Shoel Ahhammed

Shoel Ahhammed Best Social Service

প্রেম-১সোহেল আহম্মেদদিন শেষে রাত আসেমনে পরে তার কথা।এভাবেই কেটে যায় সরািট বেলা।ঘুম হীন রাত বড্ড খারাপ।।পুরানো সৃতি মনে প...
28/06/2024

প্রেম-১
সোহেল আহম্মেদ

দিন শেষে রাত আসে
মনে পরে তার কথা।
এভাবেই কেটে যায় সরািট বেলা।
ঘুম হীন রাত বড্ড খারাপ।।
পুরানো সৃতি মনে পরে যায়।
আনুভুতিতে সে যে কাছে রয়,
চোখ মেললে হারিয়ে যায়।

13/06/2024

খোজ,
সোহল আহম্মেদ।

হয়তো তুমি খুঁজবে আমায়
হয়তোবা খুজবে না।।
যদি তুমি খুঝো তবে
হয়তো খুঝে পাবে না।।
আমি থাকবো তোমার কাছাকাছি
কিন্তু
তুমি দেখবে না।।
আমি দেখবো তোমার কৃষ্ট কমর্
তুমি তা বুঝবে না।।

17/02/2024

ha ha ha bojo moja..

11/02/2024

পিতা মাতার অবাধ্য চলে, যারা তাদের জন্য শিক্ষনীয় একটা ঘটনা - শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ।
পিতা মাতার কথা না শুনা বড় অন্যায় । খারাপ কথা বাদে ।
এখানে যারা বাজে কমেন্ট করছে তারা বেশির আহলে কুরআন, মতের বিরুদ্ধে গেলে হাদিস মানে না, আর কিছু মা বাবার অবাধ্য সন্তান আছে, এবং নারীবাদি হিজ,লা কিসিমের পুরুষ আছে, যারা দুইটা হাদিস, ইব্রাহিম আঃ এবং উমার রাঃ ঘটনার হাদিস, মানতে খুব কষ্ট হচ্ছে । কারন তারা পিতা মাতা কে মুল্যলায়ন করতে চাইনা । বউয়ের কাছে এতিম ।
عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ، قَالَ: كَانَتْ لِي امْرَأَةٌ كُنْتُ أُحِبُّهَا، وَكَانَ أَبِي يَكْرَهُهَا، فَقَالَ لِي: طَلِّقْهَا، فَأَبَيْتُ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، فَقَالَ: «طَلِّقْهَا» فَطَلَّقْتُهَا
হযরত আব্দুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমার একজন স্ত্রী ছিল। যাকে আমি খুবই ভালবাসতাম। কিন্তু আমার পিতা [হযরত উমর বিন খাত্তাব রাঃ] তাকে পছন্দ করতো না। তিনি আমাকে বললেন, তাকে তালাক দিতে।
কিন্তু আমি তালাক প্রদান করতে অস্বিকৃতি জানালাম।
তখন আমার পিতা রাসূল সাঃ এর কাছে বিষয়টি উপস্থাপন করলে, রাসূল সাঃ বললেন, তাকে তালাক দিয়ে দিতে। ফলে আমি আমার স্ত্রীকে তালাক প্রদান করি।
{মুসনাদে আবু দাউদ তায়ালিসী, হাদীস
নং-১৯৩১, মুসনাদে আহমাদ, হাদীস নং-৪৭১২, সুনানে আবু দাউদ, হাদীস নং-৫১৩৮} ।

Address

Charkawa
Barishal
8200

Telephone

+8801728467215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoel Ahhammed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoel Ahhammed:

Share