Jtv media24

Jtv media24 Jtv Media24 এর অফিসিয়াল ফেসবুক পেইজ,
আমরা এখানে বাংলা ওয়াজ মাহফিল ও ইসলামিক কন্টেন্ট এবং সমসাময়িক নিউজ শেয়ার করবো

বিশেষ প্রয়োজনে: +৮৮০১৮৬৬৩৭২৫৩৯
(6)

মোস্তফা সরোয়ার ফারুকী। অনেকেই হয়তো চিনেন এই শশ্রুমন্ডিত মানুষটিকে। যারা চিনেন না তাদের কাছে পরিচয় করিয়ে দেয়া যাক। খ...
11/11/2024

মোস্তফা সরোয়ার ফারুকী। অনেকেই হয়তো চিনেন এই শশ্রুমন্ডিত মানুষটিকে। যারা চিনেন না তাদের কাছে পরিচয় করিয়ে দেয়া যাক। খুব বুদ্ধিমান (!) সৃজনশীল একজন মানুষ। পেশায় একজন সমাজবিধ্বংসী চলচ্চিত্র পরিচালক‌ ও নাটক নির্মাতা। আরেকটি পরিচয় হলো তিনি সময়ের নোংরাধারার জনপ্রিয় অভিনেত্রী তিশার পতি।

খ্যাতিমান এই চলচ্চিত্র পরিচালকের কাজ আমাদের কাছে অন্য দশজন বাঙালি চলচ্চিত্র পরিচালকের কাজের চেয়ে একটু বেশী জঘন্য মনে হয় । অবাক বা ক্ষুব্ধ হচ্ছেন এ কথা শুনে? বলতে পারেন উনার ছবিতে তো আইটেম সং বা অত্যধিক নগ্নতা থাকে না , তাহলে এতো মানুষ রেখে তার পেছনে লাগলাম কেন? হ্যাঁ প্রশ্ন আশা খুব স্বাভাবিক। তবে আমি মনে করি সুন্দর সামাজিক পরিবেশ ধ্বংসে এই ভদ্রলোক বেশ ভালো ভূমিকা রেখে চলেছেন এবং সৃজনশীল উপায়ে পারঙ্গমতার সাথে অশ্লীলতা ছড়িয়ে চলেছেন।

আপনারা নিশ্চয়ই ' লিটনের ফ্ল্যাট ' শব্দটি শুনেছেন। আর যারা শুনেছেন তাদের কাছে তো আর অর্থ ভেঙে বলার প্রয়োজন নেই। এ জনপ্রিয় নোংরা টার্মটি বাংলা ভাষায় আসলো কোথা থেকে? বা কে এর উদ্ভাবক ? হ্যাঁ,
যিনি এনেছেন তিনিই হচ্ছেন এই ফারুকী। ২০০৩ সালে রিলিজ হওয়া তার প্রথম চলচ্চিত্র 'ব্যাচেলর 'ছবিতে এ টার্ম প্রথম ব্যবহৃত হয় । ছবিটিতে একজন মেয়ে বিয়েতে আগ্রহী নয় আর তার সাথে একঝাঁক ছেলে বন্ধুর জাস্ট ফ্রেন্ড আরকি!) নানামুখী সম্পর্ক বর্ণিত হয়েছে। আর তাকে মাঝে মাঝে ' লিটনের ফ্ল্যাটে ' যাবার অফার দেয়া হয় । সোজা বাংলায় বিয়ে বাদ দিয়ে লিভটুগেদারের নরমালাইজেশন করার কোশেশে ভরপুর ফিল্ম। যা তিনি দুই দশক আগে চেয়েছিলেন সে দিক থেকে তিনি আজ সফল বলা চলে।

পরবর্তীতে রিলিজ করেন তার আরো জঘন্য গল্প নির্ভর চলচ্চিত্র 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' চলচ্চিত্রটি। এখানে পরকিয়া করাকে খুব মহিমান্বিত বা একদম স্বাভাবিক চাহিদা হিসেবে উপস্থাপন করা হয়। একে মানবিক ইস্যু হিসেবে মেনে নেয়ার সবক দেয়া হয়। একজন মা' ও তো মানুষ, তাই তার পরকিয়া করা খারাপ কিছু নয়। ফারুকী সাহেবের পরকিয়া প্রমোট করার হটাৎ কী প্রয়োজন পড়ে গেলো? হয়তো তিনিই ভালো বলতে পারবেন।

