News Bangla Tv

News Bangla Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Bangla Tv, Media/News Company, Brahmanbaria.

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিতজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজ...
26/03/2024

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। মঙ্গলবার (২৬ মার্চ) রমজানের ১৫তম দিনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কনফারেন্স কক্ষে। নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন সাংবাদিক ফোরামের সদস্যদের উদ্যোগে এই আয়োজন করা হয়। কোরআন তিলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়। আয়োজিত ইফতার মাহফিলের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার, অগ্নীবিনা হলের প্রভোস্ট জনাব কল্যাণাংশু নাহা, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক ও পিএস টু ভিসি এস এম হাফিজুর রহমান এবং সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার পাশাপাশি যাতে নিজের একাডেমিক পড়াশোনা ঠিক থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। নিজের অবস্থানে টপার হতে হবে। বিভিন্ন ব্যস্ততায় ক্লান্ত থাকার পরও সাংবাদিক ফোরামের ইফতার আয়োজনে অংশগ্রহণ করতে পেরেছি, সাংবাদিক ফোরামের সদস্যদের জন্য শুভ কামনা। এছাড়াও বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক উপস্থাপনার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, ইফতার আয়োজন আমাদের মুসলিমদের জন্য ধর্মীয় ও সামাজিক রীতি ও ঐতিহ্য। রমজান মাস সবার জন্য বরকতময়। এই মাস সবার জন্য মঙ্গলময় হোক। আমরা সফলভাবে আয়োজন সম্পন্ন করতে পেরেছি। আমাদের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর স্যারকে ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। আমাদের এমন প্রোগ্রাম ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে আশা করছি।

"রাস্তার পাশে ফুটন্ত পুষ্পের হাসি, গ্রামের যুবক জসিম উদ্দীন ফুলচাষী""মোরা একটি ফুলকে বাঁচাব যু্দ্ধ"যেখানে ছিল আবর্জনা স্...
26/03/2024

"রাস্তার পাশে ফুটন্ত পুষ্পের হাসি, গ্রামের যুবক জসিম উদ্দীন ফুলচাষী"

"মোরা একটি ফুলকে বাঁচাব যু্দ্ধ"
যেখানে ছিল আবর্জনা স্তুপ, সেখানে গড়ে তুলেছে শখের ফুলের বাগান,
দেশটা একটি ফুল, এই যুদ্ধ যেন ফুলকে বাঁচাতে, জীবিকা তাগিদে সকাল থেকে জীবনযুদ্ধ, দিনশেষে সকল ক্লান্তি ভুলে মগ্ন হয় ফুলচাষে, কথা বলছি
চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ের কানাইমাদারী গ্রামের মোঃ জসিম উদ্দীনের, পেশায় অটো চালক হলেও স্বপ্ন তার অত্যন্ত মহৎ, গ্রামের মসজিদ, মাদ্রাসা, কিংবা বিদ্যালয় সম্মুখ নয়ত রাস্তাঘাট যেখানে খালি জায়গা পাই সেখানেই তিনি ফুলের বাগানের উদ্যোগ নেন, ফুলের বাগানের ফলে একদিকে গ্রামের সৌন্দর্য বর্ধন হয়েছে অন্যদিকে রাস্তার পাশের ময়লা-আবর্জনা অপসারণ হয়েছে, প্রভাতের সর্য উদয় হলে ,ফুলের ঘ্রাণে আপনাকে বিমোহিত করে নিবে;
পল্লি কবির ভাষায়,
"তুমি যাবে ভাই – যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়; তুমি যাবে ভাই--"
এক থেকে দেড় বছর আগেও যেখানে ছিল পরিত্যক্ত ময়লারডিপো সেখানে তার হাতের ছোঁয়ায় হয়েছে পুষ্পরেণু,
তার কাছে জানতে চাইলে সে বলেন,
"পরিষ্কার পরিচ্ছন্ন যেমন ঈমানে অঙ্গ তেমনি দেশ প্রেমও তার অংশ; তাই আমি দেশকে ভালবেসে তা করি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আর সেখানে যদি ফুলের বাগান করি তাহলে এলাকার সুন্দর্য বৃদ্ধি পাবে তাই আমি আমার উপার্জন থেকে অর্ধেক টাকা রেখে দিয়ে সমাজ ও দেশের খেদমত জন্য রাখি"
গ্রাম থেকে ইউনিয় পর্যায়েক্রমে উপজেলা ফুল বাগানের পাশাপাশি ফল-ফলাদি বৃক্ষরোপণ, রাস্তা মেরামত কার্যক্রম তিনি হাতে নিয়েছেন,
সহধর্মী, ২ মেয়ে ও ১ ছেলে'র সংসারে তিনি গাড়ি চালানোর পাশাপাশি ছোট্ট একটি ব্যবসার করে যে উপার্জন করে তার অর্ধেক দিয়ে পরিবারের চাহিদা মেটানোয় চেষ্টা করেন, বাকিটা দেশ ও সমাজের কল্যাণে ব্যয় করেন।
তার এই মহৎ কাজের জন্য বিভিন্ন সামাজিক সংগঠন তাকে পুরুষ্কৃত করেন।

চন্দনাইশে ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিতভাষাসৈনিক আবুল কালাম আজাদ এ...
26/03/2024

চন্দনাইশে ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগারের উদ্যোগে ২৬ মার্চ (মঙ্গলবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ,আলোচনা সভা পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল। ভাষাসৈনিক আবুল কালাম আজাদের পুত্র ও এডুকেশন সোসাইটি গ্রন্হাগারের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ছড়াকার শাহজাহান আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ শিশু সাহিত্যিক,বিশিষ্ট কবি ও গীতিকার জনাব শফী সুমন।গ্রন্হাগার সংগঠক জুবায়ের আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিসেস কবিতা নাথ ,তরুণ লেখক কবি ও গীতিকার সাফাত বিন ছানাউল্লাহ,চন্দনাইশ বই বিনিময় উৎসব উদযাপন পরিষদ সংগঠক ওয়াহিদুল আলম রাকিব। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজুল কোরআন ফাউন্ডেশনের শিক্ষার্থী আবদুল্লাহ আল হাসনাত । দেশাত্মবোধক গান পরিবেশন করে গাছবাড়িয়া
মমতাজ বেগম স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী
মুশফিকা জাহান মুসকান।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে তাসকিয়া তাহসিনা নুসরা , প্রীতম নাথ ও আতিকা তাবাচ্ছুম নাজিফা।
প্রধান অতিথি প্রবীণ কবি ও গীতিকার শফী সুমন বলেন
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ইত্যাদির পাশাপাশি মুক্তিযুদ্ধভিত্তিক বই পাঠের ব্যবস্হা করতে হবে। বিশেষ অতিথি শিক্ষক কবিতা নাথ বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি ও গ্রন্হাগারের উদ্যোগে জাতীয় দিবসগুলো পালন উপলক্ষ্যে শিক্ষার্থীদের
জন্য এসব প্রতিযোগিতার আয়োজন সত্যি প্রশংসনীয়।
সভাপতির বক্তব্যে কবি ছড়াকার শাহজাহান আজাদ
বলেন শিশু কিশোরদের মুক্তিযুদ্ধের ইতিহাস বেশি বেশি করে জানতে হলে গ্রন্হাগারমুখী হতে হবে। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

কমলগঞ্জের জেলে সমরা মুন্ডার পেট থেকে জ্যান্ত কুঁচিয়া উদ্ধার:সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে এক ব্যক্...
26/03/2024

কমলগঞ্জের জেলে সমরা মুন্ডার পেট থেকে জ্যান্ত কুঁচিয়া উদ্ধার
:

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে এক ব্যক্তির পেট থেকে এই জ্যান্ত ইল (কুঁচিয়া) মাছ বের করা হয়। ছবি : এনটিভি
মাছ ধরতে গেলে সমরা মুণ্ডা নামে এক ব্যক্তির পেটে ঢুকে যায় প্রায় ২৫ ইঞ্চির একটি ইল (কুঁচিয়া) মাছ। পরে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে প্রায় দেড় ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে জীবিত উদ্ধার করা হয় মাছটি।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে শংকামুক্ত আছেন ওই ব্যক্তি। গতকাল সোমবার (২৫ মার্চ) রাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচার করে ওই ব্যক্তির পেট থেকে জ্যান্ত ইল (কুঁচিয়া) মাছ বের করা হয়।

মাছ ধরতে গেলে পায়ু পথ দিয়ে কুঁচি মাছটি ওই ব্যক্তির পেটে ঢুকে যায় বলে জানা গেছে। পরে তীব্র পেট ব্যথা হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ওসমানী মেডিকেল হাসপাতাল সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাসিন্দা সমরা মুণ্ডা (৫৫) একজন কার্ডধারী জেলে। তিনি বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে স্থানীয়দের কাছে বিক্রি করেন। গত ২৩ মার্চ তিনি স্থানীয় হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ কোমর সমান কাদায় আটকে যান। তখন তাঁর দুই হাতে থাকা দুটি কুঁচিয়া মাছের একটি পানিতে পড়ে যায় এবং আরেকটি কাদায় পড়ে। তখন তিনি অনুভব করেন তাঁর পায়ু পথে কী যেন ডুকছে। তবে সেটিকে গুরুত্ব দেননি তিনি। পরে তিনি সেখান থেকে বাড়িতে আসার পর পেটে প্রচুর ব্যথা অনুভব করেন। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে জ্যান্ত কুঁচিয়া মাছ বের করেন হাসপাতালের চিকিৎসকরা।

ওসমানী মেডিকেল হাসপাতালের সার্জারি ইউনিট ২-এর প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচারে অংশ নেন ইউনিট ২-এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর।

চিকিৎসকরা জানান, গত ২৪ মার্চ ওই রোগী তীব্র পেট ব্যথা নিয়ে হাসপাতালে আসেন। লোকটি মাছ ধরতে পানিতে নামলে পায়ুপথ দিয়ে জ্যান্ত একটি কুঁচিয়া মাছ পেটে ঢুকে যায়। রোগীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গতকাল রাত সাড়ে ১০টায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। পরে পেট থেকে প্রায় ২৫ ইঞ্চি লম্বা কুঁচিয়া মাছ বের করতে সক্ষম হন তাঁরা।

