Ranar Story

Ranar Story Didital Video creator

New sort pic
22/10/2023

New sort pic

18/04/2023

আমার সোনার ময়না পাখি।

02/04/2023

ছেলেদের মোবাইল কলের ইতিহাস😃😃
ছেলে থেকে ছেলে =00:00:59
ছেলে থেকে আম্মু =00:10:25
ছেলে থেকে আব্বু =00:20:00
ছেলে থেকে মেয়ে =01:45:20
কিন্তু
মেয়ে থেকে ছেলে=00:00:05
আর এই ৫ সেকেন্ডের কথাটা হলো!🤧🤧
বাবু
ব্যাক করো আমার ফোনে টাকা নাই!🤣🤧
🤧💔
....................বেডি মানুষ ??😂🤣
কথা কি সত্য না ভেজাল আছে,,😂,,

●─•🦋  -༅༎অভিমান'টা-||-বড্ড-||-দামি-||დ  ───কিন্তু সবার-||-জন্য-||-নয়-|༅༎︎🙂დ💚_সব শিক্ষা শুধু বইয়ের পাতা থেকে হয় না.!🙂❤️_ ...
28/03/2023

●─•🦋 -༅༎অভিমান'টা-||-বড্ড-||-দামি-||დ

───কিন্তু সবার-||-জন্য-||-নয়-|༅༎︎🙂დ💚_সব শিক্ষা শুধু বইয়ের পাতা থেকে হয় না.!🙂❤️

_ কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা-🙂
থেকেও হয়-.!!💔

প্রতিনিয়ত একটি মিথ্যে বলি নিজের সাথে  ''আমি বেশ ভালো আছি'' অশ্রুগুলোকে সুখের উপমায় করে আড়াল, দক্ষ অভিনেতার মত অভিনয় ...
23/03/2023

প্রতিনিয়ত একটি মিথ্যে বলি নিজের সাথে

''আমি বেশ ভালো আছি''

অশ্রুগুলোকে সুখের উপমায় করে আড়াল, দক্ষ অভিনেতার মত অভিনয় করে যাই বন্ধু রূপী কিছু শোষকের সাথে .......

সেই ছোট বেলার বান্ধবী। জিবনে প্রথম যখন আমার বাসায় বেড়াতে আসবে বলে।তখন আমি খুশির ঠেলায়। ওর জন্য নিজের হাতে যা করি
21/03/2023

সেই ছোট বেলার বান্ধবী। জিবনে প্রথম যখন আমার বাসায় বেড়াতে আসবে বলে।
তখন আমি খুশির ঠেলায়। ওর জন্য নিজের হাতে যা করি

আমাকে ইনবক্সে নক করার সময়সূচি:রাত ১২:০০-১:০০ (এস‌এসসি পাশ করা মেয়েরা)রাত ১:০০-১:৩০ (ইন্টারের মেয়েরা)রাত ১:৩০-২:০০ (ভা...
17/03/2023

আমাকে ইনবক্সে নক করার সময়সূচি:
রাত ১২:০০-১:০০ (এস‌এসসি পাশ করা মেয়েরা)
রাত ১:০০-১:৩০ (ইন্টারের মেয়েরা)
রাত ১:৩০-২:০০ (ভার্সিটি পড়ুয়া মেয়েরা)
রাত ২:০০-২:৩০ (চাকুরীজীবি আপুরা)
রাত ২:৩০-৩:০০ (বেকার যুবতীরা)
রাত ৩:০০-৩:৩০ (বিধবা আপুরা)

অবশ্যই সুন্দরী হতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ম্যাসেজ সিন করার ক্ষেত্রে সুন্দরী মেয়েরা অগ্রাধিকার পাবে😌
মোহাঃ রানাউল ইসলাম

বর্তমানে দেশে সিঙ্গেল মেয়ে খোঁজা আর এইরকম অবস্থায় নিজের জুতা খোঁজা সমান 🥴😵😁😁 #বিনোদন
12/03/2023

বর্তমানে দেশে সিঙ্গেল মেয়ে খোঁজা আর
এইরকম অবস্থায় নিজের জুতা খোঁজা সমান 🥴😵😁😁
#বিনোদন

