Burhan Uddin khan rakib

Burhan Uddin khan rakib আমি বিশ্বাসী,আমি সাহসী
আমি পারি,আমি পারবো। ✊💪

- ইনশাআল্লাহ ❤️🌸🤲

আলহামদুলিল্লাহ 🤲
17/12/2023

আলহামদুলিল্লাহ 🤲

ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান?তাহলে এই WEBINAR আপনার জন্য।👉ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো,,,,,...
05/12/2023

ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান?
তাহলে এই WEBINAR আপনার জন্য।
👉ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো,,,,,?
👉ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি?
👉আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি পাবো,,,?
👉👉সকল বিষয় নিয়ে আগামী 06 WEBINAR রাত 06:01 PM এ দেরি না করে আজি যোগাযোগ করুন আমাদের সাথে
🏣আমাদের ঠিকানাঃ
Bright IT and Training Institute
Narayanganj,Dhaka
Mobile: 01782041635

১. আমি সবসময় পজিটিভ চিন্তা করবো২. আমার কাছে অসম্ভব কিছুই না৩. কখনো অজুহাত দিবো না৪. সবার থেকে শেখার মনোভাব নিয়ে চলব
29/10/2023

১. আমি সবসময় পজিটিভ চিন্তা করবো
২. আমার কাছে অসম্ভব কিছুই না
৩. কখনো অজুহাত দিবো না
৪. সবার থেকে শেখার মনোভাব নিয়ে চলব

❤️ ধৈর্য মানুষকে ঠকায় না. বরং উত্তম সময়ে ❤️     .. শ্রেষ্ঠ উপহার দেয়.. ☺️..ইনশাআল্লাহ ধৈর্য্যর শেষটা সুন্দর হবে..!🤲
09/01/2023

❤️ ধৈর্য মানুষকে ঠকায় না. বরং উত্তম সময়ে ❤️

.. শ্রেষ্ঠ উপহার দেয়.. ☺️
..ইনশাআল্লাহ ধৈর্য্যর শেষটা সুন্দর হবে..!🤲

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়।সেটা রাস্তা হোক বা সম্পর্ক।
13/11/2022

যোগাযোগ না থাকলে ফেরার রাস্তা
প্রকৃতির নিয়মেই বন্ধ হয়ে যায়।
সেটা রাস্তা হোক বা সম্পর্ক।

দক্ষতা গড়ার সময়ে, আপনি কেন পিছিয়ে!? শুরু হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং Level 1 এর নতুন ব্যাচ!বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিগুলোর...
09/11/2022

দক্ষতা গড়ার সময়ে, আপনি কেন পিছিয়ে!?
শুরু হতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং Level 1 এর নতুন ব্যাচ!

বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে প্রথম দিকে অবস্থান করছে ডিজিটাল মার্কেটিং। বদলে যাওয়া এই মার্কেটিং ধারা দেশের মানুষের কাছেও পেয়েছে গ্রহণযোগ্যতা। ফলে সৃষ্টি হচ্ছে নতুন ধরণের হাজার হাজার কর্মক্ষেত্র।

ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর সম্ভাবনার সুফল পেতে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনি!
আজই এনরোল করুন Harbour IT Institute এর বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় দক্ষতাভিত্তিক কোর্স "ডিজিটাল মার্কেটিং"

🎯 ডিজিটাল মার্কেটিং শিখতে কেন হার্বার আইটি কে বেছে নিবেন?
👉🏼 ফাইভার/ আপওয়ার্ক এর টপ রেটেড ফ্রিল্যান্সার দের মাধ্যমে প্রতিটি ক্লাস করানো হয়ে থাকে।
👉🏽 ২২ টি Vocational ক্লাস
👉🏽 ২৪ ঘণ্টা IT Support
👉🏽 Website এর মাধ্যমে Homework, assignment জমাদান
👉🏽 Lifetime Server Access
👉🏽 ক্লাস রেকর্ড
👉🏽 কোর্স শেষে Certificate

➡ ক্লাসের সময় -
আগামী ১৮/১১/২০২২ ইং তারিখ রোজ সোমবার রাত ০৮ : ৩০ টা থেকে ক্লাস শুরু হবে।

সুতরাং, আর দেরী না করে আজই আপনার আসনটি নিশ্চিত করুন! আর হয়ে উঠুন একজন সফল ডিজিটাল মার্কেটার!

নাম্বারঃ ০১৩১১১৩৫৮৫৫
কল করুন
অথবা #ইনবক্স করুন।
Harbour IT - Discover yourself.

