বার্তা বাহক PK

বার্তা বাহক PK কোনো কিছুতেই হতাশ হবেন না
ধৈর্য ধরুন আর ভরসা রাখুন
রব আপনার জন্য ভালো কিছু রেখেছেন বরাদ্দে।
L.H.PK

10/08/2024

ষড়যন্ত্র ফাঁস।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে।

শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন।

যে রিপোর্ট এখনো মিডিয়া প্রকাশ করেনি তা নিম্নরূপ:

সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে 'আমি নাই, মা নাই' বলে বলে হটাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ।

সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো, তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে।

আজকে একটা ক্যু এর প্ল্যান করেছিল জয় এবং আরাফাত। কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল ক্যু রুখে দেয় ছাত্ররা।

জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাঈদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে উনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে।

সাথে সাথে এই ক্যু এর সাথে জড়িত সেনাবাহিনীর ২৫ কর্মকর্তা, চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হটাৎ ৫৭ বিচারপতিকে জরুরী মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন।

কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল ৯ টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনী শৃংখলা রক্ষার আবরণে সেখানে ছিলো। পদত্যাগ পত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে।

এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে।

Musaddiq Ali Ibne Mohamm

সকলের প্রতি সতর্কতা জারী করা হচ্ছে।
05/08/2024

সকলের প্রতি সতর্কতা জারী করা হচ্ছে।

Highlightএতদিন যা হয়েছে ঠিক ছিলোকিন্তু এখন আপনারা যা করতেছেনতার একটিও ঠিক নয়গণভবনের মালামাল এইভাবে বিলিন করাটা মোটেও ঠিক...
05/08/2024

Highlight
এতদিন যা হয়েছে ঠিক ছিলো
কিন্তু এখন আপনারা যা করতেছেন
তার একটিও ঠিক নয়
গণভবনের মালামাল এইভাবে বিলিন করাটা মোটেও ঠিক কাজ হচ্ছেনা বলে আমি মনে করি।
ভাবুন তো-
ওই সম্পদ কি কোনো সরকারের নিজস্ব সম্পদ?
উত্তর হলো না
দায়িত্ব প্রাপ্ত যে-ই হবে
সেই হবে ওগুলোর তখনকার মালিক।
দায়িত্ব নেি তো ওগুলোর মালিকও সে নেই
এগুলো সব আপনার আমার রক্তের ঘাম ঝড়ানো টাকায় কেনা সম্পদ।
সুতরাং এগুলো নষ্ট করাতে ক্ষতি হবে রাজস্বভাবে
আর এই ক্ষতিপুরোন কিন্তু আপনাকে আমাকেই দিতে হবে।
সেটা কিভাবে দিবেন এখন হয়তো ভাবছেন না
এখন হয়তো খুঁশিতে বা রাগের কারনে ক্ষতিগুলো করছেন
তবে দায়ভার কিন্তু আপনার আমার উপরেই।
আবার যে-ই সরকার গঠন হবে
গণভবনে আবারো এসব সম্পদের দরকার কিন্তু পরবেই।
তখন এগুলো কি সরকার নিজের টাকায় কিনবে?
এগুলো তো রাজস্ব সম্পদ
সুতরাং যা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে
সবগুলোই আবারো গড়তে হবে
আবারো নতুন বাজেট নতুন করে খরচা।
এগুলো করে কি সরকারের কোনো ক্ষতি হচ্ছে?
উত্তর হলো না।
ক্ষতি হচ্ছে আপনার আমার আমাদের সবার।
দয়াকরে এসব বন্ধ করুন আপনারা।
প্রশাসনিক ভাবে রাজস্ব সম্পদগুলো ক্ষতির হাত থেকে বাঁচাতে
যতদ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক।
L.H.PK

আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে প্রায় ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে বলা যায়। বিশ্বের সব জায়গায় ১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্ট...
27/05/2024

আমাদের পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে প্রায় ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে বলা যায়। বিশ্বের সব জায়গায় ১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার রাত হলেও এই দেশগুলোতে রাত হয়না বললেই চলে। সেই দেশগুলো সম্পর্কে কিছু তথ্য দেয়া হল:

১. নরওয়ে:- 😘
এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ৭৬ দিন সূর্য অস্ত যায় না। তাই আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে বলা হয় নিশিত সূর্যের দেশ। নরওয়ের স্যালবার্ডে ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত দিন-রাত সূর্যের আলো থাকে।

২. নুনাভুত, কানাডা:- 😘
আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে, কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত নুনাভুত। এখানে প্রায় দুই মাস ধরে ২৪ ঘণ্টাই সূর্যের আলো থাকে। অন্যদিকে শীতকালে এই জায়গাটি টানা ৩০ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে।

৩. আইসল্যান্ড:- 😘
গ্রীষ্মের সময় আইসল্যান্ডে রাত হয়, আবার জুন মাসে সূর্য কখনোই অস্ত যায় না।

৪. ব্যারো, আলাস্কা:- 😘
মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন আবার এখানে সূর্য ওঠে না। এটি পোলার নাইট নামে পরিচিত। গোটা শীতকাল সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে।

৫. সুইডেন:- 😘
মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝরাতে সূর্য অস্ত যায় এবং প্রায় ৪ টের সময়ে উদয় হয়। এখানে এক টানা ৬ মাস সূর্য অস্ত যায় না। অর্থাৎ এখানে দিন-রাত দিনের আলো থাকে।

এছাড়াও অ্যান্টার্কটিকা, ফিনল্যান্ড, রাশিয়ায় বছরের কিছু সময় ২৪ ঘণ্টা দিনের আলো থাকে। 😘 💕
Copy post By L.H.PK

06/05/2024

মোটরসাইকেল চালকদের জন্য সতর্কবার্তা
আজ ০৬/০৫/২০২৪ তারিখ
সারিয়াকান্দীতে মোটরসাইকেল অভিযান চলতেছে।
অভিযানে:- সারিয়াকান্দী উপজেলা থানা কর্মকর্তা।

আপনারা সকলেই আমন্ত্রিত
03/05/2024

আপনারা সকলেই আমন্ত্রিত

বেশ্যা একটি গালি,দেখেন মিলে কি না??"অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো ...
17/04/2024

বেশ্যা একটি গালি,
দেখেন মিলে কি না??

"অবৈধভাবে জ্ঞাত
আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত এরাই হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট বেশ্যা।"

কিন্তু বেশ্যা চরিত্রটা কি খুব খারাপ ?

✍️অর্থের বিনিময়ে যে নারী দেহ বেচে সে বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে ফাইলে সই করে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে চাকুরিতে নিয়োগ দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে আসামীকে জামিন দেয় সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে দলের পদ বেচে সেও বেশ্যা।
✍️অর্থের বিনিময়ে যে নমিনেশন বেচে সেও বেশ্যা।

😥তবে যার বেচার মত অবশিষ্ট আর কিছু থাকেনা
সেই নারী শুধু দেহ বেচে।
👉কার কাছে বেচে তার নাম কি???

কবি লিখেছেন:----------
😇বেশ্যা"😇
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

