Bd Job 2024

Bd Job  2024 job creator

বিপিএলে সাকিব-তামিমসহ ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ
10/10/2024

বিপিএলে সাকিব-তামিমসহ ক্রিকেটারদের মূল্য তালিকা প্রকাশ

Apply link 1st comment
28/08/2024

Apply link 1st comment

08/08/2023

শত অপেক্ষার পরে আসছে নাহিদ হাসান ভাইয়ার সেই গান।

ফাইভার আপডেটঃ টপ রেটেড হওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ২০,০০০ ডলার থেকে কমিয়ে ১০,০০০ ডলার করা হয়েছে।
08/08/2023

ফাইভার আপডেটঃ
টপ রেটেড হওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট ২০,০০০ ডলার থেকে কমিয়ে ১০,০০০ ডলার করা হয়েছে।

“বছর শেষের ঝরা পাতা, বললো উড়ে এসে। একটা বছর পেরিয়ে গেল, হাওয়ার সাথে ভেসে।। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো। স্বপ্নগ...
14/04/2023

“বছর শেষের ঝরা পাতা, বললো উড়ে এসে। একটা বছর পেরিয়ে গেল, হাওয়ার সাথে ভেসে।। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো। স্বপ্নগুলো সত্যি করে, ভীষন ভালো থেকো।।” 🍁🌼 তোমাকে ও তোমার পরিবারকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।। 🌼🍁
#1430 #বাংলা

এই পৃথিবীতে ফ্রি তে কোনো কিছুই পাওয়া যায় না ..!!আমি কি কখনো ফ্রি তে টিউশনি করাবো ..?➡️ কখনোই না..!! তাহলে সেই আমি  যখন...
26/03/2023

এই পৃথিবীতে ফ্রি তে কোনো কিছুই পাওয়া যায় না ..!!
আমি কি কখনো ফ্রি তে টিউশনি করাবো ..?
➡️ কখনোই না..!!
তাহলে সেই আমি যখন কোনো কিছু শিখতে চাই তখন ফ্রি তে খুঁজি। এটায় আমাদের সমস্যা..!!
এই যুগে ৬-৭ হাজার টাকা ম্যানেজ করার মতো অ্যাবিলিটি আমাদের সবার আছে..!!
আমরা ২০-২৫ হাজার টাকা দিয়ে ফোন কিনতে পারি, কিন্তু নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য কিছু টাকা খরচ করতে পারি না..!!
ব্যর্থতা আমাদের নিজের.!! নিজের ইচ্ছা, জেদ, সাহস, ধৈর্য্য দরকার। তাহলে সব কিছুই ম্যানেজ করা সম্ভব..!!💪💪
আর সেই আমি যখন সফল হবো সবাই আমার প্রশংসা করবে..!! এইটাই বাস্তবতা!!✅





👉শুরু হতে যাচ্ছে.........💥দৈনিক মানবতারকন্ঠ ( সত্যের পক্ষে সবসময়) পত্রিকার প্রকাশনা উদ্ধোধনী অনুষ্ঠান।  💥প্রধান অতিথি: জ...
22/03/2023

👉শুরু হতে যাচ্ছে.........

💥দৈনিক
মানবতারকন্ঠ ( সত্যের পক্ষে সবসময়)
পত্রিকার প্রকাশনা উদ্ধোধনী অনুষ্ঠান।
💥প্রধান অতিথি: জনাব মো: শামসুল হক টুকু (এম.পি, মাননীয় ডেপুটি স্পীকার, বাংলাদেশ জাতীয় সংসদ।
💥বিশেষ অতিথি: জনাব ইকবাল সোবহান চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয় উপদেষ্টা, সম্পাদক ডেইলি অবজারভার চেয়ারম্যান , ডিবিসি নিউজ।

💥দৈনিক
মানবতারকন্ঠ
পত্রিকার জন্য অনেক বেশি শুভকামনা।
নিজে উপস্থিত হতে পেরে ভালো লাগা কাজ করছে 🥰😍

20/03/2023

শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে খুলনার নাজমুস সাকিব এখন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে গড়েছেন নিজের ক্যারিয়ার। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাত্র দেড় মাসের কোর্স সম্পন্ন করে তিনিও এখন সমাজের আট-দশজন মানুষের মতোই প্রতিষ্ঠিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ছিল আধুনিক বাংলাদেশের তরুণ-তরুণীরা ঘরে বসেই ফ্রীল্যান্সিংয়ের সাহায্যে আত্ম কর্মসংস্থানের সুযোগ পাবেন। মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের দিক নির্দেশনায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে।


রংপুরের পীরগঞ্জ এ ফ্রিল্যান্সিং ক্যাম্প ও স্মার্ট কর্মসংস্থান মেলায় ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে মাননীয় প্রধানমন্ত্র...
20/03/2023

