02/02/2025
মোবাইল হাতে নিয়ে ব্লক করে দিচ্ছে আলোকিত রাঙ্গুনিয়া চ্যালেন ; সর্তক থাকার আহবান!!
চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় উপজেলার কয়েকজন ব্যক্তি, নিজের পেইজবুক এড বা ফলোয়ার করার কথা বলে মানুষের কাজ থেকে মোবাইল হাতে নিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও অনলাইন চ্যানেল আলোকিত রাঙ্গুনিয়া Alokito Rangunia Alokito Rangunia; পেইজকে ব্লক করে দিচ্ছে বলে অভিযোগ করেন চ্যালেনের সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ দেলোয়ার হোসাইন Delowar Hossain Roshai।
তিনি বলেন, বেশ কয়েকজন ব্যক্তি প্রোগ্রাম সরাসরি অভিযোগ করেন, ভাই আপনার আলোকিত রাঙ্গুনিয়া চ্যানেলের কিছু আসে না কেন আমার ( পেইজবুকে) কাছে ! তখন আমি বলি আসবে না কেন? ভদ্র লোকটির মোবাইলটা হাতে নিয়ে দেখি Alokito Rangunia পেইজটি ব্লক, তিনি বলেন,আপনার সাথে এই প্রথম আমার দেখা, পেইজটি কিভাবে ব্লক হবে। এই রকম অনেক ব্যক্তির অভিযোগ আমার কাছে প্রমাণসহ রয়েছে।
যে বা যারা এমন ঘৃণিত ষড়যন্ত্র কাছে জড়িত তাদের নামসহ যথেষ্ট প্রমাণ হাতে রয়েছে ;শুধু সম্মানের কথা বিবেচনা করে নাম উল্লেখ করা হয়নি। বাধ্য করলে নামসহ উল্লেখ করবো। সর্তক হওয়ার অনুরোধ রইল।
যড়যন্ত্রে লিপ্ত হওয়ার মূল উদ্দেশ্য আলোকিত রাঙ্গুনিয়া চ্যানেলের কোন প্রোগ্রামের নিউজ যাতে আয়োজক কমিটি বা সাধারণ মানুষের কাছে না পৌঁছে। কোন সংবাদ না পৌছলে তাহলে আলোকিত রাঙ্গুনিয়া চ্যানেলকে আর দাওয়াত দিবে না। ( এটা আমি উপলব্ধি করেছি বলে জানতে পেরেছি ; আপনাদের আর কারো পেইজ বা পেইজবুক ব্লক করেছে কিনা সেটা আপনারা দেখেন)।
আল্লাহ পাক ও তাঁর প্রিয় রাসূল পাক (দ.) ভালো জানেন, কতশত বা কত হাজার মানুষকে ব্লক করে দিয়েছে।
বুঝবেন কিভাবে! প্রত্যেকের পেইজবুকে প্রবেশ করে Alokito Rangunia চ্যানেলকে সার্চ করবেন, যদি না আসে মনে করবেন ব্লক করে দিয়েছে। মোবাইল চাইলে হাতে না দেয়ার অনুরোধ রইল।
আলোকিত রাঙ্গুনিয়া চ্যানেলের প্রতি মানুষের আস্থা ও ভালবাসার দিনদিন জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার কারণে কযেকজন ব্যক্তি এমন শত্রুতা শুরু করেছে।