12/09/2024
আপন মাহমুদ, কবি।
আজকের দিনে ২০১২ সালে যাকে হারিয়ে ফেলেছি..
আপন মাহমুদের একটি কবিতা -
মা প্রজাপতি
মা, তোমার বেজার মুখের প্রতিবেশী আমি এক চুপচাপ বালক-নিজেকে হারিয়ে ফেলেছি সেই কবে, নবম শ্রেণীতে-নিজেকে ডুবিয়ে ফেলেছি সেই কবে, জিল্লাল মিয়ার দীঘিতে-এখনো আনানসির মতো ঘুরছি দ্যাখো, বন্ধুর লোভে...
মা, তোমার প্রসববেদনা থেকে সেই কবে পথের শুরু-হাঁটতে হাঁটতে পৃথিবী দুপুর হয়ে গেছে-তবু বন্ধুর মতো কোন ছায়া নেই চারপাশে-বটের ছায়াও কিনতে পাওয়া যায় না পুঁজির বাজার...