Todays Bangladesh আজকের বাংলাদেশ

Todays Bangladesh আজকের বাংলাদেশ দেশের প্রতিদিনের খবর নিয়ে আমাদের প্রতিবেদন Todays Bangladesh আজকের বাংলাদেশ

প্রিয় নেত্রী ❣️❣️
24/02/2023

প্রিয় নেত্রী ❣️❣️

২১শে ফেব্রুয়ারিআন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা!Md Sajid Mia
21/02/2023

২১শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা!

Md Sajid Mia

02/01/2023

নুরা পাগলার পল্টিবাজ রাজনীতি

বঙ্গবন্ধুর সৈনিক Todays Bangladesh আজকের বাংলাদেশ

পদ্মাসেতু-দরকার নাই,মেট্রোরেল-দরকার নাই,পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র- দরকার নাই,স্যাটেলাইট- দরকার নাই,শতভাগ বিদ্যুৎ-দরকার ন...
29/12/2022

পদ্মাসেতু-দরকার নাই,
মেট্রোরেল-দরকার নাই,
পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র- দরকার নাই,
স্যাটেলাইট- দরকার নাই,
শতভাগ বিদ্যুৎ-দরকার নাই,
দেশের উন্নয়ন- দরকার নাই,
কোনো কিছুই যেহেতু দরকার নাই,
সুতরাং এই দেশে বসবাস করাও আপনাদের দরকার নাই।
আপনারা আরতির থালা আর তসবির মালা জপতে জপতে পাপিস্তান চলে যান।।
সেখানে বিনামূল্যে মসজিদে বোমা পাওয়া যায়, ইচ্ছে করলে আপনারাও সেই বোমার অংশীদার হতে পারেন।।

08/12/2022

ঢাকার মানুষকে রক্ষার পবিত্র দায়িত্ব পালন করবে পুলিশ

05/12/2022

রাজধানীর মতিঝিলে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির টিকটক নেতা ইশরাক হোসেনের জামিন বাতিল।

গ্রেফতারি পরোয়ানা জারি

01/12/2022

সরকার পতনের হাক ডাক দিয়ে লাভ নেই,নির্বাচনেই প্রমাণ হবে কারা বিজয়ী হবে আর কাদের পতন হবে

Todays Bangladesh আজকের বাংলাদেশ

19/11/2022

শত্রু কখনই বিশ্বাসঘাতক হয়না
বিশ্বাস ঘাতক হয় আপনজনেরাই 😢😢

19/11/2022

জানেন কি বিএনপি ক্ষমতায় আসার জন্য কেনো এভাবে উঠেপড়ে লেগেছে? আওয়ামী লীগ দেশের যে সব উন্নয়নমূলক কাজ করেছে, সেগুলো থেকে তো আগামীতে শুধু টাকাই আয় হতে থাকবে। যেমন: পদ্মাসেতুর টোল, মেট্রোরেলের টোল, ফ্লাইওভারের টোল, কর্ণফুলী টানেল টোল ইত্যাদি।
এই সমস্ত টোলের টাকাগুলো লুটপাট করার উদ্দেশ্যেই এখন বিএনপি ক্ষমতায় আসার জন্য উঠে-পড়ে লেগেছে। নইলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সব অভিযোগ তুলে তারা সভা-সমাবেশ করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, সেগুলো তো কোনো অভিযোগই না। দেশের দ্রব্যমূল্যের অভিযোগ! এটা তো একটা বৈশ্বিক সংকটের প্রভাব যা সাময়িক। ব্যাংক শূন্য, রিজার্ব ঘাটতি এগুলোও মিথ্যা প্রপাগাণ্ডা। অথচ তাদের আমলে কত হাজারো অপরাধ রয়েছে। যেগুলোর উপযুক্ত বিচার হলে বিএনপি আজ পৃথিবী থেকেই নিশ্চিহ্ন হয়ে যেত। আর সেটা জানে বলেই চোরা তারেক দেশে আসার সাহস পাচ্ছে না।
বিএনপি তো নিজেরা কিছুই করতে পারে না, অন্যের সাজানো সংসার দখল করে নিজের বড়াই করে। ইতিহাস নেই যে বিএনপি দেশের জন্য ভালো কিছু করেছে।