রংপুরের পীরগঞ্জ এ ফ্রিল্যান্সিং ক্যাম্প ও স্মার্ট কর্মসংস্থান মেলায় ২০ জন স্মার্ট নারী উদ্যোক্তাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক এবং ১০ জন তরুণ তরুনী ফ্রিল্যান্সারদের হাতে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ প্রদান করেন মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার পীরগঞ্জ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ডঃ শিরীন শারমিন চৌধুরী এমপি।
এবং দেশের বিভিন্ন স্বনামধন্য ২২ টিরও বেশি কোম্পানিতে অনেক মেধাবী তরুণ তরুণীর চাকুরীর ব্যবস্থা করা হয় এবং যোগদান প্রত্র প্রদান করা হয়। সাথে ব্র্যাক কুমন শিক্ষাকার্যক্রম চালু করা হয়।

উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাচিত মেয়র আবু সালেহ মোঃ তাজীমুল ইসলাম শামীম ভাই। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্ভাবনাময়ী অসংখ্য তরুণ তরুণীরা।


বর্তমান প্রতিযোগীতামূলক বিশ্বে ফ্রিল্যাসিং এর  গুরুত্ব অপরিসীম। অবসর সময়ে আপনিও ফ্রিল্যাসিং করে উপার্জন করতে পারেন। বিশ্...
19/03/2023

বর্তমান প্রতিযোগীতামূলক বিশ্বে ফ্রিল্যাসিং এর গুরুত্ব অপরিসীম। অবসর সময়ে আপনিও ফ্রিল্যাসিং করে উপার্জন করতে পারেন। বিশ্বের উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নারীরা ফ্রিল্যাসিং করে বাড়তি উপার্জন করে তারা আর্থিকভাবে স্বচ্ছল হয়ে থাকে। আপনি কেন পিঁছিয়ে থাকবেন।আপনিও ফ্রিল্যাসিং শিখা শুরু করে উপার্জন করা শুরু করে দেন।🖤

ফ্রীলান্সিং করার পাশাপাশি আপনি যেকোনো আই.টি প্রতিষ্ঠানে এই স্কিলের মাধ্যমে প্রমোশন পেতে পারেন l যেকোনো স্কিলের ফলাফল অবশ্যই পাওয়া যায় l💫


👤ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিং সবচেয়ে ভালো একটি সেক্টর নতুন দের জন্য কারণ এই সেক্টর থেকে আপনি নিজেকে খুব কম সময়ে🕓দ...
19/03/2023

👤ডিজিটাল মার্কেটিং হলো ফ্রিল্যান্সিং সবচেয়ে ভালো একটি সেক্টর নতুন দের জন্য কারণ এই সেক্টর থেকে আপনি নিজেকে খুব কম সময়ে🕓দক্ষ করার পাশাপাশি ইনকাম💶 করতে পারবেন এবং সবচেয়ে বড় ব্যাপার হলো প্রাথমিকভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজ মোবাইল 📱ফোন দিয়ে শুরু করা যায়।🌿

👤যদি ফ্রিল্যান্সিং🖥️ ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী হন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন। 🌿
ধন্যবাদ 🥰🥰
Happy Freelancing 🖥️💻

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায় ! কিন্তু ,যখনই শোনে যে 7থেকে 8 হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়,  প্রিয়  ভাই ও বো...
18/03/2023

🗣️ফ্রিল্যান্সিং সবাই করতে চায় ! কিন্তু ,যখনই শোনে যে 7থেকে 8 হাজার টাকা ভর্তি ফি। তখনই হতাশ হয়ে যায়, প্রিয় ভাই ও বোন হতাশ হওয়ার কিছুই নেই এখানে !

👉আজকাল মানুষ 7/8 হাজার টাকাকে টাকাই মনে করে না, বিভিন্ন সময় অযথা কাজে অপচয় করে !

🟥 কিন্তু এটাও সত্য যে আবার এই টাকাটাই অনেকের কাছেই বিরাট কিছু। কিন্তু ,এই টাকার বিনিময়ে যদি আপনি যোগ্যতা সম্পন্ন হতে পারেন ,এবং লক্ষ টাকা ইনকাম করতে পারেন সমস্যাটা কোথায় ?

🖐️আমরা অহেতুক কত টাকা নষ্ট করে ফেলি যেটা আমাদের কাজে আসে না !
🗣️আর এই টাকাটা ভালো কাজে ব্যয় করলে আমাদের কাজে আসবে, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ।
👉আমরা ১৫/১৭ বছর পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে ও চাকরির জন্য ছুটে ও চাকরি পাইনা।

🔵আর ফ্রিলান্সং এমন একটি মুক্ত পেশা যেখানে ৪/৫ মাস কাজ শিখে ভালো একটি ক্যরিয়ার গড়া যায় যদি সত্যিই কেউ মন থেকে ফ্রিল্যান্সিং নিয়ে উঠে পড়ে লাগে তো,
🗣️আমি বলবো পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা বৃদ্ধির জন্য ফ্রিলান্সিং এর বিভিন্ন বিষয় শিখা হবে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবংকি চাকরীর বাজারেও দক্ষতা প্রদর্শন করলে চাকরী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।





Address

Dhaka

Telephone

+8801792600850

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bd Job 2024 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Job 2024:

Videos

Share

Nearby media companies