27/01/2025
#দেহের_শান্তির_খোঁজ_ঔষধের_দোকানে_পাওয়া_গেলেও_মনের_শান্তি_টা_একমাত্র_পবিত্র_আল_কুরআনেই_আছে।
➤রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে
এইটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তাহার ঈমান থাকবে না।
➤কিন্তু কখন কোন তারিখ কোন সময় হয়েছিল সেইটা স্পষ্ট নয়।
➤সুতরাং নিজেদের মন গড়া দিন, মাস, ঠিক করে শবে মেরাজ পালন করা স্পষ্ট বিদআ' ত।
➤শবে মেরাজে আলাদা কোন আমল নেই। মেরাজকে উপলক্ষ করে কোন আমল করলে সেটাও বেদআত ও গুনাহের কাজ হবে। এই দিনেই মেরাজ হয়েছিলো– এটারই তো নির্ভরযোগ্য কোন দলিল প্রমাণ নেই।
☞◑➤বেশি বেশি তওবা ইস্তেগফার করুন কুরআন তেলাওয়াত করুন। (শুধু রজব মাসের জন্য)
➤নবী সল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম পুরো ′′′°′″রজব মাসজুড়ে″ বেশি বেশি বরকতের দোয়া পড়তে বলেছেন।
#দোয়াটি হলো....
اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ
উচ্চারণ : ‘আল্লহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শা'বানা ওয়া বাল্লিগনা রমাদ্বন।’
অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।
#আসসালামু_আলাইকুম