28/11/2023
এ সময়ে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর দিলেই ভালোবাসার যে ব্যাখ্যা পাওয়া যায়, আসলেই কি তা ভালোবাসা? যে মানুষগুলো আমাদের সত্যিকারের ভালোবাসে, আমরা কি কখনো তাদের ভালোবাসা উপলব্ধি করার চেষ্টা করেছি৷ নাকি যৌবনের রঙই একমাত্র ভালোবাসা!
সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবসমাজের প্রকাশিত (অডিও, ভিডিও এবং ছবি) তথ্যগুলোকে যদি একেকজনের ভালোবাসা প্রকাশের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করি তো এটিই একটা গবেষণাগার৷ কেননা এখানেই রয়েছে অগণিত মানুষের মন্তব্য, যার মাধ্যমে একটি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকে৷
বাবা-মা’র প্রতি সন্তান ভালোবাসা এবং সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসা কি ভালোবাসা নয়?
স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা এবং স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা তাও কি ভালোবাসা নয়?
না! এ বিষয়গুলো যেহেতু (দৈনন্দিন) প্রকৃতির নিয়মের মতো মনে হয় তাই এগুলো এ সময়ে এসে ভালোবাসার চাইতে দায়িত্ব হিসেবে পরিচিত হয়ে উঠেছে!
অন্যদিকে কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের যৌবনের রঙই একমাত্র ভালোবাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠেছে! যদিও তারা ভালোবাসার সঠিক ব্যাখ্যাই জানেনা৷ যে ভালোবাসায় দায়িত্ব নেই৷ যে ভালোবাসায় একসাথে বেঁচে থাকার সংগ্রাম নেই৷ যে ভালোবাসায় জবাবদিহি নেই৷ তা কেমন ভালোবাসা?
চোখের ভালো লাগা, শারীরিক একটু সুখ ও মনের সাময়িক আনন্দের নাম ভালোবাসা নয়৷ একথাটি যখন তারা বুঝতে শিখবে, যখন দায়িত্ব গ্রহণ করতে জানবে৷ তখন দেখবে ভালোবাসা বলতে এতদিন যা বুঝতো তা ভুল!
দেশ, সমাজ, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীর প্রতিও থাকে আমার দায়িত্ব ও কর্তব্য, এটাকেও কিন্তু ভালোবাসার একটি সংজ্ঞা হিসেবে বললে ভুল হবেনা৷
© Anowar Hossain