30/10/2022
সংগ্রামী সহযোদ্ধা সুহৃদ
আসসালামু আলাইকুম । বাংলাদেশ বেসরকারী কলেজ অনার্স মাস্টার্স শিক্ষকের ফেডারেশন সভাপতি মন্ডলীর জরুরী সভা আজ ৩০/১০/২০২২ খ্রি. তারিখ রাত সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মোড়লের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি নাজমুল সিদ্দিকী রাজু ( রংপুর) সাধারণ সম্পাদক শেখ শামিম আরা সুলতানা সুমী, সভাপতি মন্ডলীর সদস্য আজিম উদ্দীন সরদার (ঢাকা) মোসলে উদ্দিন রিফাত ( ঢাকা) মোঃ হামিদুর রহমান ( ঢাকা) সাইফুল ইসলাম জুয়েল ( কিশোরগঞ্জ) মাসুদ করীম ( সিলেট) উম্মে সালমা ( কুমিল্লা) মাহবুবা বেগম (ঢাকা) সম্রাট শাহজাহান ( ঢাকা) মোকলেসুর রাহমান মনি ( বরিশাল) মনিরুল ইসলাম ( খুলনা) মেহেদী হাসান সুরুজ (শেরপুর) রাকিবুল হাসান (ময়মনসিংহ) মামুনুর রশীদ ( বগুড়া) এছাড়া সভায় বিশেষ আমন্ত্রণে প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটির ৩১ সদস্য উপস্থিত ছিলেন। সভাপতি মন্ডলীর সদস্য ছাড়া আরো বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর হোসেন চট্রগ্রাম, রমেন দে (চট্রগ্রাম) রাশিদুল হক ( কুমিল্লা) শরিফুল শাহরিয়ার ( কুমিল্লা) নাজনীন আকতার ( ঢাকা) রিপন চন্দ্র তালুকদার (ঢাকা) মিহির কুমার মন্ডল ( সাতক্ষীরা) জসীম উদ্দিন ( ভোলা) ইউনুছ শরীফ অপু, কে এম বিপ্লব প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ সহমত পোষন করেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান মহোদ্বয় সহ রেজিস্টার প্রফেসর ড. মোল্লা মাহফুজ আল হাসান, ডীন প্রফেসর ড. নাসির উদ্দীন মিতুল মহোদ্বয় সহ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বিভিন্ন সভা সেমিনারে শিক্ষকদের এমপিওভুক্তির দাবী তুলে ধরে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। সেই সাথে ফেডারেশনের নেতৃবৃন্দ ভিসি মহোদ্বয়ের পরামর্শে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মহোদ্বয় সহ অতিরিক্ত সচিব, যুগ্ন সচিব বৃন্দের সাথে একাধিকবার সাক্ষাৎ করে এমপিওভুক্তির দাবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই সময়ে একটি প্রতিক্রিয়াশীল চক্র আন্দোলনের নামে জাতীয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে সমগ্র বিশ্ববিদ্যালয় ও সরকারকে শিক্ষকদের মুখোমুখী দাড় করিয়ে দেয়ার হঠকারী সিদ্ধান্তে লিপ্ত হয়েছে। যেখানে সমগ্র বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান মহোদ্বয় শিক্ষকদের মুখপাত্র হিসেবে কাজ করছে সেখানে তাকে এই মুহুর্ত্যে বিব্রত করা আমাদের কাছে অযৌক্তিক। এধরনের হঠকারী সিদ্ধান্তে শিক্ষকদের আরো ক্ষতি ডেকে আনবে বলে আমাদের বিশ্বাস। অতীতে এরা ১৪ বছর শিক্ষকদের নিয়ে এরকম আন্দোলন আন্দোলন খেলা এবং রীট রীট খেলার কারনে শিক্ষকদের আজ জীবন মৃত্যুর এপার ওপারে দাড় করিয়ে দিয়াছে। তাই সকল শিক্ষক ভাই বোনদের এদের হঠকারিতা থেকে দূরে থেকে রাজনৈতিক লবিং ও সরকারের প্রতিনিধিদের সহযোগিতা এবং সর্বোপরি ভিসি মহোদ্বয়ের পরামর্শমত নিজের সাধ্যমত কাজ করে এমপিও দাবী তরান্বিত করার আহবান জানানো হয়। সেই সাথে প্রগতিশীল ফেডারেশনের প্রতি আস্থা রেখে তাদের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকল এমপিও সহযোদ্ধাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান রইলো জয় আমাদের হবেই ইনশাআল্লাহ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
ধন্যবাদান্তে
মোঃ মনিরুজ্জামান মোড়ল সভাপতি
নাজমুল হুদা সিদ্দিকী রাজু
কার্যকরী সভাপতি
শেখ শামীম আরা সুলতানা সুমী সাধারণ সম্পাদক
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন।