Sayed Muhammad Ahsan Habib Tuaha

Sayed Muhammad Ahsan Habib Tuaha Being a Muslim is about changing yourself to fit Islam, not changing Islam to fit you...

22/03/2024

পবিত্র হারাম শরিফের অতিথি ইমাম শায়েখ বদর বিন মুহাম্মদ আত-তুর্কির মনোমুগ্ধকর তেলাওয়াত

28/12/2023

শায়খ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
কি অসাধারণ একটি উপলব্ধি দিয়ে গিয়েছেন,
সুবহানাল্লাহ।
"যুবক ছেলে। ছাত্র মানুষ, পড়াশোনা করে। মাথায় পরীক্ষার চিন্তা। ইকামত দেওয়ার সময় কোনোরকমে এসে জামায়াত ধরে। সালাম ফিরিয়েই দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যায়।
মাঝবয়সী রিকশাওয়ালা। মসজিদের পাশ দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় তার কানে আযানের সুর ভেসে আসে। এই সময়টায় দু'টো ভাড়া বেশি মারলে সপ্তাহে একদিন মাংস কিনে খেতে পারবে।
বাড়িতে রেখে আসা বৌয়ের চেহারাটা এসময় চোখের সামনে ভেসে ওঠে। এই সময়টায় ভাড়া মারলে সে বৌয়ের জন্য উপহার কিনে বাড়ি ফিরতে পারবে। কিন্তু সে এসব চিন্তা ঝেড়ে ফেলে রিকশাটা থামায়। ওযু করে চার রাকাআত ফরজ নামাজ পড়ে। সালাম ফেরানো শেষ হওয়া মাত্র মসজিদের ত্রিসীমানায় তাকে আর খুঁজে পাওয়া যায় না।
আর আপনি দাড়ি সফেদ হওয়ার পর, দুনিয়াদারীর পাট চুকিয়ে মসজিদে নিয়মিত হয়েছেন। এখন ফরজ শেষ হওয়া মাত্র মুসল্লিদের পথ আটকে রেখে ঘন্টাব্যাপী সুন্নাত আদায় করা শুরু করেন, আর মনে মনে ভাবেন- ' এদের ফরজ স্বলাতে মন নাই। মন থাকলে সালাম ফিরিয়েই দৌড়ে পালাইতো না '
কিন্তু আল্লাহ্ তো উল্টা কথা বলছেন, ভাই। আল্লাহ্ বলছেন- আপনার এই অখণ্ড অবসরে ভাঙ্গা কোমরের লম্বা লম্বা রূকূ-সেজদার চেয়ে, ওই সুঠাম যুবক যে ব্যস্ততার ভেতর আল্লাহ্কে স্মরণ করে মসজিদে হাজিরা দিয়েছে- এটা উনার বেশি প্রিয় !
আপনি যুবা বয়স কাটিয়েছেন ইবাদাতে অবহেলা করে, আর বার্ধক্যে এসে আপনাকে আচ্ছন্ন করে রেখেছে ইবাদাতের অহমিকা; যে অহমিকার কারণে আপনি এখন অন্য আবেদদেরকে তাচ্ছিল্য করেন।
বিশ্বাস করেন, ভাই.... আপনার মতো কপালপোড়া আল্লাহ্'র দুনিয়ায় আর একটা নাই!"
শরিফ আবু হায়াত অপু

14/07/2023
11/07/2023
11/07/2023
10/07/2023
04/07/2023

উম্মুস সুন্নাহ তথা হাদিসে জিবরীলের ইলম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইকরা অনলাইন একাডেমি ও সহযোগী প্রতিষ্ঠানসমূহ আয়োজন করতে যাচ্ছে ‘উম্মুস সুন্নাহ গ্রন্থ অধ্যয়ন’ শীর্ষক দ্বীনের মৌলিক ইলম অর্জনের এক বিশাল প্রতিযোগিতা।

আমরা আশা করি, এই বই অধ্যয়ন প্রতিযোগিতায় আন্তরিকতার সাথে অংশগ্রহণ করলে; হাদিসে জিবরীল সম্পর্কিত ইলম, হাদিসটিতে বর্ণিত ইলমের আদব, মাজলিসের আদব, ইসলামের পূর্ণাঙ্গ বিবরণ, ঈমানের পরিচিতি, ইহসানের পরিচয়, কিয়ামতের আলামত নিয়ে অভিজ্ঞান এবং তাকদীরের গোলকধাঁধার সমাধানের মতো একাধিক প্রয়োজনীয় দ্বীনি বিষয় সম্পর্কে অবগত হওয়া যাবে। বিশেষত এসএসসি পরীক্ষার্থীদের এই ছুটির মৌসুমটি দ্বীনি ইলম অর্জনের কাজে লাগাতে প্রতিযোগিতাটি বিশেষ ভূমিকা রাখবে। ইন শা আল্লাহ্।

❒ প্রতিযোগিতা সংক্রান্ত কিছু তথ্য:
হজের মৌসুমে আমরা এহরাম সেট দিচ্ছি প্রথম ৩ জনকে, যেন হজের আকাঙ্ক্ষা আরো তীব্রতর হয়। এই উসিলায় যেন আল্লাহ ঐ তিনজনসহ সকলের জন্য হজের তাওফিক দান করেন। আমরা মূল্যবান বই দিব আরো ২২ জনকে। এছাড়া সকলেই পাচ্ছেন ইকরার কোনো না কোনো প্রিমিয়াম কোর্স। অংশগ্রহণ যত বেশি হবে, পুরস্কার তত বাড়ার সম্ভাবনা থাকছে।

❒ যারা অংশগ্রহণ করতে পারবেন: প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।

❒ রেজিস্ট্রেশন ও বই সংগ্রহ করার পদ্ধতি: বইটই ও সেইবই এর মতো প্ল্যাটফর্মে উম্মুস সুন্নাহ বইটির ইবুক পাওয়া যাবে; প্রতিযোগীর পছন্দমতো যেকোনো প্লাটফর্ম থেকে কিনে নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বইটির মূল্য মাত্র ২০ টাকায় নামিয়ে আনা হয়েছে।
বইটই: https://link.boitoi.com.bd/c7CH
সেইবই: https://cutt.ly/jwtkSPyH

❒ অংশগ্রহণ নিশ্চিতকরণ: আপনি এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, এটা নিশ্চিতকরণের জন্য পোস্টটি শেয়ার করে এই পোস্টের কমেন্টে এর স্ক্রিনশট প্রদান করবেন।

❒ প্রস্তুতির সময়: ৬ জুলাই পর্যন্ত প্রস্তুতি নেয়ার সময় পাচ্ছেন। বইটি পড়ার সময়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করুন; বাস্তবজীবনে এর শিক্ষাকে কার্যকর করে তোলার চেষ্টা করুন। ইন শা আল্লাহ।

❒ প্রতিযোগিতার তারিখ: প্রতিযোগিতাটি শুরু হবে ৭ই জুলাই সকাল ১০টা থেকে। ঐদিন রাত ১২টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকবে।

❒ প্রতিযোগিতার প্রশ্নের ধরন: সর্বমোট পঁচিশটি এমসিকিউ প্রশ্ন থাকবে। যার প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে থাকবে।

❒ প্রতিযোগিতার পদ্ধতি: গুগল ফরমের মাধ্যমে প্রতিযোগিতাটির প্রশ্নপত্র দেয়া হবে। প্রশ্নপত্র Iqra Online Academy এর পেইজে উন্মুক্ত করা হবে।

❒ পুরষ্কার বিতরণ: মোট পঞ্চাশজন পুরষ্কারের জন্য নির্বাচিত হবেন। (একাধিক ব্যক্তি একই নম্বর প্রাপ্ত হলে সময়ের ভিত্তিতে এগিয়ে থাকা ব্যক্তিই এগিয়ে থাকবে।)

❒ পুরষ্কার তালিকা :
⦿ ১ম পুরষ্কার : এহরাম সেট + আবীদ ম্যাগাজিন (ঈদসংখ্যা) + ফরজে আইন ও উম্মুস সুন্নাহ কোর্স।
⦿ পরবর্তী ২ জন: এহরাম সেট + ফরজে আইন ও উম্মুস সুন্নাহ কোর্স।
⦿ পরবর্তী ৫ জন: আবীদ ম্যাগাজিন (ঈদসংখ্যা) + ফরজে আইন প্রিমিয়াম কোর্স।
⦿ পরবর্তী ১২ জন: বই + ফরজে আইন কোর্স।
⦿ পরবর্তী ১০ জন: বই + উম্মুস সুন্নাহ রেকর্ডেড কোর্স।
⦿ পরবর্তী ২০ জন : ফরজে আইন কোর্স অথবা উম্মুস সুন্নাহ কোর্স পাবেন।

