Voice of Bhola-ভোলার সর্বশেষ সংবাদ

Voice of Bhola-ভোলার সর্বশেষ সংবাদ ভোলায় ঘটে যাওয়া প্রতিটি ঘটনা যেগুলো ?

23/12/2021

ভেদুরিয়ায় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত...................................................................................................................................

ভোলার ভেদুরিয়ায় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সিরাজ উদ্দিনের গণসংযোগকালে তার কর্মীরা প্রতিপক্ষ নুরুল ইসলামের নির্বাচনি অফিস ভাঙচুর করেন।

এ ঘটনা ন্দ্র করে রাতে উভয়পক্ষে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে৫০ জনের মতো আহত হন। তাদের মধ্যে ২২ জনকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

17/10/2020

চ্যানেল ৭১এ কোন ভদ্রলোকের যাওয়া উচিত না।কারণ এরা মিথ্যা কথা বলেঃ তোফায়েল

29/06/2020

সদর ঘাটে লঞ্চ ডুবির ভিডিও,😭

11/06/2020

করোনার টিকা আবিষ্কার করতে না পারলেও করোনা খেলা আবিষ্কার করেছে বাংলাদেশ পুলিশ!

তুলে নেয়া হচ্ছে ক্বাবা তাওয়াফে নিষেধাজ্ঞা। ৩১ মে থেকে প্রক্রিয়া শুরু।
30/05/2020

তুলে নেয়া হচ্ছে ক্বাবা তাওয়াফে নিষেধাজ্ঞা। ৩১ মে থেকে প্রক্রিয়া শুরু।

আগামীকাল ৩১মে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম.ভি.এ্যাডভেঞ্চার-৫
30/05/2020

আগামীকাল ৩১মে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম.ভি.এ্যাডভেঞ্চার-৫

ভোলার প্রবীন সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবীদ, শিল্পী ও আইনজীবী আফসারউদ্দিন বাবুল আর নেই। (ইন্নালিল্লাহি....রাজিউন)
30/05/2020

ভোলার প্রবীন সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবীদ, শিল্পী ও আইনজীবী আফসারউদ্দিন বাবুল আর নেই। (ইন্নালিল্লাহি....রাজিউন)

29/05/2020

লিবিয়ায় নিহত বা আহতদের মধ্যে ভোলার কেউ নেই।
উল্লেখ্য,গতকাল ২৬বাংলাদেশীকে গুলি করে হত্যা করে পাচারকারী দল। এতে আরো ১১জন আহত হয়।

গতরাতের ঝরে ব্যাপক ক্ষয়ক্ষতি, লালমোহন ও চরফ্যাশনে ৩ শতাধিক বসতবাড়ি বিধ্বস্ত।
29/05/2020

গতরাতের ঝরে ব্যাপক ক্ষয়ক্ষতি, লালমোহন ও চরফ্যাশনে ৩ শতাধিক বসতবাড়ি বিধ্বস্ত।

ভোলায় পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটকঅাজ ২৯/০৫/২০২০ তারিখ দুপুর ১৩:২৫  ঘটিকায় এস আই মিলন হালদার, এস আই  মোঃ...
29/05/2020

ভোলায় পুলিশের অভিযানে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক

অাজ ২৯/০৫/২০২০ তারিখ দুপুর ১৩:২৫ ঘটিকায় এস আই মিলন হালদার, এস আই মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, ভোলা শিবপুর ইউপির রতনপুর ০৮ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৩৫) এবং মোঃ মুরাদ হোসেন (২৭) কে ১০ (দশ) পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করেন।

তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। আসামী জাকিরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

29/05/2020

ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি ৩১মে থেকে চলবে লঞ্চ

আজ_ভয়াল_২৯_এপ্রিল।  আমার প্রিয় জন্মস্থান ভোলা জেলায় ১৯৯১ সালের এদিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল জ...
29/04/2020

আজ_ভয়াল_২৯_এপ্রিল। আমার প্রিয় জন্মস্থান ভোলা জেলায় ১৯৯১ সালের এদিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস তছনছ করে দিয়েছিল জেলার ঘর বাড়ি উপকূলীয় জনপদ।

মে মাসে করোনার বিদায়!<                       ড. আব্দুস সালাম আজাদী।সূর্যের প্রখরতার অভাব, আর রাত গুলোর দীর্ঘতা ও দিন গুল...
21/04/2020

