Tipu Chowdhuryツ

Tipu Chowdhuryツ ব্যক্তিত্ববোধ মানব সভ্যতার একটি সুন্দর পর্যায়। যেখানে মানুষ নিজ থেকে একজন সহৃদয় ব্যক্তি হয়ে ওঠে।

12/05/2024
শুভ সকাল, আজ বৃহস্পতিবার। ২ মে ২০২৪ খ্রিষ্টাব্দ, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিজরি। আপনার দিনটি শুভ হোক।
02/05/2024

শুভ সকাল, আজ বৃহস্পতিবার। ২ মে ২০২৪ খ্রিষ্টাব্দ, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ শাওয়াল ১৪৪৫ হিজরি। আপনার দিনটি শুভ হোক।

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন!...
30/04/2024

খলিফা হারুন অর রশিদ পানি পান করতে যাবেন, গ্লাস ঠিক ঠোঁটের কাছে নিয়েছেন, এমন সময় হযরত বহলুল (রহঃ) বললেন, "আমিরুল মুমিনীন! একটু থামুন। পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন।"

খলিফা বললেন, "বলো কি জানতে চাও?"

বহলুল (রহঃ) বললেন, "মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন মাঠে আছেন যেখানে পানি নাই। পিপাসায় আপনার প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় আপনি এক গ্লাস পানির জন্য কতটা মূল্য ব্যয় করবেন?"

খলিফা বললেন, "যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, "ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন।"

খলিফা পানি পান করলেন। এবার হযরত বহলুল (রহঃ) বললেন, "আমার আর একটি প্রশ্ন আছে।"

খলিফা বললেন, "বলো।"

বহলুল (রহঃ) বললেন, "এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয়, পেটেই জমা থাকে। প্রসাব বন্ধ হয়ে যায়, সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন?"

-প্রসাব বন্ধ হলে তো আমি সহ্য করতে পারবো না। মারা যাবো। জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চায় ততটাই দিবো। আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে দিবো।"

হযরত বহলুল (রহঃ) বললেন, তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয়। মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান। তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন, এটা একটু ভাবেন আর এই নেয়ামত যিনি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন।"
সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ 😍

* ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরীনজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা..কিন্তু সেই রুপ আর নাই....* সব পরীক্ষায় নকল করে ...
28/04/2024

* ১০ বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী
নজর কাড়া মেয়েটাও এখন দুই সন্তানের মা..
কিন্তু সেই রুপ আর নাই....

* সব পরীক্ষায় নকল করে পাস করা
ছেলেটিও এখন বিসিএস ক্যাডার.....

* ক্লাসের পড়াশুনোয় সবচেয়ে বেশি সময়
ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে...

* অন্যের গার্ল ফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া
বাইকওয়ালা ছেলেটার হবু বউও এখন
আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ...

* ৮ বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার
নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন
ঋণের বোঝা নিয়ে কোন মতে বেচে আছে....

* ১০ বছর আগে ক্লাসের লাস্টে বসা
প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও
এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে...

* ৬-৭ বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা
ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্র পক্ষের কাছে
বার বার রিজেক্ট হচ্ছে....

* ৫ বছর আগের সবচেয়ে সেরা জুটিটা
এখন একজন আরেকজনের ব্লক লিস্টে....

* ৭-৮ বছর ধরে নিজের ইচ্ছামতো একের
পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের
অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে...

* ১০ বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে
বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা
এখনো বন্ধুত্তহীনতায় ভুগছে....

কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ-বিত্ত,রুপ-গুনের কারনে সাময়িক কিছু দিনের জন্য আপনি-আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো.. কিন্তু সময় সবসময় আমার-আপনার
ইচ্ছামত চলবে,এমন আশা করা টা ভুল.. সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়...