এখানে দুইটা দল’ই পাঁচ বারের চ্যাম্পিয়ান 😃
19/11/2022

এখানে দুইটা দল’ই পাঁচ বারের চ্যাম্পিয়ান 😃

এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন__""আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাক""মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার কর...
12/11/2022

এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন__""আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাক""
মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো !! আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য কর________!!
অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো।
বাকিরা এমন ভাব করলো, যেনো তারা কিছু শুন'তেই পায়নি !!
যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।।
বাবা আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলো !!
মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনিনা !!
আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায়______??
মেয়েটি উত্তরে বললো !!
যারা এসেছে তারাই আমাদের
শুভাকাঙ্ক্ষী !!
তারা কিন্তু খাবার খেতে আসেনি। তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে।
এরাই আমাদের আপনজন।।
মুলত, যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি !!
তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখেনা।
আমরা যাদেরকে আপন ভাবি আসলে এগুলা বহুরূপী।

09/11/2022

Pakistan vs New Zealand live Today Now

দল হারার চেয়ে এইগুলি দেখে খুব কষ্ট লাগে, দেশপ্রেমিক বলেই তারা দেশের জন্য কাদেন😭😭
03/11/2022

দল হারার চেয়ে এইগুলি দেখে খুব কষ্ট লাগে, দেশপ্রেমিক বলেই তারা দেশের জন্য কাদেন😭😭

29/10/2022

লক্ষাধিক মানুষের ঢ্ল নেমেছে
আওয়ামী লীগের ঢাকার সমাবেশে

বিএনপি থেকে আওয়ামী লীগের অবশ্যই গণতন্ত্র কায়েম করা শিখতে হবে। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের 'লং মার্চ' কর্মসূচি ব...
23/10/2022

বিএনপি থেকে আওয়ামী লীগের অবশ্যই গণতন্ত্র কায়েম করা শিখতে হবে। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের 'লং মার্চ' কর্মসূচি বানচাল করতে শুধু ঢাকা থেকেই গ্রেফতার করা হয় ৮ হাজার নেতাকর্মীকে। পাইকারি হারে গণগ্রেফতার করতে না পারলে আওয়ামী লীগের দ্বারা সহীহ গণতন্ত্র প্রতিষ্ঠার আশা রাখা যায় না (প্রথম আলো, ৬ই ফেব্রুয়ারী ২০০৬)।

18/10/2022

২০২৩ সনে দেশে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে - আইএমএফ।

সরকারের ব্যর্থতার কারণে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে - ফখরুল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নতুন চেয়ারম্যান আল মামুন সরকারব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ...
17/10/2022

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নতুন চেয়ারম্যান আল মামুন সরকার

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আল মামুন সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৮২২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শফিকুল আলম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৫৩ ভোট। ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আল মামুন সরকার বেসরকারিভাবে বি....

 #সচেতনতাই ডেঙ্গু রোধের অন্যতম উপায়।🦟🦟🦟👉এই আবর্জনা কে ফেলেছে❓ আপনার সরকার নাকি আপনি❓ আপনার এলাকার মেয়র, কমিশনার, চেয়ারম্...
16/10/2022

#সচেতনতাই ডেঙ্গু রোধের অন্যতম উপায়।🦟🦟🦟

👉এই আবর্জনা কে ফেলেছে❓ আপনার সরকার নাকি আপনি❓ আপনার এলাকার মেয়র, কমিশনার, চেয়ারম্যান, মেম্বার নাকি আপনি❓
এইগুলোর কারনে মশার জন্ম হলে সেই মশার দ্বায়ভার কি সরকারের নাকি আপনার❓
জন্ম দিবেন আপনি আর বাবা হবেন আরেকজন❓

আসুন সবাই সচেতন হই।
আমার আপনার বাড়ির আশেপাশে পরিস্কার রাখার দায়িত্ব আমাদেরই। তাই নিজ নিজ বাড়ির চারপাশে পরিস্কার রাখি যাতে করে জমে থাকা ময়লা আবর্জনা বা ময়লা পানিতে ডেঙ্গুজ্বরের একমাত্র বাহক 'এডিস মশা'র লার্ভা জন্মগ্রহণ করতে না পারে।
আর এতে করেই সরকারের ঐকান্তিক প্রচেষ্টা আর আমাদের আন্তরিক সহযোগিতা ও সচেতনতাই পারে ডেঙ্গুজ্বর প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে।