মে মাসে করোনার বিদায়!
<
ড. আব্দুস সালাম আজাদী।

সূর্যের প্রখরতার অভাব, আর রাত গুলোর দীর্ঘতা ও দিন গুলোর হ্রস্যতা। এই সব কারণে পৃথিবীতে অনেক ব্যাধির প্রকোপ বেড়ে যায়। কখনো তা মহামারির রূপ নিয়ে ও আসতে পারে। এই সময়টা আসলে খুবই কষ্টের সময়।

আমরা আজ মারাত্মক বিপদের মাঝে। ইতিহাসের খুব মারাত্মক এক বিভীষিকাময় সময় আমরা পার করছি। লক্ষ লক্ষ মানুষ আজ করোনা ভাইরাসে আক্রান্ত। আজ সকাল পর্যন্ত এক লক্ষ সত্তর হাজারের ও উপরে মানুষ এই ভাইরাসে প্রাণ দিয়েছে। মৃত্যুর মিছিল যে আরো কত লম্বা হবে তা আমাদের প্রতিপালক আল্লাহ আযযা ও জাল্ল ই ভালো জানেন। তবে আমাদের নবীর (সা) দুআর বরকতে আমাদের মারাত্মক ক্ষতি হবেনা বলে বিশ্বাস করি আমরা।

আজ একটা হাদীস ফেসবুক পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তা হলে কৃত্তিকা বা সুরাইয়া নামক এক তারকা নাকি মে মাসের ১২ তারিখ উদয় হতে যাচ্ছে। তার কারণে করোনা বিদায় নেবে।

একটা তারকাপুঞ্জ আছে, যার আরবি নাম সুরাইয়া। যেটাকে বাংলায় কৃত্তিকা বলে, ইংরেজিতে বলে Pleiades (প্লায়েডিয)। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এর উদয় ফজরের সময় হয়। এই সময় এই তারকার উদয়ে মানুষের উপর থেকে নানা ব্যাধি বিদায় নিয়ে চলে যেতে পারে বলে একটা হাদীস আছে। আমার মনে হয় এই হাদীস নিয়ে একটু আলোচনা হওয়া দরকার।

ইমাম আততাহাওয়ী তার “শারহ মুশকিল আল আসার” গ্রন্থে ইমাম আবু হানিফার সনদে একটা হাদীস নিয়ে এসেছেন। এই হাদীসকে তিনি দূর্বোধ্য হাদীস হিসেবে উল্লেখ করেছেন। এবং অত্যন্ত গভীর পান্ডিত্য দিয়ে তার বিশ্লেষণ করেছেন। হাদীসটাতে আবু হুরায়রা (রা) বলেন, রাসূল (সা) বলেছেন, “যখন তারাটি উঠবে, তখন প্রতিটি শহরবাসী থেকে ব্যাধি উঠিয়ে নেয়া হবে”।

ইমাম আততাহাওয়ী বলেন, এই হাদীস নিয়ে ভাবতে যেয়ে আমি এই তারকার সন্ধান করা শুরু করলাম। কয়েকটা হাদীস নিয়ে গবেষণা করতে যেয়ে আব্দুল্লাহ ইবনে উমারের হাদীসের সন্ধান পেলাম। তিনি বলছেন, ‘মহানবী (সা) ব্যাধি চলে যাওয়ার আগে ফল বিক্রি করতে নিষেধ করেছেন’। বর্ণনাকারী উসমান বলেন, আমি ইবনে উমারের কাছে জিজ্ঞেস করলাম, কখন যাবে সেই ব্যাধি। তিনি বললেন, ঐটা সুরাইয়া তারকাপুঞ্জ উদয়ের পর।

ইমাম আততাহাওয়ী বলেন, এই হাদীস থেকে আমরা বুঝলাম সুরাইয়া তারকা পুঞ্জ উদিত হলে ব্যাধি চলে যাওয়ার যে কথা বলা হয়েছে, তা হলো খেজুরের ব্যাধি। মূলতঃ গরম আসার আগে বিশেষতঃ বসন্তের সময় খেজুরে রোগের প্রাদুর্ভাব হয়। ঐটা চলে যায় সুরাইয়া উঠলে। আমি আরো হাদীস গবেষণা শুরু করলাম কোন সময়ে এই সুরাইয়া বা প্লায়েডিয উদয় হয় তার কথা কোন হাদীসে পাওয়া যায় কিনা।

