Media Cell Barisal

Media Cell Barisal বরিশালের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে সঠিক সময়ে পাঠকের কাছে পৌঁছে দেয়ার ক্ষুদ্র প্রয়াস

27/01/2025

#দেহের_শান্তির_খোঁজ_ঔষধের_দোকানে_পাওয়া_গেলেও_মনের_শান্তি_টা_একমাত্র_পবিত্র_আল_কুরআনেই_আছে।

➤রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে
এইটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তাহার ঈমান থাকবে না।
➤কিন্তু কখন কোন তারিখ কোন সময় হয়েছিল সেইটা স্পষ্ট নয়।

➤সুতরাং নিজেদের মন গড়া দিন, মাস, ঠিক করে শবে মেরাজ পালন করা স্পষ্ট বিদআ' ত।

➤শবে মেরাজে আলাদা কোন আমল নেই। মেরাজকে উপলক্ষ করে কোন আমল করলে সেটাও বেদআত ও গুনাহের কাজ হবে। এই দিনেই মেরাজ হয়েছিলো– এটারই তো নির্ভরযোগ্য কোন দলিল প্রমাণ নেই।

☞◑➤বেশি বেশি তওবা ইস্তেগফার করুন কুরআন তেলাওয়াত করুন। (শুধু রজব মাসের জন্য)
➤নবী সল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম পুরো ′′′°′″রজব মাসজুড়ে″ বেশি বেশি বরকতের দোয়া পড়তে বলেছেন।
#দোয়াটি হলো....

اَللَّهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ : ‘আল্লহুম্মা বারিকলানা ফি রজাবা ওয়া শা'বানা ওয়া বাল্লিগনা রমাদ্বন।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।

#আসসালামু_আলাইকুম

31/12/2024

বাংলাদেশ নিউজ টুডে এর পক্ষ থেকে সবার প্রতি রইল ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

30/12/2024

চন্ডুওয়ালার দোকান...
নাম শুনেই বোঝা যাচ্ছে যে "চন্ডু" নামক কোন একটি দ্রব্য বা পণ্যের ব্যবসায়ী সম্পর্কে কথা বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই চন্ডু জিনিসটা কি?

বলা হয়,আমাদের এই অঞ্চলে,বিশেষত ঢাকা শহরে চন্ডুর ব্যবসা শুরু হয় আজ হতে প্রয় দু'শ বছর আগে। ১৮৩০ সালে ঢাকার রোকনপুরের সোনাউল্লাহ নামক এক ব্যক্তি প্রথম চন্ডুর দোকান খোলেন এই শহরে। অল্প কিছু দিনের মাঝেই শহরের এক বিশাল জনগোষ্ঠী হয়ে ওঠে চন্ডু ভক্ত। এই চন্ডু আদতে আর কিছু নয় আমাদের অতি পরিচিত সেই ঐতিহাসিক 'আফিম'!

ক্রমশ এই বিপজ্জনক নেশাদ্রব্য ঢাকা থেকে ছড়িয়ে পড়তে থাকে বৃহত্তর ময়মনসিংহ, ত্রিপুরা "কুমিল্লা ও ত্রিপুরা রাজ্য" বাকেরগঞ্জ "বরিশাল" প্রভৃতি অঞ্চলে। আবার ভিন্ন ভিন্ন মানের ও দামের আফিমের সহজলভ্যতার কারণে প্রায় সকল শ্রেণির প্রাপ্তবয়স্ক পুরুষই এই নেশায় আসক্ত ছিলেন। ধনীর জন্য এটি ছিল আভিজাত্যের প্রতীক, দরিদ্রের জন্য দিনের খাটনি শেষে আয়েশের উপায়।

তবে আরো বিপজ্জনক ব্যাপার ছিল এই যে, এর অত্যধিক প্রচলনের কারণে পান, হুক্কা ইত্যাদির মতো একেও নেশাদ্রব্য মনে করা হতো না। আর তাই মধ্যবয়স্ক পুরুষদের পকেটে সবসময়ই চন্ডু বা আফিম পাওয়া যেত। শুধু এটাই নয়। নেশাদ্রব্য হিসেবে চিহ্নিত না হওয়ার কারণে শিশুদেরও আফিম সেবন করানো হতো।

নবজাতকের মুখে আফিম দিয়ে তাকে বরণ করা তো রীতিমতো একটি প্রথাই হয়ে ওঠে। এমনকি ঠাণ্ডার চিকিৎসা হিসেবে শিশুদের বয়স প্রায় চার বছর হওয়া অব্দি তাদের আফিম খাওয়ানো হতো। আর সে কারণেই ঢাকায় শিশুমৃত্যুর হার অবিশ্বাস্য রকম বেশি ছিল, যা তৎকালীন ঢাকাবাসীর অজানা ছিল।

তবে আফিমকে ক্ষতিকর হিসেবে গণ্য না করা হলেও একটি কথা প্রচলিত ছিল যে এর সেবনে পুরুষত্বহীনতা হতে পারে। আর তাই দুপুরের খাবারের পর আফিমের সাথে শক্তিবর্ধক হিসেবে এক গ্লাস দুধও পান করা হতো।

চন্ডু বা আফিমের দোকান ইংরেজ আমলে হলেও এই অঞ্চলে আফিমের চাষ সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায় পর্তুগিজ পর্যটক পাইরেসের ১৫১৬ সালের একটি লেখা থেকে। পরবর্তীতে মোগল আমলের এর প্রসার ঘটে। ব্রিটিশ আমলে পুরো ঢাকা শহরে সর্বোচ্চ ২০টি চন্ডুর দোকানের তথ্য পাওয়া যায়। তবে ব্রিটিশ এবং পাকিস্তান আমলে নানা আইন প্রণয়নের কারণে দোকানের পরিমাণ কমতে থাকে। সবশেষে বাংলাদেশের জন্মের পর ১৯৮৯ সালে ঢাকায় চন্ডুর ব্যবসা চিরতরে সমাপ্ত হয়।

লোকজ এই পেশাটি আজ বিলুপ্ত হলেও আমরা বলতেই পারি যে কিছু কিছু বিলুপ্তি প্রশংসার দাবীদার। "চন্ডুওয়ালা" বরং কেবল লোকজ পেশার ইতিহাসেই থাকুক, বাস্তবে নয়।

লেখাটি অনলাইন থেকে সংগৃহীত। প্রকৃত লেখকের নাম পাওয়া গেলে পরবর্তীতে সংযুক্ত করা হবে।

29/12/2024
29/12/2024
28/12/2024
19/12/2024

Address

Barishal

Telephone

+8801744888825

Website

https://bangladeshnewstoday.news/

Alerts

Be the first to know and let us send you an email when Media Cell Barisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share