সার্জারি ইউনিট ২-এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম বলেন, জটিল একটি অপারেশন সবার সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। মাছটি আক্রান্ত ব্যক্তির খাদ্যনালিকে ফুটো করে বেশ অনেকদূর এগিয়ে যায়। পেট কেটে বের করার সময়ও মাছটি জীবিত ছিল। আক্রান্ত ব্যক্তির প্রবল মৃত্যুঝুঁকি ছিল। প্রাথমিকভাবে তাঁকে আমরা রক্ষা করতে পেরেছি। তাঁর পরবর্তী জটিলতা হাসপাতালে পর্যবেক্ষণে আছে।

মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোন দিন শোধ হবে না, হবার নয়:- চট্টগ্রাম বিভাগীয় কমিশনারচট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম...
26/03/2024

মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোন দিন শোধ হবে না, হবার নয়:- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম বলেছেন, আজ থেকে তিপ্পান্ন বছর আগে মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শুধুমাত্র দেশপ্রেমের বলে মুক্তিযোদ্ধারা নিজের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে অস্ত্রে ও প্রশিক্ষণে সমৃদ্ধ পাক বাহিনীকে হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন। একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় নিজের জীবন। কিন্তু আপনারা নিজের জীবনের চেয়েও বেশি ভালবেসেছিলেন দেশকে ও জাতিকে। সুতরাং মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোন দিন শোধ হবে না, হবার নয়। তিনি মঙ্গলবার ২৬ মার্চ চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নগরীর সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা রাখেন অতিরিক্ত ডিআইজি মো: মাহফুজুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলা ইউনিট কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের খুলশীতে অবস্থিত বধ্যভূমি পাশের একটি জায়গায় সংরক্ষণ করার কথা থাকলেও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মামলার কারনে এতদিন করা সম্ভব হয়নি। সে মামলা এখন নিষ্পত্তি হয়েছে জানিয়ে আশ্বস্ত করে বলেন, খুলশীর বধ্যভূমি সংরক্ষণ এখন সময়ের দাবি। এছাড়াও তিনি চট্টগ্রামের সকল বধ্যভুমি সংরক্ষণ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগে মোট ৩৩৮ জন ও মাহানগরে ১৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

26/03/2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন।

26/03/2024

মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

26/03/2024

মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে ব্রাহ্মণবাড়িয়া বালিকা আনন্দময়ী উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেন।

26/03/2024

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়।

আধুনিক স্কুল অ্যান্ড কলেজ এ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪ তম  স্বাধীনতা দিবস পালিত হয়েছে  আধুনিক স্কুল অ্যান্ড কলেজ এ নানা...
26/03/2024

আধুনিক স্কুল অ্যান্ড কলেজ এ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪ তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে


আধুনিক স্কুল অ্যান্ড কলেজ এ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৪ তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ।
আজ ২৬ শে মার্চ।মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
বাঙালি জাতির জীবনে অনন্য সাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগ মুহূর্তে ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ, পরিচালক মহোদয়, সকল শিক্ষক- শিক্ষিকা বৃন্দ। সকল শিক্ষার্থীর অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গুইমারায় মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি ও জাতীয় দিবস উদযাপন পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতী...
26/03/2024

গুইমারায় মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি ও জাতীয় দিবস উদযাপন

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালিত হয়।

মহান স্বাধীনতা দিবসে গুইমারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তপক করেন উপজেলা প্রশাসন, গুইমারা থানা, অফিসার্স ক্লাব, মুক্তি যুদ্ধ সংসদ, উপজেলা আওয়ামী, উপজেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু মেমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, গুইমারা লেডিস ক্লাবের সভানেত্রী প্রিয়াংকা সরকার, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনসহ অনেকে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠক, সাংবাদিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় অতিথিরা বক্তব্য বলেন, আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। প্রতি বছরের মতো এবারও সরকারি-বেসরকারি উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে জাঁকজমকপূর্ণভাবে। ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।

কুবিতে যথাযথ মর্যাদায় ৫৩ তম স্বাধীনতা দিবস উদযাপন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস ...
26/03/2024

কুবিতে যথাযথ মর্যাদায় ৫৩ তম স্বাধীনতা দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মঙ্গলবার সকাল ১০ টায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে বঙ্গবন্ধু ভাষ্কর্যের পাদদেশ থেকে স্বাধীনতা দিবসের র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবাররের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়৷ এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা পরিষদ, বিভিন্ন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মো: আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, " বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা মুক্তিযোদ্ধাদের প্রতি, কালরাতের হত্যাকাণ্ডের সকল শহিদের প্রতি, বীরঙ্গনাসহ মুক্তিযুদ্ধের সকল শহিদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলবদর, আল-শামস যখন একটি গোষ্ঠী হিসেবে মাথাচাড়া দিয়ে ওঠে তারা স্বাধীনতার ঘোষক নিয়ে বিভ্রান্তি তৈরি করে। "

