ইশকুল

ইশকুল কীর্তনখোলা পাড়ের কিশোর কিশোরীদের জন্

বরিশাল বই মেলায় ইশকুল আছে ভাষাচিত্রের স্টলে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে রোজ দুপুর ২ টা থেকে রাত ৯...
03/12/2022

বরিশাল বই মেলায় ইশকুল আছে ভাষাচিত্রের স্টলে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে রোজ দুপুর ২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত দেখা পাবে আমাদের।

সবাইকে নিমন্ত্রণ!

শহীদ মঈন হোসেন রাজু পাঠাগারে বই উপহার দিয়েছেন বিপ্লবীদের কথা প্রকাশনা। পাঠাগার ও ইশকুলের পক্ষ থেকে বিপ্লবীদের কথাকে কৃতজ...
21/11/2022

শহীদ মঈন হোসেন রাজু পাঠাগারে বই উপহার দিয়েছেন বিপ্লবীদের কথা প্রকাশনা। পাঠাগার ও ইশকুলের পক্ষ থেকে বিপ্লবীদের কথাকে কৃতজ্ঞতা!

আজ শামসুর রাহমানের জন্মদিন। কবির জন্মদিনে পড়ো তার একটি কবিতা।
23/10/2022

আজ শামসুর রাহমানের জন্মদিন। কবির জন্মদিনে পড়ো তার একটি কবিতা।

শুধু বাংলার রূপ-ই না, জীবনানন্দের কবিতায় জীবনবোধ, আমাদের চারপাশের জগৎ নিয়ে তার চিন্তা-ই বেশি এসেছে। তাই তো তিনি বলে গেছে...
22/10/2022

শুধু বাংলার রূপ-ই না, জীবনানন্দের কবিতায় জীবনবোধ, আমাদের চারপাশের জগৎ নিয়ে তার চিন্তা-ই বেশি এসেছে। তাই তো তিনি বলে গেছেন পৃথিবীতে অদ্ভুত এক আঁধার আসার কথা। যেই আঁধারে আমরা এখনো ডুবে আছি।
আজ জীবনানন্দ দাশের মৃত্যুদিন। এইদিনে তোমাদের জন্য থাকলো তাঁর এই কবিতাটি।

আজ আমরা গিয়েছিলাম বরিশালের হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে। এই স্কুলের বন্ধুরা লিখবে আগামী সংখ্যার ইশকুলে। তুমিও লিখতে প...
19/10/2022

আজ আমরা গিয়েছিলাম বরিশালের হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে। এই স্কুলের বন্ধুরা লিখবে আগামী সংখ্যার ইশকুলে। তুমিও লিখতে পারো চাইলে। আগামী ২৪ তারিখের মধ্যে লেখা পাঠাও। লেখা চাইলে আমাদের ইনবক্সেও পাঠাতে পারো।

পুরো জীবনজুড়ে লালন সাঁই তাঁর গানের মধ্য দিয়ে মানুষে মানুষে বিভেদ দূর করার কথা বলে গেছেন। সমস্ত জাত, পাত, ধর্ম, বর্ণ, নির...
17/10/2022

পুরো জীবনজুড়ে লালন সাঁই তাঁর গানের মধ্য দিয়ে মানুষে মানুষে বিভেদ দূর করার কথা বলে গেছেন। সমস্ত জাত, পাত, ধর্ম, বর্ণ, নির্বিশেষে আমরা সবাই যে মানুষ আর এই পরিচয়ের ওপরে যে অন্য কোন পরিচয় হতে পারেনা সেই চিন্তা থেকেই লালন ‘জাতের ফাতা’ ডুবিয়ে গেছেন সাধবাজারে। লালনের কন্ঠে কন্ঠ মিলিয়ে আমরাও এমন একটা পৃথিবী গড়ে তুলতে চাই, যেই পৃথিবীতে কোন ভেদাভেদ থাকবেনা মানুষে মানুষে।

