জার্নালিস্ট ফোরাম ভোলা

জার্নালিস্ট ফোরাম ভোলা ~মোরা নির্যাতিত-নিপীড়িত সংবাদকর্মীর পক্ষে~

28/06/2024
27/06/2024

সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমাবার। পবিত্র কুরআনে জুমা নামে একটি সুরাও রয়েছে। যেখানে মহান এই দিনের তাৎপর্য বর্ণি....

27/06/2024

ঘুইংগার হাট তালতলীতে সিএনজি'র ধাক্কায় সালেম (৬০) নামের এক বৃদ্ধা নিহত৷ নিহত সালেম ভোলা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের বাসিন্দা।

ভোলায় দেখা মিলছে একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপ সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ রইলো।ভোলার ইলিশা | দৌলতখান | লালমোহন ...
18/06/2024

ভোলায় দেখা মিলছে একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপ সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ রইলো।

ভোলার ইলিশা | দৌলতখান | লালমোহন দেখা মিললো।

16/06/2024

পবিত্র ঈদ-উল আযহা' উপলক্ষ্য,
দৈনিক আমাদের সংগ্রাম পরিবারের পক্ষথেকে
সবাইকে শুভেচ্ছা ও ঈদ মোবারক।

✍️প্রধান সম্পাদক,
দৈনিক আমাদের সংগ্রাম 🖤

16/06/2024

সকলকে পবিত্র
ঈদুল আযহার শুভেচ্ছা সহ *ঈদ মোবারক*
জার্নালিস্ট ফোরাম ভোলা

সবাইকে পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছাও ঈদ মোবারকদৈনিক আমাদের সংগ্রাম
16/06/2024

সবাইকে
পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা
ও ঈদ মোবারক
দৈনিক আমাদের সংগ্রাম

13/06/2024

সাকিব আল হাসানের দুর্দান্ত ফিফটিতে ১৫৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়ে কাজটা আগেই সেরে রেখেছিলেন টাইগার ব্য.....

13/06/2024

ভোলার বোরহানউদ্দিনের অপরাধ চক্র পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর যুগ.....

13/06/2024

তুহিন খন্দকার, ভোলা : ভোলা জেলা পুলিশের মাসিক আইনশৃঙ্খলা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন আইনী কার.....

13/06/2024

"লাব্বাইকা আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননিমাতা, লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা"

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪চেয়ারম্যান পদে :লালমোহনে : আকতারুজ্জামান টিটব এবংতজুমদ্দিনে : ফজলুল হক বিজয়ী।
09/06/2024

উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪
চেয়ারম্যান পদে :
লালমোহনে : আকতারুজ্জামান টিটব এবং
তজুমদ্দিনে : ফজলুল হক বিজয়ী।

জার্নালিস্ট ফোরাম ভোলা  গভীরভাবে শোকাহত! ভোলা জেলা গাজীপুর রোড, ২ নং ওয়ার্ড নিবাসী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্...
09/06/2024

জার্নালিস্ট ফোরাম ভোলা
গভীরভাবে শোকাহত!
ভোলা জেলা গাজীপুর রোড, ২ নং ওয়ার্ড নিবাসী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর জব্বার, কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)

কুরবানী ♦️♦️♦️ঈদুল আযহা!হত্যা করে গরু কুরবানী করছেন না তো?""একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""সকল কুরবানী দাত...
09/06/2024

কুরবানী ♦️♦️♦️ঈদুল আযহা!

হত্যা করে গরু কুরবানী করছেন না তো?
""একটি ছোট্ট ভুল এবং বাতিল হয়ে যাওয়া কুরবানী।""
সকল কুরবানী দাতাদের জন্য অত্যন্ত জরুরী একটি বিষয়।
১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে আমাদের করা, ছোট্ট একটি ভুলের কারনে সম্পূর্নরুপে বাতিল হয়ে যেতে পারে আমাদের অত্যন্ত যত্নের সাথে আদায়কৃত আল্লাহর মহান হুকুম কুরবানী।
★পশু জবেহ সম্পন্ন হবার পর, একটি ছোট তীক্ষ্ণ ছুড়ি দ্বারা জবেহের স্থানে খোঁচা দেয়ার একটা সিস্টেমের সাথে আমরা কমবেশি প্রায় সবাই পরিচিত, আমাদের অনেকেরই ধারনা এই কাজটার মাধ্যমে পশু দ্রুত মারা যায় এবং কষ্ট কম পায়।
এই ছোট্ট একটা ভুলই আমাদের কুরবানী বরবাদ করে দেবার জন্য যথেষ্ট।
★পশু জবেহ সহীহ হবার শর্ত হলো:-
পশুর অন্তত মূল তিনটি রগ কেটে দেয়া। আর মূল তিনটি রগ কেটে দিলে, রক্তক্ষরনের স্বাভাবিক ফলস্বরুপ পশুটি খুব দ্রুত মারা যায়।
★আমরা একটু অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে, পশুটার মেরুদন্ডের ভেতর তীক্ষ্ণ ছুড়ি ঢুকিয়ে "মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড" বিচ্ছিন্ন করে দ্রুত মেরে ফেলার চেষ্টা করি। স্পাইনাল কর্ড বিচ্ছিন্ন হয়ে গেলে পশুর মস্তিষ্ক, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এর ফলে পশুটি হার্ট এটাক করে এবং মারা যায়।
অনেক সময় এভাবে দ্রুত পশুটিকে শান্ত করতে গিয়ে, কুরবানীর উদ্দেশ্য ব্যাহত হয় এবং পশুটি জবেহ না হয়ে, হত্যা হিসেবে পরিগনিত হয়।
★চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও এই পন্থা অত্যন্ত গর্হিত এবং বিপদজনক। স্পাইনাল কর্ড কেঁটে গেলে পশুর দেহের মাংশপেশিতেই রক্ত জমাট বেঁধে যায় এবং ফলশ্রুতিতে গোশত দূষিত হয়ে পরে। এই গোশত ভক্ষনে ক্যান্সার, এইচবিএএস, সহ অন্তত ১৮ প্রকার জটিল রোগ সৃষ্টি হতে পারে।
এতএব,
কুরবানী দাতা সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, ১০-১৫ মিনিট সময় বাঁচাতে গিয়ে, দয়া করে আপনার কুরবানী কে বরবাদ হয়ে যাবার সুযোগ দিবেন না।।।

