Agunmukha

Agunmukha Visual & Printing Media

নদীর নাম - আগুনমুখা । বাস্তবে সাত নদীর মুখ এখানে মুখ রেখেছে, সাত নদীর জলে যৌবনের পূণ্য উচ্ছাস, প্রচন্ড স্রোতে জলের সম্মিলিত উচ্চারণে ফেনায় ফেনায় ধোঁয়া,
আগুনের উত্সমুখ - ‘আগুনমুখা’
আর এই নামেই প্রায় ১০ বছর আগে যাত্রা শুরু করেছিলো একটি লিটল ম্যাগাজিন, যার শ্লোগান - সময় ও চেতনার মুখাকৃতি।
একই সাথে ‘আগুনমুখা ভিজুয়াল’ এর ব্যানারে কবি জীবনানন্দ দাশ কে নিয়ে নির্মাণ করেছিলো ভিজুয়াল ডকুমেন্টারি ‘ধূসর

জীবনানন্দ’ ।
এরপর ৭ বছরের দীর্ঘ বিরতির পরে ৭ নদী ফের উল্লাসিত হয়ে ওঠে, আগুনমুখা ম্যাগাজিন নিয়মিত ভাবে প্রকাশিত হওয়া শুরু হয় ২০১২ থেকে। এই লিটল ম্যাগাজিন আর তার ছায়ায় ধীরে ধীরে বেড়ে ওঠে একটি বই প্রকাশনা হাউজ ‘আগুনমুখা প্রকাশ’ নামে। শুরু হয় ভাষার অগ্রসর প্রসব যন্ত্রণায় বিদ্ধ নতুন নির্মাণের পথচলা।
‘আগুনমুখা ম্যাগাজিন’ ‘আগুনমুখা ভিজুয়াল’ ‘আগুনমুখা প্রকাশ’ - মানবিক উচ্চারণের সম্মিলিত প্রয়াস।

আপন মাহমুদ, কবি।আজকের দিনে ২০১২ সালে যাকে হারিয়ে ফেলেছি..আপন মাহমুদের একটি কবিতা -মা প্রজাপতিমা, তোমার বেজার মুখের প্রত...
12/09/2024

আপন মাহমুদ, কবি।
আজকের দিনে ২০১২ সালে যাকে হারিয়ে ফেলেছি..
আপন মাহমুদের একটি কবিতা -

মা প্রজাপতি

মা, তোমার বেজার মুখের প্রতিবেশী আমি এক চুপচাপ বালক-নিজেকে হারিয়ে ফেলেছি সেই কবে, নবম শ্রেণীতে-নিজেকে ডুবিয়ে ফেলেছি সেই কবে, জিল্লাল মিয়ার দীঘিতে-এখনো আনানসির মতো ঘুরছি দ্যাখো, বন্ধুর লোভে...
মা, তোমার প্রসববেদনা থেকে সেই কবে পথের শুরু-হাঁটতে হাঁটতে পৃথিবী দুপুর হয়ে গেছে-তবু বন্ধুর মতো কোন ছায়া নেই চারপাশে-বটের ছায়াও কিনতে পাওয়া যায় না পুঁজির বাজার...

আগুনমুখা হাতে লেখা কবিতা সংখ্যাটি সংগ্রহ করতে চলে আসুন, অমর একুশে বইমেলা -বাউণ্ডুলে প্রকাশনী  ৩১০ নং স্টল, অনুভব প্রকাশন...
16/02/2024

আগুনমুখা হাতে লেখা কবিতা সংখ্যাটি সংগ্রহ করতে চলে আসুন, অমর একুশে বইমেলা -
বাউণ্ডুলে প্রকাশনী ৩১০ নং স্টল, অনুভব প্রকাশনী ৫৫২ নং স্টল এবং লিটলম্যাগ চত্বরে ' মানুষ 'এ।
#অমরএকুশেবইমেলা২৪

শোক ও শ্রদ্ধায় কবি আসাদ চৌধুরীকে স্মরণ
31/10/2023

শোক ও শ্রদ্ধায় কবি আসাদ চৌধুরীকে স্মরণ

কবি জীবনানন্দ দাশ এর বাড়ির পুকুর, ছবিটি ২০০৫ এ আগুনমুখা ভিজুয়াল নির্মিত প্রামাণ্যচিত্র  'ধূসর জীবনানন্দ' থেকে নেয়া।সেই স...
28/10/2023

কবি জীবনানন্দ দাশ এর বাড়ির পুকুর,
ছবিটি ২০০৫ এ আগুনমুখা ভিজুয়াল নির্মিত প্রামাণ্যচিত্র 'ধূসর জীবনানন্দ' থেকে নেয়া।
সেই সময়ও এ পুকুরে ডাহুক ডাকতো।
#কবিজীবনানন্দ

আগুনমুখা পত্রিকা ও প্রকাশনা, সকল কাজের প্রেরণা ঘুমিয়ে গেলেন কবি আসাদ চৌধুরী। কবি'র প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
05/10/2023

আগুনমুখা পত্রিকা ও প্রকাশনা, সকল কাজের প্রেরণা ঘুমিয়ে গেলেন কবি আসাদ চৌধুরী।
কবি'র প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।

https://youtu.be/zrfRLaEQzxY
14/12/2022

https://youtu.be/zrfRLaEQzxY

আগুনমুখা একটি ছোট কাগজ। সম্পাদক নাজমুল শামীম। এটি প্রকাশিত হয় বরিশাল থেকে। সম্প্রতি বের হয়েছে এটির চতুর্থ সংখ্য....

Address

Zianagar
Barishal
8200

Telephone

01711570519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agunmukha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category