Samiul's Dairy

Samiul's Dairy জীবন যেখানে যেমন Govt.Azizul Hoque College,Bogra

15/06/2024
11/06/2024

লাঠি খেলা
বাংলার সংস্কৃতির এক বিলুপ্ত প্রায় অধ্যায়।
স্থান: রামপুর ভাটহালি গ্রাম

10/06/2024

গ্রামবাংলার ঐতিহ্য
হারাতে বসেছে যেসব। অথচ একসময় এই খেলা গুলোই ছিল বিনোদনের উৎস, আর মানুষ মেতে উঠত উৎসবে।

09/06/2024

গ্রাম বাংলার ঐতিহ্য
লাঠিখেলা

09/06/2024

গ্রাম বাংলার ঐতিহ্য...
লাঠিখেলা

আপনি যখন অযোগ্যকে নেতা বানাবেন, সে প্রথমেই যোগ্যতমদের ছাঁটাই করবে।
24/05/2024

আপনি যখন অযোগ্যকে নেতা বানাবেন, সে প্রথমেই যোগ্যতমদের ছাঁটাই করবে।

19/05/2024

আসেন ভগ্নাংশ শিখি ✌️

#

06/05/2024

''সব কিছু আমার হবে'' - এমন মানসিকতা কখনো সুখী হতে পারে না।
চাহিদা পুরনে সুখ নাই,
সুখ চাহিদা কমানোর মধ্য।।
সব চাওয়ার যখন অনেক টায় পাওয়া হয় না, অসুখ টা তখন ই বাধে।
প্রকৃত সুখ সেখানেই,
যেখানে ছোট ছোট প্রত্যাশা যখন পুরন হয়।

20/03/2024

🍂
মানুষ সত্যিই বদলায়
আমি দেখেছি মানুষ কিভাবে বদলায়,
আমাকে দেখেই আমি বুঝেছি মানুষ আসলেই বদলায়।
দেখেছি, একটা সহজ জীবন আমার কিভাবে বদলে গেল,
কিভাবে শব্দ থেকে কবিতা হলো,
গল্প থেকে হলো অসমাপ্ত উপন্যাস

হৃদয়ের ব্যাটিং তান্ডবে ২৮৬ তে পৌছাল বাংলাদেশ।। Tawhid Hridoy
15/03/2024

হৃদয়ের ব্যাটিং তান্ডবে ২৮৬ তে পৌছাল বাংলাদেশ।।
Tawhid Hridoy

14/03/2024

গ্রাম বাংলা সোনার বাংলা।
যেখানে প্রকৃত বাংলাদেশ কে খুজে পাবেন।






10/03/2024

🍂
ইফতারে ২/১টি খেজুর খাওয়াকে যারা খুব কঠিন করে দিলো। যারা রমদানেও মানুষকে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করল।

ইফতারের পূর্ব মুহূর্তে (দোয়া কবুলের সময়) তাদের জন্য অটোমেটিক দোয়া চলে আসবে!

10/03/2024

আগামীকাল সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, চাঁদপুরে ১ম রমজান।

আর বাংলাদেশে পরশু 🙂❤️

আখ কান্ড 🍂
26/02/2024

আখ কান্ড 🍂

15/02/2024

🍁
সভ্যতার মাঝে সম্পর্কের মানে,
আরো ভালো বাঁচার
যে কোনো মতে সর্বনাশী বিলাসী জীবন।

14/02/2024

অল্পের জন্য প্রাণে বাচল রিক্সাওয়ালা
বগুড়ায় ট্রেনঅ দুর্ঘটনা।
ট্রেনের সাথে অটোরিকশা।

🍂এভাবেই চলছে আজ বহুদিনএভানেই চলবে আরো অনেকদিন।রাতের স্বপ্নে চোখের তারায় আটকে থাকে রৌদ্রহৃদয়ের দেওয়ালে রক্তাক্ত মানচিত্র,...
05/02/2024

🍂
এভাবেই চলছে আজ বহুদিন
এভানেই চলবে আরো অনেকদিন।
রাতের স্বপ্নে চোখের তারায় আটকে থাকে রৌদ্র
হৃদয়ের দেওয়ালে রক্তাক্ত মানচিত্র,শব্দহীন আমি
জীবনটা বদলে যায়, শূন্য ভবিষ্যতে অন্য কোথায়
আজ জীবন বাঁচে স্বপ্নের আদলে,
একটা জীবন বেঁচে থাকা দায়।

খুব কম মানুষ ই আছে, যারা শুধু মানুষ কে ভালোবাসে। আদতে সবাই ভালোবাসে মানুষের অবস্থা, মান মর্যাদা, প্রতিপত্তি, ইত্যাদিকে।আ...
25/01/2024