আজ লালন সাঁইজির মৃত্যুদিন৷ ১৮৯০ সালের এই দিনে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। আজ তোমাদের জন্য থাকলো তাঁর একটি গান।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মদিনে পড়ো কবির আরও একটি কবিতা।
16/10/2022

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র জন্মদিনে পড়ো কবির আরও একটি কবিতা।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে বলা হয় প্রেম আর দ্রোহের কবি৷ সারা জীবন জুড়েই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ছাত্র জীবন...
15/10/2022

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে বলা হয় প্রেম আর দ্রোহের কবি৷ সারা জীবন জুড়েই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলেন এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোট, কবিতা পরিষদের মত সংগঠন গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন। তাঁর বইয়ের পাতায় পাতায় জুড়ে আছে কখনো প্রেম আর কখনো দ্রোহ। এই দুই ছাড়া, আমাদের কি মানুষ হয়ে ওঠা হয়!

আজ কবির জন্মদিন। ১৯৫৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বরিশালে জন্মগ্রহণ করলেও তাঁর বাড়ি মংলায়। আজ কবির জন্মদিনে তোমাদের জন্য থাকলো তাঁর একটি কবিতা।

গতকাল ছিল আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। বিশ্বজুড়ে ১১ অক্টোবর দিনটি পালিত হয়। বাংলাদেশ সহ পৃথিবীর নানান দেশে একসময় কন্যা...
12/10/2022

গতকাল ছিল আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস। বিশ্বজুড়ে ১১ অক্টোবর দিনটি পালিত হয়। বাংলাদেশ সহ পৃথিবীর নানান দেশে একসময় কন্যাসন্তানকে ‘অলুক্ষণে’ মনে করা হত। বর্তমানেও সারা পৃথিবীতেই একজন মেয়েকে নানান বিপত্তির মধ্য দিয়ে যেতে হয়। সমাজের এইসব অসঙ্গতির বিরুদ্ধে কথা বলার জন্য এই দিনটিকে বেছে নেয়া হয়েছে। আমরাও এইসব অসঙ্গতির বিরুদ্ধে সবসময় কথা বলতে চাই। একজন মেয়ে হওয়ার কারণে সমাজে কোন বিপত্তির মুখে পড়ার অভিজ্ঞতা থাকলে শেয়ার কর‍তে পারো আমাদের সাথে।

“হাটু গেড়ে বেঁচে থাকার চেয়ে দাড়িয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়”-চেহত্যা দিবসে গভীর শ্রদ্ধা
09/10/2022

“হাটু গেড়ে বেঁচে থাকার চেয়ে দাড়িয়ে মৃত্যুবরণ করাই শ্রেয়”
-চে

হত্যা দিবসে গভীর শ্রদ্ধা

সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস আজ ১৭ সেপ্টেম্বর। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বির...
16/09/2022

সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস আজ ১৭ সেপ্টেম্বর। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না-জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের মাত্র ২ মাস পর ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর একটি শিক্ষা কমিশন গঠন করেন। শরীফ কমিশন নামে খ্যাত এসএম শরীফের নেতৃত্বে গঠিত এই কমিশন ১৯৫৯ সালের ২৬ আগস্ট তাদের প্রতিবেদন পেশ করে। এতে শিক্ষা বিষয়ে যেসব প্রস্তাবনা ছিল তা প্রকারান্তরে শিক্ষা সংকোচনের পক্ষে গিয়েছিল।

প্রস্তাবিত প্রতিবেদনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে ছাত্র বেতন বর্ধিত করার প্রস্তাব ছিল। ২৭ অধ্যায়ে বিভক্ত শরীফ কমিশনের ওই প্রতিবেদনে প্রাথমিক স্তর থেকে উচ্চতর স্তর পর্যন্ত সাধারণ, পেশামূলক শিক্ষা, শিক্ষক প্রসঙ্গ, শিক্ষার মাধ্যম, পাঠ্যপুস্তক, হরফ সমস্যা, প্রশাসন, অর্থবরাদ্দ, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত সুপারিশ উপস্থাপন করা হয়। আইয়ুব সরকার এই রিপোর্টের সুপারিশ গ্রহণ এবং তা ১৯৬২ সাল থেকে বাস্তবায়ন করতে শুরু করে।