গবেষণায় আবু হুরায়রার বর্ণিত আরেকটা হাদীস পেলাম যেখানে মহানবী (সা) বলছেন, “সকালে তারকাটা উঠলে মানুষদের মাঝে ছড়িয়ে পড়া ব্যাধি আল্লাহ উঠিয়ে নেন, অথবা কমিয়ে দেন”। আমি বুঝলাম যে সুরাইয়ার এই উদয়টা তাহলে ভোর বেলায় বলা হলো। আমি তখন মিশরীয়ের পঞ্জিকা ঘাটতে থাকলাম। সকালে এই তারকার উদয় তাদের সাল অনুযায়ি বাশান্স মাসে হয়, যেটা তাদের পঞ্জিকায় ঐ মাসের ১৯ তারিখে হয়। এইবার এই ক্লু ধরে ইরাকি পঞ্জিকায় এই মাসকে মিলিয়ে আয়ার (মে)কে পেলাম, এবং এই মে মাসের ১২ তারিখ এই তারা সকালে উঠে বলে জানলাম।

এরপর ইমাম আততাহাওয়ী আবু হুরায়রার আরেকটি হাদীস উল্লেখ করেন যেখানে বলা হচ্ছে, মহানবী (সা) বলেন,
إِذَا طَلَعَتِ الثُّرَيَّا صَبَاحًا رُفِعَتِ الْعَاهَةُ عَنْ أَهْلِ الْبَلَدِ
যখন সকালে সুরায়্যা উঠবে তখন শহরবাসিদের কাছ থেকে ব্যাধি উঠিয়ে নেয়া হবে। শারহ মাআনি আলআসার, ৪/২৩।

এরপরে ইমাম আততাহওয়ী বর্ণিত এই হাদীস গুলো নিয়ে যথেষ্ঠ গবেষণা হয়েছে। আমাদের শায়খ ইমাম আলবানী এই ধরণের ৩টা হাদীস নিয়ে প্রমান করেছেন ৩টা হাদীসই দাঈফ, তথা দূর্বল।
তবে ইমাম তাহাওয়ীর সনদগুলো বিবেচনা করলে হুট করে দাঈফ বলা যায়না। বরং ইমাম আহমাদের মুসনাদের হাদীস, ইমাম মুহাম্মাদের “আলআসার”এর হাদীস, এবং খেজুর বিক্রি সংক্রান্ত সব হাদীস গুলো একত্রে আনলে আবু হুরায়রার হাদীসকে হাসান সাব্যস্ত করা যায়, এবং ইবন উমারের হাদীসকে সাহীহ মানতে হয়।

যা হোক এই হাদীসগুলোর সাধারণ আলোচনা ছিলো একটু ভিন্ন। তা হলো আরব পঞ্জিকায় শীতকাল শুরু হয় ইংরেজির অক্টোবরের মাঝামাঝি থেকে। ঐ সময়ে সুরাইয়া নামের এই নক্ষত্রপুঞ্জ সন্ধ্যার পর উদয় হতে থাকে। রাত গভিরে তখন এই তারা খুব সহজে দেখা যায়।

সৌরাজগতের অনেক তারকার সাথে আমার নানা আমাকে পরিচিত করিয়ে দেন। এই সুরাইয়াকে তিনি “তিত পুঁটির ঝাঁক” বলতেন। এটা ৬ বা ৭ বা ৯ বা ১১ তারকার একটা পুঞ্জ যা অক্টোবরের আকাশে খালিচোখে সুন্দর ভাবে দেখা যায়। কিন্তু এই পুঞ্জে আছে আরো ২৫০টা সংগী তারকা, যারা এক সাথেই কক্ষপথে “পুঁটি মাছের” ঝাঁক মত বেঁধে চলে। সপ্তদশ শতকে গ্যালিলির টেলিস্কোপে পাওয়া তথ্যে তার গতিময়তার বর্ণনা আছে। মধ্য ফেব্রুয়ারিতে এই তারকা পুঞ্জ রাত কিছু গভীর হলে উদয় হয়। তখন বেশ বৃষ্টি হয়। আরব দেশ গুলোতে তখনই বসন্তের পূর্ণতার সময়।

এরপর থেকে শুরু হয় নানা রকম ভাইরাস ও ব্যাক্টেরিয়ার প্রাদূর্ভাব। একে তো সূর্যের প্রখরতার অভাব, আরো রাত গুলোর দীর্ঘতা ও দিন গুলোর হ্রস্যতা। এই সব কারণে পৃথিবীতে অনেক ব্যাধির প্রকোপ বেড়ে যায়। কখনো তা মহামারির রূপ নিয়ে ও আসতে পারে। এই সময়টা আসলে খুবই কষ্টের সময়।

