Ibrahim Arman ابراهيم ارمان

Ibrahim Arman ابراهيم ارمان Super Tekerhat Girls Madrasah and Pesh Imam Tekerhat Central Jame Masjid.
| حافظ القران | I am Imam of hazi Ismail rh. Jame Masjid. Mirsarai. Ctg

17/05/2024

যত টেনশন থাকুকনা কেন,জুমারদিন খুতবা চলাকালীন সময়ে অধিকাংশ মুসল্লিদের তন্দ্রা আসবেই! আল্লাহর ঘরে ঢুকলে কি মন খুব প্রশান্ত থাকে?

16/05/2024

ফাইনালি চোখ বন্ধ হয়ে গেলেই তো সব শেষ !
এই স্বপ্ন দিয়ে আর কি করবো?

13/05/2024

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ্ 🍁

13/05/2024

আলহামদুলিল্লাহ্!
টেকেরহাট হাজ্বী ইসমাঈল (রাহ:) বালিকা দাখিল মাদরাসার মোট পরীক্ষার্থী ছিল ১১জন।
কৃতকার্য হয়েছে ১১ জন
A ৯জন
A-২ জন

Nadia Sultana GPA=4.50
Momena Afrin Jamila GPA=4.44
Fayala Akter Tisha GPA=4.38
Sajia Sultana Romi GPA=4.25
Fatema Akter Afifa GPA=4.50
Fowjia Jafor Noha GPA=4.38
Tania Akter liza GPA=4.50
Sabrin Sultana GPA=3.94
Rahela Akter popi GPA=4.13
Israt Jahan Mitika GPA=4.25
Sarmin Sultana GPA=3.94

সকলের জন্য আপনাদের দুআ কামনা করছি।

টেকেরহাট বালিকা মাদরাসা
টেকেরহাট হাজ্বী ইসমাঈল রাহঃ কমপ্লেক্স
টেকেরহাট হাফেজীয়া মাদরাসা

জুমা মোবারক 💕পুকুরিয়া মুখলেছিয়া মাদরাসা জামে মসজিদ।
10/05/2024

জুমা মোবারক 💕
পুকুরিয়া মুখলেছিয়া মাদরাসা জামে মসজিদ।

09/05/2024

মুর্খ, নকল সুন্নি বক্তা সাইফুল আজম বাবরের মিথ্যাচার আল্লামা সাঈদী সম্পর্কে।
আল্লামা সাঈদী, তার জবাব ১৯৯৬ সালে ২৮ বছর আগে পান্তপথ মাহফিলে দিয়েছেন
আল্লামা সাঈদীর এই বক্তব্য কি তাদের চোখে পড়েনি??

(ফলো দিয়ে পাশে থাকবেন)

08/05/2024

সে বল্লো একগ্লাস পানি নিয়ে এসো, গ্লাসটা অনেক ক্লিন হতে হবে! একেবারে ফ্রেস! পানির চেয়েও গ্লাসটা ফ্রেস চাই! এক্কারে ঝকঝকে!
সে এমন খুঁতখুঁতে স্বভাবের কেন জানিনা। গেলাসের বাইরে একটু আলতুভাবে আঙ্গুলের ময়লা চাপ বসলেও পানি খেতে চাইনা,ফেরত দেয়।

07/05/2024

আরবি প্রাকটিস ক্লাসে ষষ্ঠ শ্রেনীর ছাত্র ছাত্রীরা।

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে🥀🍁 সুরা দোহা।
04/05/2024

অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে🥀🍁 সুরা দোহা।

04/05/2024

সৌদিতে ইস'রাইলবিরোধী
পোস্ট করলেই গ্রেফতার!

বাহ কি ইয়াহুদী প্রেম!?

04/05/2024

সবচেয়ে উত্তম ছদকা হলো
মানুষকে পানি পান করানো।🫗

আলহামদুলিল্লাহ! উপহার পেলে কারনা ভালো লাগে!😊আল্লাহ পাক উনাকে জাজায়ে খায়ের দান করুন।।
02/05/2024

আলহামদুলিল্লাহ!
উপহার পেলে কারনা ভালো লাগে!😊
আল্লাহ পাক উনাকে জাজায়ে খায়ের দান করুন।।

আমি কি অবস্থায় আছি, আমার ভেতরটা বুঝার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই।
01/05/2024

আমি কি অবস্থায় আছি, আমার ভেতরটা বুঝার মতো ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো নেই।

তোমরা বৃষ্টি নামছে না দেখে অবাক হচ্ছো? আমি তো অবাক হই পাথর বর্ষিত হচ্ছে না দেখে।-বলেছেন ইবনু দিনার রাহিমাহুল্লাহ!দৃষ্টান...
01/05/2024

তোমরা বৃষ্টি নামছে না দেখে অবাক হচ্ছো? আমি তো অবাক হই পাথর বর্ষিত হচ্ছে না দেখে।
-বলেছেন ইবনু দিনার রাহিমাহুল্লাহ!

দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
আহা,,ঘটনাটি অত্যন্ত মর্মাহত আমি খুবই হতবাক ৩য় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ করে হত্যা।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৩ নং গলিয়ারা ইউনিয়নের খিলপাড়া গ্রামের প্রবাসি মোহাম্মদ জাকির হোসেন (কালন) মিয়ার একমাত্র মেয়েকে খিলপাড়া-লক্ষিপুর সড়কের এর রাস্তার পাশে ধান ক্ষেতের ভিতরে,,তানজিম সুলতানা ঝুমু (৯) কে মৃত অবস্থা এলাকাবাসী উদ্ধার করে,,
সে সোনালী শিশু বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেনের ৩য় শ্রেনী পড়ে,, সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে একা পেয়ে ধর্ষন করে ধান ক্ষেতে ফেলে যায়,,স্থানীয় লোকজন দুপুর ২ঘটিকার সময় মেয়েটি মৃত অবস্থায় দেখতে পায়,, ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন!
হত্যাকারীরা যেই হোক তাদের প্রকাশ্যে জনসম্মুখে বিচার চাই।।

30/04/2024

আমি আল্লাহর কাছ থেকে নাচাহিতে অনেক কিছু পেয়েছি।
আল্লাহ পাক উনার নিখুত ভালোবাসা ও অশেষ মায়ায় আমাকে বাচিয়ে রেখেছেন। । জিবনে কিছু অপূর্ণতাতো থাকবেই। অসুবিধা নেই, দুনিয়ার এই কষ্টগুলো না হয় একটু সহ্যকরেই চলি।
তারপরতো আখিরাত... পরকাল....
আল্লাহ পাক সবসময় ধৈর্যধারণ করা এবং তার বিশাল প্রতিদানের কথা বলেছেন। কর্কশ ল্যাঙ্গুয়েজ এবং রোঢ় আচরণ মোটেও সহ্য করতে পারিনা। এগুলো পরিবর্তনের জন্য আল্লাহ কাছে দুআ করি।
দিনশেষে একটাই ভরসা..হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল... আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট,,!!.💕

যারা রাস্তাঘাটে বরফ দিয়ে লেবুর শরবত খান, লাচ্ছি খান তারা একটু সাবধানে খাইয়েন। বুঝছেন? 😊😊আপনাদের কিবলি, আমি নিজেইতো খাই।...
28/04/2024

যারা রাস্তাঘাটে বরফ দিয়ে লেবুর শরবত খান, লাচ্ছি খান তারা একটু সাবধানে খাইয়েন। বুঝছেন? 😊😊

আপনাদের কিবলি, আমি নিজেইতো খাই। 🫠
তবে এটা দেখার পরে আর না, তওবা তওবা।

24/04/2024

"টিক টিক টিক টিক যেই ঘড়িটা
বাজে ঠিক ঠিক বাজে
কেউ কি জানে সেই ঘড়িটা
লাগবে কয়দিন কাজে "

সারা বাংলার প্রতিটি মানুষের হৃদয় জয় করা মরহুম কবি "মতিউর রহমান মল্লিক" এর এই অনন্য সৃষ্টিকে আবারো ভিন্ন স্বাদে উপস্থাপন করা হয়েছে BRB নিবেদিত সেরাদের সেরা ২০২৪ এর গ্রান্ড ফিনালে | যেখানে পারফর্ম করেছেন প্রতিযোগিতার অন্যতম বিচারক শ্রদ্বেয় মনির খান স্যার , শ্রদ্বেয় আমিরুল মোমেনীন আঙ্কেল, কো - অর্ডিনেটর মুজাহিদ জমান ভাইয়া সহ গ্রান্ড ফাইনালিস্টরা |
গানটির কম্পোজিশন এ ছিলেন অণু মোস্তাফিজ আঙ্কেল