খুব কম মানুষ ই আছে,
যারা শুধু মানুষ কে ভালোবাসে।
আদতে সবাই ভালোবাসে মানুষের অবস্থা, মান মর্যাদা, প্রতিপত্তি, ইত্যাদিকে।
আপনার নামের আগে পাশে উপাধি যুক্ত করতে পারলেই আপনি ভালোবাসা পাত্র।

জন্মেছিলাম যে বিশ্বাসে, মরণ ও আসুক সে বিশ্বাসেই।
24/01/2024

জন্মেছিলাম যে বিশ্বাসে,
মরণ ও আসুক সে বিশ্বাসেই।

এবারের বিপিএলসাতজন বীরশ্রেষ্ঠ’র সামনে বিপিএলের সাত দলের অধিনায়করা ❤️
19/01/2024

এবারের বিপিএল

সাতজন বীরশ্রেষ্ঠ’র সামনে বিপিএলের সাত দলের অধিনায়করা ❤️

সত্য❤️
17/01/2024

সত্য❤️

11/01/2024

ভালোবাসা
আকাশে বিদ্যুৎ চমকানোর মত
যখন দেখা দেয় চারিদিকে আলোকিত করে কিন্তু ক্ষনিকের জন্য।
সে আলোয় না যায় পথ চেনা
না যায় ভালো করে কারো মুখ চেনা ।
কিন্তু যার উপরে এই আলো পড়ে,
পুড়ে ছাই হয়ে যায় নিমিষেই।
সেই আলোর মতই তার জীবনের আলো ও নিভে যায় দপ করে।
১১.০১.২০২৪

10/01/2024

বেতন যখন জনগনের টাকায়....

১ টাকায় 🫡
03/01/2024

১ টাকায় 🫡

আমরা সবাই তাকে একজন  অভিনেতা হিসেবে চিনা।কিন্তু তার পেশা জীবন অন্য রকম।বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট থাকাকালীন ছোটপর...
30/12/2023

আমরা সবাই তাকে একজন অভিনেতা হিসেবে চিনা।
কিন্তু তার পেশা জীবন অন্য রকম।
বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট থাকাকালীন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ।

সময়: আশির দশক

উল্লেখ্য যে,১৯৮২ সালে হাসান মাসুদ ইন্টার পাশের পর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। সেখানে বিএমএ পাশের পর বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত হন।এরপর ১৯৯২ সালে ক্যাপ্টেন থাকা অবস্থায় অবসর নেন এবং সাংবাদিকতায় যোগ দেন। পরবর্তীতে ২০০৪ সালে মোস্তফা সারোয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন।
(সংগৃহীত)

শুভ জন্মদিন, স্যার! ✅💯🌺নিজে লাল পুরাইন্যা বাটন ফোন ব্যবহার করবেন... সেটা সবাইকে দেখিয়ে সগর্বে ছবি তুলবেন... শত শত মানুষে...
25/12/2023

শুভ জন্মদিন, স্যার! ✅💯🌺
নিজে লাল পুরাইন্যা বাটন ফোন ব্যবহার করবেন... সেটা সবাইকে দেখিয়ে সগর্বে ছবি তুলবেন... শত শত মানুষের সামনে মঞ্চে বক্তৃতায় এই লাল বাটন ফোন উঁচু করে ধরে বলবেন, "এই ফোনেই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ফোন দেন, কথা বলেন, অসুবিধা হয় না, স্মার্টফোন লাগে না".... কিন্তু ছোট ছোট কোমলমতি শিশুদের হাতে গুগল, ইউটিউব, ফেসবুক তুলে দেয়া, গেমস তুলে দেয়া, পর্নগ্রাফি তুলে দেয়া, ষড় রিপু তুলে দেয়া কারিকুলামের বিরুদ্ধে বলা দূরের কথা, সেটা দায়িত্ব নিয়ে প্রমোট করবেন স্মার্টফোন ব্যবহার সিলেবাসের পাঠ - একথা বলে....
আমাদের জাতীয় দুর্ভাগ্য যে, এমন দ্বৈতচরিত্র সম্ভবত রাজনৈতিক নেতার বাইরে বাংলার ইতিহাসে আর হয়নি!!!

(সংগৃহীত : Dr M Arif Murshed Khan - an open book)

24/12/2023

রক্ত চোষার দল চুষে যাচ্ছে সব তবে রক্ত নয় এসবুজ বাংলা কে।
যে বাংলায় একদিন মানুষের স্বর্গরাজ্য ছিল,
তা আজ পরিনত নরকে।
এ রাজ্যে আর মানুষ থাকেনা,
থাকে শকুনিরা।

Bangladesh Tour of New ZealandBangladesh 🆚 New Zealand | 3rd ODIBangladesh won by 9 wickets 👏 🇧🇩  |   |
23/12/2023

Bangladesh Tour of New Zealand
Bangladesh 🆚 New Zealand | 3rd ODI

Bangladesh won by 9 wickets 👏 🇧🇩

| |

Address

Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Samiul's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bogura

Show All

You may also like