তার অন্যতম বৈদেশিক প্রশংসা কুড়ানো চলচ্চিত্র হচ্ছে ' টেলিভিশন '। সেখানে দেখানো হয় একজন টেলিভিশন রাখার বিরোধী রক্ষণশীল মুসলিমও শেষ পর্যন্ত বুঝতে পারে টেলিভিশন রাখার গুরুত্ব । টেলিভিশনের গুরুত্ব বোঝানোর কারণ হয়তোবা বুঝতে পেরেছি, টেলিভিশন না থাকলে তো ফারুকীর এসব সামাজিক (!) ফিল্ম মানুষ দেখে সচেতন হতে পারবে না ।

তার আরেকটি সুপরিচিত চলচ্চিত্র হলো সদ্য প্রয়াত ভারতীয় অভিনেতা ইরফান খান অভিনীত 'ডুব' চলচ্চিত্রটি । এখানে গল্পটি তৈরি হয়েছে পরিবারের প্রধান সদস্যের মৃত্যুর পরে দুইটি পরিবারের অটুট বন্ধনের কাহিনী নিয়ে। যেখানে একজন মধ্যবয়স্ক লেখক এক তরুনীর প্রেমে পড়েন যিনি তার মেয়ের বন্ধু। বাহ! এক ফিল্মে মাকে দিয়ে পরকিয়া ! আরেকটিতে বাবাকে দিয়ে মেয়ের বান্ধবীর সাথে প্রেম ! অসামাজিক বাংলাদেশের মানুষকে সামাজিক করার খুব সুন্দর প্রয়াস তো!!!

সর্বশেষ যে ছবিটি সেন্সর বোর্ডে মুসলিমদের প্রতিবাদের মুখে আটকে আছে , সেটা হলো হলি আর্টিজেনের হামলার ঘটনা উপর নির্মিত । সে সেখানে ইসলামের উপর কি আঘাত করা হয়েছে আল্লাহই জানেন , সেন্সর বোর্ড পর্যন্ত সাহস করছেনা প্রচারের অনুমতি দিতে। ফারুকী সাহেব তো নাছোড় বান্দা এটা রিলিজের জন্য শুকনা কোমরে দড়ি বেঁধে নেমেছেন। যে করেই হোক ছবির মুক্তি চান!! চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এতো গেলো ফিল্মের কথা , নাটকের কথা না হয় থাক । আর তার প্রায় সকল চলচ্চিত্রেই প্রধান নারী চরিত্রে ছিলো তার ওয়াইফ তিশা । আর এই তিশাই দুই বছরের আগে অভিনয় করেছিলো সমকামীদের অধিকার (!) বিষয়ক প্রথম বাংলাদেশি নাটকে।

হাজব্যান্ড-ওয়াইফ মিলে ভালোই শুরু করেছেন । অবশ্য বাঙালিদের যাতে উঠাতে চেষ্টার ত্রুটি করছেন বলার সুযোগ নেই। এজন্য প্রমোট দেয়া শুরু করেছেন , পরকিয়া, লিভটুগেদার, সমকামীতা, অসংলগ্ন প্রেম ইত্যাদি । ডাইলোগে তো সুক্ষ্মভাবে ইসলামী কালচারের উপর আক্রমণ থাকছেই। এদিকে এশিয়া সিনেমা ফান্ড ফর পোষ্ট-প্রোমডাকশন এওয়ার্ড সহ তার দেশি-বিদেশি এওয়ার্ডের অভাব হয়নি। কোন বাংলাদেশী পরিচালক এত আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার পেয়েছেন বলে আমাদের জানা নেই। আর ফারুকী হয়ে উঠেছেন তরুণ পরিচালকদের আইডলে।