তিনি আরও বলেন, " শুধু মুখে স্বাধীনতার কথা বললে হবে না। স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করতে হবে। স্বাধীনতা মানে অন্যের অধিকার ভুলণ্ঠিত করা নয়। অন্যের অধিকারকেও আমাদের সম্মান দেখাতে হবে। ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে অপকর্ম করা থেকে বিরত থাকতে হবে।"

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, " বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধু প্রথম সংগ্রাম ছিল মুক্তির সংগ্রাম। কিন্তু বঙ্গবন্ধু যে মুক্তির ডাক দিয়েছেন বাঙালি এখনো মুক্তি পায়নি। বঙ্গবন্ধু তনয়া সে লক্ষ্যে কাজ করছে। "

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, " মার্চ মাস বাংলাদেশের গুরুত্বপূর্ণ মাস। বঙ্গবন্ধু ৭ মার্চ থেকে স্বাধীনতাকে ধারণ করেছেন। ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তানি বাহিনী যে পরিমাণ ক্ষতি করেছে রাজাকার, আল-বদর ও আল-শামস তার চেয়ে বেশি ক্ষতি করেছে।"

স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, " জাতীয় প্রোগ্রাম করার জন্য যারা শ্রম ও সহযোগিতা করছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে সে লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাবে।বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবসময় ভালোর পক্ষে থাকবেন এবং মন্দকে রহিত করবেন। "

তাছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং হল গুলোতে রঙিন আলোকসজ্জা করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন ও হল গুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ ঘটিকা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান প্রচার করা হয়। প্রতিবছরের মত এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

রূপগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগশিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও অনিয়ম করে নারায়ণগঞ্জ জেলার রূপ...
26/03/2024

রূপগঞ্জে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও অনিয়ম করে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার ও সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের যোগসাজশে একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লঙ্ঘন করে একটি পকেট কমিটি গঠনের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন কমিটির অন্যান্য প্রার্থী, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ নিয়ে ওই এলাকাবাসী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এদিকে পকেট কমিটি গঠনের প্রক্রিয়া বাতিল করে পুনরায় তফছিল ঘোষনার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও জনপ্রতিনিধিরা। এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে ও পুনরায় তফছিল ঘোষনার দাবিতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ২৫ মার্চ লিখিত অভিযোগ করেছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আরিফুল হক সাগর।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মার্চে নোটিশ না দিয়েই পুটিনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কমিটি গঠনের জন্য দুপুর ১ টার সময় ফরম বিক্রি শুরু করে এবং দুপুর ২ টায় শেষ হয়েছে বলে জানান প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফার । যেখানে ১.০০ টায় ফরম বিক্রয় শুরু করেন, এখানে আগে বিনা নোটিশে ও অভিবাবকদের না জানিয়ে। এও খবর পাওয়া যায়, প্রধান শিক্ষক অত্র স্কুলের দপ্তরী সায়েম কে দিয়ে মনঘরামত জায়গায় নোটিশ লাগিয়ে মোবাইলে ছবি তুলে নোটিশ উঠিয়ে নিয়ে যায়,যা ঐ দিন বিকেলে খুজ করলে একটিও চোখে মিলে না। সাবেক সভাপতির নিজস্ব সিলেক্টেড সদস্য ব্যতিত অন্য কাউকে ফরম দেওয়া হয়নি। সাবেক সভাপতি হিসেবে কারও কাছে ফরম বিক্রি করা বেআইনি হলেও প্রধান শিক্ষককে উপস্থিত রেখে স্কুল চলাকালীন সময়ে ২০/২৫ টি মটর সাইকেলসহ ৪০/৫০জন কর্মীদের নিয়ে পাহাড় রেখে ফরম বিক্রি করেন সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
এ ঘটনা শোনার পর প্রধান শিক্ষকের নিকট ফরম কিনতে গেলে প্রধান শিক্ষক বলেন ফরম কিনতে সাবেক সভাপতির অনুমতি লাগবে এবং যার ফরম সে নিজে উপস্থিত হয়ে কিনতে হবে। ৩ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মাহমুদ আলীর নামে ফরম কিনতে গেলে সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম ফরম কিনতে বাঁধাগ্রস্থ করে এবং হুমকি দেয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর চাইলে মোবাইল নম্বর নাই বলে জানান সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।
পরবর্তীতে প্রার্থীরা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করলে শিক্ষা অফিসার মো: ইসমাইল জানান, যে কেউ ফরম কিনতে পারবে এবং জমা দেওয়ার সময় প্রার্থীকে উপস্থিত থেকে ফরম জমা দিতে হবে।
এরই মধ্যে শিক্ষা অফিসার মো: ইসমাইল অনৈতিক ভাবে সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের বনানীর নিজস্ব কার্যালয়ে নিয়ম বর্হিভূত এবং প্রত্যেক প্রার্থীকে সরকারি ফি ৫ হাজার টাকার জায়গায় ১৫ হাজার টাকা গ্রহণ করে প্রার্থীতা বাছাই করেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন বলেন, যে বাচ্চারা স্কুলে পড়ালেখা করেনা তারা কোনো সদস্য হতে পারবে না এবং ফরমও কিনতে পারবে না। ফরম উন্মুক্ত ভাবে বিক্রয় করা হয়েছে। সকল কিছু যাচাই-বাছাই করেই প্রার্থী বাছাই করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সকল নিয়ম মেনেই সকল ব্যক্তিকে স্বতন্ত্রভাবে তার কাগজপত্র জমা দেওয়ার অধিকার আছে। যদি কেউ এ অধিকার ক্ষুন্ন করে তাহলে অবশ্যই সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে আবাসন ব্যবসায়ী প্রতারণা মামলায় আটকআবাসন ব্যবসার নামে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহ...
26/03/2024

