মানবাধিকার ও পরিবেশ সংবাদ

মানবাধিকার ও পরিবেশ সংবাদ Human rights & environment news
(6)

22/06/2022
22/06/2022
চট্টগ্রামে করোনা আপডেটআক্রান্ত আর মৃত্যুর হার বেড়েছে।সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধে রইলো।সচেতন হউন , করোনা সংক্রম থেক...
13/07/2021

চট্টগ্রামে করোনা আপডেট
আক্রান্ত আর মৃত্যুর হার বেড়েছে।

সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধে রইলো।

সচেতন হউন , করোনা সংক্রম থেকে নিজে সুরক্ষিত থাকুন পরিবার ও সমাজ সুরক্ষিত রাখুন।

ডি মারিয়ার গোলে কোপা আমেরিকা ২০২১ শিরোপা জয়ী হলেন আর্জেন্টিনা।     #2021
11/07/2021

ডি মারিয়ার গোলে কোপা আমেরিকা ২০২১ শিরোপা জয়ী হলেন আর্জেন্টিনা।



#2021

দোয়া কবুল হওয়ার সময় এটাই। প্রথম ১০ দিন।যারা  মনে করেন দোয়া কবুল হচ্ছেনা তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নাম...
10/07/2021

দোয়া কবুল হওয়ার সময় এটাই। প্রথম ১০ দিন।

যারা মনে করেন দোয়া কবুল হচ্ছেনা তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন....

প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম...

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো’ (তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)।

বিঃদ্রঃ ১৩ই ২০২১ জুলাই সূর্যাস্তের পর ১লা জিলহজ্জ...
(পরিমার্জিত)

09/07/2021

নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ডে মর্মান্তিক ভাবে লাফিয়ে পড়ছে মানুষ। নিহতদের আল্লাহ্ ক্ষমা করুক এবং আল্লাহ্ আমাদের এমন দুর্ঘটনা থেকে হেফাজত করুক। আমিন।

#নারায়ণগঞ্জ


#আগুন

05/07/2021

ইতিহাসে ৪০ বার হজ্ব বাতিল ‌হ‌ওয়ার ইতিহাস😢😢
প্লিজ শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
ধন্যবাদ।

26/06/2021

সোমবার নয়, বৃহস্পতিবার থেকে কটোর লগডাউন কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালীর দেনার পরিমাণ ৪০৩.৮০ কোটি টাকা যেখানে কোম্...
23/06/2021

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালীর দেনার পরিমাণ ৪০৩.৮০ কোটি টাকা যেখানে কোম্পানিটির চলতি সম্পদ মাত্র ৬৫.১৭ কোটি টাকা।

১ টাকা আয় করতে ইভ্যালির ব্যয় ৩.৫৭ টাকা।

সূত্রঃ The Business Standard
Collected: Cyber 71
সবাই দয়া করে সতর্কতার সাথে অনলাইন শপিং করবেন🙏🙏শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

সরকার যখন জেনে গেছে তাহলে ই ভেলীর কর্তৃপক্ষ যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যাবস্থা না করে পালানো পর্যন্ত ওয়েট করবে কি না তা দেখার বিষয়।এখন কি করতে হবে সেটা কি প্রশাসন বুঝে নাহ...? মেটার ওফ কমনসেন্স

23/08/2020
বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

Total Video Converter

25/07/2020

#জার্মান সেনাবাহিনী COVID-19 সংক্রমণ সনাক্ত করতে কুকুর প্রশিক্ষণ #

জার্মান ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে কুকুর করোনাভাইরাস সংক্রমণ শুঁকতে পারে

জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার দেখছেন যখন ল্যাব্রাডর শোঁকাকুকুর 'লোটা' প্রশিক্ষক সিনা নিসেল কে দাউনে জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে একটি নমুনা খোঁজার আদেশ দিয়েছেন। জার্মান ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে, কয়েকদিনের প্রশিক্ষণ সম্পন্ন কুকুররা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সনাক্ত করতে সক্ষম।

এরেক জুনিয়র (ডানে), তিন বছরবয়সী শোঁকা কুকুর প্রশিক্ষক রবার্ট জাচারজের সাথে দাউনের জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) শোঁকার কুকুর স্কুলে একসাথে পোজ দিয়েছে। ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি মেডিসিন হ্যানোভারের নেতৃত্বে একটি পাইলট প্রকল্প অনুসারে জার্মানির সামরিক বাহিনীর আটটি কুকুরকে মাত্র এক সপ্তাহের জন্য প্রশিক্ষণ দেয়া হয় এবং ৯৪% সাফল্যের হার দিয়ে ভাইরাসটিকে সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম হয়।

গবেষকরা ১০০০ এর ও বেশী সুস্থ এবং আক্রান্ত মানুষের লালায় সিওভিড-১৯ শোঁকার জন্য কুকুরগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মারেন ফন কোয়েকিৎজ-ব্লিকউইড এই প্রকল্প সম্পর্কে একটি ইউটিউব ভিডিওতে বলেন, "আমরা মনে করি যে এটি কাজ করে কারণ একজন অসুস্থ রোগীর শরীরের বিপাকপ্রক্রিয়া পুরোপুরি পরিবর্তিত হয়।" "আমরা মনে করি যে কুকুরগুলো একটি নির্দিষ্ট গন্ধ সনাক্ত করতে সক্ষম।

গবেষকদের মতে, যে সব কুকুরের গন্ধ মানুষের চেয়ে প্রায় ১০০০ গুণ বেশি সংবেদনশীল, তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিমানবন্দর, সীমান্ত পারাপার এবং ক্রীড়া অনুষ্ঠানের মতো জায়গায় সংক্রমণ সনাক্ত করার জন্য মোতায়েন করা হতে পারে।

গবেষণাটি জার্মান সামরিক বাহিনী, হ্যানোভার মেডিকেল স্কুল এবং ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার হামবুর্গ-এপেনডর্ফের সাথে যৌথভাবে পরিচালিত হয়।

ভন কোয়েকিৎজ-ব্লিকউইড বলেছেন যে পরবর্তী পদক্ষেপ হবে কুকুরদের প্রশিক্ষণ দেয়া যাতে ইনফ্লুয়েঞ্জার মত অন্যান্য রোগ থেকে কোভিডের নমুনা পার্থক্য করা যায়।

রবার্ট জাচারজ এবং তার তিন বছরবয়সী 'এরেক জুনিয়র' জিউলিয়া গাউসেমান এবং পাঁচ বছরবয়সী 'ভিন' এর সাথে ঘাসে বিশ্রাম করছেন।

ক্লোজ-আপ ের মাধ্যমে দেখা যাচ্ছে ছয় মাস বয়সী ককার স্প্যানিয়েল 'জো' এবং তার শিক্ষক হ্যান্স এবার্সের নাক ডাউনে জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে।

জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ সাইটের পশু চিকিৎসক এসথার শালকে দাউনে অঙ্গভঙ্গি করছেন।

পাঁচ বছরবয়সী শোঁকা কুকুর 'ভিন' সূর্য এবং ধুলোর বিরুদ্ধে সুরক্ষা চশমা পরে যখন সে গিউলিয়া গাউসমানের সাথে ফটোগ্রাফারদের জন্য পোজ দেয়, দাউনের জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) শোঁকা কুকুর স্কুলে।

ল্যাব্রাডর শোঁকা কুকুর "লোটা" দাউন-এ জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে একটি নমুনা অনুসন্ধান করে।

24/07/2020


হত্যা করে গরু কুরবানী করছেন না তো?

""একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""
♦সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।

১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।

★পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।

★পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-
পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।

★আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।

★চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।

এতএব,
কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।

সংগৃহীত

21/07/2020

যারা মনে করেন দোয়া কবুল হচ্ছেনা তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন....

প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম...

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো’ (তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)।

বিঃদ্রঃ ২১শে জুলাই সূর্যাস্তের পর ১লা জিলহজ্জ...
(পরিমার্জিত)

30/06/2020

করোনা ক্রান্তিলগ্নে লুটপাটে ভরপুর।

ঢাকা মেডিকেল কলেজে Covid 19(করোনা) ইউনিটে দায়িত্ব পালনকারী ২০০ জন ডাক্তারের ১ মাসের খাবারের বিল ২০ কোটি টাকা দেখিয়েছে ঠিকাধার। সে হিসেবে প্রতি মাসে ১জন ডাক্তারের জন্য বরাদ্ধ ১০ লক্ষ টাকা। ১দিনের জন্য বরাদ্ধ ৩৩,৩৩৩ টাকা।দৈনিক ৩বেলা হিসেবে ১বেলায় ১১,১১১ টাকা।সে হিসেবে ৩ বেলার ১বেলা সকাল বেলার নাস্তার হিসেব।১/ ১টি ডিমের মূল্য=১০০০ টাকা,২/ ১পিস কলার মূল্য =২০০০টাকা,৩/ ২পিস পাউরুটির মূল্য=৭০০০ টাকা,৪/ ১টি ওয়ান টাইম প্লেটের মূল্য=১০০০ টাকা,৫/ ১টি টিস্যুর মূল্য=১১১ টাকা। অনিয়মের এই চিত্রটি দেখার পর বাংলাদেশের ডাক্তারদের মনের অবস্থা কেমন হতে পারে সেটাই ভাবছি।দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।

সুত্রঃ টেলিভিশন

11/06/2020
Channel i

নতুন বাজেট

চ্যানেল আই রাত ২:৩০ মিনিটের সংবাদ সরাসরি
প্রতি মুহূর্তের খবর জানতে ভিজিট করুন: www.channelionline.com
সর্বশেষ সংবাদ ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন http://bit.do/eeZSK

09/06/2020

মানবাধিকার ও পরিবেশ সংবাদ's cover photo

09/06/2020

করোনায় আক্রান্ত চট্টগ্রাম পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

সোমবার (৮ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।

তিনি বলেন, আমরা মৌখিকভাবে জেনেছি কমিশনার স্যার করোনা পজিটিভ। তবে এখনো ডকুমেন্ট পাইনি।

প্রসঙ্গত, চট্টগ্রামে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যাপক ভূমিকা রেখে আসছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। তাঁর নির্দেশনায় সামাজিক দূরত্ব নিশ্চিত করা, শ্রমজীবী মানুষকে সহায়তা করা, সুরক্ষাসামগ্রী বিতরণ করা, চিকিৎসা না পেয়ে থানায় হাজির হওয়া মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, ঘরে থাকা মানুষের কাছে চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া, কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে বের করা, লকডাউন এলাকায় মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা— সব কাজেই তৎপরতা বজায় রেখেছে সিএমপির ৭ হাজার পুলিশ সদস্য।

এছাড়া করোনা রোগীদের চিকিৎসায় প্লাজমা ব্যাংক চালুর উদ্যোগও নিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