❒ চূড়ান্ত ফলাফল প্রকাশ: প্রতিযোগিতা শেষ হওয়ার পরবর্তী জুমাবারে ফলাফল ঘোষণা করা হবে।

❒ পুরষ্কার বিতরণ: প্রতিযোগিতার ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যেই যার যার পুরষ্কার পাঠিয়ে বা বুঝিয়ে দেওয়া হবে। ইন শা আল্লাহ্।

❒ জরুরি জ্ঞাতব্য:
প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো তথ্য Iqra Online Academy - IOA এর পেইজে জানানো হবে। উক্ত প্রতিযোগিতা বিষয়ক কোনো প্রশ্ন থাকলে পেইজের ইনবক্সে যোগাযোগ করুন।

❒ প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত পরিবর্তন ও পুনর্বিবেচনার ক্ষমতা Iqra Online Academy সংরক্ষণ করবে।

❒ ব্রাউজার, ইন্টারনেট, ডিভাইস ও সার্ভার জনিত কোনো অভিযোগ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।

❒ সার্বিক তত্ত্বাবধানে:
ইকরা অনলাইন একাডেমি (Iqra Online Academy)
❒ সার্বিক সহযোগীতায়:
Sabilus Sujuud Umrah Kafelah
বিনির্মাণ পাবলিকেশন - Binirman Publication
আবীদ ম্যাগাজিন
মুসলিম টেকনিশিয়ান
Rootlife BD
Halal Job BD
Sukkar Shop - সুক্কার শপ
Naafi Tech
Iqra BookShop
An Naafiah Foods
Design For Dawah (DFD)

Eid Mubarak
28/06/2023

Eid Mubarak

তাকবীরে তাশরীক। আগামীকাল ফজর থেকে শুরু... নিয়্যাত করে ফেলি আগামীকালের আরাফাতের দিনের রোজা রাখবো ইনশাআল্লাহুল আযিয, রাব্ব...
27/06/2023

তাকবীরে তাশরীক। আগামীকাল ফজর থেকে শুরু...

নিয়্যাত করে ফেলি আগামীকালের আরাফাতের দিনের রোজা রাখবো ইনশাআল্লাহুল আযিয, রাব্বে কারীম তৌফিক দিন, আমিন...

রাসুল (সা:)বলেছেনআমি আল্লাহ্ তা'আলার নিকট আরাফাতের দিনের রোযা সম্পর্কে আশা করি যে, তিনি এর মাধ্যমে পূর্ববর্তী এক বছর এবং...
25/06/2023

রাসুল (সা:)বলেছেন
আমি আল্লাহ্ তা'আলার নিকট আরাফাতের দিনের রোযা সম্পর্কে আশা করি যে, তিনি এর মাধ্যমে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন।
(তিরমিজি ৭৪৯, সনদ: সহিহ)

please join this group if you want to know about islam:
19/06/2023

please join this group if you want to know about islam:

19/06/2023

দুই কুরআনের পাখির তিলাওয়াত

18/04/2023

নামায পড়ি না, আমার রোযা হবে?

ইমাম ইবনে কুদামাহ হামবলী একটা ঘটনা লিখেছিলেন বহু বছর আগে .....

সিরিয়ার এক বাণিজ্য কাফিলায় ছিলাম। পথে ডাকাতরা আমাদের ধরল। আমাদের থলেতে চিনি ছিল, বাদাম ছিল। ডাকাতদের সবাই খেতে লাগল, তাদের সর্দার বাদে। তাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি খাচ্ছ না যে।’

ডাকাত সর্দার বলল, ‘আমি রোযা আছি।’

আমি বললাম- তোমরা মানুষ মার, লুট করো, আবার রোযাও রাখ? ডাকাত সর্দার বলল- শায়খ, আল্লাহর সাথে দেখা করার সব রাস্তা বন্ধ করে দিব?