রাজশাহীতে আবাসন ব্যবসায়ী প্রতারণা মামলায় আটক

আবাসন ব্যবসার নামে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজশাহীর গ্রীণ প্লাজা রিয়েল এ্যাস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান উপশহর এলাকার আ: রকিবের ছেলে।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে রাজশাহী মহানগর বোয়ালিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবির বলেন, মোস্তাফিজের বিরুদ্ধে অনেকগুলো প্রতারণা অভিযোগ রয়েছে। এরমধ্যে একটি ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করার পরে তাকে গ্রেফতার করা হয়।

এ মামলায় অন্য আরো দুজন আসামী হলেন, রাজশাহী মহানগরীর চন্দ্রীমা থানার হাজরাপুকুর নিউ কলোনীর এলাকার মৃত মুন্টু'র ছেলে শাহরিয়ার সুজন (৪০), দড়িখরবোনা এলাকার মৃত হাসুর ছেলে নাঈম (৩২)।

সোমবার রাতে মোস্তাফিজের বিরুদ্ধে বারো লাখ টাকা প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন এজাজুল হক নামে এক ব্যক্তি। এজাজুল জেলার গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিক চড়ের মৃত আব্দুল লতিফের ছেলে। এজাজুল হক অভিযোগ করেন তার নিকট একটি ফ্ল্যাট বিক্রি করে ১২ লাখ টাকা নেন মোস্তাফিজ। কিন্তু তিনি ওই ফ্লাটটি না দিয়ে উল্টো এজাজুলকে ভয়ভীতি দেখিয়ে সমস্ত কাগজপত্র জোর করে কেড়ে নেওয়া হয়।মামলা সুত্রে জানা যায়, গ্রীণ প্লাজা রিয়েল এ্যাস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর
গ্রীণ প্যালেস” নামীয় ৭ম তলা বিশিষ্ট
ভবনের (২য় ফ্লোর ৩য় তলার) নং-C-2 ফ্ল্যাট ১৭২০ বর্গফুট ফ্ল্যাট ক্রয় করার মর্মে চুক্তিবদ্ধ হয় ক্রেতা এজাজুল হক।। চুক্তি অনুযায়ী মোট মূল্য ৫৫ লাখের মধ্যে ১২ লাখ টাকা প্রদান করেন।
পরবর্তীতে ক্রেতা এজাজুল অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়াতে চলে যায়। উন্নত চিকিৎসা শেষে ফিরে এসে ক্রেতা দেখেন তাঁর অনুপস্থিতিতে চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করিয়া উক্ত ফ্ল্যাটটি অন্যত্র বিক্রয় করে দিয়েছেন মোস্তাফিজুর রহমান।
পরে বাদী গত ইং ২০/০২/২০২৪ তারিখ দুপুর অনুমান ০২.৩০ ঘটিকায় অলকার মোড় গ্রীণ প্লাজা রিয়েল এস্টেট কোম্পানীর “চেম্বার অব কমার্স” এর ৬ষ্ঠ তলা ১নং বিবাদীর অফিসে যান। বিবাদীর নিকট চুক্তিকৃত ফ্ল্যাট বুঝিয়ে চাইলে উক্ত ফ্ল্যাটসহ প্রদানকৃত নগদ অর্থ ফেরত দিবে না মর্মে সাফ জানিয়ে দেন। এরপর ১নং আসামীর অফিসে কর্মরত ২নং ও ৩নং বিবাদীদ্বয় সহ ০১নং বিবাদী তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করে তাহার অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।

যশোর  মহান স্বাধীনতা দিবস পালিত।  স্বাধীনতা ওজাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ যশোরের পুস্পস্তবক অর...
26/03/2024

যশোর মহান স্বাধীনতা দিবস পালিত।

স্বাধীনতা ওজাতীয় দিবস-২০২৪ উপলক্ষে বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশ যশোরের পুস্পস্তবক অর্পণ।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৪ উপলক্ষে বাঙালী জাতির বীর শহীদদের স্মরণে যশোর সদর থানাধীন মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধে যশোর পুলিশের আত্মদানকারী শহীদ পুলিশ সদস্যদের জন্য জেলা পুলিশ লাইন্স এবং কোতয়ালী মডেল থানায় নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ।

যথাযোগ্য মর্যাদায় মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিতমাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি)...
26/03/2024

যথাযোগ্য মর্যাদায় মাভাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস পালিত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মহান স্বাধীনতা দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলামকে নিয়ে ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয়’ ৭১ ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়’ ৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল এবং ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।
সকল কর্মসূচিতে উক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

৫৫ একরের ক্যাম্পাসে সম্প্রীতির ইফতার     বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে ৫৫ একরের ক্যাম্পাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব...
25/03/2024

৫৫ একরের ক্যাম্পাসে সম্প্রীতির ইফতার


বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে ৫৫ একরের ক্যাম্পাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই স্বল্প পরিসরের মধ্যে প্রায় ১০,০০০ হাজার শিক্ষার্থী ও ৩৫০ জন শিক্ষক এবং ৪০০ এর অধিক কর্মকর্তা ও কর্মচারীর পদচারণা এই ক্যাম্পাসে। আয়তনে ছোট হলেও নিত্যদিনে সৃষ্টি হয় নতুন নতুন সব স্মৃতির গল্প এই ক্যাম্পাসে।

ক্যাম্পাস ছোট হওয়ায় পরিচিত মুখগুলোর সাথে সাক্ষাৎ ঘটে নিয়মিত। আর প্রাণচঞ্চল থাকে প্রিয় ক্যাম্পাস। এরই মাঝে এসেছে রহমতের মাস মাহে রমাদান। রমজানের সবথেকে গুরুত্বপূর্ণ দুইটি ধাপ হলো সাহরি ও ইফতার। তবে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ইফতার নিয়ে বেশি আগ্রহ দেখান। রমজানে প্রতিদিন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ইফতার প্রস্তুতি শুরু হয়ে যায়। ছোট বড় ইফতারের আসরে মুখরিত হয়ে উঠে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থান।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, সেন্ট্রাল মাঠ, হেলিপ্যাড মাঠ, প্রশাসনিক ভবনের প্রাঙ্গণ ছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জমে উঠে ইফতার উৎসব। তন্মধ্যে সবথেকে বেশি প্রাণোচ্ছল উপস্থিতি লক্ষ্য করা সেন্ট্রাল মাঠে। সবমিলিয়ে এ যেন ভ্রাতৃত্বের অনন্য এক বন্ধন।

ক্যাম্পাসে সিনিয়র-জুনিয়র সবার সম্মিলিত অংশগ্রহণে সৌহার্দ্য সম্প্রীতির মেলবন্ধনে প্রাণচঞ্চল হয়ে উঠে ইফতার আয়োজন। রোজা শুধু মুসলমান ধর্মের ইবাদত হলেও তাদের সঙ্গে যোগ দিয়ে থাকেন অন্য ধর্মাবলম্বী বন্ধুরাও।

বিকাল গড়িয়ে ইফতারের সময় যতো কাছাকাছি আসে ধীরে ধীরে ততোই জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এরপর বন্ধুরা মিলে বাহারী পদের খাবার নিয়ে সাজাই ইফতারের আসর। এখানে সবার উদ্দেশ্য থাকে বন্ধুদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ইফতার করা। তাই এখানে ইফতারের আয়োজনে কি থাকছে সেটা একেবারেই গৌণ বিষয়।

ইফতারের সময় হলেই ক্যাম্পাসে ছোট ছোট দল তাদের ইফতার সাজাতে ব্যস্ত হয়ে পড়ে৷ ইফতার সাজানোর পাশাপাশি চলে আড্ডা-গল্প, হাসি ঠাট্টা। সচরাচর তাদের ইফতারির মধ্যে থাকে মুড়ি, আলুর চপ, পেঁয়াজু, ডিমের চপ, বেগুনি, জিলাপি,খেজুর, জুস, শরবত, নানা রকমের মৌসুমি ফলফলাদি।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী তাদের বন্ধু, সিনিয়র বা জুনিয়রদের কে নিয়ে আয়োজন করে ইফতারির। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকেও আয়োজন করা হয় ইফতারের। শিক্ষার্থীদের ছোট বড় অসংখ্য ইফতারের আয়োজনে মুখর হয়ে ওঠে বিকালের বশেমুরবিপ্রবি ক্যাম্পাস। এ যেন এক আত্মিক মিলনমেলা।

ক্যাম্পাসে ইফতারের অনুভূতি জানিয়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইকরামুল ইসলাম বলেন, "বন্ধুরা সবাই একসাথে ইফতার করার জন্য পরিবার থেকে দূরে থাকার যে কষ্ট তা কিছুটা হলেও কম হচ্ছে। মাঝে মাঝে মনে এ যেন আমার আরেকটি পরিবার।"