"তাই আসুন আগে ঠিক করি নিজেদের চরিত্র, তারপর সরকার খুঁজি পবিত্র।"

15/10/2022

আগামী ১০ ডিসেম্বর দেশে যা যা ঘটতে পারে তার কিছু চিত্র ধরে তুলে ধরা হল

15/10/2022

সবচেয়ে খুশির সংবাদ হলো আল্লাহর।
রাগের চেয়ে দয়ার পরিমাণ বেশি।
-আলহামদুলিল্লাহ

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন: আওয়ামী লীগ
12/10/2022

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের জয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন: আওয়ামী লীগ

বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ...

Todays Bangladesh আজকের বাংলাদেশ
12/10/2022

Todays Bangladesh আজকের বাংলাদেশ

শুভ সকাল
10/10/2022

শুভ সকাল

 #নোয়াখালী_হিন্দু_গণহ_ত্যা ্টোবর_লক্ষ্মীপূজার_দিন১৯৪৬ সালের ১০ অক্টোবর, কোজাগরি লক্ষ্মী পূজার দিন। পুরো বাংলা ছিল খুশির ...
09/10/2022

#নোয়াখালী_হিন্দু_গণহ_ত্যা
্টোবর_লক্ষ্মীপূজার_দিন

১৯৪৬ সালের ১০ অক্টোবর, কোজাগরি লক্ষ্মী পূজার দিন। পুরো বাংলা ছিল খুশির আমেজে। কিন্তু সে বছর পুজোর শঙ্খধ্বনির সাথে বাংলার আকাশ বাতাস নিনাদিত হয়েছিল মানুষের আর্ত চিৎকারে। নোয়াখালীর মানুষের জীবনে নেমে এসেছিল এক দুর্বিসহ কালো অধ্যায়।

বর্ব-র য-বনদের দ্বারা সংঘটিত এই হ-ত্যাযজ্ঞে প্রায় কমপক্ষে ৫,০০০ হিন্দু হত্যা করা হয়েছে বলে অনুমান করা হয়। এছাড়া অনেক হিন্দু নারী ধর্ষ-ণের শিকার হন এবং হাজার হাজার হিন্দু নারী-পুরুষদের জোরপূর্বক ইসলাম মতবাদে ধর্মা*ন্তরিত করা হয়। প্রায় ৫০,০০০ থেকে ৭৫,০০০ বেঁচে থাকা হতভাগ্যকে কুমিল্লা, চাঁদপুর, আগরতলা ও অন্যান্য জায়গার অস্থায়ী আশ্রয় শিবির গুলোতে আশ্রয় দেয়া হয়। এছাড়া প্রায় ৫০,০০০ হিন্দু আক্রান্ত এলাকায় মানবেতর জীবন যাপন করতে থাকে। কিছু এলাকায় হিন্দুদেরকে স্থানীয় মুসলিম নেতাদের অনুমতি নিয়ে চলা ফেরা করতে হত। জোরপূর্বক ইসলামে ধ-র্মান্তরিতদের কাছ থেকে জোর করে লিখিত রাখা হয়েছিল যেখানে লেখা ছিল তারা স্বেচ্ছায় ধর্মান্ত*রিত হয়েছে। তাদেরকে একটি নির্দিষ্ট বাড়িতে বা ঘরে আবদ্ধ করে রাখা হত এবং যখন কোন আনুষ্ঠানিক পরিদর্শক দল পরিদর্শনে আসত তখন তাদেরকে ওই নির্দিষ্ট বাড়িতে যাবার অনুমতি দেয়া হত। হিন্দুদেরকে ওই সময় মুসলিম লীগকে চাঁদা দিতে হত যাকে বলা হত জিজিয়া (যা একসময় ভারতবর্ষে প্রচলিত ছিল। মুসলিম শাসন আমলে হিন্দুরা নিজেদের নিরাপত্তার জন্য তৎকালিন শাসকদের ‍জিজিয়া নামক বাড়তি প্রদান করত।)

ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন,

"জোর করিয়া ধর্মান্তরিত করা ইসলাম ধর্ম অনুমোদন করে কিনা সে তর্কের প্রয়োজন নাই; কিন্তু যে মুসলমানদের কাছে তিনি এই কথা বলিয়াছিলেন তাহাদের পূর্বপুরুষের শতকরা অন্তত নব্বই জনকে যে জোর করিয়া মুসলমান করা হইয়াছিল-- এবং প্রায় প্রত্যেক মুসলমানই যে ইহা অনুমোদন করিয়াছে, করিতেছে এবং করিবে; গান্ধীজির উপদেশ যে তাহাদের কাছে উপহাসের মতই মনে হইবে এ সম্বন্ধে যাঁহারা প্রধানমন্ত্রী বা মহাত্মা নহেন-- সাধারণ ব্যক্তি মাত্র, তাঁহাদের কোনো সন্দেহ নাই।"
(বাংলা দেশের ইতিহাস, চতুর্থ খণ্ড, রমেশচন্দ্র মজুমদার)

নির্মল কুমার বসুর লেখা থেকে:

"এখানকার (ভাটিয়ালপুর নাথভৌমিক বাড়ী) ঠাকুরঘর নষ্ট করে সবাইকে মুসলমান করেছিল। আজ প্রার্থনার পর উঠানে ঠাকুরঘরে গান্ধীজি একটি বাঁধানো ছাপা রাধাকৃষ্ণের ছ

শেহজাদ খান বীর আমার এবং শাকিব খান এর সন্তান : বুবলী এবং সাকিব খান
08/10/2022

শেহজাদ খান বীর আমার এবং শাকিব খান এর সন্তান : বুবলী এবং সাকিব খান

অনেক জল্পনা কল্পনার পরে সাকিব খান এবং বুবলীর সন্তান শেহজাদ খান বীর এর ছবি প্রকাশ করেছেন সাকিব খান এবং বুবলী নিজের ...

Today's the best Photo 🥰🥰
08/10/2022

Today's the best Photo 🥰🥰

Sanjida Akhter Bangladeshi women's football player 😇
07/10/2022

Sanjida Akhter Bangladeshi women's football player 😇

07/10/2022

আমেরিকায় জিনিসপত্রের দাম বেশ দ্রুত গতিতে বাড়ছে। ১৯৭০ এর পর থেকে সেখানে দ্রব্যমূল্য কখনো এতটা বাড়েনি। মুদি দো....

07/10/2022

সবাইকে
জুম্মা মোবারক

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা শুক্রবার (০৭ অক্টোবর ২০২২) সকালে গোপালগঞ্জে...
07/10/2022

বঙ্গবন্ধুকন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা শুক্রবার (০৭ অক্টোবর ২০২২) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল প্রদান করেন

05/10/2022
পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে-  মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে।
04/10/2022

পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে-
মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে।

 #গাদ্দার_সমাজ_থেকে_সাবধান!!!বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো। তিনি দাম জিজ্ঞে...
03/10/2022

#গাদ্দার_সমাজ_থেকে_সাবধান!!!

বাদশাহ হারুনুর রশীদের কাছে এক লোক একটি চাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো।
তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজারমূল্যের চেয়েও অনেক বেশি দাম চাইলো।
বাদশাহ জানতে চাইলেন, পাখিটির এত দাম কেন? অথচ তার একটি পা নেই!
লোকটি বললো, মার্জনা করবেন জাঁহাপনা!
দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ ধরণের পাখি। এর বিশেষত্ব হলো- আমি যখন শিকারে যাই, তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই।
আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি। এই পাখিটি তখন অত্যাশ্চর্য এক আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে।
তার এই আওয়াজ শুনেই ঝাঁকে ঝাঁকে পাখিরা এসে জড়ো হয়। তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি। বলা যায় এই পাখিটিই আমার শিকারের প্রধান ফাঁদ।
বাদশাহ তার কথা শুনে পাখিটিকে শিকারীর চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন। শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাঁহাপনা! আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন?
তখন বাদশাহ হারুনুর রশীদ তাকে একটা মহামূল্যবান কথা বললেন, যা ইতিহাসে আজও অমর হয়ে আছে। তিনি বললেন,
"যে অন্য জাতির দালালি করার জন্য তার স্বজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে, তার এই পরিণতিই হওয়া উচিত''
আমাদের আশেপাশে ও এমন গাদ্দারের অভাব নাই।

03/10/2022

এই দুনিয়ায়
ভাল মানুষের খুবই অভাব

02/10/2022

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আল মামুন সরকারের আনারস মার্কার সমর্থনে মতবিনিময় সভা ২ অক্টোবর রবিবার অনুষ্...