কিছু দিন পর। কাবাঘরে তাওয়াফ করার সময় দেখলাম সেই ডাকাত সর্দার।
- তুমি? এখানে?
- আমার সিয়ামই আমাকে এখানে এনেছে।

[আত তাউয়াবিন, ১/২৭৬]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মানুষ যখন একটা ভালো আর আরেকটা খারাপ কাজ করে তখন- 'তুমি তো খারাপ কাজ করো - তোমার ভালো কাজ কবুল হবে' -এই কথাটা বলবেন না।

বরং তাকে ভালো কাজটার দোহাই দিয়ে খারাপ কাজটা ছেড়ে দিতে বলেন।

লোকটার জাহান্নামের ৯৯টা দরজা খোলা আছে - এই ভয় দেখিয়ে জান্নাতের একটা দরজা বন্ধ করে দিয়েন না।

হতে পারে, আল্লাহর সাথে দেখা করার বাসনাটা আল্লাহ কবুল করে নেবেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেবেন ওই একটা দরজার উসিলায়।

আমাদের যে ভাইয়েরা, বোনেরা রোযা রাখেন কিন্তু নামায পড়েন না, ইসলাম মেনে চলেন না, আল্লাহ আযযা ওয়া জাল্লা যেন তাদের ইসলামের সৌন্দর্যটা খুঁজে পাবার তাওফিক দেন।

আমরা যেন তাদের প্রতি সদয় আচরণ করি। আমরা যেন তাঁদের জন্য ইসলামের সৌন্দর্য খুঁজে পাবার উসিলা হতে পারি।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এই রমাদানে সবাইকে মাফ করুন।

©️ Masood Sayedee - মাসুদ সাঈদী

17/04/2023

NOTIFICATION
পাপ করলে যদি নোটিফিকেশন আসতো তাহলে বুঝতে পারতাম চব্বিশ ঘণ্টায় আমরা কত হাজার পাপ করছি।
আল্লাহুম্মাগফিরলী

Can you find out who the killer is?
05/08/2022

Can you find out who the killer is?

📢 Exciting News এখন তুমিও হয়ে যেতে পারো ক্লাসরুম জিনিয়াস! 🥳 🟥 টেন মিনিট স্কুল প্রথমবারের মত আয়োজন করছে ৫ম থেকে ১০ম শ্রেণ...
28/07/2022

📢 Exciting News

এখন তুমিও হয়ে যেতে পারো ক্লাসরুম জিনিয়াস! 🥳

🟥 টেন মিনিট স্কুল প্রথমবারের মত আয়োজন করছে ৫ম থেকে ১০ম শ্রেণির বোর্ড সিলেবাসভিত্তিক জাতীয় প্রতিযোগিতা - 'ক্লাসরুম জিনিয়াস'!

👉 কীভাবে অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়?

✅ রেজিস্ট্রেশন লিংক: https://10ms.io/CeTdDg

উপরের লিংকে ক্লিক করে ক্লাসরুম জিনিয়াস প্রতিযোগিতায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো মাত্র কয়েক মিনিটেই! 🔥

✍️ পরীক্ষায় কী কী থাকবে?
ক্লাসরুম জিনিয়াস প্রতিযোগিতায় ৫ম থেকে ৮ম শ্রেণির গণিত, ইংরেজি, ও বিজ্ঞান বিষয় এবং ৯ম-১০ম শ্রেণির ইংরেজি, গণিতের সাথে বিভাগভিত্তিক (বিজ্ঞান, ব্যবসায়, ও মানবিক) বিষয়গুলোর উপর মোট ৩০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। 💡

✅ মোট ৩ টি রাউন্ডে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং দেশসেরা ৭ জন শিক্ষার্থী পাবে মোট ৩,৫০,০০০ টাকার শিক্ষাবৃত্তি! 💯

আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করো আর ক্লাসরুম জিনিয়াস হয়ে জিতে নাও শিক্ষাবৃত্তি! 🤜🤛

Alhamdulillah
26/07/2022

Alhamdulillah

Address

Neyaj Chowdhury Road
Banskhali
4391

Telephone

+8801873177666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayed Muhammad Ahsan Habib Tuaha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayed Muhammad Ahsan Habib Tuaha:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Banskhali

Show All