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী ইনশিরা ইশতাক বলেন, " রমজানের মর্যাদা বজায় রাখতে সকলের মাঝে সম্প্রীতি প্রয়োজন। সব শ্রেণি-ধর্ম-বর্ণ-জাত বিভেদ ভুলে গিয়ে পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি মেলবন্ধনের মধ্য দিয়ে ইফতারে প্রাণবন্ত হয়ে ওঠে প্রাণের বশেমুরবিপ্রবি ক্যাম্পাস। সাম্প্রদায়িক শক্তির মুখে একমুঠো ছাই ফেলে দিয়ে দৃষ্টান্ত স্থাপিত হয় ক্যাম্পাসের বিভিন্ন প্রাঙ্গণে। চোখ বুলিয়ে যাওয়ার মতো অনাবিল দৃশ্য ভুলবার নয়। এভাবেই জমকালো ইফতারের মাধ্যমেই বন্ধুত্বের বন্ধন হোক অটুট, সেই প্রত্যাশা।"

গণিত বিভাগের শিক্ষার্থী ফরহাদ জানান, "বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী পরিবার ছাড়া গোপালগঞ্জে থাকে। ক্যাম্পাস খোলা থাকায় পরিবারের সঙ্গে একত্রে ইফতার করাটাও হচ্ছে না। এ জন্য আমরা যারা বন্ধু-বান্ধব আছি, তারা সব সময় একসঙ্গে আমাদের পরিবারের মতো ক্যাম্পাসে ইফতার করার চেষ্টা করি।"

কৃষি বিভাগের নবীন শিক্ষার্থী রাহাদ বলেন, "ইফতারের সময়ে ক্যাম্পাসে উপস্থিত হয়ে পরিবেশ দেখে বিমোহিত হয়ে গেলাম। সবাই দলে দলে ইফতার নিয়ে বসে আছে। এ সৌন্দর্য অন্য রকম। আমরাও ব্যস্ত হয়ে পড়লাম ইফতার তৈরি করা নিয়ে। ইফতার পরিবেশন ও শরবত বানানোর সময় বারবার মনে হচ্ছিল যেন নিজের পরিবারের সঙ্গেই আছি। বাড়ির বাইরে রোজা ও ইফতারের এই প্রথম অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয়ে এসে ইফতারের এই সুন্দর আয়োজন সত্যি মনোমুগ্ধকর ও আনন্দের। পরিবারের সঙ্গে ইফতার খুব মিস করছি, তবে বন্ধুদের সঙ্গে ইফতারও খুব উপভোগ করছি। বিশ্ববিদ্যালয় জীবন শেষে বন্ধুরা মিলে ইফতার করার এই মুহূর্তটা খুব মিস করব।"

সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সৌম্য দীপ্ত বলেন, "ভিন্ন ধর্মাবলম্বী হওয়ার পরও সহপাঠী এবং সিনিয়র ভাই-বোনদের থেকে ইফতারের দাওয়াত পেয়ে খুব ভালো লাগে। একসঙ্গে বসে ইফতার করার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে ওঠে।"

আদিবাসী শিক্ষার্থী মংখেয় চিং মারমা বলেন, "রমজান মাসে বিশ্ববিদ্যালয় খোলা থাকায় ক্যাম্পাসে সময় কাটছে। অন্য ধর্মের হওয়া সত্ত্বেও সহপাঠী, সিনিয়র বড় ভাই-বোনদের থেকে প্রতিদিনই ইফতারের দাওয়াত পাই। এ যেন ভ্রাতৃত্বের এক বন্ধন। অসাম্প্রদায়িকতার এক দৃষ্টান্তমূলক প্রতিফলন। এবারের রমজানে অনেক ইফতারের দাওয়াত পেয়েছি।"

প্রতিদিনই ক্যাম্পাসে কোনো না কোনো ইফতার আয়োজন লেগেই থাকে। বিভাগের সিনিয়র- জুনিয়র, ব্যাচমেট, জেলা ছাত্র কল্যাণ ছাড়াও অনেক মাধ্যমে ইফতার আয়োজন করা হয়ে থাকে। এভাবে পুরো রমজান মাসই একের পর এক সংগঠনের ইফতার আয়োজন চলতেই থাকে। এতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ইফতারের সময় ক্যাম্পাসে ইফতারের মাধ্যমে যেন নিজের পরিবারের অভাবটা পূরণ হয়। বশেমুরবিপ্রবির ইফতার আয়োজনের সবথেকে বড় সৌন্দর্য হলো অসাম্প্রদায়িকতা। অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং সাম্প্রদায়িক শক্তি ও ধর্মীয় গোঁড়ামীর বিনাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই ইফতার আয়োজন।

সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্যবর্ধনের কাজের শুভ উদ্বোধন জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুর এর...
25/03/2024

সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুরের সৌন্দর্যবর্ধনের কাজের শুভ উদ্বোধন

জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজ পুকুর এর সৌন্দর্য বর্ধনের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে কলেজ পুকুর পাড়ে এ কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। সৌন্দর্য বর্ধনে পুকুরের চারপাশে প্যালাসাইডিং, সিসি ব্লক,দুটি ঘাট,পাঁচটি আরসিসি ছাতা,আটটি বসার বেঞ্চ, চারপাশে চলাচলের জন্য ওয়াকওয়ে সহ দৃষ্টি নন্দন লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। ৩ কোটি ৪ লাখ টাকা ব্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠান শাহ এম কে জে বি কাজটি সম্পন্ন করেন৷ এসময় জামালপুর পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সদস্য বিএম রাজন।।