সাধুর নগরে বেশ্যা মরেছে
পাপের হয়েছে শেষ,
বেশ্যার লাশ হবে না দাফন
এইটা সাধুর দেশ।
জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোস?
দাফন কাফন হবে না এখন
সবে করে ফোস ফোস।
বেশ্যা তো ছিল খাস মাল, তোদের রাতের রানী,
দিনের বেলায় ভুরু কোচ কাও?
মরিলে দেওনা পানি!
সাধু সুনামের ভেক ধরিয়া দেখালি দারুন খেলা,
মুখোশ তোদের খুলবে অচিরে
আসবে তোদের বেলা।
রাতের আধারে বেশ্যার ঘর স্বর্গ তোদের কাছে,
দিনের আলোতে চিননা তাহারে?
তাকাও নাকো লাজে!
চিনি চিনি ভাই সব সাধু রেই হরেক রকম সাজ,
সুযোগ পেলেই দরবেশী ছেরে দেখাও উদ্দাম নাচ!
নারী আমাদের মায়ের জাতি বেশ্যা বানালো কে?
ভদ্র সমাজে সতীর ছেলেরা খদ্দের সেজেছে?
গরীবের বৌ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি,
সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি।
স্বামী যখন মরলো ভাবির দুধের শিশু কোলে,
ভদ্র দেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে,
দিনের মত দিন চলে যায়,
হয় না তাতে দোষ
মরা লাশের সুযোগ পেয়ে মোল্লার রোষ।
মোল্লা সাহেব নায়েবে রাসুল ফতোয়া ঝারিশা কয়,
পতিতা নারীর জানাজা কবর এই এলাকায় নয়।
শুধাই আমি ওরে মোল্লা জানাযায় যত দোষ,
বেশ্যার দান নিয়াছো ঝোলিয়ে তুমি বেটা নির্দোষ?
বেশ্যার তবু আছে পাপ বোধ নিজেকে সে ভাবে দোষী,
তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছেয় খোদার খাসি।
আল্লাহর ঘর মসজিদে ও আছে বেশ্যার দান -কলেমা পড়েছে সে ওতো তবে নামেতে মোসলমান!
বেশ্যা নারী ব্যবসায় নারী পুরুষরা পুরুষরা সব সৎ?
জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ!
আর কতকাল থাকবি অমন মুখোশ ধারীর দল,
আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল।

শিক্ষায় ১৩৭ টা দেশের মধ্যে ১২৪ তমফুটবলে ২০৪ টা দেশের মধ্যে ১৯২ তমবিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ২য়দুর্নীতিতে ২০৪ ট...
15/04/2024

শিক্ষায় ১৩৭ টা দেশের মধ্যে ১২৪ তম
ফুটবলে ২০৪ টা দেশের মধ্যে ১৯২ তম
বিশ্বের অবাসযোগ্য শহরের মধ্যে ঢাকা ২য়
দুর্নীতিতে ২০৪ টি দেশের মধ্যে বাংলাদেশ ৭ম
স্বাস্থ্যসেবায় ১৬৭ টা দেশের মধ্যে ১০৬ তম
সুখী দেশের তালিকায় ১৩৭ দেশের মধ্যে ১১৮ তম
আর বোকাচন্দ্ররা এসেছে আল্পনা এঁকে রেকর্ড গড়তে!
দেশ গোল্লায় যাক, তোরা চেতনা আর সংস্কৃতি চর্চা কর!
আমরা রেকর্ড চাইনা, দেশের উন্নতি চাই। আমি চাই আমার দেশ জিরো দুর্নীতিতে রেকর্ড করুক, অর্থনীতিতে ১ নম্বর হোক, সামরিক ক্ষেত্রে ১ নম্বর হোক! রেকর্ড পরিমাণ পেপারস পাবলিশ হোক আমার দেশ থেকে, রেকর্ড পরিমাণ পেটেণ্ট থাকুক আমাদের! আমি এমন একটা দেশের স্বপ্ন দেখি।
আর আগামী ২০০-৫০০ বছর পরে আমাদের উত্তরসূরীরা যাতে বলতে পারে “Excellence is our culture” এমন এক সমৃদ্ধ কালচার চাই!

লিখেছেন: Mahmudul Hasan Walid
Collected :- L.H.PK

কেউ চিটিং করবা না
12/04/2024

কেউ চিটিং করবা না

হয় মিটার ভাড়া মওকুফ করুননয়তো আমাদের জমির ভাড়া দিন। নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরের ওয়ালে লাগিয়ে যদি ভাড়া দিতে হয়, তাহলে...
12/04/2024

হয় মিটার ভাড়া মওকুফ করুন
নয়তো আমাদের জমির ভাড়া দিন।
নগদ টাকায় মিটার কিনে নিজের ঘরের ওয়ালে লাগিয়ে যদি ভাড়া দিতে হয়, তাহলে আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি ফ্রি থাকবে কেন?
গ্রাহক নিজের টাকায় বিদ্যুতের মিটার ক্রয় করার পরও যদি প্রতি মাসে মাসে মিটার ভাড়া দিতে হয়!