13/02/2023

ব্রেকিং নিউজ

এখন থেকে ফেসবুকে ৫০০০হাজার ফলোয়ার, হলেই মনিটাইজেশ করতে পারবেন।

10/02/2023

💝🇧🇩Raisha Islam🇧🇩💝's short video with ♬ original sound

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
09/02/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

08-02-2023  propose day.A true love between father and daughter
09/02/2023

08-02-2023 propose day.A true love between father and daughter

৮ ই ফেব্রুয়ারীআন্তর্জাতিক তাকবির দিবসলিল্লাহি তাকবীর"আল্লাহ আকবার✊✊
08/02/2023

৮ ই ফেব্রুয়ারী
আন্তর্জাতিক তাকবির দিবস
লিল্লাহি তাকবীর"আল্লাহ আকবার✊✊

05/02/2023

"☘︎আসিতেছে রমজান☘︎"
"☘︎হাসিতেছে জান্নাত☘︎"
"☘︎কাদিতেছে শয়তান☘︎"
"☘︎ভাবিতেছে মুসলিম☘︎"
"☘︎পড়িবো তাড়াবিহ☘︎"
"☘︎খাইবো সেহরি☘︎"
"☘︎রাখিবো রোজা☘︎"
"☘︎করিবো ইফতার☘︎"
"☘︎ঝরিবে রহমত☘︎"
"☘︎হইবে বরকত☘︎"

☺❤️ইনশাআল্লাহ❤️🥰🤗

05/02/2023

সবাই সবাইরে সাপোর্ট করি তাহলে সবাই নিজ নিজ লক্ষে একদিন পা রাখবো ইনশাল্লাহ্।

05/02/2023

সবাই পেইজটাই ফোল দিয়ে সাপোট করুন প্লিজ।

বইন তোরা এইডাও নিয়া নিলি।কি দোষ করছি আমরা ছেলেরা একটু কবি
04/02/2023

বইন তোরা এইডাও নিয়া নিলি।
কি দোষ করছি আমরা ছেলেরা একটু কবি

04/02/2023
এই দুজনের মধ্যে তুমুল ওটাই ভালো 😍😍
04/02/2023

এই দুজনের মধ্যে তুমুল ওটাই ভালো 😍😍

ব্রেকাপের ২০ বছর পর, যখন ভুল করে imo তে ভিডিও কল চলে আসে🥺,
04/02/2023

ব্রেকাপের ২০ বছর পর, যখন ভুল করে imo তে ভিডিও কল চলে আসে🥺,

I ❤️U বলার মতো কেউ নেই তাই নিজেকে শান্তনা দিচ্ছি।
03/02/2023

I ❤️U বলার মতো কেউ নেই তাই নিজেকে শান্তনা দিচ্ছি।

মামাতো বোনটা কোলে উঠেছে। কিন্তু আর নামতে চাইলো না। তাই কোলেই রেখে দিলাম।
03/02/2023

মামাতো বোনটা কোলে উঠেছে। কিন্তু আর নামতে চাইলো না। তাই কোলেই রেখে দিলাম।

25/01/2023

follow to get a follower
I am always online

25/01/2023

আমি অনলাইন আছি ফলো দিন সাথে সাথে back পাবেন!!!

25/01/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 10 k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।

24/01/2023

আপনি খুব সৌভাগ্যবান হলে সারাজীবনে মাত্র দু-একজনকে পাবেন, যাদের মধ্যে এই দিকগুলি আছে:

এক। সে আপনাকে সেই সময়ে সাহায্য করেছিল, যখন তার নিজেরই সাহায্যের প্রয়োজন ছিল, যা সে আপনাকে তখন বুঝতেই দেয়নি।

দুই। নিজেই চরম হতাশায় নিমজ্জিত থাকা সত্ত্বেও সে আপনার হতাশা দূর করতে সবসময়ই পাশে দাঁড়ায়, সাহস জোগায়।