অশ্লীলতার প্রসার ও সামাজিক বিপর্যয় সৃষ্টির এই কারিগররাই যখন জাতির সেলিব্রিটি , আইডল। তৈরি করেছেন জিয়াউল হক পলাশ ও বান্নার মতো পরিচালক ও অভিনেতাদের যারা অশ্লীল কথাবার্তাকে নাটকের আর্টের পর্যায়ে নিয়ে গেছেন। পরিবারে ভাঙন , দাম্পত্য কলহ , ব্যভিচারের পক্ষে জনমত গড়ে তুলছে এ ফারুকীরা । দুঃখজনক হলেও সত্য আমরা তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মধ্যে খুব কাঁদা ছোড়াছুড়ি করতে পারি কিন্তু জাতির শত্রুদের চিনতেও পারি না । এদের বিরুদ্ধে কথা বলার মতো দেশে কোন মানুষ নেই। তখন ভবিষ্যত বাংলাদেশ আরো খুব সুন্দর হবে বলে কী আশা করতে পারি!!
সাব্বির হোসাইন মনির

22/10/2024

ইনকিলাব, ইনকিলাব,
জিন্দাবাদ, জিন্দাবাদ।
ফ্যাসিবাদের দোসর শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্রজনতার ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

১. ফ্যাসিবাদের দোসর অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ।
২. পুরাতন সংবিধান বাতিল করে নতুন সংবিধান গঠন।
৩. সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ ১৪ দলকে নিষিদ্ধ করা।

স্থানঃ ঝুমুর চত্বর।

সময়ঃ রোজ মঙ্গলবার, সকাল ১১:০০ টা।

সকল বিপ্লবী ছাত্র জনতাকে দাবি আদায়ের লক্ষ্যে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হলো।❣️🇧🇩

আয়োজনে:-
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
লক্ষ্মীপুর জেলা।

21/10/2024

বঙ্গভবন থেকে চুপ্পুকে করো দূর
চুপ্পুর আসল জায়গা হেমায়েতপুর

21/10/2024

খেয়াল করে দেখলাম-
ইসলামী দল ছাড়া অন্যান্য দলের অধিকাংশ নেতাদের বৈধ কোনো পেশা নেই। পুরোদস্তুর বেকার!
এবং দূর্নীতি, চাঁদাবাজি ও সালিশ বানিজ্য ই এদের আয়ের মূল উৎস!

21/10/2024
নোয়াখালী চাটখিলে চুরি হওয়া মটর সাইকেল ও ছাগল উদ্ধার: আটক ৪ জনJtv Media24 , চাটখিল উপজেলা প্রতিনিধি:- নোয়াখালী চাটখিলে চু...
21/10/2024

নোয়াখালী চাটখিলে চুরি হওয়া মটর সাইকেল ও ছাগল উদ্ধার: আটক ৪ জন

Jtv Media24 , চাটখিল উপজেলা প্রতিনিধি:-

নোয়াখালী চাটখিলে চুরি হওয়া চারটি মটর সাইকেল ও তিনটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ অক্টোবর) পৃথক অভিযানে এসব চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাই চক্রের মোট চারজন সদস্যকে আটক করার পাশাপাশি চোরাই কাজে ব্যবহার হওয়া এক সিএনজি চালিত অটো রিক্সা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় চাটখিল পৌরসভার ছায়ানী টবগা গ্রামের পাটোয়ারী বাড়ির মাসুদুর রহমানে সন্তান শুভ (২১) কে আটক করে। তার কাছ থেকে চুরি করে নিয়ে আসা একটি মোটর সাইকেল, চোরাই কাজে ব্যবহার করা একটা মোটরসাইকেল এবং পরিত্যক্ত অবস্থায় থাকা আরো দুইটিসহ মোট চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে উপজেলার ভীমপুর গ্রাম থেকে ০৩ জন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে চোরাই যাওয়া তিনটি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার মানিকপুর খামার বাড়ির মিরন মিয়ার সন্তান মো. নজরুল ইসলাম (৩৫), সুন্দরপুর হাজী বাড়ির ইয়াকুবের সন্তান আনোয়ার হোসেন (৩১), মানিকপুর গ্রামের মোবারক হোসেনের সন্তান মোঃ সজিব (২১)। তিনজনের নামেই চাটখিল থানায় একাধিক মামলা রয়েছে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, 'চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে তিনজনের নামে থানায় আগেও মামলা ছিল।'

নোয়াখালী চাটখিলে অসামাজিক কর্মকান্ডে জড়িত নারীকে উৎচ্ছেদের অভিযোগ Jtv Media24 , চাটখিল উপজেলা প্রতিনিধি:- নোয়াখালী চাটখি...
21/10/2024

নোয়াখালী চাটখিলে অসামাজিক কর্মকান্ডে জড়িত নারীকে উৎচ্ছেদের অভিযোগ

Jtv Media24 , চাটখিল উপজেলা প্রতিনিধি:-

নোয়াখালী চাটখিলে স্বামী পরীত্যাক্ত নারী মারিয়া সুলতানা শান্তা (৩৪) এর অসামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকায় সমাজকে বাঁচাতে আজ সোমবার ২১ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও চাটখিল থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেন চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের এলাকাবাসী।

অভিযোগ সূত্র বলছে, মারিয়া সুলতানা শান্তা দীর্ঘদিন থেকে বজলুর রহমান লিটনের বাসায় ভাড়া নিয়ে থাকছেন । তার আচরনে চলাফেরায় স্থানীয় জনগণ অতিষ্ট হয়ে পড়েছে।

এলাকার পাশ্ববর্তী বাসার মালিক রাজা মিয়া বলেন, মুসলিম নারীর রীতি নীতি এর মধ্যে নেই বল্লেই চলে এই নারী। তাহার পোশাক পরিচ্ছেদ চলাফেলা বেহায়াপনায় আমাদের নারী সমাজকে কলংকিত করেছে। সে স্বামী পরিত্যাক্ত মহিলা বেশ্যাবৃদ্ধি পেশায় নিয়োজিত বলে সমাজে কথিত আছে।

স্থানীয় সূত্র চলছে, উক্ত মহিলা ইতি পূর্বে ৪টি বিবাহ করিয়াছে। সে একজন বে-পরোয়া নির্লজ্য ধান্দাবাজ চতুর মহিলা হওয়ায় তার কৌশলের কাছে ধরাশায়ী সমাজে হেনস্থ হয়েছে অনেকই। সমাজের লোকেরা বাড়ির মালিককে অবহিত করলে, মালিক বজলুর রহমান লিটন তাকে বাসা থেকে বাহির করার চেষ্টা করেও ব্যার্থ হয়েছেন। বাড়ির মালিক বাসা ছেড়ে দেওয়ার জন্য অতিরিক্ত চাপ দেওয়ায়, মহিলাটি তাকে বিভিন্ন ভাবে অপদস্থ করছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে সোশ্যাল মিডিয়াতেও ঐ নারীর অপকর্মের কথা বলে যাচ্ছে বিভিন্ন লোকজন।

বর্তমানে এলাকা হইতে তাড়িয়ে দিয়ে সমাজ রক্ষা করার জন্য এলাকাবাসী একত্রিত হয়ে এবার সৌচ্ছার হয়ে উঠেছেন। এই মহিলাকে উৎচ্ছেদ করা সময়ের দাবী তবে উৎচ্ছেদ না হলে কঠোর কর্মসূচির নিবেন বলে জানায় এলাকাবাসী।

" দ্বীনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় "শীঘ্রই শুরু হতে যাচ্ছে- কেন্দুরবাগ ইসলামী পাঠাগার,সকলের দোয়া ও সহযোগিত...
17/10/2024

" দ্বীনের পথে ডাকছি তোমায়
এসো বন্ধু আলোর কাফেলায় "

শীঘ্রই শুরু হতে যাচ্ছে- কেন্দুরবাগ ইসলামী পাঠাগার,
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

17/10/2024

নভেম্বরে ঢাকামুখী লং মার্চের পরিকল্পনা আওয়ামী লীগের - দ্য মিরর এশিয়া

পতিত ফ্যাসিবাদ বারবার চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করতে। সরকারের ঢিলেঢালা পদক্ষেপে আওয়ামী ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার প্লান করছে। সরকারকে আরো শক্ত হতে হবে, আর গনহত্যাকারীদের দোসরদের উপযুক্ত জবাব ছাত্র-জনতা দিবে ইনশাআল্লাহ।