ক্যারিয়ার শুরু হোক, দক্ষতার আত্নবিশ্বাসে!  দক্ষতাভিত্তিক ক্যারিয়ার গড়ার এই যুগে আপনি কি এখনো দক্ষতা অর্জনে পিছিয়ে আছেন? ...
19/10/2022

ক্যারিয়ার শুরু হোক, দক্ষতার আত্নবিশ্বাসে!
দক্ষতাভিত্তিক ক্যারিয়ার গড়ার এই যুগে আপনি কি এখনো দক্ষতা অর্জনে পিছিয়ে আছেন?
ক্যারিয়ারভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্স "ডিজিটাল মার্কেটিং লেভেল ১ - ১৬ তম ব্যাচ" এ ভর্তি নেওয়া হচ্ছে!
ফ্রিল্যান্সিং পেশায় বর্তমানে সবচাইতে জনপ্রিয় সেক্টর হচ্ছে "ডিজিটাল মার্কেটিং"
সুদক্ষ ট্রেইনার প্যানেল এর মাধ্যমে সম্পূর্ণ কোর্সটি করানো হয়ে থাকে।
এতে রয়েছে ১৬ টি বিশেষ ক্লাস! যেগুলো শেখার মাধ্যমে আপনার মধ্যে তৈরি হবে সফল ফ্রিল্যান্সার হওয়ার ভিত্তিপ্রস্তর।
আগামী 25 /10/2022 ইং তারিখ রোজ মঙ্গলবার রাত ৯:০০ টায় ক্লাস শুরু হবে।
আর দেরী না করে আজই আপনার আসনটি নিশ্চিত করুন! আর হয়ে উঠুন সফল একজন ডিজিটাল মার্কেটার!
যোগাযোগ- #ইনবক্স করুন আমার পেইজে....

13/10/2022

"নানা" তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে 😭😭
তোমার কথা বারে বারে শুধু মনে পড়ে 😥
দু-চোখ ভরে পানি শুধু তোমার জন্য পড়ে 😭😭

24/09/2022

"প্রতিটা"
ভালো কথা হচ্ছে সাদকাহ্..!!🌸
"সুবহানাল্লাহ" ❤️🌸

আসসালামু আলাইকুম এতো পড়াশোনা তো চাকরির জন্যই। তাহলে এতো বছর পড়াশোনা করে কি হলো,,,,,? চাকরি কোথায়,,,,?? কে দিবে চাকরি,,,,...
20/09/2022

আসসালামু আলাইকুম

এতো পড়াশোনা তো চাকরির জন্যই।

তাহলে এতো বছর পড়াশোনা করে কি হলো,,,,,? চাকরি কোথায়,,,,?? কে দিবে চাকরি,,,,?? 🤷‍♀️

💁‍♀️আসলে সার্টিফিকেট নয়, দিন শেষে দক্ষতাটাই কাজে লাগবে,,,যা সারাজীবন আপনাকে পুঁজি দিবে।
সময় এসেছে নিজেকে প্রশ্ন করার আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার।🙎‍♀️

👉তাই সময় থাকতে নিজেকে উদ্দোক্তা হিসেবে প্রমাণ করো, এমন কিছু করো যেটাতে তেমার ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল হয়।

18/09/2022

#নানাভাই

যার প্রতিটা মোনাজাতে ছিলাম আমি,আমার জন্য প্রতিটা মূর্হতে করেছে যে দোয়া।

আমারও প্রতিটা মোনাজাতে রয়েছে তোমার নাজাত পাওয়ার দোয়া 🤲🤲

Alhamdulillah 7th order from returning buyer
16/09/2022

Alhamdulillah 7th order from returning buyer

Life is like a mirror; we get the best results         when we smile...😊🙂_জীবন একটি আয়নার মত; আমরা যখন হাসি তখন আমরা সে...
13/09/2022

Life is like a mirror; we get the best results
when we smile...😊🙂
_জীবন একটি আয়নার মত; আমরা যখন হাসি তখন আমরা সেরা ফলাফল পাই।

🎯চিন্তা করার ক্ষমতাটা মূর্খ মানুষকে কখনো সুখী থাকতে দেয়না।কারণ - সে তার ভালো সময় চলাকালীন সব সময়ই ভাবতে থাকে না-জানি এই ...
08/09/2022

🎯চিন্তা করার ক্ষমতাটা মূর্খ মানুষকে কখনো সুখী থাকতে দেয়না।
কারণ - সে তার ভালো সময় চলাকালীন সব সময়ই ভাবতে থাকে না-জানি এই ভালো দিনগুলো কখন শেষ হয়ে যায় !

With PFM conference.
Premium freelance Marketer.