Alhamdulillah 💕
23/04/2024

Alhamdulillah 💕

রাজধানীর পল্টন এলাকার শান্তিনগর থেকে কাকরাইল পর্যন্ত বিভিন্ন স্পটে তীব্র গরমে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব শাখা।

09/04/2024

আলহামদুলিল্লাহ!!
আমার ছোট্ট ছাত্র মো: ছরওয়ার ও সাদমানের ৪র্থ ভিডিও আপলোড করলাম। তাদের অগ্রগতির জন্য সবার দুআ করবেন। তাদের উৎসাহিত করতে সবাই ভিডিওটি শেয়ার করেদিবেন।

05/04/2024

আলহামদুলিল্লাহ!
টেকেরহাট হাজী ইসমাঈল (রাহ:) বালিকা দাখিল মাদরাসা ষষ্ট শ্রেণির ছাত্র মো: ছরওয়ারের আজ ৩য় ভিডিও আপলোড করলাম। সে সবার দুআ চাই। তাকে উৎসাহিত করতে সবাই শেয়ার করেদিন।

02/04/2024

টেকেরহাট হাজী ইসমাঈল রাহ বালিকা দাখিল মাদরাসা ষষ্ট শ্রেণির ছাত্র মো: ছরওয়ারের ২য় ভিডিও। সে সবার দুআ চাই। তাকে উৎসাহিত করতে সবাই শেয়ার করেদিন।

26/03/2024

আসসালামু আলাইকুম।
আমার ছোট্ট একজন ছাত্র।।

14/03/2024

১৪ ই মার্চ ২০২৪ইং
৩ রমাযান ১৪৪৫ হি. বৃহস্পতিবার
ইফতার ৬:০৬ মি.
সাহরি শেষ ৪:৪৪ মি.

11/01/2024

কিছু ব্যাথা একান্ত ব্যাক্তিগত থাকুক,
শুধু আমার রবই জানুক।
আর কেউ না জানুক।

10/01/2024

তুমি যদি কাওকে আঘাত দাও আর সে জবাব দেওয়ার বদলে নীরবে সয্য করে নেয়, তবে তুমি তার নীরবতাকে ভয় করো।
কারণ এই আঘাত এর বিচার স্বয়ং আল্লাহ করবেন।

আর আল্লাহর বিচার সহ্য করার ক্ষমতা তোমার আছে তো....?

যদি না থাকে তবে কাউকে আঘাত করো না। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

তুমি কিন্তু ইনফিউচার বিচারের মুখোমুখি হচ্ছো...!
আজ না হয় কাল।😮‍💨

09/01/2024

মৃত্যুই আমাদের ভবিষ্যৎ!😮‍💨
—————————
আমরা ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করি। ব্যাংক ভর্তি টাকা জমায় যাতে ভবিষ্যতে একটু আরামে থাকতে পারি।

আর এই টাকার পিছনে ছুটতে দিয়ে আমরা মৃত্যুকে ভুলে যায়। কিন্তু আমরা এইটা খেয়ালই করিনা মৃত্যুই আমাদের ভবিষ্যৎ।

নিদারুন কষ্ট হলেও মানতেই হবে এই জমানে টাকা-পয়সা, বাড়ি-গাড়ি সব ফেলে চলে যেতেই হবে।

এই দুনিয়াতে যারা মৃত্যুকে ভুলে শুধু টাকার পাহাড় আর বিলাসবহুল বাড়ি বানিয়েছে।

মৃত্যুর পর দেখা যাবে তাদের থেকে বড় ফকির আর কেউ নেই।

08/01/2024
08/01/2024

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।

যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

'ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন।"

[সূরা আয-যুমারঃ ১০)🥰

Address

Banskhali, Chittagong Division
Banskhali

Telephone

+8801813321392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ibrahim Arman ابراهيم ارمان posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ibrahim Arman ابراهيم ارمان:

Videos

Share


Other Digital creator in Banskhali

Show All

You may also like