এত অহংকার কিসের আমাদের..?
জীবনের প্রথম গোসল করছি অন্যজনের হাতে,
শেষ গোসল টা ও হবে অন্যজনেরই হাতে....!!
#সময়

এটা কোনো কথা।
28/04/2024

এটা কোনো কথা।

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে এটা ভুল ধারণা আমাদের।মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক...
28/04/2024

Mojo কিনলেই যে ফিলিস্তিন ১ টাকা পেয়ে যাবে
এটা ভুল ধারণা আমাদের।
মোজো খেলেই ১ টাকা যায় না।মোজো কিনে বোতলের গায়ে বারকোড স্ক্যান করতে হবে, তারপর ওকে লিখতে হবে।তবেই ১ টাকা তাদের দেশে যাবে।আপনি সারাদিন মোজো খেলেন তাতে কোন লাভ নেই।যতক্ষণ পর্যন্ত আপনি বারকোড স্ক্যান করবেন না ততোক্ষণ পর্যন্ত তাদের একাউন্টে ১ টাকাও জমা হবে না। তাই যারা মোজো খাবেন অবশ্যই মোবাইল দিয়ে বারকোড স্ক্যান করে প্রসেস টা কমপ্লিট করবেন।

সবাইকে জানিয়ে দিতে শেয়ার করে দেন।

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
26/04/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

©️ Md. Elias Hossain

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা...
26/04/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ

১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।

২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।

৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।

৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।

৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।

৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।

৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।

৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।

১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।

১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।

১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।

১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।

১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

©️Md. Elias Hossain

অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, নির্বিচারে বৃক্ষ নিধন এবং অবাধ পাপাচারের ফলস্বরূপ আরো অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।
26/04/2024

অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন, নির্বিচারে বৃক্ষ নিধন এবং অবাধ পাপাচারের ফলস্বরূপ আরো অনেক বিপর্যয়ের সম্মুখীন হতে হবে।

___টাকা থাকলে অটোমেটিক চেহারা গ্লো করে।©ZERO1 Art
26/04/2024

___টাকা থাকলে অটোমেটিক চেহারা গ্লো করে।

©ZERO1 Art

তোমাদের শ্রম ও ঘামের বিনিময়েই পৃথিবী এতো সুন্দর।  তোমাদের শ্রম, তোমাদের ঘাম সার্থক হোক।  শুভ হোক তোমাদের প্রতিটি মুহূর্ত...
26/04/2024

তোমাদের শ্রম ও ঘামের বিনিময়েই পৃথিবী এতো সুন্দর। তোমাদের শ্রম, তোমাদের ঘাম সার্থক হোক। শুভ হোক তোমাদের প্রতিটি মুহূর্ত।

© Md. Elias Hossain

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে! পুরো দেশে আরো ৪০০ কোটি গাছের প্রয়োজন।এটা তো সবে শুরু! ...
26/04/2024

আজ মানুষ অনুভব করছে খুব গরম, কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে! পুরো দেশে আরো ৪০০ কোটি গাছের প্রয়োজন।
এটা তো সবে শুরু! ৪৫° থেকে ৪৯° এবং ৪৯° থেকে ৫৫°, ৫৫° থেকে ৬০° 'হতে বেশি সময় লাগবে না,
এভাবে চলতে থাকলে।
৫৬° হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে প্রচুর চারা গাছ রোপন করতে হবে; কারন একটি গাছ মোটামুটি বড়ো হতে পাঁচ থেকে সাত 'বছর সময় লাগে।
কিছুদিন পরেই বৃষ্টির সিজন শুরু হতে চলেছে, অবশ্যই দুটি গাছ লাগাবেন। 'অন্যদের উপর সব ছেড়ে দেবেন না।
গাছ লাগান প্রাণ বাঁচান 🌳
© Md. Elias Hossain

এই গরমে আরাম পেতে যা করবেন:১. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন।৩...
25/04/2024

এই গরমে আরাম পেতে যা করবেন:

১. পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।
২. বাড়ির বাইরে থাকার সময় সরাসরি রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন।
৩. শরীরে পানিশূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে।
৪. স্যালাইন পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম ও চিনি শরীর সজীব রাখতে বিশেষভাবে কার্যকর।
দীর্ঘ সময় গরমে থাকলে স্যালাইন পান করুন।
৫. গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা জুস পান করুন।
৬. মাংস এড়িয়ে বেশি করে ফল ও সবজী খান।
৭. প্রস্রাবের রঙ খেয়াল করুন। প্রস্রাবের গাঢ় রঙ পানি স্বল্পতার লক্ষণ।
৮. সব সময় ছাতা বা টুপি সাথে রাখুন।
৯. ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করুন।
১০. চেষ্টা করুন যেন দিনে কম বাইরে যেতে হয়।
১১. রাগ পরিহার করুন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। বেশি কথা ও ঝামেলা এড়িয়ে চলুন।

© Film Sarcasm

বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি! এরা বৈশাখের এ ৪১ ডিগ্রি ঠাডা পড়া রোদের মধ্যে গাছ লাগাতে চায়। অথচ এখন গাছ লাগ...
25/04/2024

বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি! এরা বৈশাখের এ ৪১ ডিগ্রি ঠাডা পড়া রোদের মধ্যে গাছ লাগাতে চায়। অথচ এখন গাছ লাগালে একটা গাছ ও বাঁচবে না। (তবে অনেক বেশি পরিচর্চা করলে বেঁচে যেতেও পারে, কিন্তু যেখানে পানি দেয়ার কেউ থাকেনা সেখানে আলাদা পরিচর্চা বিলাসিতা)।

আর ২ মাস পর যখন বর্ষাকাল শুরু হবে তখন এরা সবাই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে। কারণ ততদিনে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে।

তাহলে করনীয় কি?
করনীয় হচ্ছে সময়ের কাজ সময়ে করতে হবে। এখন প্লানিং করবেন কোথায় গাছ লাগাবেন আর কোথা থেকে কিনবেন ইত্যাদি। কিছুদিন পর যখন বর্ষা শুরু হবে তখন সবাই এক যোগে গাছ লাগানো শুরু করবেন।

সময়ের কাজ সময়ে করুন। গাছ লাগান তাপমাত্রা কমান, পরিবেশ বাঁচান। 😊
© Film Sarcasm

___সংগৃহীত✓

একদিনে পাঁচ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করেছিল ভারত। তারপর খুব সম্ভবত দুই হাজার উনিশ সালে এই রেকর্ড ভেঙে একদিনে বিশ কোটি...
23/04/2024

একদিনে পাঁচ কোটি গাছ লাগিয়ে বিশ্বরেকর্ড করেছিল ভারত। তারপর খুব সম্ভবত দুই হাজার উনিশ সালে এই রেকর্ড ভেঙে একদিনে বিশ কোটি গাছ লাগায় ইথিওপিয়া। বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতের কোটি। গাছ লাগাতে ধর্ম, বর্ণ, জাত, শিক্ষা, ডিগ্রি, পদ কিচ্ছু লাগে না। সবার জন্য সহজ।

একটা দিন ঠিক করেন। গিনেজ রেকর্ড কর্তৃপক্ষকে ডাক দেন। তারপর একজনে পাঁচটা করে গাছ লাগান। একজন অন্যজনের পেছনে অন্য কোনোদিন লাগব, একটা দিন অন্তত শুধু আমরা গাছ লাগাব।

যত তাড়াতাড়ি সম্ভব ইভেন্ট খুলেন। আয়োজন করেন। শুভকাজে দেরী করতে নাই।

গাছ লাগান পরিবেশ বাঁচান সাথে নিজেদেরকেও বাঁচান।

__________সংগৃহীত✓

Address

Noakhali
Begumganj
3825

Alerts

Be the first to know and let us send you an email when Tipu Chowdhuryツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tipu Chowdhuryツ:

Videos

Share