 #নানাভাই  #সৃতি --- ০১আমার বাবার বাড়ি থেকে আমার নানার বাড়ি তুলনামূলক ভাবে বেশি দূরে না। তাই ছোট বেলায় স্কুল বন্ধের ছুটি...
06/09/2022

#নানাভাই

#সৃতি --- ০১

আমার বাবার বাড়ি থেকে আমার নানার বাড়ি তুলনামূলক ভাবে বেশি দূরে না। তাই ছোট বেলায় স্কুল বন্ধের ছুটি নানার বাড়িতেই কাটাতে পছন্দ করতাম।

নানার বাড়িতে যাওয়ার পথে আমার নানার ফসলের মাঠ ছিলো রাস্তার সাথেই, নানা যেহেতু মাঠে ফসল করতো,সেহেতু নানা ফসলের মাঠের পাশেই অনেকটা সময় কাটাতো।

আর আমার নানা বাড়ি যাওয়ার সময়টা ও বেশির ভাগ সময়ে আসরের নামাজের সময় হতো, কারণ তখন আমি স্কুল থেকে আসতাম, তারপর নানা বাড়িতে যেতাম।

নানার ফসলের মাঠের আশেপাশে কোন মসজিদ না থাকায়, আমি আমার নানাকে প্রায় সময় কাঁধে থাকা গামছা বিছিয়ে আসরের নামাজ আদায় করতো।

নামাজ নিয়ে কখনো অবহেলা করতে দেখি নাই নানাকে। ❣️এমন কি মৃত্যুর বিছানায় অচেতন অবস্থায় থেকেও শুধু নামাজ আদায় করতো ইশারায়।

হে আল্লাহ কিভাবে তুমি এমন একজন নামাজ প্রেমিক,আল্লাহ প্রেমিক এবং তোমার প্রিয় হাবীবের উম্মতকে তুমি জাহান্নামে দিবে😥😥

হে আল্লাহ তুমি আমার নানা ভাই কে জান্নাতুল ফেরদৌস নসিব করো🤲🤲🤲

05/09/2022

"বাবাকে"
ঠুকরে ঠুকরে শেষ করে দিয়ে আমরা বিলাসিতা করি😥

আত্মবিশ্বাস ও আস্থা রাখতে পারলে জীবনে পরিবর্তন সম্ভব নিজে বা কারও হাত ধরে...!! 🤔😉😉
04/09/2022

আত্মবিশ্বাস ও আস্থা রাখতে পারলে জীবনে পরিবর্তন সম্ভব নিজে বা কারও হাত ধরে...!!
🤔😉😉

দেশের অবস্থা সিঙ্গাপুর হোক আর শ্রীলংকা হোক আপনার পরিবারের পাশে কেউ দাড়াবে না এখন সময় অনলাইনে নিজেকে তৈরি করুন  দাঁতে দ...
01/09/2022

দেশের অবস্থা সিঙ্গাপুর হোক আর শ্রীলংকা হোক আপনার পরিবারের পাশে কেউ দাড়াবে না এখন সময় অনলাইনে নিজেকে তৈরি করুন দাঁতে দাঁত চেপে ভালো একটা স্কিল তৈরি করা উচিত।👩‍💻

নতুন মাসে যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ নতুন ভাবে প্লান করে আবারো নতুন একটা মাস অতিক্রম করতে যাচ্ছি। ফজরের নামাজ দিয়ে ...
01/09/2022

নতুন মাসে যাত্রা শুরু হলো।
আলহামদুলিল্লাহ নতুন ভাবে প্লান করে আবারো নতুন একটা মাস অতিক্রম করতে যাচ্ছি।

ফজরের নামাজ দিয়ে শুরু করলাম ০১/০৯/২০২২ ইং মাসের সকালটা ইনশাআল্লাহ এই মাসে নতুন কিছু কার্যক্রম নিয়ে নতুন ভাবে কাজকে এগিয়ে নিতে চাই।

সকালের কাছে দোয়ার দরখাস্ত 🤲🤲


স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করুন।    #ফ্রিল্যান্সিং
31/08/2022

স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তবে রুপান্তরিত করুন।


#ফ্রিল্যান্সিং

বর্তমানে ডিজিটাল মার্কেটিং  এর মধ্যে ক্যানভা ডিজাইন করার জন্য অন্যতম সেক্টর৷  🌐🌀ক্যানভা একটি নকশা করার জন্য ( গ্রাফিক ডি...
31/08/2022

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্যানভা ডিজাইন করার জন্য অন্যতম সেক্টর৷ 🌐🌀