আস্তে আস্তে সূর্য তার উদয়স্থল পরিবর্তন করে উত্তর গোলার্ধের দিকে সরতে থাকে, ফলে গাছে গাছে অংকুরোদ্গম হতে থাকে। ঘাষে বনজে বনফুলের সমারোহ শুরু হতে থাকে। আর ভাইরাসের সংক্রমনও বাড়তে থাকে সমান্তরালে।

এপ্রিল আসার পর সূর্য আরব অঞ্চলে মোটামুটি জোর পায়। সুরাইয়ার উদয় হয় তখন শেষ রাতে। এই ভাবে মে মাসের ১২ তারিখের দিকে তার উদয় আসে ফজরের পর। এই সময় আরব দেশে মারাত্মক গরম শুরু হয়। উত্তর ও দক্ষিণ গোলার্ধে শুরু হয় উষ্ণতার আবহ। ফলে পরিবেশ হয়ে ওঠে অনেকটা ভাইরাস মুক্ত। কারণ গরমে ভাইরাস ব্যাক্টেরিয়া বাড়তে কষ্ট পায়।

আমাদের নবী (সা) ঐ টাই বুঝিয়েছেন তার হাদীস গুলোতে। তিনি মূলতঃ এখানে দুইটা বিষয়ের অবতারণা করেছেনঃ

১- মে মাসে সুরাইয়ার উদয়কে ফসল সুন্দর হবার ক্ষণ হিসেবে নির্ধারণ করেছেন। ঐ সময় খেজুর বিক্রির জন্য ভাল, কারণ খেজুরে কোন ব্যাধি ও শষ্যে কোন পোকা থাকেনা। কাজেই মে মাসের পর থেকেই খেজুর কেনা বেচার মওসুম ধার্য্য হলে ক্রেতা বিক্রেতা দুই জনেই সমস্যা মুক্ত হবে।

২- সুরাইয়া যখন সকালে উদয় হওয়া শুরু করে, অর্থাৎ মধ্য মে থেকে সূর্যের তাপ বাড়তে থাকে। সাথে সাথে শীতের কারণে যে সব পরিবেশিক সমস্যার সৃষ্টি হয় তা কমতে শুরু করে।

এই হাদীস গুলো পড়লে আমাদের বর্তমান প্রক্ষিতে করোনার আঘাতে ক্ষত বিক্ষত ও আশাহীন মানবতা অনেক আশার আলো লাভ করে। কারণ গরমের আগমন হচ্ছে, তাই হাদীস অনুযায়ী রোগ বালায়ের প্রাদুর্ভাবও কমতে শুরু করবে। এইটাই হলো ঐ কৃত্তিকা বা প্লায়েডিয নক্ষত্রপুঞ্জ উদয়ের ব্যাপারে হাদীসগুলোর মর্মকথা।

এখানে আমাদের যে জিনিষটা মাথায় রাখতে হবে তা হলো সারা বছর সূর্য, চন্দ্র ও তারকা রাজির আকর্ষণের কারণে জল বায়ূর যথেষ্ঠ পরিবর্তন হয়। আমি একবার মদীনায় আমার শায়খ ডঃ প্রফেসর যায়দ আলজুহানীর কাছে সৌরজগতের তারাকার অবস্থানের সাথে জল বায়ুর প্রভাব নিয়ে কিছু শেখার চেষ্টা করেছিলাম। উনি বলেছিলেন, চাঁদ সূর্য ও সূরাইয়ার কক্ষ পথের অবস্থান সমান বিন্দুতে এলে প্রচুর বৃষ্টি হয়। এইটা প্রাকৃতিক সিস্টেমের মধ্যে আল্লাহ দিয়েছেন। যেমন ভাবে দিয়েছেন চাঁদের আকর্ষণে জোয়ারের স্ফিতি, ও তার বিকর্ষণে ভাটার টান। এই সিস্টেমের প্রভাবের প্রতি বিশ্বাস করলে গুনাহ নেই। কেও যদি বলে চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা হয়, তা হলে এই কথায় কোন গুনাহ হবে না। কিন্তু যখন বলা হয় আল্লাহ নন, চাঁদই এই কাজটা করে, তখন হয় শিরক।

সপ্তম হিজরিতে মক্কার কাফিরদের সাথে সন্ধির সময় আমাদের নবী (সা) হুদায়বিয়্যাহতে অবস্থান করেন কয়েকদিন। একদিন সকালে ফাজরের সালাত আদায় করলেন। এরপর তিনি সাহাবিগণের দিকে ফিরলেন। ঐ রাতে বেশ বৃষ্টি হয়। তিনি বললেন, আজ তোমাদের রাব্ব আল্লাহ তাআলা কি বলেছেন জানো? সাহাবিগণ বললেন, আল্লাহ ও তাঁর রাসূল ভালো জানেন। তিনি বললেনঃ