08/06/2024

100% back to back
Follow জার্নালিস্ট ফোরাম ভোলা 🥰🥰

08/06/2024
08/06/2024

১৭ জুন ২০২৪
সোমবার
প‌বিত্র ঈদুল আযহা

ভোলায় অবৈধ পথে ভারতীয় চিনি ট্রাকটি বর্তমানে ভোলার মোল্লা ব্রিজের খালপাড়ে অবস্থানরত রয়েছে।
07/06/2024

ভোলায় অবৈধ পথে ভারতীয় চিনি ট্রাকটি বর্তমানে ভোলার মোল্লা ব্রিজের খালপাড়ে অবস্থানরত রয়েছে।

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান ( বিপিএম ) ভোলা জেলা মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব মোঃ জিল্লুর রহমান ইনচার্জ ...
07/06/2024

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান ( বিপিএম ) ভোলা জেলা মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব মোঃ জিল্লুর রহমান ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, এর তত্ত্বাবধানে এসআই মোঃ শামীম সরদার, এসআই মোঃ রইচ রহমান, এএসআই মোঃ হাফিজুর রহমান, এএস আই মোঃ আল-আমীন সঙ্গীয় ফোর্সসহ আজ ৭/৬/২০২৪ ইং তারিখে সকাল ৬ঃ৩০ মিঃ সময়ে আসামী মোঃ শাহজাহান (৪৬), পিতাঃ মৃত আলি হোসেন, জিন্নাগড় (ফকির বাড়ি), থানাঃ চরফ্যাশন, জেলাঃ ভোলা-কে মজুচৌধুরী টু ইলিশঘাট ভোলার সি-ট্রাক যোগে আগত-কে সন্দেহ হলে আটক করে আল্ট্রাসনোগ্রাফি ও এক্সরে করে দেখা যায় তার পেটের ভিতরে ২০ টি পোটলায় মোড়ানো ৫০ পিস করে মোট ১,০০০/- পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা নিজ হাতে বাহির করিয়া দিলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার করা হয় এবং আসামীকে গ্রেফতারপূর্বক ভোলা সদর মডেল থানায় মামলা রুজু করে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে।

07/06/2024

সাধারণত প্রতি বছর বাজেটের পরই বিভিন্ন পণ্য ও সেবার ক্ষেত্রে দাম বাড়ে ও কমে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বা.....

07/06/2024

৮ জুন থেকে ১৭ জুন
এই ১০ দিন একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল
১.অধিক পরিমাণে তাকবির পড়া
২. ৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
৩.আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
৪.প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

৫.ইশরাক, চাশত, সালাতুদ দুহার নামাজ আদায় করা
৬.সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
৭.যথাসম্ভব নফল নামাজ পড়া

৮.কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত

৯.অনবরত জিকির ইস্তেগফার ,তাসবীহ ,তাহলীল, ১০.দুরুদ পড়া

১১. অধিক পরিমাণে তওবা করা

১২. অধিক পরিমাণে জিকির করা (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ্,লা ইলাহা ইল্লালাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লহ, আল্লাহুম্মাগফিরলি, সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি সুবেহানাল্লাহিল আজিম)

১৩. সুরা বাকারার শেষ ২আয়াত পাঠ করা রাতে ঘুমানোর আগে

১৪. সুন্নাহ অনুযায়ী সব কাজ করা।

ইনশাআল্লাহ আমরা এই সময় টা কাজে লাগাবো। সবাই সবার জন্য দোয়া করবো।

07/06/2024

মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে।

Address

Bhola Sodor Road
Bhola

Telephone

+8801976355688

Website

Alerts

Be the first to know and let us send you an email when জার্নালিস্ট ফোরাম ভোলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জার্নালিস্ট ফোরাম ভোলা:

Videos

Share



You may also like