03/06/2020

বিশ্ব বিমানবন্দর খোলার তারিখ 🛩🛬🛫✈️
1. লেবানন 15 জুলাই, 2020
2. বাহরাইন 🇧🇭 10 জুন, 2020
3. কাতার 🇶🇦 10 জুন, 2020
4. জর্দান 🇯🇴 15 জুলাই, 2020
5. ইরাক 🇮🇶 (এয়ার করিডোর) আগস্ট 1, 2020
6. ইরান 1 আগস্ট 1
7. মিশর 1 আগস্ট 1
8. সৌদি আরব 🇸🇦 1 আগস্ট, 2020
9. তিউনিসিয়া 🇹🇳 আগস্ট 1
10. ঘাম বাগদাদ - আগস্ট মাসের প্রথম
11. জাপান 15 15 জুন, 2020
12. উত্তর ম্যাসেডোনিয়া 15 15 ই জুন, 2020
13. লিথুয়ানিয়া 🇱🇹 15 ই জুন, 2020
14. হাঙ্গেরি 🇭🇺 15 ই জুন, 2020
15. পোল্যান্ড 15 15 জুন, 2020
16. রোমানিয়া 🇷🇴 15 ই জুন, 2020
17. সার্বিয়া 15 15 জুন, 2020
18. নেদারল্যান্ডস 20 জুন, 2020 20
19. কাজাখস্তান 🇰🇿 20 জুন, 2020
20. আলবেনিয়া 🇦🇱 22 জুন, 2020
21. বসনিয়া ও হার্জেগোভিনা 🇧🇦 জুন 22, 2020
22. ডেনমার্ক 🇩🇰 22 জুন, 2020
23. এস্তোনিয়া 22 22 জুন, 2020
24. ফিনল্যান্ড 🇫🇮 22 জুন, 2020
25. দক্ষিণ কোরিয়া 22 22 জুন, 2020
26. আয়ারল্যান্ড 🇮🇪 জুন 22, 2020
27. কিরগিজস্তান - জুন 22, 2020
28. লাতভিয়া 🇱🇻 22 জুন, 2020
29. নরওয়ে 🇳🇴 22 জুন, 2020
30. স্লোভাকিয়া 🇸🇰 22 জুন, 2020
31. অস্ট্রেলিয়া 🇦🇺 1 জুলাই, 2020
32. বেলজিয়াম 🇧🇪 জুলাই 1, 2020
33. বেলারুশ 🇧🇾 জুলাই 1, 2020
34. চীন 🇨🇳 (কেবল বেইজিং) জুলাই 1, 2020
35. সুইডেন 🇸🇪 জুলাই 1, 2020
36. কানাডা 1 জুলাই, 2020
37. কলম্বিয়া 🇨🇴 জুলাই 1, 2020
38. কসোভো 🇽🇰 জুলাই 1, 2020
39. মালয়েশিয়া 🇲🇾 1 জুলাই, 2020
40. মোল্দোভা 🇲🇩 জুলাই 1, 2020
41. উজবেকিস্তান 🇺🇿 জুলাই 1, 2020
42. তাইওয়ান প্রজাতন্ত্র 🇹🇼 1 জুলাই, 2020
43. তুর্কমেনিস্তান 🇹🇲 1 জুলাই, 2020
44. ইউক্রেন 🇺🇦 জুলাই 1, 2020
45. ইন্দোনেশিয়া 🇮🇩 10 জুলাই, 2020
46. ​​ভারত 🇮🇳 10 জুলাই, 2020
47. পাকিস্তান 🇵🇰 10 জুলাই, 2020
48. আলজেরিয়া 🇩🇿 15 জুলাই, 2020
49. মরক্কো 🇲🇦 15 জুলাই, 2020
50. ফিলিপাইন 🇵🇭 15 জুলাই, 2020
51. দক্ষিণ আফ্রিকা 🇿🇦 15 জুলাই, 2020
52. জর্জিয়া 🇬🇪 (শুধুমাত্র জর্জিয়া সিটির জন্য) 15 জুলাই, 2020
53. ইউকে 🇬🇧 15 জুলাই, 2020
55. কুয়েত 🇰🇼 15 জুলাই, 2020
56. লিবিয়া 🇱🇾 15 জুলাই, 2020
57. সাইপ্রাস (তুর্কি পক্ষ) 1 জুন, 2020
58. রাশিয়া 🇷🇺 15 জুলাই, 2020
59. বুলগেরিয়া 🇧🇬 10 জুন, 2020
60. ব্রাজিল 🇧🇷 আগস্ট 1
61. আর্মেনিয়া 🇦🇲 1 আগস্ট, 2020
62. ফ্রান্স 1 আগস্ট 1
63. গ্রীস 10 10 জুন, 2020
64. জার্মানি 15 15 জুন, 2020
65. স্পেন 1 আগস্ট 1
66. ইতালি 1 আগস্ট 1
67. অস্ট্রিয়া 🇦🇹 15 জুন, 2020
68. আজারবাইজান 15 15 জুন, 2020
69. চেক প্রজাতন্ত্র 15 15 ই জুন, 2020
70. মার্কিন যুক্তরাষ্ট্র 🇺🇸 সেপ্টেম্বর, 20
71. সুইজারল্যান্ড 🇨🇭 15 ই জুন, 2020
72 / সংযুক্ত আরব আমিরাত বৈরুত বিমানবন্দরে 1/7

03/06/2020

লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি হত্যার পেছনে থাকা খালেদ আল-মিশাই মঙ্গলবার এক ড্রোন হামলায় মারা গেছে বলে নিজেদের আনুষ্ঠানিক টুইটার পেইজ থেকে পোস্ট করে জানিয়েছে দ্য লিবিয়া অবজার্ভার- সূত্র-বিবিসি

31/05/2020

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
সময় থাকতে সতর্ক হউন।
সাবধানতা অবলম্বন করুন।

30/05/2020

আপনি কি করোনায় পজিটিভ ???
বাসায় চলুক চিকিৎসাঃ

====================

সুস্থ হবেন ২-৫ দিনেই ইনশাআল্লাহ।
গলা ব্যথা-ই হউক বা কাশি হউক বা সর্দি জ্বর হউক নিয়ে নিন এ পদ্ধতিতে চিকিৎসাঃ---

১) লেবু, আদা, তেজপাতা, লং, এলাচি, দাড়চিনি, একটি পরিস্কার ডেকচিতে পানিতে ফুটাতে থাকুন ১৫ মিনিট। সাথে আস্তা লেবু ২টা।

২) ফুটানো চলাকালে নিরাপদ দূরত্বে থেকে গরম বাষ্প নাক দিয়ে লম্বা টেনে মুখ দিয়ে বের করতে হবে কমপক্ষে ৫ মিনিট। এভাবে দৈনিক ৪ থেকে ৫ বার গ্রহন করুন।

৩) তারপর এই ফুটন্ত লেবু, আদা, তেজপাতা ইত্যাদির মিক্স গরম পানি চা'য়ের মতো করে ১ ঘন্টা পরপর পান করতে থাকুন।

৪) নাপা এক্সটেন্ড জাতীয় ঔষধ খেতে পারেন।

৫) ফুসফুসকে ভাল রাখার জন্য বাসায় বা বাসার বারান্দায় বসে মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাসের ব্যয়াম করুন কমপক্ষে দৈনিক দু'বার। নাক দিয়ে লম্বা নিশ্বাস গ্রহন করুন যতোবেশী নিতে পারেন নিন তারপর যতোক্ষণ আটকিয়ে রাখতে পারেন রাখুন। তারপর মুখ দিয়ে আস্তে আস্তে দম ছাড়ুন। এভাবে ১০ বার করুন।

৬) আদা কেটে সামান্য লবন দিয়ে প্লেটে রাখুন। একটু পরপর মুখে দিন।

৭) গরম দুধ, গরম চা, কফি গ্রিন টি আধা ঘন্টা পর পর পান করুন। কোনভাবেই গলা শুষ্ক রাখা যাবেনা। আপনার 'কী রোগ হলো' আপনি বাঁচবেন কি বাঁচবেননা ভুলেও এসব ভাবনা মাথায় প্রশ্রয় দিবেন না। মনে রাখবেন মনোবলই হচ্ছে আসল কথা। বনের বাঘে খায়না মনের বাঘে খায়। মনোবল হারালে রোগ প্রতিরোধ ক্ষমার কমে যায়, তাই মনোবল চাংগা রাখার জন্যে আপনার
যা ভালো লাগে তাই করবেন।

উপরোক্ত পদ্ধতিতে আপনি ২ দিন চিকিৎসা নিলে এটা পরীক্ষিত সত্য যে তৃতীয় দিনের দিন আপনার করোনা ভাইরাস কোভিড-১৯ পজিটিভ নেগেটিভ হতে বাধ্য। ইনশাআল্লাহ।