তাহলে বিদ্যুৎ সংস্থা আমাদের জমিতে বিদ্যুতের খুঁটি পুতে লাইন টানিয়ে ফসলি জমি গুলো নষ্ট করে কোটি কোটি টাকার ব্যবসা করার পরও আমাদের জমির ভাড়া দিবে না এটা হতে পারে না।আপনাদের মতা মত চাই।
সরকারের জুলুম চলবে না মানবো না।

খোলা চ্যালেঞ্জ দেওবন্দী ব্রেলভী-সুন্নীদের: বিষয় :সহীহ্ হাদীসের আলোকেউমার রাযি. কতো রাকআত তারাবীহের আদেশ দিয়েছিলেন?দাবী ...
16/03/2024

খোলা চ্যালেঞ্জ দেওবন্দী ব্রেলভী-সুন্নীদের:

বিষয় :
সহীহ্ হাদীসের আলোকে
উমার রাযি. কতো রাকআত তারাবীহের আদেশ দিয়েছিলেন?

দাবী :
আহলে হাদীসদের দাবী ৮ রাকাআত
হানাফীদের দাবী ২০ রাকাআত

আহবান করা হচ্ছে :
১. মাওলানা তামহীদুল মাওলা
২. মুফতী লুতফুর রহমান ফারাইযী
৩. মুফতী শফী কাসেমী
৪. মুফতী রেজাউল করীম আবরার
৫. মুফতী আরীফ বিন হাবিব
৬. মুফতী শামসুজ্জোহা আশরাফী

৭. মুফতী আলাউদ্দীন জিহাদী
৮. মাওলানা শহিদুল্লাহ বাহাদুর
৯. মাওলানা ওসমান গনী সালেহী
১০. মুফতী এনাইতুল্লাহ আব্বাসি
১১. মুফতী মুতালেব হুসাইন সালেহী
১২. মাওলানা আইনুন হুদা

এই ১২ জনের মধ্যে যেকোন একজন বিতর্কে আগ্রহী হলেই হবে। যদি আগ্রহী থাকেন তাহলে নিজ
ফেসবুক পেজে পোষ্টের মাধ্যমে অথবা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেবেন। আজ থেকে ৪ দিন তথা ২০ মার্চ ২০২৪ তারিখের মধ্যে প্রতিক্রিয়া জানাবেন। তারপর বিতর্কের তারিখ নির্ধারণ করা হবে উভয়ের সম্মতিতে। ইনশাআল্লাহ।

ফায়দা :
যদি এদের ১২ জনের মধ্যে কেউ একজন বিতর্কে ২০ রাকাআত প্রমাণ করতে পারে। তাহলে জীবনে কখনো তারাবীহ ৮ রাকাআত বলবো না। এবং ২০ রাকাআত এর উপরে আমল করার প্রতিজ্ঞাবদ্ধ হবো। ইনশাআল্লাহ।

___________________
ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন
তারিখ : ১৬ মার্চ ২০২৪
সময় : ০৪:০০ শনিবার (ভারত)

16/01/2024

ভালোবাসার মানুষ যদি থাকে পাশেতাহলে নাকি গাছ তলাতেও ঘর বাধা যায়।কিন্তু সেটা আসলে কেমন ভালবাসাএটাই আজে বুঝলাম নাতেমন কাওকে...
05/01/2024

ভালোবাসার মানুষ যদি থাকে পাশে
তাহলে নাকি গাছ তলাতেও ঘর বাধা যায়।
কিন্তু সেটা আসলে কেমন ভালবাসা
এটাই আজে বুঝলাম না
তেমন কাওকেই খুজে পাইলাম না।
L.H.PK

চারজনের পারিবারিক বাইসাইকেল (১৯৩৯)। পরিবারের কর্তার নাম চার্লস স্টেইনলফ। তিনিই এর উদ্ভাবক। সাইকেলের সাথে স্ত্রীর জন্য এক...
21/12/2023

