Comments
চট্টগ্রামে করোনা আপডেট
আক্রান্ত আর মৃত্যুর হার বেড়েছে।
সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধে রইলো।
সচেতন হউন , করোনা সংক্রম থেকে নিজে সুরক্ষিত থাকুন পরিবার ও সমাজ সুরক্ষিত রাখুন।
ডি মারিয়ার গোলে কোপা আমেরিকা ২০২১ শিরোপা জয়ী হলেন আর্জেন্টিনা।
#2021
দোয়া কবুল হওয়ার সময় এটাই। প্রথম ১০ দিন।
যারা মনে করেন দোয়া কবুল হচ্ছেনা তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন....
প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম...
জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো’ (তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)।
বিঃদ্রঃ ১৩ই ২০২১ জুলাই সূর্যাস্তের পর ১লা জিলহজ্জ...
(পরিমার্জিত)
নারায়ণগঞ্জ অগ্নিকাণ্ডে মর্মান্তিক ভাবে লাফিয়ে পড়ছে মানুষ। নিহতদের আল্লাহ্ ক্ষমা করুক এবং আল্লাহ্ আমাদের এমন দুর্ঘটনা থেকে হেফাজত করুক। আমিন।
#নারায়ণগঞ্জ
#আগুন
ইতিহাসে ৪০ বার হজ্ব বাতিল হওয়ার ইতিহাস😢😢
প্লিজ শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করুন।
ধন্যবাদ।
সোমবার নয়, বৃহস্পতিবার থেকে কটোর লগডাউন কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে, গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালীর দেনার পরিমাণ ৪০৩.৮০ কোটি টাকা যেখানে কোম্পানিটির চলতি সম্পদ মাত্র ৬৫.১৭ কোটি টাকা।
১ টাকা আয় করতে ইভ্যালির ব্যয় ৩.৫৭ টাকা।
সূত্রঃ The Business Standard
Collected: Cyber 71
সবাই দয়া করে সতর্কতার সাথে অনলাইন শপিং করবেন🙏🙏শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
সরকার যখন জেনে গেছে তাহলে ই ভেলীর কর্তৃপক্ষ যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যাবস্থা না করে পালানো পর্যন্ত ওয়েট করবে কি না তা দেখার বিষয়।এখন কি করতে হবে সেটা কি প্রশাসন বুঝে নাহ...? মেটার ওফ কমনসেন্স
#জার্মান সেনাবাহিনী COVID-19 সংক্রমণ সনাক্ত করতে কুকুর প্রশিক্ষণ #
জার্মান ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে যে কুকুর করোনাভাইরাস সংক্রমণ শুঁকতে পারে
জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেট ক্রাম্প-কারেনবাউয়ার দেখছেন যখন ল্যাব্রাডর শোঁকাকুকুর 'লোটা' প্রশিক্ষক সিনা নিসেল কে দাউনে জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে একটি নমুনা খোঁজার আদেশ দিয়েছেন। জার্মান ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুসারে, কয়েকদিনের প্রশিক্ষণ সম্পন্ন কুকুররা করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সনাক্ত করতে সক্ষম।
এরেক জুনিয়র (ডানে), তিন বছরবয়সী শোঁকা কুকুর প্রশিক্ষক রবার্ট জাচারজের সাথে দাউনের জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) শোঁকার কুকুর স্কুলে একসাথে পোজ দিয়েছে। ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি মেডিসিন হ্যানোভারের নেতৃত্বে একটি পাইলট প্রকল্প অনুসারে জার্মানির সামরিক বাহিনীর আটটি কুকুরকে মাত্র এক সপ্তাহের জন্য প্রশিক্ষণ দেয়া হয় এবং ৯৪% সাফল্যের হার দিয়ে ভাইরাসটিকে সঠিকভাবে সনাক্ত করতে সক্ষম হয়।
গবেষকরা ১০০০ এর ও বেশী সুস্থ এবং আক্রান্ত মানুষের লালায় সিওভিড-১৯ শোঁকার জন্য কুকুরগুলোকে চ্যালেঞ্জ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মারেন ফন কোয়েকিৎজ-ব্লিকউইড এই প্রকল্প সম্পর্কে একটি ইউটিউব ভিডিওতে বলেন, "আমরা মনে করি যে এটি কাজ করে কারণ একজন অসুস্থ রোগীর শরীরের বিপাকপ্রক্রিয়া পুরোপুরি পরিবর্তিত হয়।" "আমরা মনে করি যে কুকুরগুলো একটি নির্দিষ্ট গন্ধ সনাক্ত করতে সক্ষম।
গবেষকদের মতে, যে সব কুকুরের গন্ধ মানুষের চেয়ে প্রায় ১০০০ গুণ বেশি সংবেদনশীল, তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বিমানবন্দর, সীমান্ত পারাপার এবং ক্রীড়া অনুষ্ঠানের মতো জায়গায় সংক্রমণ সনাক্ত করার জন্য মোতায়েন করা হতে পারে।
গবেষণাটি জার্মান সামরিক বাহিনী, হ্যানোভার মেডিকেল স্কুল এবং ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার হামবুর্গ-এপেনডর্ফের সাথে যৌথভাবে পরিচালিত হয়।
ভন কোয়েকিৎজ-ব্লিকউইড বলেছেন যে পরবর্তী পদক্ষেপ হবে কুকুরদের প্রশিক্ষণ দেয়া যাতে ইনফ্লুয়েঞ্জার মত অন্যান্য রোগ থেকে কোভিডের নমুনা পার্থক্য করা যায়।
রবার্ট জাচারজ এবং তার তিন বছরবয়সী 'এরেক জুনিয়র' জিউলিয়া গাউসেমান এবং পাঁচ বছরবয়সী 'ভিন' এর সাথে ঘাসে বিশ্রাম করছেন।
ক্লোজ-আপ ের মাধ্যমে দেখা যাচ্ছে ছয় মাস বয়সী ককার স্প্যানিয়েল 'জো' এবং তার শিক্ষক হ্যান্স এবার্সের নাক ডাউনে জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে।
জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ সাইটের পশু চিকিৎসক এসথার শালকে দাউনে অঙ্গভঙ্গি করছেন।
পাঁচ বছরবয়সী শোঁকা কুকুর 'ভিন' সূর্য এবং ধুলোর বিরুদ্ধে সুরক্ষা চশমা পরে যখন সে গিউলিয়া গাউসমানের সাথে ফটোগ্রাফারদের জন্য পোজ দেয়, দাউনের জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) শোঁকা কুকুর স্কুলে।
ল্যাব্রাডর শোঁকা কুকুর "লোটা" দাউন-এ জার্মান সেনাবাহিনীর (বুন্দেসওয়েহর) কুকুর শোঁকার জন্য প্রশিক্ষণ স্থলে একটি নমুনা অনুসন্ধান করে।
হত্যা করে গরু কুরবানী করছেন না তো?
একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""
X সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।
১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।
Xপশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।
Xপশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-
পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।
Xআমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।
Xচিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।
এতএব,কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।
সংগৃহীত
#কুরবানি
#গরু
যারা মনে করেন দোয়া কবুল হচ্ছেনা তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন....
প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম...
জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো’ (তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)।
বিঃদ্রঃ ২১শে জুলাই সূর্যাস্তের পর ১লা জিলহজ্জ...
(পরিমার্জিত)
করোনা ক্রান্তিলগ্নে লুটপাটে ভরপুর।
ঢাকা মেডিকেল কলেজে Covid 19(করোনা) ইউনিটে দায়িত্ব পালনকারী ২০০ জন ডাক্তারের ১ মাসের খাবারের বিল ২০ কোটি টাকা দেখিয়েছে ঠিকাধার। সে হিসেবে প্রতি মাসে ১জন ডাক্তারের জন্য বরাদ্ধ ১০ লক্ষ টাকা। ১দিনের জন্য বরাদ্ধ ৩৩,৩৩৩ টাকা।দৈনিক ৩বেলা হিসেবে ১বেলায় ১১,১১১ টাকা।সে হিসেবে ৩ বেলার ১বেলা সকাল বেলার নাস্তার হিসেব।১/ ১টি ডিমের মূল্য=১০০০ টাকা,২/ ১পিস কলার মূল্য =২০০০টাকা,৩/ ২পিস পাউরুটির মূল্য=৭০০০ টাকা,৪/ ১টি ওয়ান টাইম প্লেটের মূল্য=১০০০ টাকা,৫/ ১টি টিস্যুর মূল্য=১১১ টাকা। অনিয়মের এই চিত্রটি দেখার পর বাংলাদেশের ডাক্তারদের মনের অবস্থা কেমন হতে পারে সেটাই ভাবছি।দুর্নীতির সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক।
সুত্রঃ টেলিভিশন
নতুন বাজেট