أَصْبَحَ مِنْ عِبادي مُؤْمِنٌ بِيَ وَكافِرٌ، فَأَمّا مَنْ قَالَ مُطِرْنا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ فَذَلِكَ مُؤْمِنٌ بِيَ وَكافِرٌ بِالْكَوْكَبِ وَأَمّا مَنْ قَالَ مُطِرْنا بِنَوْءِ كَذا وَكَذا فَذَلِكَ كافِرٌ بِيَ وَمُؤْمِنٌ بِالْكَوْكَبِ
এই সকালে আমার বান্দাদের কেও কেও আমার উপর ঈমান নিয়ে জেগেছে, কেও কেও হয়েছে কাফির। যে বলেছে, আমরা আল্লাহর রহমতে ও তাঁর কৃপায় বৃষ্টি দ্বারা সিঞ্চিত হয়েছে, তারা আমার উপর বিশ্বাসী, এবং তারকায় অবিশ্বাসী। কিন্তু যে বলেছে আমরা ঐ ঐ তারকার জন্য বৃষ্টি পেয়েছি, তারা আমার প্রতি অবিশ্বাসী ও তারকার প্রতি বিশ্বাসী।

এই হাদীসটা আমাদের ঈমানকে শানিত করে। ইনশাআল্লাহ করোনা আক্রমন কমে আসবে। পৃথিবী থেকে সে বিদায় নেবে। আমাদের অনেক ক্ষতিও করবে। সামনে গরমের মৌসুম আসতেছে, তখন তার তীব্রতা, তীক্ষ্ণতা ও প্রসার কমে যাবে ইনশাআল্লাহ। তা হবে আল্লাহর রহমতে ও ফদ্বলে। কোন তারকার শক্তিতে নয়, নয় তাদের প্রভাবে।

২০.৪.২০২০ইং (সোমবার) পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট-আইইডিসিআর এর তথ্য মতে, জেলাওয়ারি আক্রান্তের সংখ্যা- মোট আক্রান্ত জেলা-৫২ ঢা...
21/04/2020

২০.৪.২০২০ইং (সোমবার) পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট-

আইইডিসিআর এর তথ্য মতে, জেলাওয়ারি আক্রান্তের সংখ্যা-

মোট আক্রান্ত জেলা-৫২

ঢাকা ১০১৪, নারায়ণগঞ্জ ৩৮৬, গাজীপুর ২৭৯, নরসিংদী ১০৫, কিশোরগঞ্জ ৭৭, চট্টগ্রাম ৩৯, মুন্সীগঞ্জ ৩৩, গোপালগঞ্জ ৩০, মাদারীপুর ২৬, ময়মনসিংহ ২১, লক্ষ্মীপুর ২১, বরিশাল ২১, জামালপুর ২০, কুমিল্লা ১৯, গাইবান্ধা ১২, টাঙ্গাইল ১০, ব্রাহ্মণবাড়িয়া ১১, চাঁদপুর ৮, দিনাজপুর ১০, রাজবাড়ী ৭, নেত্রকোনা ১৪, শরীয়তপুর ৭, নীলফামারী ৯, মানিকগঞ্জ ৬, শেরপুর ১১, বরগুনা ১০, রাজশাহী ৪, পিরোজপুর ৪, রংপুর ৩, সিলেট ৩, ঠাকুরগাঁও ৬, ঝালকাঠী ৪, মৌলভীবাজার ২, পটুয়াখালী ২, লালমনিরহাট ২, ফরিদপুর ৪, কুড়িগ্রাম ২, নোয়াখালী ৩, জয়পুরহাট ২, নড়াইল ২, চুয়াডাঙা ১, কক্সবাজার ১, হবিগঞ্জ ১, সুনামগঞ্জ ১, খুলনা ১, বান্দরবান ১, ফেনী ২, পাবনা ২, বগুড়া ১, পঞ্চগড় ১, যশোর ১ ও বাগেরহাট ১ জন।

মাদ্রাজে আল ইহসানের কার্যক্রম
26/03/2020

মাদ্রাজে আল ইহসানের কার্যক্রম

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে নিত্য ...

