03/09/2023
ভোলা সরকারি কলেজে ছাত্রীনিবাস উদ্বোধন, মেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
শিক্ষানবিশ রিপোর্টার:
ভোলা সরকারি কলেজে মেয়ে শিক্ষার্থীদের দীর্ঘ দিনের অপেক্ষা শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে শেখ হাসিনা ছাত্রীনিবাস । রবিবার (৩রা সেপ্টেম্বর) ক্যাম্পাসে নির্মিত হওয়া ৫তলা ভবনে ১'শ ৩২ সিট বিশিষ্ট ছাত্রীনিবাসটির উদ্বোধন করেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গফুর। উদ্বোধনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবদুল গফুর বলেন, ভোলা সরকারি কলেজ এই জেলার একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ছাত্রদের জন্য হোস্টেল থাকলেও ছিলো না ছাত্রীদের থাকার ব্যবস্থা, এখন থেকে কলেজ ক্যাম্পাসে ছাত্রীদের থাকার নিবাস চালু হওয়ায় দূর দূরান্তের মেয়ে শিক্ষার্থীরা নির্বিঘ্নে মনোরম পরিবেশে লেখাপড়ার করতে পারবে। এসময় ভোলা সরকারি কলেজে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্ল্যাহ্, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ উল্লাহ স্বপন, সহকারী অধ্যাপক (বাংলা) ও ছাত্রীনিবাস সুপার মোঃ মিজানুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জামাল উদ্দীন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে ইলাহী, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক ও ছাত্রীনিবাসের সহকারী সুপার ফাহমিদা ইসলাম পুষ্প, প্রভাষক মনির হাসান, প্রভাষক আব্দুল্লাহ আল আমিন, প্রভাষক আজগর আলী, শরীরচর্চা শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মচারী ও কলেজ ছাত্রীনিবাসে সিটপ্রাপ্ত ছাত্রীরা উপস্থিত ছিলেন।