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আল মামুন সরকারের আনারস মার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
02/10/2022

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আল মামুন সরকারের আনারস মার্কার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আল মামুন সরকারের আনারস মার্কার সমর্থনে মতবিনিময় সভা ২ অক্টোবর রবিবার অনুষ্...

02/10/2022

জীবনের কঠিন সময়গুলো একাই কাটাতে হয়
তাই নিজের উপর ভরসা করে চলুন

লবিস্ট নিয়োগ করেও ব্যর্থ বিএনপি : প্রধানমন্ত্রী  শেখ হাসিনার প্রশংসায় বিশ্বনেতৃবৃন্দবাংলাদেশ নিয়ে যখন বিভিন্ন পশ্চিমা দ...
01/10/2022

লবিস্ট নিয়োগ করেও ব্যর্থ বিএনপি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় বিশ্বনেতৃবৃন্দ

বাংলাদেশ নিয়ে যখন বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে সংঘবদ্ধ অপপ্রচার বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে বাংলাদেশের মানবাধিকার ইস্যু নিয়ে তোলপাড় চলছে, ঠিক সেসময় শেখ হাসিনার উপস্থিতি জাতিসংঘে যেন আলো ছড়ালো। বিশ্ব নেতারা অকুণ্ঠ প্রশংসায় ভাসিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাকে। তবে এতে মোটেই খুশি হয়নি বাংলাদেশের সরকারবিরোধী মহল।জানা যায়, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বর্তমানে অতীতের যেকোনও সময়ের চাইতে অধিক সক্রিয়তার সাথে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে আন্তর্জাতিক মহলের দ্বারস্থ হচ্ছে। তারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, গুম, ডিজিটাল নিরাপত্তা আইন, অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন ইত্যাদি ইস্যুতে দেশে-বিদেশে কূটনৈতিকদের কাছে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য উত্থাপন করছেন।অভিযোগ রয়েছে, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করে বিএনপি-জামায়াত,যার পেছনে ৩৭ লাখ ৫০ হাজার ডলার খরচ করা হয়েছে। এসব লবিস্ট নিয়োগে চুক্তি হয়েছিলো ৮টি, যার প্রধান উদ্দেশ্য ছিল বিভিন্ন ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপ সৃষ্টি করা এবং নির্বাচনকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সমর্থন আদায়।

সূত্রমতে, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে বিএনপি-জামায়াত ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিল। এজন্য নতুন করে আরও ২০ কোটিরও বেশি টাকা লবিস্ট ফার্মের পেছনে ব্যয় করা হয়।এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে বড়ো ধরণের বিক্ষোভ মিছিলের জন্যও অনেক অর্থ ব্যয় করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।অন্যদিকে, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন এবার যেন প্রধানমন্ত্রীকে দাওয়াত না দেওয়া হয়, সেজন্যও বিএনপির লবিস্ট ফার্মগুলো খুব সক্রিয় ছিল বলে জানা যায়। এমনকি শেখ হাসিনাকে যেন সংবর্ধনায় দাওয়াত না দেওয়া হয় তার পেছনে যুক্তি হিসেবে মানবাধিকার লঙ্ঘন, নির্বাচন ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করা হয়েছিলো। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর লবিস্ট ফার্মের এই আবদার গ্রহণ করেনি। বরং হোয়াইট হাউজ জানিয়ে দেয়, শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে জো বাইডেন আগ্রহী। আর এভাবেই শেষ পর্যন্ত বিএনপির লবিস্ট নিয়োগের উদ্যেশ্য বা মিশনটি ব্যর্থ হয়ে

Address

Aruail, Sarail
Brahmanbaria
3430

Alerts

Be the first to know and let us send you an email when Todays Bangladesh আজকের বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Todays Bangladesh আজকের বাংলাদেশ:

Videos

Share



You may also like