চারজনের পারিবারিক বাইসাইকেল (১৯৩৯)। পরিবারের কর্তার নাম চার্লস স্টেইনলফ। তিনিই এর উদ্ভাবক। সাইকেলের সাথে স্ত্রীর জন্য একটি সেলাই মেশিনও যুক্ত করে দিয়েছেন তিনি। একেবারে উপরে বসে আছেন চার্লস, বামে তার ছেলে ফ্রেড, ডানে মেয়ে রুথ, নিচে আছেন চার্লসের স্ত্রী।

আব্বুর সাথে জামেয়া ছালাফিয়া থেকে বের হচ্ছি। সিএনজিতে খিলক্ষেত পর‍্যন্ত যাওয়া হবে। মাঝে আমার জন্য এক ডাক্তারখানায় থামা হল...
19/12/2023


আব্বুর সাথে জামেয়া ছালাফিয়া থেকে বের হচ্ছি। সিএনজিতে খিলক্ষেত পর‍্যন্ত যাওয়া হবে। মাঝে আমার জন্য এক ডাক্তারখানায় থামা হল। হিন্দু ডাক্তার চিকিৎসা শেষে পিছনে বসা আব্বুকে শায়খ বিন ইউসুফ বলে সন্দেহ করলেন। চেয়ার থেকে উঠে অভিবাদন জানালেন। এক কাপ চা খাওয়ানোর জন্য খুব জোর করলেন। সেখান থেকে ব্যাংকে। আল আরাফা ব্যাংকে জামেয়ার কিছু কাজ ছিল। ব্যাংকের আধাঘণ্টার অল্প সময়ে বেশ কয়েকজন মানুষ আব্বুকে চিনতে পেরে বিভিন্ন দিক থেকে এসে ছালাম দিলেন, জড়িয়ে ধরলেন, তাদের আবেগ প্রকাশ করলেন। ব্যাংক থেকে বের হওয়া অবস্থায় একজন সন্দেহ প্রকাশ করলেন উনি কি আব্দুর রাযযাক বিন ইউসুফ? সন্দেহ বাস্তবে রুপ নিলে আবেগের সাথে ছালাম দিলেন, বক্তব্য শুনেন বলে জানালেন।

এতক্ষন যে ব্যক্তিকে এত সম্মান জানানো হচ্ছে তার পরণে সাধারণ সাদা কালারের একটি পাঞ্জাবি ও লুংগি এবং মাথায় উসকো খুসকো চুল। সবচেয়ে আশ্চর্য হলাম, ব্যাংক থেকে বের হয়ে আব্বু হেটে যাচ্ছেন। কতদুর যাচ্ছেন জানিনা। ভাবলাম রিকশা নিবেন। কিন্তু কিছুই নিলেন না। আমি হলে রিকশা নিতাম। মেইনরোডে উঠার পর আরো আশ্চর্য হলাম। ঢাকার ভাংগা-চুরা মুড়ির টিন বাসগুলোতে ভিড়ের সাথে উঠে গেলেন। অগত্যা আমিও উঠলাম। আর দশটা মানুষের সাথে আব্বুও দাড়িয়ে আছেন ছাদের রেলিং ধরে। আমিও দাড়িয়ে থাকলাম। কিছুক্ষনের মধ্যেই পাশ থেকে একজন ছালাম দিয়ে সন্দেহ প্রকাশ করলেন আপনি কি আব্দুর রাযয়াক বিন ইউসুফ? এইদিকে আব্বু গরমে ঘেমে নেয়ে চুপচুপে অবস্থা। উত্তরা আজমপুরে নামবেন বলে ভুল করে অনেক দুরে নেমে যান। নামার পর ভাবলাম এখনো যখন অনেকদূর যেতে হবে আব্বু হয়তো রিকশা নিবেন। না। তিনি হাটা শুরু করলেন। অগত্যা আমিও হাটতে লাগলাম। রাস্তার মাঝে আব্বু দুইবার থেমে জিজ্ঞেস করলেন আজমপুর আর কত দুর? প্রায় ১৫ মিনিট হেটে আজমপুর গেলাম। তখন আকাশ বৃষ্টি ঝরাচ্ছে। আব্বুকে অস্থায়ী বাস কাউন্টারগুলোর ছাউনির নীচে বসতে বললাম, আব্বু বললেন কেউ আসছে, তাই অপেক্ষা করছেন। আব্বুর অতি দ্রুতগতির হাটার সাথে তাল মিলাতে গিয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। বসার চেয়ার পেয়ে হাফ ছেড়ে আমি বসে গেলাম। আব্বু কারো অপেক্ষায় হালকা পানিতে ভিজছেন আর দাড়িয়ে আছেন। এর মধ্যেই দুই দিক থেকে দুইজন স্কুল-কলেজ পড়ুয়া তরুণ ছেলে আব্বুকে আব্দুর রাযযাক বিন ইউসুফ হিসেবে সন্দেহ করে এবং ছালাম বিনিময় করে গল্প শুরু কেরে দেয়।