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি সহ এক চোরাকারবারী আটক  নওগাঁয় ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ মহাসিন মল্লিক ...
25/03/2024

নওগাঁয় কষ্টিপাথরের মূর্তি সহ এক চোরাকারবারী আটক


নওগাঁয় ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তিসহ মহাসিন মল্লিক (৪০) নামে এক চোর কারবারিকে আটক করেছে বিজিবি।২৪ মার্চ,রবিবার রাতে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গতকাল দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মহাসিন মল্লিক রানীনগর উপজেলার সৌলিয়া গ্রামের সোলাইমান মল্লিকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে একটি টাস্কফোর্স দল ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোর কারবারি মহাসিন মল্লিক পালানোর চেষ্টা করলে টহল দলের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে আট কেজি ২০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল,দুইটি মোবাইল, নগদ ১৩৫১০ টাকা জব্দ করা হয়।
পরে আটক মহাসিন মল্লিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ুো

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কাপাসিয়ায়  আলোচনা সভা৭১' এর ভয়াল ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প...
25/03/2024

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কাপাসিয়ায় আলোচনা সভা

৭১' এর ভয়াল ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেভার্চুয়ালে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদউজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লা, পুলিশ পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা প্রমুখ।এ-সময় বক্তারা একাত্তরের ২৫ মার্চ ভয়াল কালো রাতের বর্ণনা করে বলেন,পশ্চিমা শাসক গোষ্ঠী নিরিহ বাঙালির উপর অতর্কিত হামলা চালিয়ে নির্বিচারে নির্যাতন করে। তারা মেতে ওঠে বাঙালি নিধন যজ্ঞে। সেই সাথে একাত্তরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা বিশদ বিবরণ করেন।অন্যান্যর মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক,বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড ও শিক্ষক নেতা আশরাফুউজ্জামানসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষক সমিতিপেনশনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন...
25/03/2024

পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি

পেনশনের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ, এস, এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাসুদার রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়, গত ১৩ মার্চ, ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত একটি প্রজ্ঞাপন (এস.আর.ও. নং-৪৭-আইন/২০২৪, তারিখ। ২৬ ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ /১০ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টিগোচর হয়েছে এবং এ বিষয়ে মাভাবিপ্রবি শিক্ষক সমিতি গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছে।
যেখানে বলা হয়েছে "সকল স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং উহাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানসমূহের চাকরিতে যে সকল কর্মকর্তা বা কর্মচারী, তাহারা যে নামেই অভিহিত হউন না কেন, ১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ ও তৎপরবর্তী সময়ে নতুন যোগদান করিবেন, তাহাদের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করিল"। হঠাৎ করে, এ ধরনের বৈষম্যমূলক প্রজ্ঞাপন জারির পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অমর্যাদাকর। বিশ্ববিদ্যালয় বাষ্ট্রের সর্বোচ্চ বিদ্যাপীঠ। আর এই বিদ্যাপীঠসমূহে যাঁরা শিক্ষকতা পেশায় আছেন, তাঁরা দেশ-জাতি-সভ্যতাগঠন এবং জাতির মেধা বিকাশের অনন্য রূপকার। এ শিক্ষক সমাজ স্ব-মহিমায় বিশুদ্ধ জ্ঞান, মানবিক আর নৈতিক শিক্ষায় সুশিক্ষিত এবং দীক্ষিত করে গড়ে তোলেন দেশের যোগ্য নাগরিক। অথচ তাঁদেরকে এই ধরনের বৈষম্যমূলক পেনশনের আওতায় নিয়ে আসা সংক্রান্ত এই পরিকল্পনা ও প্রজ্ঞাপন শিক্ষকদের মাঝে চরম হতাশা ও অসন্তুষ্টি সৃষ্টি করেছে। সর্বজনীন নাম দেওয়া পেনশন স্কিম সর্বজনীন না করে বরং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য এরূপ বিশেষ বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু করার তীব্র বিরোধিতা করছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।এ ব্যাপারে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতিঅধ্যাপক ড. এ, এস, এম সাইফুল্লাহ বলেন, প্রজাতন্ত্রের অন্য সকল কর্মচারীদের প্রচলিত পেনশন সুবিধার আওতায় রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা একটি মর্যাদাহানিকর, দুরভিসন্ধিমূলক হঠকারী সিদ্ধান্ত। একটি মহল সবসময় শিক্ষাব্যবস্থার উন্নয়নে যেমন অন্তরায় হয়ে দাঁড়ায় তেমনি শিক্ষকদের বিরুদ্ধে তাদের অবস্থান। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রচলিত পেনশন সুবিধা বহাল এবং সাথে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের জোর দাবী জানাচ্ছি।শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাসুদার রাহমান বলেন, এ ধরনের বৈষম্যমুলক নীতি মেধাবীদের শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত করবে। মেধাবীরা শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নিলে, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত দেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ বাধাগ্রস্ত হবে।

Address

Brahmanbaria

Telephone

+8801783822920

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Bangla Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bangla Tv:

Videos

Share