Md Uzzal Hossen DTC

Md Uzzal Hossen DTC Md Uzzal Hossen Persian Skill Training Centre Zirabo Savar Dhaka

23/04/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন??

কালেক্টেড 🌿

20/02/2024
20/02/2024

ফলের নাম ইংরেজিতে বাংলা অর্থসহ part 01

01 Almond (আঃমনড) -- বাদাম
02 Amla (আমলা)-- আমলকী
03 Apple (অ্যাপল) -- আপেল
04 Black Berry (ব্ল্যাক বেরি) -- কালজাম
05 Banana (ব্যানানা) -- কলা
06 Berry (বেরি) -- জাম
07 Bokhara Plum ( বোখরা প্লাম) -- আলু বোখারা
08 Cashew Nut (ক্যাসুনাট) -- কাজুবাদাম
09 Citron (সাইট্রন) -- কাগজী লেবু
10 Coconut (কোকোনাট) -- নারিকেল
11 Cucumber (কিউকাম্বার) -- শসা
12 Custard Apple (কাস্টার্ড অ্যাপল) -- আতা
13 Date (ডেট) -- খেজুর
14 Fig (ফিগ) -- ডুমুর.
15 Grape (গ্রেপ) -- আঙ্গুর
16 Green Coconut (গ্রাউন্ড কোকোনাট) -- ডাব
17 Ground Nut (গ্রাউন্ড নাট) -- চীনা বাদাম
18 Guava (গোয়াবা) -- পেয়ারা
19 Jack Fruit (জ্যাক ফ্রুট) -- কাঁঠাল
20 Lemon ( লেমন) -- লেবু
21 Lime (লাইম) -- বাতাবী লেবু
22 Lychee (লিচি) -- লিচু
23 Mango (ম্যাংগো) – আম

পড়া শেষে Done লিখতে ভুলবেন না।

📢আর মাত্র কিছুক্ষণ বাকি 😍আজকেই শেষ দিন🔥 শুধু আজ রাত ১২টা পর্যন্ত😱 1250 টাকার কোর্স এখন 890 টাকায়!

📌ভর্তি হওয়ার লিংক ঃ https://cutt.ly/mwzkGpIa

😲 "ঘরে বসে Spoken English Course" এখন পাচ্ছেন মাত্র 890 টাকায়। তাহলে দেরি কীসের এখুনি রেজিষ্ট্রেশন করুন উপরে দেওয়া লিংক থেকে🔥

উপরে লিংকে ডুকে ভর্তি হয়ে যান এবং লিংকে ডুকে নিশ্চিত করুন ডিসকাউন্ট আছে কিনা!! 💕

NSDA
20/02/2024

NSDA

Singapore Skill Training Center
11/02/2024

Singapore Skill Training Center

25/05/2023
Md Uzzal Hossen Cell No: 01733-812198
22/05/2023

Md Uzzal Hossen Cell No: 01733-812198

16/07/2022
বাংলাদেশ সরকারের অর্থমন্রণালয়ের অর্থায়নে সম্পূর্ণ  বিনা খরচে প্রশিক্ষণ,আসন সংখ্যা সীমিত WhatsApp 01733812198
03/07/2022

বাংলাদেশ সরকারের অর্থমন্রণালয়ের অর্থায়নে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ,আসন সংখ্যা সীমিত WhatsApp 01733812198

07/06/2022

"সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ চাই"

28/05/2022

(কারিগরী শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে, কারিগরী শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন)
বাংলাদেশ সরকারের অর্থমন্রণালয়ের অর্থায়নে সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ। কোর্সের মেয়াদঃ 3 মাস ট্রেডঃ সিভিল কনস্ট্রাকশন, ইলেকট্রিক্যাল
স্থানঃ বাংলাবাজার, আশুলিয়া, সাভার,ঢাকা।
খরচঃ ট্রেনিং সম্পূর্ণ ফ্রি
ট্রেনিং শেষে 10,800/= ভাতা দেবে প্রযেক্ট থেকে। 🔯🔯🔯 শুধু মাত্র যারা কাজ শিখতে চান তাদের জন্য।🔯🔯🔯 যারা একবার ফ্রি ট্রেনিং করেছেন তারা আবেদন করতে পারবেননা।
যারা কোর্স করতে চান নিচের Whatsapp নাম্বার 01733-812198 ট্রেড অনুযায়ী তথ্য দিবেন। নামঃ ঠিকানাঃ মোবাইল নাম্বারঃ ট্রেডঃ শিক্ষাগত যোগ্যতাঃ 🔯🔯🔯 পরিবারের সাথে কথাবলে বুঝে কনফার্ম হয়ে তার পরে তথ্য দিবেন অযথা তথ্য না দেওয়ার অনুরোধ করা হল।

23/05/2022

Address

Shirikhondia Ashulia Savar Dhaka
Bara Asulia

Telephone

+8801733812198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Uzzal Hossen DTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Uzzal Hossen DTC:

Share

Nearby media companies