17/10/2024

যে দোকানের সামনে ফুটপাত বসবে সেই দোকান সিলগালা করা হবে

- চাটখিল উপজেলা প্রশাসন

🇧🇩📢সিরাতুন্নবী(সঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধা🔉🇧🇩✅তারিখ: ২৬ অক্টোবর✅রোজ: শনিবার ✅সময়: বিকাল ০৩:০০ঘটিকা🟧স্থান:পশ্চিম চাঁদ ক...
16/10/2024

🇧🇩📢সিরাতুন্নবী(সঃ) মাহফিল ও সাংস্কৃতিক সন্ধা🔉🇧🇩

✅তারিখ: ২৬ অক্টোবর
✅রোজ: শনিবার
✅সময়: বিকাল ০৩:০০ঘটিকা

🟧স্থান:পশ্চিম চাঁদ কাশিমপুর জামে মসজিদ প্রাঙ্গণ ।

🟩প্রধান অতিথি-জনাব ইসহাক খন্দকার
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী জেলা।

🟥প্রধান আলোচক-মুহাদ্দিস রফিক উল্যাহ আফসারী

⬜️বিশেষ মেহমান:
জনাব মাওঃ বোরহান উদ্দীন
সাবেক ভাইস-চেয়ারম্যান বেগমগঞ্জ উপজেলা পরিষদ
জনাব মাওঃ আবু জায়েদ
আমীর ,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেগমগঞ্জ উপজেলা

🟦সভাতিত্ব করবেন:
জনাব মাষ্টার আবু তাহের (বিএসসি)
সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ,০২নং গোপালপুর ইউনিয়ন

🔊সাংস্কৃতিক পরিবেশনা করবেন

🔴 সুর সম্রাট শিল্পী মশিউর রহমান, ঢাকা
🟠 শিল্পী এম.আর জিহাদ ,ঢাকা
🟢 কান্ডারী শিল্পী গোষ্ঠী ,নোয়াখালী

✅বিঃদ্রঃ-🔶প্রধান আলোচকের আলোচনা বিকেল ০৩:৩০
🔸সাংস্কৃতিক পরিবেশনা বাদ মাগরিব।

Big shout out to my newest top fans! 💎 বেকার ছেলে মোহন, সাম্মি চৌধুরী, Hossain AnwarDrop a comment to welcome them to ou...
16/10/2024

Big shout out to my newest top fans! 💎 বেকার ছেলে মোহন, সাম্মি চৌধুরী, Hossain Anwar

Drop a comment to welcome them to our community,

16/10/2024

সোনাইমুড়ী উপজেলার ইস্টার্ন কলেজ থেকে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করেনি।

15/10/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী
০৯ নং মিরওয়ারিশপুর ইউনিয়নের, কেন্দুরবাগ শাখার উদ্দ্যোগে, এক বিশাল সাধারণ সভার আযোজন করা হয,
উক্ত, সাধারণ সভায়,
উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি জনাব, মাওলানা আব্দুর রহিম ভাই, ইউনিয়ন আমীর

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নি-হ-ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্...
14/10/2024

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নি-হ-ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

14/10/2024

অসাধারণ উপস্থাপনা
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে

14/10/2024

ডা. দীপু মনির নেতৃত্বে গড়ে উঠেছিল সিন্ডিকেট টাকায় বিক্রি হতো জিপিএ ৫, ফেল থেকে হয়ে যেত পাস
সোর্স: নয়া দিগন্ত পত্রিকা

ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর ২০২৪, নোয়াখালী জেলা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্দ্যোগে কর্মী সম্মেলন হবে
13/10/2024

ইনশাআল্লাহ
২৫ ডিসেম্বর ২০২৪, নোয়াখালী জেলা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্দ্যোগে কর্মী সম্মেলন হবে

Address

Begumganj

Telephone

+8801866372539

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jtv media24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jtv media24:

Videos

Share

Nearby media companies