আমি শুধু অবাক চোখে আব্বুর দিকে তাকিয়ে আছি।

কালেক্টেড পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তাই শেয়ার করলাম।বাংলাদেশের ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের মূলকাঠা...
19/12/2023


কালেক্টেড পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তাই শেয়ার করলাম।

বাংলাদেশের ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের মূলকাঠামোতে যে সাত জোড়া ত্রিভূজাকৃতির ফলক নিয়ে গঠিত। এই ৭ টি ফলক এর ইতিহাস আমরা অনেকেই জানি না।

বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধান অথবা গুরুত্বপূর্ন কোন ব্যাক্তি যখন আমাদের দেশে আসে তখন তারা প্রথমে এদেশের জাতীয় বীরদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যান তাদের শ্রদ্ধা জানাতে, এবং স্মৃতিস্বরুপ বিভিন্ন গাছের চারা রোপন করে যান।

আজকে এই ৭ টি ফলক এর সংক্ষিপ্ত ইতিহাস সম্পকে জানবো। আমাদের স্বাধীন বাংলাদেশ হওয়ার পেছনে এই ৭ টি ফলক বাংলাদেশের পুরো ইতিহাস।

১৯৫২ এর ভাষা আন্দোলন।
১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন।
১৯৫৬ এর শাসনতন্ত্র আন্দোলন।
১৯৬২ এর শিক্ষা আন্দোলন।
১৯৬৬ এর ছয়দফা আন্দোলন।
১৯৬৯ এর গণ অভ্যুথ্থান।
১৯৭১ এর মুক্তিযুদ্ধ।

এইসাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা বিবেচনা করে এবং মুক্তিযুদ্ধ কে সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠবিবেচনা করে রূপদান করা হয়েছে।

আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন।|

শুভ জন্মদিন বাংলাদেশ...
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩

Ludu khela haram
17/12/2023

Ludu khela haram

http://freemb.elementfx.com// #বাংলাদেশ-জাতীয়-নির্বাচন-উপলক্ষে-শেখ-হাসিনা-সবাই-কে-৫০-জিবি-MB-ফ্রি-দিচ্ছে-আমিও-পাইলাম-চাই...
30/11/2023

http://freemb.elementfx.com// #বাংলাদেশ-জাতীয়-নির্বাচন-উপলক্ষে-শেখ-হাসিনা-সবাই-কে-৫০-জিবি-MB-ফ্রি-দিচ্ছে-আমিও-পাইলাম-চাইলে-আপনিও-নিতে-পারেন

নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা সরকার সবাই কে ৫০ জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে

27/11/2023

আমি 40 নাম্বারে আপনি কোন পেশায় রয়েছেনঃ-??? 🥴✌️

১। সেনাবাহিনী
২। বিমানবাহিনী
৩। নৌবাহিনী
৪। বিজিবি
৫। পুলিশ
৬। কোস্ট গার্ড
৭। RAB
৮। আনসার
৯। প্রবাসী
১০। শিক্ষক
১১। বীমাকর্মী
১২। বেকার
১৩। কৃষক
১৪। ক্ষুদ্র উদ্যোগতা
১৫। ব্যবসায়ী
১৬। চাকরিজীবী
১৭। ইমাম
১৮। মোয়াজ্জিন
১৯। রাজনীতিবিদ
২০। চেয়ারম্যান
২১। মেম্বার
২২। হকার
২৩। ফকির
২৪। চোর
২৫। ডাকাত
২৬। মাস্তান
২৭। ছাত্র
২৮। ছাত্রী
২৯। পাইলট
৩০। মালী
৩১। কেয়ারটেকার
৩২। মালিক
৩৩। কর্মচারী
৩৪। রাজমিস্ত্রি
৩৫। কাঠমিস্ত্রি
৩৬। নাপিত
৩৭। মুচি
৩৮। ড্রাইভার
৩৯। হেলপার
৪০। আমারটাই আগে খুজতে আইছেন!so,আমি আপনার কাছে স্পেশাল মানুষ🙂 Then ( i love u) 🤭🫣😍
৪১। কন্ডাকটর
৪২। ইঞ্জিনিয়ার
৪৩। ডাক্তার
৪৪। সরকারি চাকরিজীবী
৪৫। কোম্পানি চাকরিজীবী
৪৬। ঝাড়ুদার
৪৭। কম্পিউটার অপারেটর
৪৮। মার্কেটিং অফিসার
৪৯। বিক্রয় প্রতিনিধি
৫০। প্রভাষক
৫১। প্রফেসর
৫২। অধ্যক্ষ
৫৩। প্রধান শিক্ষক
৫৪। নাট্যকার
৫৫। সাহিত্যিক
৫৬। বুদ্ধিজীবী
৫৭। নায়ক
৫৮। অভিনেতা
৫৯। ক্রিকেটার
৬০। ফুটবলার
৬১। ম্যানেজার
৬২। মৎস্যজীবী
৬৩। আইনজীবী
৬৪। কুটিরশিল্প
৬৫। ব্যাংকার
৬৬। দালাল
৬৭। কেরানি
৬৮। দলিল লিখক
৬৯। উকিল
৭০। ঘটক
৭১। নার্স
৭২। গ্রাম্য ডাক্তার
৭৩। ঔষুধ বিক্রেতা
৭৪। দোকানদার
৭৫। রং মিস্ত্রি
৭৬। ইলেকট্রিক মিস্ত্রি
৭৭। ডিজাইনার
৭৮। অনলাইন ব্যবসায়ী
৭৯। ফিল্যান্সার
৮০। কবিরাজ
৮১। নায়িকা
৮২। গায়ক
৮৩। গায়িকা
৮৪। স্বাস্থ্য কর্মী
৮৫। নৃত্য শিল্পী
৮৬। আদা বেপারী
৮৭। মাঝি
৮৮। সর্দার
৮৯। রিক্সা চালক
৯০। লজিং মাস্টার
৯১। কোচিং ব্যবসায়ী
৯২। লেখক
৯৩। সাংবাদিক
৯৪। হোটেল বয়
৯৫। বিমানবালা
৯৬। বুয়া
৯৭। দপ্তরি
৯৮। চৌকিদার
৯৯। দফাদার
১০০। বাবুর্চি
১০১। গৃহিণী
১০২। মেথর
১০৩। রাখাল
১০৪। মেশ পালক
১০৫। চিন্তাইকারী
১০৬। পকেটমার
১০৭। মাওলানা
১০৮। মৌলভী
১০৯। মুফতি
১১০। স্বর্ণকার
১১১। জেলে
১১২। কামার
১১৩। কুমার
১১৪। তাতী
১১৫। দর্জি
১১৬। কারিগর
১১৭। গড ফাদার
১১৮। ঠাকুর
১১৯। দারোয়ান
১২০। বাদাম ব্যবসায়ী
১২১। কারি
১২২। হাফেজ
১২৩। টাইলস মিস্ত্রি
@followers

27/11/2023

Address

Bogura

Telephone

+8801704300676

Alerts

Be the first to know and let us send you an email when বার্তা বাহক PK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বার্তা বাহক PK:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bogura

Show All