ক্যানভা একটি নকশা করার জন্য ( গ্রাফিক ডিজাইন) সরঞ্জামভিত্তিক একটি ওয়েবসাইট৷ 🎨

এখন ক্যানভা বর্তমানে ডিজাইনের ক্ষেত্রে অগ্রাধিকার ভূমিকা পালন করছে। এর মাধ্যমে আমরা বিভিন্ন ট্যাম্পেলেট কাস্টমাইজ করতে পারি৷ 📲

ক্যানভার মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন এবং পোস্টার ডিজাইন করা যায়। 😲

সো এখন আর ডিজাইনের জন্য গ্রাফিকস ডিজাইন কোর্স করতে হবে না। এখন আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টর এর একটা পার্ট হলো ক্যানভা 👩‍💻



সেলসে নতুন বা পুরানো হোন, কয়েকটি উপায় অবলম্বন করে নিজেকে দক্ষ করতে পারবেন এ কাজে।১. প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ভালোমতো জা...
28/08/2022

সেলসে নতুন বা পুরানো হোন, কয়েকটি উপায় অবলম্বন করে নিজেকে দক্ষ করতে পারবেন এ কাজে।
১. প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ভালোমতো জানুন।
২. কাস্টমারের প্রয়োজন ঠিকভাবে বুঝুন।
৩. যোগাযোগের দক্ষতা বাড়ান।
৪. কাস্টমারের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলুন।
৫. নতুন পদ্ধতি চেষ্টা করুন।

28/08/2022

সঠিক সিদ্ধান্ত আর গাইডলাইন না থাকার কারণে অনেক মেধাবী ছেলে মেয়েরা জীবনে ভালো কিছু করতে পারেনা।

27/08/2022

বড় হওয়ার প্রচন্ড ইচ্ছা শক্তি মানুষকে বড় করে তুলে।

পবিত্র দিনকে ঘিরে সূচনা হোক গুনাহ মাফের ।আল্লাহুম্মা আমীন 🤲Jumma mubarak 🥰🥀❣️
26/08/2022

পবিত্র দিনকে ঘিরে সূচনা হোক গুনাহ মাফের ।
আল্লাহুম্মা আমীন 🤲

Jumma mubarak 🥰🥀❣️

 #ফ্রিল্যান্সিং করে আপনিও আপনার স্বপ্ন পূরন করার ক্ষমতা রাখতে পারবেন, যদি আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে 💯 দক্ষতা বৃদ্ধি ...
25/08/2022

#ফ্রিল্যান্সিং করে আপনিও আপনার স্বপ্ন পূরন করার ক্ষমতা রাখতে পারবেন, যদি আপনি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে 💯 দক্ষতা বৃদ্ধি করতে পারেন।

#সফলতা অর্জন করতে আপনাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম ছাড়া কেউ কখনো সফল হতে পারে না।



25/08/2022

সরকারী কর্মচারীদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান বাতিল করে দিয়েছে মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ!

💢💢আজই আপনার অ্যাডমিশন নিশ্চিত করুন....ক্যারিয়ারভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্স "ডিজিটাল মার্কেটিং লেভেল ১ - ১৪ তম ব্যাচ" এ স...
24/08/2022

💢💢আজই আপনার অ্যাডমিশন নিশ্চিত করুন....
ক্যারিয়ারভিত্তিক ফ্রিল্যান্সিং কোর্স "ডিজিটাল মার্কেটিং লেভেল ১ - ১৪ তম ব্যাচ" এ স্কলারশিপ এর মাধ্যমে ভর্তি নেওয়া হচ্ছে!

🌿🌿তাহলে এখনি সিদ্ধান্ত নিয়ে শুরু করুন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য দক্ষতাভিত্তিক কোর্স Harbour IT Institute এর "ডিজিটাল মার্কেটিং লেভেল ১ & লেভেল ২" নতুন ব্যাচে!

💢💢জনপ্রিয় ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইভার/ আপওয়ার্ক এর টপ রেটেড ফ্রিল্যান্সার দের মাধ্যমে প্রতিটি ক্লাস করানো হয়ে থাকে।
আগামী ২৮/০৮/২০২২ ইং তারিখ রোজ রবিবার
থেকে ক্লাস শুরু হবে।

কোর্সে যা যা থাকছে -
👉 ১৭ টি বিশেষ ক্লাস
👉 ২৩ টি Vocational ক্লাস
👉 মোট ৪০ টি ক্লাস।
👉 ২৪ ঘণ্টা IT Support
👉 Website এর মাধ্যমে ক্লাস করার সুযোগ
👉 Lifetime Server Access
👉 ক্লাস রেকর্ড
👉 কোর্স শেষে Certificate
সুতরাং, আর দেরী না করে আজই আপনার আসনটি নিশ্চিত করুন! আর হয়ে উঠুন সফল একজন ডিজিটাল মার্কেটার!

