Adiba Sultana

Adiba Sultana অসম্পূর্ণ জ্ঞান অজ্ঞতার চেয়ে ও বেশি বিপদজনক হয়ে থাকে।
(4)

◼️ Eid Collection ◼️Botex Cotton Febrics◼️Snap Button ◼️ Price: 1090৳  Size Available S -38  M-40  L-42   XL-44 XXL- 46
09/06/2024

◼️ Eid Collection

◼️Botex Cotton Febrics

◼️Snap Button

◼️ Price: 1090৳

Size Available

S -38 M-40 L-42 XL-44 XXL- 46

প্রিমিয়াম পাঞ্জাবি  কম্বো ফেব্রিজ কটন কাপড় সেম টু সেম থাকবে পাঞ্জাবি সাইজ  M/L/XL admin price 980 tk
09/06/2024

প্রিমিয়াম পাঞ্জাবি কম্বো
ফেব্রিজ কটন কাপড়
সেম টু সেম থাকবে
পাঞ্জাবি সাইজ M/L/XL
admin price 980 tk

15/08/2023

- অধিক মায়া অশান্তির কারণ..!🌸🙂

কাউকে ভিতর থেকে ভেঙ্গে টুকরো টুকরো করে  দেওয়ার জন্য কারো মিথ্যে অভিনয়ই যথেষ্ট।
04/05/2023

কাউকে ভিতর থেকে ভেঙ্গে টুকরো টুকরো করে দেওয়ার জন্য কারো মিথ্যে অভিনয়ই যথেষ্ট।

27/04/2023

কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না।

যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর্ট 🎨 করার😊
10/04/2023

যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর্ট 🎨 করার😊

সারা-দিন তোহ শুইয়া'ই থাকস একটু পইরা দেখ কেমন লাগে 🥱🥱
07/04/2023

সারা-দিন তোহ শুইয়া'ই থাকস একটু পইরা দেখ কেমন লাগে 🥱🥱

06/04/2023

ছেলেরা যেসব বড় ভাইদের ভয় পায়, মেয়েরা ওইসব বড় ভাইদের মেসেজ ইগনোর করে।।🙂

06/04/2023

অসৎ লোকেরা কাউকে সৎ বলে মনে করে না, সকল কেই সে তার নিজের মতো অসৎ ভাবে।।

06/04/2023

বুদ্ধিমান এবং সত্যবাদী ব্যাক্তি ছাড়া জীবনে আর কারো সঙ্গ কামনা করো না।

🙂
05/04/2023

🙂

05/04/2023

"রোজার মাধ্যমে মানুষের আচার - আচরণ ও চরিত্র সুন্দর হয়।"

30/03/2023

“নিজেকে কখনও ছোট করে দেখো না,
তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে।
আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়।
আর স্বপ্ন ছাড়া মানুষ কখনও বেঁচে থাকতে পারে না”।

মানুষ যতটা আয়োজন নিয়ে কাউকে ভালোবাসে ,ততটা আগ্রহ নিয়ে শেষ অবধি আগলে রাখে না!
23/03/2023

মানুষ যতটা আয়োজন নিয়ে কাউকে ভালোবাসে ,
ততটা আগ্রহ নিয়ে শেষ অবধি আগলে রাখে না!

জীবন চলার পথে যত জনের সাথে পরিচয় হয়েছে শুরুতে সবাই একটা কথায় বলতো - " সবাই কিন্তু এক নাহ" But Trust Me... সবাই একি নৌ...
21/03/2023

জীবন চলার পথে যত জনের সাথে পরিচয় হয়েছে শুরুতে সবাই একটা কথায় বলতো - " সবাই কিন্তু এক নাহ" But Trust Me... সবাই একি নৌকার মাঝি..!🙂🥀

"কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন।"
17/03/2023

"কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন।"

আফসোসমানুষ বেলাশেষে এসে দেখে, এই জীবনের লক্ষ্য ছিলো একটি সুন্দর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া।সব হলো, শুধু এই আসল কাজটাই...
17/03/2023

আফসোস

মানুষ বেলাশেষে এসে দেখে, এই জীবনের লক্ষ্য ছিলো
একটি সুন্দর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া।

সব হলো, শুধু এই আসল কাজটাই হলো না! হয়!

11/03/2023

রাত তিন টায় উঠবেন। উত্তম রূপে অযু করবেন, সুন্দর একটা জামা পড়বেন, চুলটা আঁচড়ে নিবেন, একটু সুগন্ধি ব্যবহার করতে পারেন। এই সাজ শুধুমাত্র মহান আল্লাহর জন্য।

এরপর জায়নামাজ বিছিয়ে চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, মনের সব কথা ওনাকে বলবেন। সবাই ঘুমাচ্ছে, শুধু আপনি আর আল্লাহ সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত।

বিশ্বাস করুন, সত্যিকারের ভালোবাসা কি আপনি তখন অনুভব করতে পারবেন।

07/03/2023

আজকে রাতের সবার দোয়া গুলো কবুল হোক🤲🥰

06/03/2023

সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে।

যেমন, আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগতো।
আর এখন মাথা ভরে তেল দিয়ে লেপ্টে চুল খোপা করে রাখতে বেশ ভালো লাগে।

আগে দুনিয়ার আগডুম বাগডুম কাপড় পড়ার নেশা ছিল। এখন শুধুই সুতার কাপড়ে শান্তি!