তিন। সে আপনার সকল ভুল ও ব্যর্থতা সহ্য করে এবং আপনাকে ঠিক আপনার মতো করে মেনে নিয়ে ও থাকতে দিয়ে আপনার পাশে থেকে যায়। আপনি তাকে ভুল বুঝে রেগে গিয়ে তার সাথে খারাপ আচরণ করলেও সে আপনাকে নীরবে সহ্য করে।

চার। সে তার সমস্ত গোপন কথা আপনার সাথে শেয়ার করে এবং আপনার সমস্ত গোপন বিষয় বাকি পৃথিবীর কাছ থেকে গোপন রাখে। আপনার গোপন ও দুর্বল দিকগুলো সবসময়ই তার কাছে নিরাপদ থাকে।

পাঁচ। আপনার অভিমান ও আত্মগরিমার উৎকট প্রকাশ দেখেও সে ওই সঠিক সময়ের জন্য চুপচাপ অপেক্ষা করে, যে সময়ে আপনি স্বাভাবিক মানসিক অবস্থায় আসবেন।

ছয়। যখন আপনি বাজে অবস্থার মধ্য দিয়ে যান কিংবা আর্থিক সংকটে পড়েন, তখনও পুরো পৃথিবী আপনাকে ছেড়ে চলে গেলেও সে বিনা দ্বিধায় আপনার পাশে থেকে যায়, কেননা ওই সময়েই আপনার তাকে সবচাইতে বেশি প্রয়োজন। বন্ধুত্বের সম্পর্ক অর্থ বা হিসেব নয়, বরং আবেগ ও দায়িত্ববোধ দিয়ে তৈরি।

সাত। যখন আপনি কোন‌ও কাজে ব্যর্থ হন কিংবা কোনও ভুলের কারণে অপমানিত হন, সে কিছুতেই এমন আচরণ করবে না, যা আপনাকে অসম্মান বা ছোটো করে। বরং সে তখন আপনাকে সেই পথ দেখানোর চেষ্টা করবে, যে পথে চললে আপনার ওই বাজে সময়টা কেটে যায়।

টক্সিক লোকের সাথে থাকার চাইতে একা থাকা অনেক ভালো। তার চাইতে ভালো, একজন ভালো বন্ধুর সাহচর্যে থাকা। তাই উপরের সাতটি দিক যদি কারও মধ্যে দেখতে পান, তবে যে-কোন‌ও কিছুর বিনিময়ে হলেও তাকে নিজের জীবনে রেখে দেবার চেষ্টা করুন। একদিন আমাদের শ্রেষ্ঠ বন্ধু বাবা-মা পাশে থাকবেন না। সেদিন যদি একজন ভালো বন্ধু পাশে না থাকে, তবে কোনও এক টক্সিক লোক এসে আমাদের একাকিত্বের সুযোগ নিয়ে জীবনটাকে নরক বানিয়ে ফেলবে।

24/01/2023

কম্বল গরম করার জন্য বাসার ছাদে রোদ দিতে উঠছি😊
পাশের ছাদের আন্টি দেখে বলে🥴

এত বড় পোলা এখনও বিছানায় মুতে🐸

Today’s Best Picture 💖
24/01/2023

Today’s Best Picture 💖

বাণীতে:-Ebit LewPleasse Like and Flow me my pageখুবই কষ্ট লাগছে আমার ৷ এটা শীতের সকাল ১১ ডিগ্রি সেলসিয়াস ৷ তবে অনেক পরি...
22/01/2023

বাণীতে:-Ebit Lew
Pleasse Like and Flow me my page

খুবই কষ্ট লাগছে আমার ৷ এটা শীতের সকাল ১১ ডিগ্রি সেলসিয়াস ৷ তবে অনেক পরিবার যারা এখন রাস্তার পাশে পাতলা কম্বলমুড়ি দিয়ে ঘুমাচ্ছে তাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ৷ আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলছি তাও আমাদের অনেক ঠান্ডা লাগছে ৷ কিন্তু কতই না কষ্টের তাদের জীবন ৷ আল্লাহ তাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুক ৷

Address

Paragram Sashu Para Asulia Savar Dhaka
Bara Asulia

Telephone

+8801988550378

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ranar Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ranar Story:

Videos

Share