
16/03/2025
এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি
২০২৪-২০২৫ অর্থবছরে ফেনী জেলা পরিষদের রাজস্ব অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৪ সনে এস.এস.সি/সমমান, এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে (বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসহ) স্নাতক, স্নাতকোত্তর, বিভিন্ন মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যয়নরত ফেনী জেলার স্থায়ী বাসিন্দা দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জেলা পরিষদ, ফেনী হতে এককালীন শিক্ষাবৃত্তি প্রদানের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাধীনে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
শর্তাবলী
১। আবেদনকারী ছাত্র/ছাত্রী আবশ্যিকভাবে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২। এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/ সমমান পর্যায়ে জিপিএ ৫.০০ থাকতে হবে।
৩। প্রতিবন্ধী প্রার্থীদের এস.এস.সি/সমমান এবং এইচ.এস.সি/ সমমান পর্যায়ে কমপক্ষে জিপিএ ৪.৫০ থাকতে হবে। তবে, প্রতিবন্ধীতা প্রমাণের ক্ষেত্রে উপজেলা/ জেলা সমাজসেবা কার্যালয় থেকে প্রদত্ত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।
৪। এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/ সমমানসহ সর্বশেষ পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২(দুই) কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
৫। বৃত্তির নির্ধারিত ফরম আগামী ৩০/০৪/২০২৫ তারিখ পর্যন্ত ফেনী জেলা পরিষদ হতে এবং ওয়েব সাইট www.zpfeni.gov.bd হতে সংগ্রহ করা / ডাউনলোড করা যাবে।
৬। আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের / বিভাগীয় প্রধানের স্বাক্ষর / মতামতসহ আগামী ৩০/০৪/২০২৫ তারিখের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফেনী বরাবর সরাসরি বা ডাকযোগে প্রেরণ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর/বিভাগীয় প্রধানের স্বাক্ষরব্যতীত যে কোন আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৭। আবেদনকারী কর্তৃক কোন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে বা অম্পূর্ণ আবেদন দাখিল করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৮। কর্তৃপক্ষ উল্লিখিত শর্তসহ যে কোন শর্ত সংযোজন / সংশোধন / বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। উল্লিখিত বৃত্তির বিষয়ে যাবতীয় তথ্যাবলী জেলা পরিষদ, ফেনী'র অফিস হতে এবং ওয়েব সাইট www.zpfeni.gov.bd হতে জানা যাবে।
23/06/2020
(গোলাম মো: বাতেন)
প্রধান নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ)
জেলা পরিষদ, ফেনী।
ফোন নং-০২৩৩৪৪-৬১৪০১
e-mail: [email protected]
স্মারক নং-জেপফে/সাঃ/শিঃবৃঃ/৩২/২০২৫- ৪৭ (১০০)
তারিখ: ১১.০৩.২০২৫খ্রি.
www.zpfeni.gov.bd