28/07/2021
আজ একটি গল্প বলতে চাই!
( সবাইকে পড়ার অনুরোধ রইলো)
""" মা নেই যার,
সংসার খালি তার""
১০ নং পাহাড়পুর ইউনিয়নের কোনো এক গ্রামের ৩ ছেলের একজন মা জননী হঠাৎ অসুস্থ হলে,, কোনো একজন ছেলেও মাকে হাসপাতালে নিতে রাজি নয়,,ছোট ছেলে আমাকে ফোন দিয়ে বলে,,, মুমিন স্যার আপনি আমাদের বাড়িতে একটু আসেন,প্লিজ।আম্মার শরীর বেশি খারাপ।আমি বল্লাম, আধা ঘন্টার মধ্যে চলে আসবো ইনশাল্লাহ। বাড়িতে গিয়ে দেখি প্রতিবেশিরা সবাই রোগি নিয়ে বসে আছে। বড় দুই ছেলের আলাদা সংসার। তাদের টাকা পয়সাও অনেক।ছোট ছেলেটা মার সাথে আছে। খুবই গরিব।তারও সামর্থ নাই হাসপাতালে নিবার।সকাল ১২ টা বেজে গেলো,, মা মারাক্তকভাবে অসুস্থ হওয়ার পরও বড় দুইছেলে আসেনি এক নজর দেখতে। ছোট ছেলেকে জিজ্ঞেস করলাম কোনো একটা সিএনজি আনতে পারবে কিনা? বড় দুইছেলের ঘরে গেলাম কিছু টাকার জন্য,, বল্লাম,,আমি নিজে ডাক্তার দেখাতে নিয়ে যাবো,,আপনারা আমাকে কিছু টাকা দিন।তারা বল্ল,, টাকা যত লাগে দিমু,,মায়ের নামে যেই ৭ শতক জমি আছে,, তা আমাদের দিতে হবে।। আমি বল্লাম, আপনার বাবাতো মারা যাওয়ার আগেই আপনাদের জায়গা জমি দিয়ে গেল,, তাইলে এখন কিসের জমি?
তারা বল্ল,আমরা টাকা দিতে পারতাম না,,। কি করি বুঝতে পারতেছি না,,!আমার বিদেশী এক স্টুডেন্টকে ফোন করলাম,,সমস্যাটা বল্লাম,সে সাথে সাথে কিছু টাকা দিলো,, তারপর হাসপাতালে নিলাম,,,,।সন্ধ্যার মধ্যেই আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ হয়ে উঠলেন।যারা আমাকে এই ভাবে সহযোগিতা করেন,, তাদেরকে নিয়ে আগের মতো এখন আর কবিতা লিখিনা কারণ একটা দল আছে মানবিকতা র নাম দিয়া,, প্রচুর ডিস্টার্ব করে।।আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে।। হইতো উৎসাহ দিতে চেষ্টা করতাম,,কিন্তু তারপরও করি,, এবং লড়ি।যেই দিন দেখবেন সেবা থেকে বঞ্চিত সেই দিন মনে করবেন,, আমি আর নাই! যাই হোক,, মাকে নিয়ে বাড়ি আসলাম,,,তারপর বড় দুইছেলে আসলেন মাকে দেখবার জন্য,,,,।তখন আমি যদি কুত্তার বাচ্চা বলি,, মায়ের উপর গালী পড়বে তাই আর বল্লাম না,,। আগের মতো চেত নাই,,নইলে লেংটা করাইয়া চাম্পাইতাম পুলাপান লইয়া।কিন্তু তাও না করে নিচের দিকে মাথা করে চলে আসলাম আর একটা গান ধরলাম---দয়াল তোমার বাড়ি
তোমার গাড়ি,
তুমিই আবার ড্রাইভার ;
আমরা সবাই পেসেঞ্জার।।
সবার কাছে আমার একটা রিকুয়েষ্ট থাকবে,,, ছেলেমেয়েকে মানবিক হওয়ার শিক্ষা দিন।।প্লিজ!!
((( সৌজন্যেঃআউলিয়াবাজার,,, এ এম পি উচ্চ বিদ্যালয়))