06/01/2026
শেষবারের মতো ছোট ভাই মোর্শেদকে আদর করে নিচ্ছে বড় বোন আয়েশা 💔
এক হৃদয়বিদারক মুহূর্ত,
যেখানে চোখে শুধু ভালোবাসা আর বিদায়ের কষ্ট।
চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে বাবার ফেলে যাওয়া দুই শিশুর মধ্যে ছোট শিশু মোর্শেদ (১৪ মাস) চিকিৎসাধীন অবস্থায় মা/রা গেছে।
আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ/ত্যু হয়।
অপরদিকে মোর্শেদের চার বছর বয়সী বোন আয়েশাও বর্তমানে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি আছে। সে চট্টগ্রাম জেলা প্রশাসক ও আনোয়ারা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।
চোখের পানি ধরে রাখার মত নয়।
আমার পোস্টে অনেক আপু/ভাইয়া নক দিয়েছিলেন দত্তক নেয়ার জন্য, বাট ততক্ষণে একজন দ্বায়িত্ব নিয়েছিলেন জানতে পারলাম।
বাট আজ এই নিউজ পেয়ে খুবই কষ্ট লেগেছে😪
অনেকেই একনজর এদের বাবা মা কে দেখতে চেয়েছিলেন, যে কেমন বাবা মা তারা😪
আল্লাহ তায়ালা ছোট মোর্শেদকে জান্নাত এবং আয়েশাকে দীর্ঘ হায়াত দান করুন।
আমিন🤲
Collected