আগে বিকাল বেলার ঘুম কি জিনিস জানতামই না। অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই। পারলে ঘুম থেকে উঠে আরেকটু ঘুমাই!

আগে যখন এমন ঝুম বৃষ্টি হতো, ছুতো খুঁজতাম, কিভাবে বের হওয়া যায়! কোমর সমান পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশায় কলেজ যেতাম!
এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে পড়া!!

আসলে, যে বয়সে যেটা মনে চায় সেটা সে বয়সেই করে ফেলা উচিত।
এরপর বয়সও বদলে যায়, সেই সাথে ইচ্ছেরাও!🖤

04/03/2023

সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায়, অন্যজন গভীরভাবে জড়িয়ে যায়।🖤

04/03/2023

আমি তো ছিলাম তার গল্পের পাতায় বেশ,
কে জানত সে পাতা উল্টালে আমার গল্প শে'ষ!🙃

সবাই চিরকাল সাথে থাকে না। নিজেকে নিয়ে বাঁচতে শিখুন।🖤
04/03/2023

সবাই চিরকাল সাথে থাকে না। নিজেকে নিয়ে বাঁচতে শিখুন।🖤

03/03/2023

সবকিছু চাইলেও ধরে রাখা যায় না।
যেমন বেঁধে রাখা যায় না সময় কিংবা
ছেড়ে যেতে চাওয়া প্রিয়জন।

কেউ জিজ্ঞেস কোরোনা"তোমার চোখে মেঘ কেন?"আমি কী করে বোঝাব তোমাদের!আমার প্রিয় নদীটা ভাল নেই।আমার ব্যথাগুলোআরও ব্যথা নিয়ে,...
03/03/2023

কেউ জিজ্ঞেস কোরোনা
"তোমার চোখে মেঘ কেন?"
আমি কী করে বোঝাব তোমাদের!
আমার প্রিয় নদীটা ভাল নেই।

আমার ব্যথাগুলো
আরও ব্যথা নিয়ে,
মেঘ হয়ে ছেপে গেছে চোখে।
আমি ভাল নেই।

#ল্যাম্পপোস্ট

03/03/2023

আমরা মাঝে মাঝে এমন কিছু পর্যায়ে
পড়ে যাই ; যে পর্যায়ে না তো চিৎ'কার
করে কাঁ'দা যায়, না মন খুলে হাসা যায়।

না তো নিজের সব কষ্ট আর য'ন্ত্রণা
গুলোকে বুকের ভেতর দ'মিয়ে রাখা যায়,
না কাউকে নি'র্দ্বিধায় বলা যায়।

আর এই পর্যায় গুলোতে নিজেকে পৃথিবীর
সব থেকে অসহায় প্রাণী গুলোর
একজন মনে হয়...! মনে হয় যেন
চারিদিকে সব কিছু আছে শুধু
নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও...।

~ মিমি

01/03/2023

একটি রুমের ভেতরে চারটি মোমবাতি জ্বলছিলো। মোমবাতি গুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো।

প্রথম মোমবাতি টি বললো, 'আমি শান্তি। কেউ আমাকে জ্বালিয়ে রাখতে
পারে না বেশিক্ষণ। আমি হুট করে নিভে যাই।'
তার কিছুক্ষণ পর সেটি হুট করে নিভে গেলো।

দ্বিতীয় মোমবাতি টি বললো, 'আমি বিশ্বাস। শান্তি যেহেতু নেই, তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছিনা। আমি এখন নিভে যাবো'। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতি টি নিভে গেলো।

তৃতীয় মোমবাতি এবার মুখ খুললো, আমি
ভালবাসা। "শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমারো বেশিক্ষণ টিকতে পারবো না। মানুষেরা আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষ গুলোকে পর্যন্ত ভুলে যায়।" কথা শেষ করে তৃতীয় মোমবাতি টিও নিভে গেলো।

কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি শিশু প্রবেশ করলো, তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতি দেখে শিশুটি প্রশ্ন ছুড়ে দিলো, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিৎ ছিলো। দেখো চারপাশটা কেমন অন্ধকার, আমারতো ভয় করছে। তারপর শিশুটি ভয় পেয়ে তাকিয়ে কাঁদতে শুরু করলো।

এবার চার নম্বর মোমবাতি টি মুখ খুলল। 'ভয় পেয়ো না। আমি যতক্ষণ জ্বলছি, তুমি চাইলেই আমাকে দিয়ে আবার বাকি মোমবাতি গুলোকে জ্বালাতে পারো। আমার নাম আশা। '

শিশুটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে বাকি মোমবাতি গুলোকে আবারো জ্বালালো। সমস্ত রুম টা আবারো উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠলো।
গল্পটি রূপক। হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিৎ নয়। কারন আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালবাসাও অন্ধকারে হারিয়ে যাবে।

(সংগ্রহীত এবং পরিমার্জিত)

Address

Brahmanbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adiba Sultana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Brahmanbaria media companies

Show All