শরীফ কমিশনের শিক্ষা সংকোচন নীতি কাঠামোতে শিক্ষাকে তিন স্তরে ভাগ করা হয়- প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর। ৫ বছরে প্রাথমিক, মাধ্যমিক ও ৩ বছরে উচ্চতর ডিগ্রি কোর্স এবং ২ বছরের স্নাতকোত্তর কোর্সের ব্যবস্থা থাকবে বলে প্রস্তাব করা হয়। উচ্চশিক্ষা ধনিকশ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।

এজন্য পাস নম্বর ধরা হয় শতকরা ৫০, দ্বিতীয় বিভাগ শতকরা ৬০ এবং প্রথম বিভাগ শতকরা ৭০ নম্বর। এই কমিশন বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসনের পরিবর্তে পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয় কলেজে রাজনীতি নিষিদ্ধ করা, ছাত্র-শিক্ষকদের কার্যকলাপের ওপর তীক্ষ্ণ নজর রাখার প্রস্তাব করে। শিক্ষকদের কঠোর পরিশ্রম করাতে ১৫ ঘণ্টা কাজের বিধান রাখা হয়েছিল। রিপোর্টের শেষ পর্যায়ে বর্ণমালা সংস্কারেরও প্রস্তাব ছিল।
ছাত্র ইউনিয়নের নেতৃত্বে বিভিন্ন ছাত্র সংগঠন আইয়ুবের এই শিক্ষানীতির বিরুদ্ধে অবস্থান নেয়। ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব দাবির ভিত্তিতে জুলাই-আগস্ট মাস জুড়ে আন্দোলন চলতে থাকে।

এ আন্দোলন কর্মসূচির ধারাবাহিকতায় ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে ১৭ সেপ্টেম্বর দেশব্যাপী হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। ওই দিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার মানুষ সমাবেশে উপস্থিত হন। সমাবেশ শেষে মিছিল বের হয়। জগন্নাথ কলেজে গুলি হয়েছে- এ গুজব শুনে মিছিল দ্রুত নবাবপুরের দিকে যাত্রা শুরু করে। কিন্তু হাইকোর্টের সামনে পুলিশ এতে বাধা দেয়।

তবে মিছিলকারীরা সংঘাতে না গিয়ে আবদুল গনি রোডে অগ্রসর হয়। তখন পুলিশ মিছিলের পেছন থেকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও গুলিবর্ষণ করে। এতে তিনজন নিহত হয়। ওই দিন সারাদেশে মিছিলে পুলিশ গুলি করে। টঙ্গীতে ছাত্র-শ্রমিক মিছিলে পুলিশের গুলিতে সুন্দর আলী নামে এক শ্রমিকেরও হত্যার খবর পাওয়া যায়।

এ বছরের এসএসসি, দাখিল ও সমনানের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার পর পরীক্ষা কে...
14/09/2022

এ বছরের এসএসসি, দাখিল ও সমনানের পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হোক। পরীক্ষার পর পরীক্ষা কেমন হলো জানিয়ে আমাদের কাছে চিঠি লিখো। আর পরীক্ষা সংক্রান্ত যেকোন সমস্যা বা জিজ্ঞাসার জন্যও আমাদের ইনবক্সে টোকা দিতে পারো।

লেখা/আঁকা জমা দেয়ার নিয়ম • লেখা সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে লিখতে হবে।• লেখার শেষে অবশ্যই তোমার পূর্ণ নাম, শিক্ষা প্রতিষ...
29/08/2022

