সজীব নমঃ শুভ

সজীব নমঃ শুভ তর্কের চেয়ে নিরবতা শ্রেয়,
প্রতিশোধের থেকে পরিবর্তনের মূল্য বেশি.!

�Blood group O+ve 20 donated�

30/09/2023

জন্মদিন উপলক্ষে ব-উ......😋🙃

10/09/2023

কিভাবে ফেসবুক মনিটাইজেশন অন করবেন।
লাইভ ভিডিওটা দেখুন...
মনিটাইজেশন অন করা পেইজ Sajib দেখুন।

17/01/2022

🙏হরেকৃষ্ণ🙏 হরেকৃষ্ণ 🙏কৃষ্ণ কৃষ্ণ 🙏হরে হরে🙏 🙏হরে রাম 🙏হরে রাম🙏 রাম রাম 🙏হরে হরে 🙏

বেলগাছ লাগালে বংশ বৃদ্ধি পায়, বেলগাছ কাটলে ব্যক্তির বংশ শেষ হয়ে যায়। বেলগাছ যেখানে থাকে সেখানে কোনো সাপ আসে না।বেলগাছ...
17/01/2022

বেলগাছ লাগালে বংশ বৃদ্ধি পায়, বেলগাছ কাটলে ব্যক্তির বংশ শেষ হয়ে যায়। বেলগাছ যেখানে থাকে সেখানে কোনো সাপ আসে না।

বেলগাছের ছায়ার নীচ দিয়ে কোনো ব্যক্তির শবযাত্রা গেলে ওই ব্যক্তির মোক্ষ প্রাপ্তি ঘটে। বায়ুমন্ডলে থাকা অবাঞ্ছিত বস্তুকে শোষন করে বায়ুমণ্ডল শুদ্ধ রাখে।

চার, পাঁচ, সাত পাতাওয়ালা বেলপাতা দেখতে পাওয়া সৌভাগ্যের, ওই পাতা শিবলিঙ্গে অর্পণ করলে অনন্ত সুখ প্রাপ্তি ঘটে।

সকাল-সন্ধ্যা বেলগাছের দর্শনে সমস্ত পাপ নাশ
হয়।

বেলগাছের পাশে সাদা আকন্দ ফুলের গাছ লাগালে লক্ষীদেবীর কৃপা প্রাপ্তি ঘটে। বেলগাছের রোপন ও পরিচর্যা করে তার বৃদ্ধিতে যে ব্যক্তি সাহায্য করে মহাদেব তার ওপর সন্তুষ্ট হয়ে দর্শন দেন ও মনোবাঞ্ছা পূরন করেন। প্রয়োজনের অতিরিক্ত ও অপ্রয়োজনে বেলগাছের পাতা এবং ডাল কাটলে মহাদেব ক্রোধিত হন।

জীবনে কোনো দিন শিবলিঙ্গে বেলপাতা একবার হলেও যদি কোনো ব্যক্তি অর্পণ করে থাকে তাহলে সে সমস্ত দুঃখ ও পাপ থেকে মুক্তি পায়।

(তথ্য সংগৃহীত)

হরে কৃষ্ণ 🙏
হর হর মহাদেব ❤️🙏

16/01/2022

এত অল্প বয়সে এমন শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ কি করে সম্ভব🙏🙏🙏
তাই আসুন আমরা প্রতিদিন ধর্ম চর্চা করি এবং সনাতন শিক্ষায় শিক্ষিত করি🙏🙏🙏

😍 জয় শ্রীকৃষ্ণ 😍
😍 জয় শ্রীরাম 😍

copy: Engr. Jiku Das

15/01/2022

আপনাদের নিজ নিজ সন্তানকে ছোটবেলা থেকেই এইরুপ ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলুন।

ছোট সোনামনির কন্ঠে মহাভারতের ইতিহাসের নাম।

😍 হরে কৃষ্ণ😍

Engr. Jiku Das

14/01/2022

Very very heart touching.

সত্যি মনোমুগ্ধকর
এতো ভক্তিসহকারে কীর্তন শুনে সত্যি ভালো লাগছে।

copy: Engr. Jiku Das

13/01/2022

🙏ওঁম তৎসৎ🙏

🔥সত্যি শিক্ষনীয় কিছু বিষয় গীতা জ্ঞান সমাজে ছড়িয়ে পড়লে সমাজে একদিন পরিবর্তন আসবে 🔥এই পরিবর্তন কে করবে?
🙏 আপনাকে & আমাকেই করতে হবে 🙏
🙏ধন্যবাদ দাদা 🙏

সম্মানিত বিশেষ ধর্মালোচক
Joy Biswas দাদা (শিক্ষক, শ্রীঅঙ্গন গীতা শিক্ষাকেন্দ্র, ফরিদপুর)

Engr. Jiku Das

টার্গেট 1k রাত ৩ টার মধ্যে 😍        🙏হরে কৃষ্ণ 🙏কমেন্ট চাই।
12/01/2022

টার্গেট 1k রাত ৩ টার মধ্যে 😍

🙏হরে কৃষ্ণ 🙏

কমেন্ট চাই।

শুভ জন্মদিন স্বামীজি...🥰🥰
12/01/2022

শুভ জন্মদিন স্বামীজি...🥰🥰

প্রশ্নঃ পরমেশ্বর শব্দের অর্থ কী ❓🥀🌿🌺উত্তরঃ পরমেশ্বর, পরম+ঈশ্বর, মানে হচ্ছে, যিনি পরম ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরগণেরও ঈশ্বর, ঈশ্...
12/01/2022

প্রশ্নঃ পরমেশ্বর শব্দের অর্থ কী ❓

🥀🌿🌺উত্তরঃ পরমেশ্বর, পরম+ঈশ্বর, মানে হচ্ছে, যিনি পরম ঈশ্বর। অর্থাৎ ঈশ্বরগণেরও ঈশ্বর, ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে প্রভু। প্রকৃতির এক একটা ক্ষমতা যারা শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হয়েছে, তাদেরকে অনেক সময় প্রভু বা ঈশ্বর বলা হয়। আর এই ঈশ্বরগণেরও যিনি ঈশ্বর, তিনিই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।🌼🌿🌺

ব্রক্ষ সংহিতায় ৫/১ বলা হয়েছে,

ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানন্দ বিগ্রহঃ।
অনাদিরাদিগোবিন্দঃ সর্বকারণকারণম্।

🌸🥀শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান। তার শ্রীবিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সৎ-চিৎ আনন্দঘন, অর্থাৎ নিত‍্য শাশ্বত, চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময়।🌺🌿

তার কোন আদি নেই, কারণ তিনিই অনাদির আদি, সব কিছুর উৎস। তিনিই সর্বকারণের আদি কারণ, সকল অস্তিত্বের পরম উৎস।

🙏❤️হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।❤️🙏.

বাবা বিশ্বনাথ মন্দির ♥স্থান :- সীতাকুণ্ড, চট্টগ্রাম, বাংলাদেশ।
12/01/2022

বাবা বিশ্বনাথ মন্দির ♥

স্থান :- সীতাকুণ্ড, চট্টগ্রাম, বাংলাদেশ।

Address

Banskhali
Banskhali
4390

Telephone

+8801812521171

Website

Alerts

Be the first to know and let us send you an email when সজীব নমঃ শুভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সজীব নমঃ শুভ:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Banskhali

Show All

You may also like