Shahanaj Sultana Shanjida

Shahanaj Sultana Shanjida Assalamualaikum, I am Shahanaj Sultana Shanjida. I am a Digital marketer.

11/12/2023

"আমি পারবোনা, আমাকে দিয়ে হবেনা"

অনেকেই বলে 'আমি পারবো না। আমাকে দিয়ে হবে না। আচ্ছা, আপনি কতবার চেষ্টা করে এটা নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না? কোন জ্যোতিষী আপনাকে এই ভবিষ্যদ্বাণী করে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন যে আপনি পারবেন না, আপনাকে দিয়ে হবে না? নাকি কাজ শুরু করার আগেই ধরে নিয়েছেন আপনি পারবেন না? পৃথিবীতে এমন কয়টা কাজ আছে যা কেউ পারেনি? যে কাজটা আপনি পারবেন না বলে সিদ্ধান্ত নিয়ে চুপ করে ঘরে বসে আছেন, ঠিক একই কাজে কেউ একজন বারবার চেষ্টা করে যাচ্ছে। নতুন নতুন প্ল্যান করছে। একের পর এক হেরে গিয়ে, ব্যর্থ হয়ে আবার উঠে দাঁড়াচ্ছে। আমি পারবো না' এটা এতটাই শক্তিশালী শত্রু যাকে আপনি নিজে জন্ম দিচ্ছেন। বিশ্বাস করেন একজন মানবশত্রুরও এত ক্ষমতা নেই আপনাকে থামিয়ে দেয়ার, যতটা শক্তি আছে আপনার ভেতর থেকে বলা কথা' আমি পারবো না' এর।

একটু অপেক্ষা করুন। দেখবেন দু'দিন, দু'মাস কিংবা দু'বছর পর যে কাজটা আপনি পারবেন না বলে সিদ্ধান্ত নিয়ে কাজটা না করে ঘরে বসেছিলেন, ঠিক একই কাজে কেউ একজন বারবার চেষ্টা করে দেখিয়ে দিয়েছে পৃথিবীতে অসাধ্য বলতে কিছু নেই। ফাইনালি কেউ একজন আপনার না পারা কাজটা সে নিজে করে তার পুরো জীবনটাকেই বদলে দিয়েছে।

জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো সেখানেই, যেখানে কোনো একটা কাজ পারা যাবে না বলে মনে হবে, কিন্তু সেই কাজটার পেছনে হার না মানা মনোভাব নিয়ে লেগে থেকে ফাইনালি কাজটা করে ফেলা।

কে আপনাকে সফল করে দিবে? কার এত ঠেকা পড়েছে আপনি পারবেন না বলার পরও আপনাকে সফল করতে আপ্রাণ চেষ্টা করবে? কেউ করবে না। কারণ আপনাকে সফল করা কারো জীবনের টার্গেট না। আপনাকে সফল করার স্বপ্ন নিয়ে কেউ ঘুরে বেড়াচ্ছে না। আপনাকে আপনার কাজ দিয়েই সফল হতে হবে।

জ্বি!!! আপনি সফল হবেন শুধু আপনি সফল হতে চান এই কারণে। সফলতার কোনো গোপন রহস্য নেই। সফলতার বিশেষ কোনো স্ট্র্যাটেজি নেই। আবার বলছি, আপনি সফল হবেন শুধু আপনি সফল হতে চান এই কারণে। কথাটা মনের ভেতরে গেঁথে রাখুন। এটাই শেষ কথা সফল হওয়ার জন্য।

মনে রাখবেন-

"বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে যত দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জিতে যারা বলে জিতবই আমি।"

"আমি পারবো না' এটা একটা ড্রিম কিলার সেন্টেন্স। অর্থাৎ স্বপ্ন হত্যাকারী বাক্য। আপনি যদি এই বাক্যটিকে আপনার জীবন থেকে হত্যা করতে না পারেন, তবে এই বাক্যটি আপনার স্বপ্নকে হত্যা করবে।