আপনি সুস্থ হউন
অবশ্যই এটি শেয়ার করে
অন্যকে সুস্থ হতে সহযোগিতা করুন।

28/05/2020

***রোববার থেকে চালু হচ্ছে বাস, ট্রেন ও লঞ্চ, খুলছে দোকানপাট ***

হাটবাজার, দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা খোলা রাখা যাবে। এছাড়া নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করবে বিমান কর্তৃপক্ষ।

দীর্ঘ দুই মাস পর রোববার থেকে চালু হচ্ছে বাস, ট্রেন ও লঞ্চ সার্ভিস। করোনাভাইরাসের কারণে চলমান লকডাউন আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সীমিতভাবে অফিস চালুর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে চলবে বাস, ট্রেন ও লঞ্চ।

পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে হাটবাজার, দোকানপাট ও শপিংমল। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তা খোলা রাখা যাবে।

৩১ মে থেকে আগামী ১৫ জুন পর্যন্ত চলাচল সীমিত করে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে এ তথ্য জানানো হয়েছে। তবে এসময়ে গণপরিবহণগুলো কীভাবে চলবে সে বিষয়ে নির্দেশনা জারি করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ। এতে ১৫ দফা নির্দেশনা জারি করা হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে দেশের অফিস-আদালত বন্ধ করা হয। আর তখন থেকেই গণপরিবহণও বন্ধ রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, উক্ত সময়ে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারে। তবে সব অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।

এছাড়া বিমান কর্তৃপক্ষ ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করবে।

নিষেধাজ্ঞাকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। তবে অনলাইন পাঠদান অব্যাহত থাকবে।

28/05/2020

একদিনে রেকর্ড আক্রান্ত ২০২৯, মৃত্যু আরও ১৫ জনের
এনিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৪০ হাজার ছাড়াল। মোট মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ২৯ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৩২১ জনে।

এছাড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫৫৯ জনে দাঁড়াল।

মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। ৭ জন ঢাকা ও ১০ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ৪৯টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

মৃত ১৫ জনের বয়স

৪১ থেকে ৫০ বছর বয়সী: ২ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ৫ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৫ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ১ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন।
৯১ থেকে ১০০ বছর বয়সী: ১ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৫০০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৮ হাজার ৪২৪ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র

মোট আক্রান্ত: ৪০ হাজার ৩২১ জন।
মারা গেছেন: ৫৫৯ জন।
মোট সুস্থ: ৮ হাজার ৪২৪ জন।
মোট নমুনা পরীক্ষা: ২ লক্ষ ৭৫ হাজার ৭৬৬টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫৭ লাখ ৯২ হাজার ৯৯২ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৪ লাখ ৯৯ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৫৭ হাজার ৪৮০ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ২ হাজার ১০৭ জন।
যুক্তরাজ্য: ৩৭ হাজার ৪৬০ জন।
ইতালি: ৩৩ হাজার ৭২ জন।
ফ্রান্স: ২৮ হাজার ৫৯৬ জন।
স্পেন: ২৭ হাজার ১১৮ জন।
ব্রাজিল: ২৫ হাজার ৬৯৭ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৩৬৪ জন।
মেক্সিকো: ৮ হাজার ৫৯৭ জন।
জার্মানি: ৮ হাজার ৫৩৩ জন।
ইরান: ৭ হাজার ৫৬৪ জন।

28/05/2020

*** বরিশালে করোনা ইউনিটে পুলিশ সদস্যের মৃত্যু ***

সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং এন্ড ওয়েলফেয়ার শাখায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে।
রিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সোহেল মাহমুদ (৩৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

সোহেল মাহমুদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং এন্ড ওয়েলফেয়ার শাখায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের আব্দুল মালেক মুন্সির ছেলে। সোহেল মাহমুদ এক সন্তানের জনক ছিলেন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, জ্বর, সর্দি-কাশি ও শ্বাষকষ্টে আক্রান্ত ছিলেন সোহেল মাহমুদ। রাত ৯ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাকে ভর্তি করা হয়। রাত ১১ টার পর থেকে আকস্মিকভাবে তার স্বাস্থ্যেরও অবনতি ঘটতে থাকে। চিকিৎসকদের সব চেষ্টা বৃথা করে রাত সাড়ে ১২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

ডা. বাকির হোসেন বলেন, সোহেল মাহমুদ করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে নমুনা সংগ্রহ কওে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. ইুরুল ইসলাম বলেন, তার সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে করোনা পরিস্থিতির মধ্যেও সোহেল মাহমুদ নিয়মিত দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ করেই তিনি জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত হন। তার অকাল মৃত্যুতে বামাপ সংবাদ পরিবার শোকহত।

28/05/2020

*** চট্টগ্রামে আইসিইউ ছাড়াই হবে করোনা রোগীর চিকিৎসা ***

করোনা আক্রান্ত হলে চিকিৎসার জন্য চট্টগ্রামে দু’টি হাসপাতালের ১৫০টি বেড প্রস্তুত করা হয়েছে। কিন্তু হাসপাতাল দু’টিতে নেই ইনটেনসিভ কেয়ার ইউনিট। ফলে করোনা আক্রান্ত কোনো মুমূর্ষু রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলে সেটি দেওয়া সম্ভব হবে না।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে রোগীর চিকিৎসার জন্য চট্টগ্রামে দু'টি হাসপাতালের ১৫০টি বেড প্রস্তুত করা হয়েছে। কিন্তু হাসপাতাল দু'টিতে নেই ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ফলে করোনা আক্রান্ত কোনো মুমূর্ষু রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও সেটি দেওয়া সম্ভব হবে না।

হাসপাতাল দু'টি হলো- আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)।

এদিকে করোনায় আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য রাজধানীতে ১৫০টি আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

অথচ চট্টগ্রামের ৬০ লাখ বাসিন্দার জন্য এ ধরনের চিকিৎসার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। খোদ চিকিৎসকরা এটাকে ঢিলে-ঢালা প্রস্তুতি বলে অভিহীত করেছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মেডিসিন বিভাগের একজন অধ্যাপক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, করোনা রোগীর অবস্থা যেকোনো সময় মুমূর্ষু হতে পারে। তখন তার আইসিইউ প্রয়োজন হবে। অথচ চিকিৎসার জন্য আইসিইউ ছাড়া হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। এটি পর্যাপ্ত প্রস্তুতি নয়।

