মারজান রিমি।