13/12/2023
ডিবেটার্স কমিউনিটি অফ বরিশাল - ডিইসিবি, বরিশাল বিভাগের বিভাগীয় বিতর্ক সংগঠন হিসেবে বিতর্ক অঙ্গনে আলো ছড়াচ্ছে। বরিশাল বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিতার্কিক সৃষ্টি তে সম্ভাবনাময় সংগঠন ডিইসিবি।বরিশালের বিশ্ববিদ্যালয়, কলেজ,স্কুল ও মাদ্রাসা গুলোতে বিতার্কিক সৃষ্টি করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে ডিইসিবি। ২০১৮ সনে প্রতিষ্ঠিত হয় ডিবেটার্স কমিউনিটি অফ বরিশাল - ডিইসিবি। প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ক্লাস অফ ডিবেট কর্মশালার মাধ্যমে বরিশাল বিভাগের তিন হাজার বিতার্কিকদের মাঝে কর্মশালা আয়োজন করা হয়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অবসর সময়ে বিতর্ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।এর ফলে বিতার্কিকরা সংসদীয় বিতর্ক, সনাতনী বিতর্ক, রম্য বিতর্ক, প্লানচেট বিতর্ক, বারোয়ারি বিতর্ক, পেশাজীবি বিতর্ক, রাজনৈতিক বিতর্ক সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছে।সৃজনশীল মেধা বিকাশের অন্যতম মাধ্যম ছড়িয়ে দিচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। যে সমস্ত শিক্ষার্থীরা কখনো বিতর্ক করার সুযোগ পায়নি,তাদের অগ্রাধিকার দিচ্ছে ডিইসিবি।প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের মাধ্যমে কর্মশালার আয়োজন করা হচ্ছে। যার ফলে শিক্ষকরা নিজেরাও বিতর্ক চর্চায় ধাবিত হচ্ছে।...
ডিবেটার্স কমিউনিটি অফ বরিশাল – ডিইসিবি, বরিশাল বিভাগের বিভাগীয় বিতর্ক সংগঠন হিসেবে বিতর্ক অঙ্গনে আলো ছড়াচ্ছে। ব....