মানবাধিকারকর্মী ও বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশনের ডেপুটি গভর্নর আমিনুল হক বলেন, চিকিৎসা প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। একজন রোগীকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা রাষ্ট্রকে করতেহবে। যেখানে নেপালসহ অনেক দেশ আমাদের থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও অত্যাধুনিক করোনা সেবাকেন্দ্র চালু করেছে, সেখানে আমরা আইসিইউ ছাড়া সেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা পুরোপুরি অবহেলা করা হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে শুধু চমেক হাসপাতালে আইসিইউ রয়েছে। কিন্তু সেখানে নিয়মিত আড়াই থেকে তিন হাজার রোগী ভর্তি থাকেন। করোনার রোগীর চিকিৎসা সেখানে হলে সংক্রমণের শঙ্কা রয়েছে। তাই বিকল্প দু'টি হাসপাতালকে করোনা রোগীর চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। তবে হাসপাতাল দুইটিতে আইসিইউ ইউনিট নেই।

রোগীর আইসিইউ প্রয়োজন হলে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে সিভিল সার্জন বলেন, জরুরি প্রয়োজনে রোগীকে চমেক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত আছে। তবে এখনো সেটি চূড়ান্ত হয়নি।

তবে চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তারা করোনা রোগী ভর্তি করাবে না। অন্য রোগীদের মধ্যে ভাইরাসটি ছড়ানোর আশঙ্কায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

চমেক হাসপাতালে সচল আইসিইউ বেড রয়েছে মাত্র ১০টি। আড়াই থেকে তিন হাজার রোগীর চাহিদার তুলনায় সেটি খুবই কম। এসব বেডে সবসময় রোগী থাকে। এ ছাড়া আইসিইউ বেড না পেয়ে অনেক রোগীকে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়। এরমধ্যে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া সম্ভব নয় মনে করছে কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবীর বলেন, জরুরি প্রয়োজনে চমেকের আইসিইউ ব্যবহার করার প্রস্তাব পেয়েছি। কিন্তু এতে অন্য রোগীরা সংক্রমিত হতে পারেন। উল্টো শত শত রোগী আক্রান্ত হতে পারেন। তাই আমরা বিকল্প চিন্তা করতে বলেছি।

চট্টগ্রামে ইতোমধ্যে বিদেশ ফেরত ১০২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। পাশাপাশি তিনজনের পরীক্ষা করা হলেও তাদের শরীরে করোনার নমুনা মেলেনি।

করোনার প্রকোপ শুরুর পর প্রায় দুই হাজার লোক বিদেশ থেকে চট্টগ্রামে এসেছেন। এ ছাড়া দেশের প্রধান সামুদ্রিক বন্দর ও একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে চট্টগ্রামে। তাই সিভিল সার্জন কার্যালয় ভৌগলিকভাবে চট্টগ্রামকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।

23/05/2020
বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন

বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের অফিসিয়াল পেইজ এটি।
শুধুমাত্র সাংগঠনিক কার্যকলাপের জন্য।
অনুগ্রহ করে লাইক দিয়ে একটিভ থাকুন।
আমাদের ওয়েবসাইট ডেভেলাপমেন্ট চলছে।
www.bdmpf.org

বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন

20/05/2020

চট্টগ্রামের কেন্দ্রীয় বায়তুশ শরফের সম্মানিত খতিব, সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা নূরুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছেন।
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ [وَعَذَابِ النَّارِ].

“হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করুন, তাকে দয়া করুন, তাকে পূর্ণ নিরাপত্তায় রাখুন, তাকে মাফ করে দিন, তার মেহমানদারীকে মর্যাদাপূর্ণ করুন, তার প্রবেশস্থান কবরকে প্রশস্ত করে দিন। আর আপনি তাকে ধৌত করুন পানি, বরফ ও শিলা দিয়ে, আপনি তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করেছেন। আর তাকে তার ঘরের পরিবর্তে উত্তম ঘর, তার পরিবারের বদলে উত্তম পরিবার ও তার জোড়ের (স্ত্রী/স্বামীর) চেয়ে উত্তম জোড় প্রদান করুন। আর আপনি তাকে জান্নাতে প্রবেশ করান এবং তাকে কবরের আযাব [ও জাহান্নামের আযাব] থেকে রক্ষা করুন”।

20/05/2020

#শিক্ষনীয়_পোস্ট

নিজের ক্ষেতের সবজি নিয়ে এক কৃষক গেলেন বঙ্গবন্ধুর বাসভবনে। বাড়ির দারোয়ান তাকে বসিয়ে সবজি গুলো নিয়ে গেলেন দোতলায়। বঙ্গবন্ধু টেলিফোনে কথা বলছিলেন। কথা বলা অবস্থায় দারোয়ান তাঁকে সবজির কথা বললেন। বঙ্গবন্ধু পাঞ্জাবীর পকেট থেকে ১০০ টাকা বের করে দিলেন।
সিঁড়ি দিয়ে নামার সময় দারোয়ান ভাবলো সামান্য কিছু সবজির জন্য ১০০ টাকা দেয়ার কী দরকার? সে ৫০ টাকা রেখে দিয়ে বাকী ৫০ টাকা দিলো কৃষকের হাতে। টাকা পেয়ে কৃষক অবাক হলো এবং দৌড়ে দোতলায় উঠে গেলো। ততোক্ষণে টেলিফোন রাখলেন বঙ্গবন্ধু।
কৃষক বঙ্গবন্ধুর কাছে ৫০ টাকা ফেরত দিয়ে বললেন, " এগুলো আমার ক্ষেতের সবজি,আমি আপনার জন্য এমনি এনেছি, টাকা লাগবেনা। "জবাবে বঙ্গবন্ধু বললেন," কিন্তু আমিতো ১০০ টাকা দিয়েছিলাম।" কৃষক জবাব দিলো, " উনি তো আমাকে ৫০ টাকা দিলেন।
একথা শুনে বঙ্গবন্ধু বললেন,"যে দেশে দোতলা থেকে নিচতলায় নামতেই ১০০ টাকা ৫০ টাকা হয়ে যায়, সে দেশে কত টাকার বাজেট প্রনয়ণ করলে তা জনগণের নিকট পৌঁছাবে ?.........
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মাননীয় প্রধানমন্ত্রীর যথাযর্থ বাজেট আপনি ঠিকই দিচ্ছেন কিন্তু জনগণ পায় কি?
সিড়ি দিয়ে নামতে নামতে যদি ১০০ টাকা ৫০ টাকা হয়ে যায়। তাহলে ইউনিয়ন চেয়ারম্যান ও ওর্য়াড মেম্বার হয়ে জনগনের কাছে অনেক গুলো সিড়ি পার হয়ে হাতে কি আসে? এখন বলুন দেশের এই অবস্থায় কি হচ্ছে । এইখানে আপনার কোন দোষ নেই কিন্তু দোষ হচ্ছে তাদের যাদের হাত দিয়ে আপনি জনগণের হাতে সাহায্য তুলে দিতে চাইছেন।

20/05/2020

▓░চেয়ারম্যান বাবুল করোনায়, আইসোলেশনে সাংসদ ফজলে করিম░▓

▓░করোনার রাতেই বায়তুশ শরফ পীরের কাছে গিয়েছেন░▓

▓░এক বাবুলেই অনেক লোকের ঝুঁকি তৈরি░▓

করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর থেকে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বিপুলসংখ্যক মানুষের সংস্পর্শে এসেছেন। ফলে একা তার মাধ্যমেই প্রচুর লোকের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিমও। উপসর্গ দেখা দেওয়ার পরও প্রতিদিনই বাবুল সাংসদের সংস্পর্শে এসেছেন। অবস্থা আঁচ করতে পেরে ওই সাংসদ সোমবার (১৮ মে) রাত থেকে স্বেচ্ছা আইসোলেশনে চলে গেছেন।

মঙ্গলবার (১৯ মে) চট্টগ্রামের ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিকাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের নমুনা পরীক্ষায় রাউজান উপজেলা চেয়ারম্যান বাবুলের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়। গত ২৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এর দু সপ্তাহের মাথায় তিনি নিজেই আক্রান্ত হলেন করোনায়।

জানা গেছে, রাউজান উপজেলা চেয়ারম্যান বাবুলের মধ্যে করোনার উপসর্গ দেখা দেয় ১৬ মে। ওইদিনই তিনি একাধিকবার রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিমের সংস্পর্শে এসেছেন ঘনিষ্ঠভাবে। আবার এর পরেও তিনি ফজলে করিমের সাহচর্যে এসেছেন। করোনাভাইরাসের উপসর্গ প্রকট হয়ে দেখা দিলে চেয়ারম্যান বাবুল ১৮ মে তার নমুনা দেন পরীক্ষার জন্য। এর একদিন পরই ফল এলো পজিটিভ।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, শনিবার (১৬ মে) রাউজানে উপজেলা পরিষদ হলরুমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ ফজলে করিম চৌধুরী এবং করোনায় আক্রান্ত উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল পাশাপাশি বসেছিলেন। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, চেয়ারম্যান বাবুল সাংসদ ফজলে করিমের কানের কাছে মুখ নিয়ে একান্তে কথাও বলেছেন।

ওইদিন আবার রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী গিয়েছেন একাধিক জনাকীর্ণ অনুষ্ঠানে। প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে ছিলেন। ১৬ মে রাউজান ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে তিনি স্বহস্তে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পূর্বগুজরা ইউনিয়নে কিছু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া একই দিন উরকিরচর ইউনিয়নেও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর মধ্যেই অবস্থা আঁচ করতে পেরে সোমবার (১৮ মে) রাউজানের সাংসদ চলে যান স্বেচ্ছা আইসোলেশনে। সর্বশেষ মঙ্গলবার (১৯ মে) রাউজান উপজেলা হলরুমে আয়োজিত ত্রাণ উপহার বিতরণের এক অনুষ্ঠানে তিনি সশরীরে উপস্থিত না থেকে বক্তব্য রাখেন মোবাইল ফোনের মাধ্যমে। তবে জনাকীর্ণ ওই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। এদিনই রাতে বাবুলের করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে সাংসদ ফজলে করিমের ছেলে ফারাজ করিম চৌধুরী ফেসবুকে লিখেছেন— ‘আমার বাবা আইসোলেশনে আছেন। আক্রান্ত চেয়ারম্যান আংকেল কেন বাবার সংস্পর্শে আসলো এসব কথা বলে কেউ দোষারোপ করবেন না। তার ঘরে একজন নবজাতক শিশু (তার নাতি) আছে, শিশুটির জন্য দোয়া করবেন। ‘ত্রাণ মনিটরিং না করলে অব্যবস্থাপনা হবে সুতরাং আমার দায়িত্বের জায়গায় আমাকে যেতেই হবে’— বাবার এই কথাগুলো এখন আমার কানে বাজছে। আপসোস নেই। কারণ যদি করোনা পরীক্ষা করে পজিটিভও আসে, সেটা দায়িত্ব পালন করতে গিয়ে হয়েছে।
বাবার মনোবল শক্ত আছে এবং চেয়ারম্যান আংকেলের চিকিৎসা চলছে। আর আমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার প্রশ্ন আসে না।’

সেখানেই এক ব্যক্তি পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন, ‘চেয়ারম্যান সাহেব যাদের সংস্পর্শে ছিল তারা যাতে নিজ দায়িত্বে আইসোলেশনে যায়— সে ধরনের কোনো বিজ্ঞপ্তি দিয়ে দিলে ভালো হয়। তারা যদি এদিক-ওদিক ঘোরাঘুরি করে তাহলে পুরো রাউজানের অবস্থা খুবই ভয়াবহের দিকে যাবে তাতে কোন সন্দেহ নেই।’

করোনা পজিটিভ হওয়ার রাতেই রাউজানের উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বায়তুশ শরফের পীর মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দীনের সংস্পর্শে গিয়েছিলেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন পীরকে তিনি দেখতে যান মাস্ক ও গ্লাভসের মতো সাধারণ সুরক্ষাসামগ্রী ছাড়াই। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, চেয়ারম্যান বাবুল এ সময় পীরকে স্পর্শও করেছেন।

জানা গেছে, মাওলানা কুতুব উদ্দীন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে মঙ্গলবার (১৯ মে) দুপুরের পর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। ওই দিনই সন্ধ্যায় রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল কোন মাস্ক বা গ্লাভস না পরে পীর সাহেবকে স্পর্শ করে দোয়া নিয়েছেন। আবার ওই রাতেই প্রকাশিত রিপোর্টে বাবুলের দেওয়া নমুনায় করোনা পজিটিভ আসে।

এদিকে বুধবার রাতেই আইসিইউযুক্ত অ্যাম্বুলেন্সের মাধ্যমে মাওলানা কুতুব উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি চট্টগ্রামবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন জানিয়ে তার এক ঘনিষ্ঠজন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পীর সাহেব হুজুর দীর্ঘদিন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আমরা তাকে মেট্রোপলিটন হসপিটালের আইসিইউতে ভর্তি করাই। ওই দিন ইফতারের পর রাউজানের উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুল হুজুরের কাছে থেকে দোয়া নিতে আসেন। তিনি হুজুরের ভক্ত। কিন্তু যেহেতু তার করোনাসন্দেহে তিনি নমুনা দিয়েছেন, উনার উচিত ছিল সতর্ক থাকা। দায়িত্বশীল পদের ব্যক্তির এমন অসতর্কতা দুঃখজনক।’

এ বিষয়ে কথা বলতে রাউজানের উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার বাবুলের মুঠোফোনে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

20/05/2020
#সেহেরী_খেয়েই_মার্কেটে_হাজির_বাকি_ইতিহাস_বড়ই_বেরসিক।

ইতালি, ব্রিটেন, আমেরিকা, চাইনা, কোরিয়া ফেইল।
একমাত্র বাংলাদেশেই এমনটা সম্ভব হল।
করোনা ভাইরাস মহামারী ক্রান্তিলগ্নে বাঙ্গালি এগিয়ে।
হাইরে বেকুবের দল বুঝেনা যে, আমরা সরকার বা পুলিশকে নয় নিজেকে ধোঁকা দিচ্ছি।

19/05/2020

★★ ★করোনার কালে চট্টগ্রামেই অপরাধ বেশি, ঢাকা দ্বিতীয় ★ ★ ★
আইএফইএসের জরিপ
করোনাভাইরাসের মহামারী শুরু হওয়ার পর অস্থিরতা-সহিংসতার ঘটনা বেশি ঘটেছে চট্টগ্রামেই। দেশজুড়ে অনিয়ম ও আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এক জরিপে দেখা গেছে, এসব ঘটনার ২০ দশমিক পাঁচ শতাংশই ঘটেছে চট্টগ্রাম বিভাগে।

জরিপে দেখা গেছে, বিভাগীয় পর্যায়ে সহিংতার ঘটনায় শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। সিলেট বিভাগের স্থান সর্বনিম্নে। অন্যদিকে জেলা পর্যায়ে সামাজিক অস্থিরতার দিক থেকেও প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম। এই জেলায় সর্বাধিক ৮৯টি ঘটনা ঘটেছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে বরিশাল (৬১টি), হবিগঞ্জ (৫৮টি), ঝিনাইদহ (৫৫টি)। মাত্র ১১টি ঘটনা নিয়ে তালিকার শেষে রয়েছে মেহেরপুর। করোনাভাইরাস সঙ্কটে সংঘর্ষ ও সহিংসতার দিক থেকে সবচেয়ে আলোচিত জেলা ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে মাত্র ২০টি ঘটনা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। তখন থেকে গত দুই মাসে দেশের ৬৪ জেলার ঘটনার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, ১০ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ৬৪টি জেলায় আর্থ-সামাজিক দ্বন্দ্ব, সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে এক হাজার ৪১৬টি। এর মধ্যে মার্চে ৩৪৭টি এবং এপ্রিলে এক হাজার ৬৯টি ঘটনা ঘটেছে।

ইউকেএআইডির সহায়তায় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্ট্রোরাল সিস্টেম (আইএফইএস) পরিচালিত এই জরিপ থেকে জানা যায়, শহরের চেয়ে গ্রামাঞ্চলেই সামাজিক অস্থিরতার ঘটনা বেশি দেখা গেছে। দেশজুড়ে মহামারী অবরুদ্ধ দশার এই সময়ে সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী ৫৯ দশমিক শূন্য চার শতাংশ ঘটনাই ঘটেছে গ্রামে। শহরাঞ্চলে এমন ঘটনা পাওয়া গেছে তুলনামূলক কম— ৪০ দশমিক নয় ছয় শতাংশ।

আইএফইএস পরিচালিত এই জরিপে কাজ করেছেন দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন তরুণ গবেষক। জরিপ সমন্বয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আইনুল ইসলাম।

জরিপে দেখা গেছে, এসব সংঘর্ষ ও সহিংসতার ২৫ দশমিক পাঁচ নয় শতাংশ ঘটনার সঙ্গে সাধারণ মানুষ জড়িত। অন্যদিকে ১৩ দশমিক পাঁচ দুই শতাংশ ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ১৭ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ঘটনায় প্রশাসন, ৮ দশমিক চার চার শতাংশ ঘটনার সাথে রাজনৈতিক দলের কর্মী-সমর্থক, ৭ দশমিক পাঁচ দুই শতাংশ ঘটনার সাথে গ্রাম্য মাতব্বর এবং ৬ দশমিক দুই শূন্য শতাংশ ঘটনার সাথে ব্যবসায়ীরা জড়িত রয়েছেন।

দুই মাসে সংঘর্ষের বিভিন্ন ঘটনায় নিহত হয়েছেন ৩৯ জন, আহত হয়েছেন ৪৮৬ জন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন ৮০২ জন।

Address

5/a D. T Road Dhanialapara
Chittagong
4100

Telephone

+8801819343536

Alerts

Be the first to know and let us send you an email when মানবাধিকার ও পরিবেশ সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবাধিকার ও পরিবেশ সংবাদ:

Videos

Share

Category

মানবাধিকার ও পরিবেশ সংবাদ


Other Newspapers in Chittagong

Show All

Comments

চট্টগ্রামে করোনা আপডেট
আক্রান্ত আর মৃত্যুর হার বেড়েছে।

সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধে রইলো।

সচেতন হউন , করোনা সংক্রম থেকে নিজে সুরক্ষিত থাকুন পরিবার ও সমাজ সুরক্ষিত রাখুন।
ডি মারিয়ার গোলে কোপা আমেরিকা ২০২১ শিরোপা জয়ী হলেন আর্জেন্টিনা।



#2021
দোয়া কবুল হওয়ার সময় এটাই। প্রথম ১০ দিন।

যারা মনে করেন দোয়া কবুল হচ্ছেনা তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন....

প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম...

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো’ (তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)।

বিঃদ্রঃ ১৩ই ২০২১ জুলাই সূর্যাস্তের পর ১লা জিলহজ্জ...
(পরিমার্জিত)
নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ডে মর্মান্তিক ভাবে লাফিয়ে পড়ছে মানুষ। নিহতদের আল্লাহ্ ক্ষমা করুক এবং আল্লাহ্ আমাদের এমন দুর্ঘটনা থেকে হেফাজত করুক। আমিন।

#নারায়ণগঞ্জ


#আগুন

ইতিহাসে ৪০ বার হজ্ব বাতিল ‌হ‌ওয়ার ইতিহাস😢😢
প্লিজ শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
ধন্যবাদ।
সোমবার নয়, বৃহস্পতিবার থেকে কটোর লগডাউন কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালীর দেনার পরিমাণ ৪০৩.৮০ কোটি টাকা যেখানে কোম্পানিটির চলতি সম্পদ মাত্র ৬৫.১৭ কোটি টাকা।

১ টাকা আয় করতে ইভ্যালির ব্যয় ৩.৫৭ টাকা।

সূত্রঃ The Business Standard
Collected: Cyber 71
সবাই দয়া করে সতর্কতার সাথে অনলাইন শপিং করবেন🙏🙏শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।

সরকার যখন জেনে গেছে তাহলে ই ভেলীর কর্তৃপক্ষ যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যাবস্থা না করে পালানো পর্যন্ত ওয়েট করবে কি না তা দেখার বিষয়।এখন কি করতে হবে সেটা কি প্রশাসন বুঝে নাহ...? মেটার ওফ কমনসেন্স
#জার্মান সেনাবাহিনী COVID-19 সংক্রমণ সনাক্ত করতে কুকুর প্রশিক্ষণ #

জার্মান ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে কুকুর করোনাভাইরাস সংক্রমণ শুঁকতে পারে

জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার দেখছেন যখন ল্যাব্রাডর শোঁকাকুকুর 'লোটা' প্রশিক্ষক সিনা নিসেল কে দাউনে জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে একটি নমুনা খোঁজার আদেশ দিয়েছেন। জার্মান ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে, কয়েকদিনের প্রশিক্ষণ সম্পন্ন কুকুররা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সনাক্ত করতে সক্ষম।

এরেক জুনিয়র (ডানে), তিন বছরবয়সী শোঁকা কুকুর প্রশিক্ষক রবার্ট জাচারজের সাথে দাউনের জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) শোঁকার কুকুর স্কুলে একসাথে পোজ দিয়েছে। ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি মেডিসিন হ্যানোভারের নেতৃত্বে একটি পাইলট প্রকল্প অনুসারে জার্মানির সামরিক বাহিনীর আটটি কুকুরকে মাত্র এক সপ্তাহের জন্য প্রশিক্ষণ দেয়া হয় এবং ৯৪% সাফল্যের হার দিয়ে ভাইরাসটিকে সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম হয়।

গবেষকরা ১০০০ এর ও বেশী সুস্থ এবং আক্রান্ত মানুষের লালায় সিওভিড-১৯ শোঁকার জন্য কুকুরগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মারেন ফন কোয়েকিৎজ-ব্লিকউইড এই প্রকল্প সম্পর্কে একটি ইউটিউব ভিডিওতে বলেন, "আমরা মনে করি যে এটি কাজ করে কারণ একজন অসুস্থ রোগীর শরীরের বিপাকপ্রক্রিয়া পুরোপুরি পরিবর্তিত হয়।" "আমরা মনে করি যে কুকুরগুলো একটি নির্দিষ্ট গন্ধ সনাক্ত করতে সক্ষম।

গবেষকদের মতে, যে সব কুকুরের গন্ধ মানুষের চেয়ে প্রায় ১০০০ গুণ বেশি সংবেদনশীল, তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিমানবন্দর, সীমান্ত পারাপার এবং ক্রীড়া অনুষ্ঠানের মতো জায়গায় সংক্রমণ সনাক্ত করার জন্য মোতায়েন করা হতে পারে।

গবেষণাটি জার্মান সামরিক বাহিনী, হ্যানোভার মেডিকেল স্কুল এবং ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার হামবুর্গ-এপেনডর্ফের সাথে যৌথভাবে পরিচালিত হয়।

ভন কোয়েকিৎজ-ব্লিকউইড বলেছেন যে পরবর্তী পদক্ষেপ হবে কুকুরদের প্রশিক্ষণ দেয়া যাতে ইনফ্লুয়েঞ্জার মত অন্যান্য রোগ থেকে কোভিডের নমুনা পার্থক্য করা যায়।

রবার্ট জাচারজ এবং তার তিন বছরবয়সী 'এরেক জুনিয়র' জিউলিয়া গাউসেমান এবং পাঁচ বছরবয়সী 'ভিন' এর সাথে ঘাসে বিশ্রাম করছেন।

ক্লোজ-আপ ের মাধ্যমে দেখা যাচ্ছে ছয় মাস বয়সী ককার স্প্যানিয়েল 'জো' এবং তার শিক্ষক হ্যান্স এবার্সের নাক ডাউনে জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে।

জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ সাইটের পশু চিকিৎসক এসথার শালকে দাউনে অঙ্গভঙ্গি করছেন।

পাঁচ বছরবয়সী শোঁকা কুকুর 'ভিন' সূর্য এবং ধুলোর বিরুদ্ধে সুরক্ষা চশমা পরে যখন সে গিউলিয়া গাউসমানের সাথে ফটোগ্রাফারদের জন্য পোজ দেয়, দাউনের জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) শোঁকা কুকুর স্কুলে।

ল্যাব্রাডর শোঁকা কুকুর "লোটা" দাউন-এ জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে একটি নমুনা অনুসন্ধান করে।
হত্যা করে গরু কুরবানী করছেন না তো?

একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""
X সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।

১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।

Xপশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।

Xপশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-
পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।

Xআমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।

Xচিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।

এতএব,কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।

সংগৃহীত






#কুরবানি
#গরু
যারা মনে করেন দোয়া কবুল হচ্ছেনা তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন....

প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম...

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো’ (তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)।

বিঃদ্রঃ ২১শে জুলাই সূর্যাস্তের পর ১লা জিলহজ্জ...
(পরিমার্জিত)
করোনা ক্রান্তিলগ্নে লুটপাটে ভরপুর।

ঢাকা মেডিকেল কলেজে Covid 19(করোনা) ইউনিটে দায়িত্ব পালনকারী ২০০ জন ডাক্তারের ১ মাসের খাবারের বিল ২০ কোটি টাকা দেখিয়েছে ঠিকাধার। সে হিসেবে প্রতি মাসে ১জন ডাক্তারের জন্য বরাদ্ধ ১০ লক্ষ টাকা। ১দিনের জন্য বরাদ্ধ ৩৩,৩৩৩ টাকা।দৈনিক ৩বেলা হিসেবে ১বেলায় ১১,১১১ টাকা।সে হিসেবে ৩ বেলার ১বেলা সকাল বেলার নাস্তার হিসেব।১/ ১টি ডিমের মূল্য=১০০০ টাকা,২/ ১পিস কলার মূল্য =২০০০টাকা,৩/ ২পিস পাউরুটির মূল্য=৭০০০ টাকা,৪/ ১টি ওয়ান টাইম প্লেটের মূল্য=১০০০ টাকা,৫/ ১টি টিস্যুর মূল্য=১১১ টাকা। অনিয়মের এই চিত্রটি দেখার পর বাংলাদেশের ডাক্তারদের মনের অবস্থা কেমন হতে পারে সেটাই ভাবছি।দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।

সুত্রঃ টেলিভিশন
নতুন বাজেট