06/03/2020
06/03/2020

ভোলায় মোদির আগমনের বিরুদ্ধে জনতার বিক্ষোভ Share on Facebook Tweet on Twitter tweet শহর প্রতিনিধি # ভোলায় নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে জ.....

28/02/2020

খুনি মোদির অাগমন,রুখে দিবে জনগন,,

28/02/2020

খুনি মোদির আগমন, রুখে দিবে জনগন,,

19/02/2020

কচুরিপানা খাওয়ার ও কিনার হিরিক পরেছে...

08/02/2020

আগামী ১১-০২-২০২০ ওসমান গঞ্জ হাসানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন ময়দান

আমির হামজার মাহফিলে দলেদলে যোগদিন।শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিন।
07/02/2020

আমির হামজার মাহফিলে দলেদলে যোগদিন।
শেয়ারের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিন।

12/11/2019

উদ্ধারকৃত ৯মৃত জেলের বাড়ি ভোলার চরফ্যাশনে Share on Facebook Tweet on Twitter tweet টিপু সুলতান # ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলার ইলিশা ম.....

11/11/2019

এস এস সি ফরম পূরন ফি সর্বোচ্চ ১৯৭০ টাকা নির্ধারন Share on Facebook Tweet on Twitter tweet ইমরান হোসেন # এসএসসি পরীক্ষা-২০২০ ফরম পূরনের জন্য ব...

07/11/2019

ভোলা থেকে ৩ ঘন্টায় ঢাকায় যাবে গ্রীন লাইন Share on Facebook Tweet on Twitter tweet মনজু ইসলাম/টিপু সুলতানঃ ভোলা-ঢাকা রুটে দ্রুতগামী নৌযান গ.....

28/10/2019

মনপুরা ছাত্রলীগ সভাপতি ধর্ষক নজরুল গ্রেফতার Share on Facebook Tweet on Twitter tweet টিপু সুলতানঃ ভোলার মনপুরায় গৃহবধূকে গণধর্ষণের পর ধর...

23/10/2019

ভোলার এমপি শাওনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা Share on Facebook Tweet on Twitter tweet মনজু ইসলামঃ ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী ....

20/10/2019

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ৫ আহত দুইশতাধিক। আহতদের চিকিৎসায় বাধা দেয়া হচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণে বাড়তে পারে মৃতের সংখ্যা।

নির্দোষ হলে মেয়েটির পাশে সবার দাড়ানো উচিৎ
19/10/2019

নির্দোষ হলে মেয়েটির পাশে সবার দাড়ানো উচিৎ

নাম লিজা। স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সম্প্রতি তার বসতঘরে তল্লাসী চালিয়ে আলমারির ভিতর থেকে ৮.....

10/10/2019

চরফ্যাসনে প্রত্যেক ইউনিয়নে একজন করে প্রতিনিধি নিয়োগ দেয়া হবে।
আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।

10/10/2019

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত থেকে তিন র‌্যাব সদস্য ও তাদের দুই সোর্সকে ধরে নিয়ে গেছে ভারতীয় স....

29/09/2019

ভোলার মনপুরায় মেঘনায় ইলিশ শিকারের সময় হাতিয়ার জলদস্যু বাহিনীর প্রধান মহিউদ্দিনের নের্তৃত্বে জেলে ট্রলারে হামল....

29/09/2019

গ্রুপে মেম্বার এড করে গ্রুপটিকে একটি নিউজ চ্যানেলে পরিনত করুন।

29/09/2019

ভোলার চরফ্যাসনে পুনঃস্থাপন হচ্ছে আধুনিক মানের নৌ-টার্মিনাল। চরফ্যাসন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে দির্ঘদিন ধরে একম....

29/09/2019

ভোলার চরফ্যাসন উপজেলায় অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীতাহানির অভিযোগে কলেজ....

চরফ্যাসনে ভূয়া ডাক্তার!
28/09/2019

চরফ্যাসনে ভূয়া ডাক্তার!

ভোলার চরফ্যাশন থেকে মো. তরিকুল ইসলাম (৪০) নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ...

22/09/2019

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোন সংবাদ এক ক্লিকে পৌছেদিন সকলের কাছে

#মেম্বার এড করুন&নিউজ আপলোড করুন

18/09/2019

যারা এড হয়েছেন তাদের কাছে অাপডেট কোন খবর থাকলে গ্রুপে পোস্ট করুন।অাপনার পরিচিতদের এড করে সংবাদ পৌছে দিতে ও আপডেট পেতে সহায়তা করুন।

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Bhola-ভোলার সর্বশেষ সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share