লেখা/আঁকা জমা দেয়ার নিয়ম

• লেখা সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে লিখতে হবে।
• লেখার শেষে অবশ্যই তোমার পূর্ণ নাম, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি ও তোমাকে পাওয়া যাবে এমন ফোন নাম্বার লিখতে হবে।
• আঁকলে আঁকার পেছনে তোমার পূর্ন নাম, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি, ও তোমাকে পাওয়া যাবে এমন ফোন নাম্বার লিখবে
• ই-মেইলে অথবা ফেসবুক পেইজের ইনবক্সেও লেখা/আঁকা জমা দিতে পারবে। লেখা টাইপ করে, অথবা কাগজে লেখার ছবি তুলে পাঠাতে পারো।
• তোমার ক্লাসের ক্লাস প্রতিনিধির কাছে লেখা/আঁকা জমা দিতে পারবে।
• তোমার ক্লাসে ক্লাস প্রতিনিধি না থাকলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে এসেই সরাসরি জমা দিতে পারবে।

আমাদের কাছে লেখার ঠিকানা
ইশকুল
শহীদ মঈন হোসেন রাজু পাঠাগার
ফকিরবাড়ি রোড, বরিশাল।
ই-মেইল : [email protected]
ফোন : ০১৭০১০৩৫৭৪৬

তোমার কোন পোষা প্রাণী আছে? বিড়াল, কুকুর কিংবা অন্য কোন প্রাণী? থাকলে ওদের সাথে তোমার স্মৃতি, ওদের সাথে তোমার গল্প ইত্যাদ...
24/08/2022

তোমার কোন পোষা প্রাণী আছে? বিড়াল, কুকুর কিংবা অন্য কোন প্রাণী? থাকলে ওদের সাথে তোমার স্মৃতি, ওদের সাথে তোমার গল্প ইত্যাদি শেয়ার করতে পারো ইশকুলের সাথে। ইশকুলের পরবর্তী সংখ্যায় আমরা সেগুলো ছাপতে চাই। আমাদের কাছে লিখতে পারো এই পেইজের ইনবক্সে, মেইলে অথবা কাগজে লিখে সরাসরি অফিসে এসে জমা দিতে পারো।
আমাদের ঠিকানা :
ইশকুল
শহীদ মঈন হোসেন রাজু পাঠাগার
ফকিরবাড়ি রোড, বরিশাল।
ই-মেইল : [email protected]

আবার আসছে ইশকুল। পরবর্তী সংখ্যার জন্য লেখা পাঠানো শুরু করে দাও তোমরা। তোমার মনে যা আসে, তা-ই লিখে পাঠিয়ে দাও। লেখা ফেসবু...
22/08/2022

আবার আসছে ইশকুল। পরবর্তী সংখ্যার জন্য লেখা পাঠানো শুরু করে দাও তোমরা। তোমার মনে যা আসে, তা-ই লিখে পাঠিয়ে দাও। লেখা ফেসবুক ইনবক্সে, ইমেইলে, ডাকযোগে অথবা সরাসরি দিতে পারো।

আমাদের ঠিকানা :
ইশকুল
শহীদ মঈন হোসেন রাজু পাঠাগার
ফকিরবাড়ি রোড, বরিশাল।
ই-মেইল : [email protected]

আজ সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। সুকান্ত ভট্টাচার্য বেঁচে ছিলেন খুব অল্প সময়। কিন্তু এই সময়েই তিনি লিখে গেছেন বিস্তর। সম...
15/08/2022

আজ সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন।
সুকান্ত ভট্টাচার্য বেঁচে ছিলেন খুব অল্প সময়। কিন্তু এই সময়েই তিনি লিখে গেছেন বিস্তর। সমাজে ধনী গরীবের যে বৈষম্য, গরীবদের কিভাবে ধনীরা চিরকাল নিষ্পেষণ করে যাচ্ছে - এইসব তাঁর লেখায় ঘুরে ফিরে বারবার এসেছে। কবির জন্মদিনে আজ ইশকুলের বন্ধুদের জন্য থাকলো কবির একটি কবিতা।

সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে ইশকুলের পক্ষ থেকে শ্রদ্ধা!

অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষের পক্ষ থেকে শহীদ মঈন হোসেন রাজু পাঠাগারে অধ্যাপক দুলাল মজুমদার দেয়াল ঘড়ি তুল...
11/08/2022

অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষের পক্ষ থেকে শহীদ মঈন হোসেন রাজু পাঠাগারে অধ্যাপক দুলাল মজুমদার দেয়াল ঘড়ি তুলে দিচ্ছেন পাঠাগারের সদস্য ও ইশকুলের বন্ধু হাসিব অভির হাতে।

11/08/2022

১৯০৮ সালের ১১ আগস্ট মাত্র ১৮ বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বীর বেশে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় পড়েন বিপ্লবী ক্ষুদিরাম বসু। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড এর ওপরে বোমা হামলার দায়ে তাকে ফাঁসি দেওয়া হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ এই শহীদের ১১২তম ফাঁসি দিবস আজ।

আজকে যখন দেশে দেশে অত্যাচার অনাচার চলছে, তখন ক্ষুদিরামকে, তার বিপ্লবী সাহসিকতাকে স্মরণ করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা আমাদেরকে নিতে হবে।

ইশকুলে'র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

10/08/2022

শেখ মোহাম্মদ সুলতান, খ্যাতিমান এই চিত্রশিল্পীর ৯৮তম জন্মদিন আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান। তবে নড়াইলবাসীর কাছে ‘লাল মিয়া’ হিসেবে সমধিক পরিচিত তিনি।চিত্রকর্মের স্বকীতায় যিনি ‘লাল মিয়া’ থেকে হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তিনি মাটি ও মানুষের শিল্পী।

ইশকুলের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা ❤️

পৃথিবীর সকল আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠিত হোক।ভাষা,সংস্কৃতি রক্ষার লড়াই জারি থাকুক।ভূমি দখল,নারী নিপী...
09/08/2022

পৃথিবীর সকল আদিবাসী জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠিত হোক।ভাষা,সংস্কৃতি রক্ষার লড়াই জারি থাকুক।ভূমি দখল,নারী নিপীড়ন ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আরো তীব্র হোক।

ইশকুলের পক্ষ থেকে সকলকে আন্তর্জাতিক আদিবাসী দিবসের শুভেচ্ছা।

পোস্টারে ব্যবহৃত অলংকরণ : তুফান চাকমা

প্রিয় বন্ধুরা, আগামীকাল ফকিরবাড়ি রোডে  শহীদ মঈন হোসেন রাজু পাঠাগারের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই পাঠাগার তোমাদের সবার পাঠ...
31/07/2022

প্রিয় বন্ধুরা, আগামীকাল ফকিরবাড়ি রোডে শহীদ মঈন হোসেন রাজু পাঠাগারের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই পাঠাগার তোমাদের সবার পাঠাগার। ইশকুলের অফিস হিসেবেও এখন থেকে ব্যবহৃত হবে এই পাঠাগারটি। তোমাদের সবাইকে কাল বিকাল ৪ টায় এই পাঠাগারের উদ্বোধনে নিমন্ত্রণ।

24/06/2022
আজ বিশ্ব বাবা দিবস। বাবাদের ভালোবাসা জানানোর দিন। ইশকুলের পক্ষ থেকে সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা।  বাবাদের ভালোবাসা জানিয়...
19/06/2022

আজ বিশ্ব বাবা দিবস। বাবাদের ভালোবাসা জানানোর দিন। ইশকুলের পক্ষ থেকে সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা। বাবাদের ভালোবাসা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারো তোমরা। তোমাদের চিঠিগুলো তোমাদের বাবাদের কাছে পৌঁছে দিতে চাই আমরা।

Address

Fakirbari Road
Barishal
8200

Telephone

+8801759432703

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইশকুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইশকুল:

Videos

Share

Category