___ ডিজিটাল মার্কেটিং ট্রেইনার এন্ড ইন্সট্রাক্টর, গ্রাফিক্স ডিজাইনার।
মারজান রিমি।

11/12/2023
Reminder ♥️
31/10/2022

Reminder ♥️

ইস্তেগফার অর্থ হলো আল্লহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা হলো আল্লহর পথে ফিরে আসা। ২ টি শব্দের অর্থ প্রায় কাছাকাছি। প্রত্যেক...
09/10/2022

ইস্তেগফার অর্থ হলো আল্লহর কাছে ক্ষমা চাওয়া, আর তওবা হলো আল্লহর পথে ফিরে আসা। ২ টি শব্দের অর্থ প্রায় কাছাকাছি। প্রত্যেক আদম সন্তানই গুনাহগার এর মধ্যে শ্রেষ্ঠ যারা বেশি বেশি ইস্তেগফার করে।

তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। (সূরা নূহ, ১০)

আর আল্লাহ এমন নন যে, তাদেরকে আযাব দেবেন এ অবস্থায় যে, তুমি তাদের মাঝে বিদ্যমান এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন এমতাবস্থায় যে, তারা ক্ষমা প্রার্থনা করছে। (সূরা আনফাল, ৩৩)

হে ইমানদারেরা, তোমরা আল্লহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার তলদেশে ঝরনাসমূহ প্রবহমান। (সূরা তাহরিম, ৮)

নিশ্চয়ই আল্লহ তাআলা তওবাকারীদের ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। (সূরা বাকারা, ২২২)

নবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যহ ১০০ বার আল্লহর নিকট তওবা করতেন, অথচ আমরা এতো গুনাহ করি তারপরও প্রত্যহ ১০০ বার ইস্তেগফার করার সময় আমাদের হয়না!

আল্লহর রাসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল! তোমরা আল্লহর সমীপে তওবা কর ও তাঁর নিকট ক্ষমা চাও! কেননা, আমি প্রতিদিন ১০০ বার করে তওবাহ করে থাকি। (রিয়াদুস সলেহিন, ১৫)

সব চেয়ে ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লহ। অর্থ: আমি আল্লহর ক্ষমা প্রার্থনা করছি।

ইবলিস তার রবকে বলেছেঃ আপনার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি বনি আদমকে ভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকে। আল্লহ বলেনঃ আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি তাদের ক্ষমা করতে থাকব যতক্ষণ তারা আমার নিকট ইস্তেগফার করে। (সহিহ হাদিসে কুদসি, ৩২)

রসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লহ তা‘আলা নেক বান্দার মর্তবা জান্নাতে বুলন্দ করবেন, সে বলবেঃ হে আমার রব এটা আমার জন্য কিভাবে হল? তিনি বলবেনঃ তোমার জন্য তোমার সন্তানের ইস্তেগফারের কারণে। (সহিহ হাদিসে কুদসি, ১২১)

তারপরও কি ইস্তেগফার করবেন না?
©

29/09/2022

আল্লাহকে ডাকার জন্য তিনি কোনো শর্ত দেন নি! যখনই কোন সমস্যায় পড়বেন, অসহায় হয়ে যাবেন, আশেপাশে কষ্টের কথাগুলো বলার মতো কাউকে পাবেননা -

আমার রব্বে কারীমের কাছে চাইতে থাকবেন,
নিশ্চয়ই তিনি আপনাকে নিরাশ করবেন না !

আল্লাহ বলেছেন,
"তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব"
এখানে আল্লাহ নির্দিষ্ট কোন শর্ত দেন নি।

আল্লাহ বলেন নি যে নামাযী ব্যক্তি পবিত্র অবস্থায় আমাকে ডাকো, ঈমানদার ব্যক্তি রোজা রেখে আমাকে ডাকো, তিনি সবার ডাকেই সাড়া দিবেন বলেছেন!

তবে আমাদের মুসলমান হিসেবে, তার বান্দা হিসেবে অবশ্যই তার ইবাদত করতে হবে, আল্লাহর আদেশ পালন করতে হবে ইন শা আল্লাহ! 🍁

Address

Chandpur
3632

Telephone

+8801613106391

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahanaj Sultana Shanjida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahanaj Sultana Shanjida:

Videos

Share