যোগাযোগের নম্বর : +8801311135855
অথবা #ইনবক্স করুন।
Harbour IT Institute

আমাদের স্বভাব 😀🔶প্রথমে তোমাকে তারা উপহাস করবে , 🔶পরে তারাই তোমার কাছে পরামর্শ চাইবে । সুতরাং অপেক্ষা কর, পরিশ্রম করে যাও...
22/08/2022

আমাদের স্বভাব 😀
🔶প্রথমে তোমাকে তারা উপহাস করবে ,
🔶পরে তারাই তোমার কাছে পরামর্শ চাইবে ।

সুতরাং অপেক্ষা কর, পরিশ্রম করে যাও,
সফল তুমি হবেই , কারণ কষ্টের ফল মিষ্টি হয় । 🥰


21/08/2022

যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে ?

শুরু হতে যাচ্ছে  Spoken English এর উপর দারুন একটি নতুন ব্যাচ। সময় আগামী ২৫ তারিখ পযর্ন্ত।
21/08/2022

শুরু হতে যাচ্ছে Spoken English এর উপর দারুন একটি নতুন ব্যাচ।
সময় আগামী ২৫ তারিখ পযর্ন্ত।

💢💢💢 যারা সত্যিই মন থেকে কিছু করতে চায় তারা পথ খুঁজে না পেলেও গন্তব্যে পৌঁছার জন্য নতুন রাস্তা তৈরি করে পেলে,আর যারা গন্ত...
19/08/2022

💢💢💢 যারা সত্যিই মন থেকে কিছু করতে চায় তারা পথ খুঁজে না পেলেও গন্তব্যে পৌঁছার জন্য নতুন রাস্তা তৈরি করে পেলে,
আর যারা গন্তব্যেই বুঝতে পারেনা তারা অজুহাত খুঁজে

18/08/2022

যদি ছোট ছোট প্রয়োজন মিটাতে চাও তবে চাকুরী করো
আর
যদি সব ইচ্ছা আর সপ্ন গুলো পূরন করতে চাও তবে ব্যবসা করো🥰

বলার মানুষ আসবে যাবে,নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর বিশ্বাস রাখুন।
18/08/2022

বলার মানুষ আসবে যাবে,
নিজেকে বিশ্বাস করুন, নিজের উপর বিশ্বাস রাখুন।

12/08/2022

পবিত্র দিন হোক সবার জন্য কল্যাণকর ,
جمعة مبارك

Alhamdulillah another work is going on. Everyone pray for me🤲🤲🤲
09/08/2022

Alhamdulillah another work is going on. Everyone pray for me🤲🤲🤲

💢💢 ইনশাআল্লাহ ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর ১২ তম ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আগামী  ১০/০৮/২০২২ ইং তারিখে। 🎯🎯আপনারা যারা এখনো ১...
08/08/2022

💢💢 ইনশাআল্লাহ ডিজিটাল মার্কেটিং লেভেল 1 এর ১২ তম ব্যাচ শুরু হয়ে যাচ্ছে আগামী ১০/০৮/২০২২ ইং তারিখে।

🎯🎯আপনারা যারা এখনো ১০০% Scholarship এ এডমিশন conform করেন নাই দ্রুত এডমিশন confirm করুন।

💻💻 বর্তমানে ইন্টারনেটের ব্যবহার বেড়ে গেছে অনেক গুন এবং ভবিষ্যতে এর ব্যবহার আরো বেড়ে যাবে কয়েক গুন সেটা সহজে অনুমান করা যাচ্ছে। তাই ফ্রিল্যান্সিং শেখার উপর সকলের গুরুত্ব দেয়া উচিৎ।
📲🖥 এখন প্রশ্ন হলো কিভাবে ফ্রিল্যান্সিং শিখব ? ফ্রিল্যান্সিং এর কোন শাখাই এগুবো ? অনেক দিন যাবত এই সকল প্রশ্নের উত্তর এবং দিকনির্দেশনা দিয়ে আসছে হরর্বার আইটি ইনস্টিটিউট । এরই ধারাবাহিকতাই হারর্বার আইটি ইনস্টিটিউট শুরু করতে যাচ্ছে আরো একটি নতুন ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ।
🎯🎯 আজই আপনি আপনার আসনটি কনফার্ম করুণ।

Address

Barura
3560

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801312876519

Alerts

Be the first to know and let us send you an email when Burhan Uddin khan rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Burhan Uddin khan rakib:

Videos

Share

Nearby media companies



You may also like