![](https://img5.medioq.com/719/659/525315887196592.jpg)
03/01/2025
ইনকাম। খুব ছোট্ট একটা শব্দ। অথচ এই শব্দটির সাথে মিশে আছে কত রং-ঢং,আলো-আঁধার। কেউ শুধু তাকদীরের ওপর ভরসা করে বসে বসে ভাবছে—এই তো,আসছে সুদিন! শেষে বেকারত্ব,ঋণের বোঝা,সিদ্ধান্তহীনতা—চোরাবালিতে আটকে পড়া-মরুচারীর মতো হয়ে যায় জীবনটা। আবার কেউ কেউ সেই চোরাবালি থেকে নিজেকে টেনে তুলতে গিয়ে ডুবে যায় নিকষ-কালো অন্ধকারে। হালাল-হারামের তোয়াক্কা না করে,হাতড়ে বেড়ায় সম্পদের পাহাড়। কখনো হয়তো বেখেয়ালে ভেবে বসি—কাফিরদের এত টাকা কেন? মুসলিম হয়ে জন্মানোটা কি আমার অপরাধ? আবার কেউ হয়তো ফিক্সড্ করেই ফেলেছি—এই জীবনে এত অর্থকড়ির কোনো দরকারই নেই। এই দুনিয়ায় তো আর রাজ করতে আসিনি! মোদ্দাকথা—এই এক ‘ইনকাম’ নিয়ে মুসলিম সমাজের চিন্তাধারায় রয়েছে নানা প্রান্তিকতা। সেই প্রান্তিকতা থেকে বের হতে সাহায্য করবে এই বইটি—ইনকাম অ্যান্ড মাইন্ডসেট। এটাকে কেবল গতানুগতিক কোনো বই বলাটা অন্যায় হবে। ভীষণ অন্যায়। এটা একটা ইশতেহার,একটা মুভমেন্ট; আয়-রোজগারের ব্যাপারে প্রথাগত চিন্তা বদলে দেবার এক অনবদ্য দলীল। নিশ্চিত করেই বলা যায়,ইনকামের ব্যাপারে পাঠকের যে-কোনোরকম চিন্তা-জটের সুরাহা মিলবে এ বইতে।
ইনকাম অ্যান্ড মাইন্ডসেট
লেখক : মাওলানা সালেহ আজাদী
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন