DDC Crushes and Confessions

DDC Crushes and Confessions To send your confession about Ur crush, check the pinned post of this page & follow the instruction Don't need to give your name or ID

This is a confession page for all the students of DDC
you can share your unexpressed feelings here...post about your crushes anonymously.. Feel free to express your feelings about your long cherished crush and make your secrete confession about him or her

Those who will confess here their names and identites will be completely kept secrete here , even in it will be kept secrete from the concern

ed admins .To confess u will have to go to the following link here

https://docs.google.com/forms/d/1I8YHRPjxvCn_igFfzo8bX8h-9q1zYmTeUInUl88dlwY/viewform

write down your inner feelings about your crush here then click sumbit for reviewing for the admin panels .

14/12/2023


Jarin Tasnim Samia (D-60)

কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ঐ দু'টি চোখে! 👁️👁️
ওহে প্রিয়তমা! তুমি কি জানো তুমি বাতাস এর মত গুনগুন করে আমার মনে আলোড়ন সৃষ্টি করেছ! ⚡

তোমাকে এক আকাশ সমান ভালোবেসে জড়িয়ে রাখতে চাই মনের মণিকোঠায় 🥰। মানুষ তো কত কিছুর মায়ায় পরে আমি তো তোমাকে দেখেই তোমাকে আপন করার মায়ায় পড়েছি। 😇 জানিনা তুমি কি আমাকে আমার মত করে আপন করবে নাকি শেষ বিকেলের ক্ষণস্থায়ী গোধূলির মত হারিয়ে যাবে কালের আবর্তে!
তুমি আর আমি একই আকাশ দেখি তবু কত আলোকবর্ষ দূরে তুমি! 😔 হয়তো আমি কখনোই তোমাকে পাবো কি না জানি না। 😥 কিন্তু আমি তোমাকে হারাতে চাইনা 😭।প্রতিদিন নতুন করে তোমার প্রেম এ মুগ্ধ হয়ে যেতে চাই।💓

- অতশত মানি নাহ, সাত জন্মের কথাও জানি নাহ,এই একটা জন্ম তুমি শুধু আমার হয়ে থাকো, শুধু আমার হয়ে! 💜💚🤎🧡🖤💙💛❤️

ইতি
217 কিলোমিটার দূর থেকে বলছি 💝

10/12/2023


Jasmin Joty (D-60)

প্রিয়
আমি গুছিয়ে লিখতে পারি না তোমার প্রতি ভালোলাগা টা হুট করে হয়নি। সেই, 2020 এ যখন তোমাকে প্রথম দেখি মনে হয়েছিল এমন নিষ্পাপ মুখ আর হয়না। তোমার ঐ মিষ্টি শান্ত কণ্ঠস্বর আমার হৃদয়ে স্পন্দন বাড়িয়ে দেয়। তোমাকে দেখার জন্য প্রতিদিন তোমার বাসার পাশের রাস্তায় ঘুরে আসতাম। কিন্তু কখনো তোমার দেখা পাইনি। হয়তো আমাকে ভুলে গেছো। একটা সময় তোমার এস এম এস পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতাম। প্রতিদিন রাতে ম্যাথের পিক দিয়ে যখন বলতা ভাইয়া সলভ করে দাও। মুহূর্ত গুলো যেন স্বপ্নের মতো ছিল। যদি ও পড়ালেখার বাইরে কখনো কথা হয় নাই আমাদের। কখনো কাউকে প্রাইভেট পড়াইনি আমি তোমাকে পড়াতে যেতাম তোমার সেই মায়াবী মুখ টা দেখার জন্যই তুমি কেমন যেন সবথেকে আলাদা। একটা সময় তোমাকে না দেখে যেন দিন কাটতো না। আমার মেডিকেল এ ক্লাস শুরুর পর চলে আসি ঢাকা। অনেক দিন থেকে দেখি না তোমায়। আমার কনফেশন লেখার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু কথাগুলো না বলে থাকতে পারলাম না। ভালো থেকো প্রিয়।একদিন হালাল ভাবে তোমাকে আপন করে নিব ইন শা আল্লাহ।
ইতি
বুঝে নিও 💓

08/12/2023


Jarin Tasnim Samia (D-60)

মিস আপনার কাছে থেকে ঠিক ২১৭ কিলোমিটার দূুরে আমি অবস্থান করছি। এ দূরত্ব পাড়ি দিতে সময় লাগবে ৪ ঘন্টা ২৬ মিনিট। আর যেতে পথিমধ্যে টোল দিতে হবে পাঁচ বার আর গাড়ি পাল্টাতে হবে তিন বার, তবুও আমি আপনার কাছে যেতে রাজি কিন্তু একটাই ভয় আমি আপনার মনের টোল তো আদায় করতে পারবো না, এ সাধ্যও তো আমার নেই। আপনার মনের টোল আদায় করতে না পারায় তখন একেবারেই রাগ করবেন না প্রয়োজন হলে একটা মামলা দিয়ে দিয়েন, তারিখে তারিখে অন্তত দেখা হবে তো। বড্ড বড্ড মিস করছি আপনাকে। আবার কবে আপনাকে দেখবো বলেন তো। এই একাকিত্ব আর ভালো লাগছে না।। একাকিত্ব চাই না, প্রয়োজন একটা তুমির খাল তো কাটাই আছে, চলে এসো কুমির।।

06/12/2023


Tazrimin Azad (D-60)

মেডিকেল এ চান্স পাবার পর অ্যাড ফ্রেন্ড সাজেশন তোমাকে দেখি। তোমার নাম অনেক আনকমন ছিল। তারপর ১ মিনিটের মতো তোমার প্রোফাইলের দিকে তাকিয়ে ছিলাম। পরে অনেক চিন্তা করে ফ্রেন্ড রেকুএস্ত দিয়াম। তুমিও কি যে মনে করে রেকুএস্ত আচ্চেপ্ত করলে😀। অনেক খুশি হইছিলাম সেদিন।তারপর তোমার মজার মজার পোস্ট এ কমেন্ট করা শুরু করলাম। এভাবেই তোমার সাথে ধিরে ধিরে মেসেঞ্জার এ কথা বলা শুরু। শুরুতে তোমাকে বুঝতে দিতাম না যে আমি তোমাকে কত করে চাই। শুধু হাই হেলো হতো মেসেঞ্জার এ আর তমার ফানি পোস্টে তো কমেন্ট আছেই। আমার মেডিকেল এ ক্লাস শুরু হইলে কোন ভাবেই আমি খাপ খাইয়ে নিতে পারছিলাম না।তোমার সাথেও আর আগের মতো কথা হতো না। কিছুদিন আগে আবার তোমার কিছু পিক দেখে আবারও ১ মিনিটের মতো তাকিয়ে ছিলাম। তারপর আবারও তোমার সাথে কথা বলা শুরু। এই বার আরও ভালো করে তোমাকে বুঝতে পারলাম। নীল পরি মনে হয় আমার জন্য সপ্নপুরি থেকে নেমে আসছে।তোমার প্রিয় রঙ নীল, আমারও। নীল শাড়িতে তোমার দিকে আমি আজিবন তাকিয়ে থাকতে চাই।পরন্ত বিকালে আমি তোমার সাথি হতে চাই। তোমার সাথে থেকে তোমার মতো চিল থাকতে চাই। ফুল হয়ে আমি তোমার জীবন সাজাইতে চাই।তোমার কমল স্পর্শে বাকি জীবন অতিবাহিত করতে চাই। হে নীলপরি, বল তুমি কি আমার হবে
বল রাখিবে কি অনুভবে।

02/12/2023


Najmun Nahar (D-60)

প্রিয় কাজু,
তুই নিজের স্বপ্ন পূরণের পথে একটি সিদ্ধান্ত নিয়েছিস, আই এপ্রিসিয়েট ইট।
অনেকে শুরুতেই সেকেন্ড টাইমের জন্য শুরুতেই চলে গেছে ওরা জানেও না ফিরতে হলে অনেক কিছু মোকাবিলা করতে হবে! তুই পড়ার কারিকুলাম জানিস এতদিনে ডিডিসিএর পড়ার সিস্টেম সব বুঝে গেসিস, প্রেশার ফেইস করবি অনেক ( আল্লাহ না করুক যদি ফিরতে হয় খালি হাতে ) জেনেও নিজের স্বপ্নের পথে পা বাড়ানো অনেক সাহসিকতার কাজ।

ডিডিসিতে অনেকগুলো সুন্দর মুহূর্ত দেয়ার জন্য তোকে অনেক ধন্যবাদ। আমার একান্ত কষ্টে পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার ফ্যামিলি ক্রাইসিস গুলোতে আমাকে সামলানোর জন্য ধন্যবাদ।ডিডিসিতে থেকে যাওয়াটা শেখানোর জন্য ধন্যবাদ।রাত বিরেতে রিক্সা ট্যুরের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ।আমার হুটহাট মুড সুয়িং হেন্ডেল করে আমার পাশে থেকে যাওয়ার জন্য ধন্যবাদ!

লাইফে কিছু কিছু বন্ধু কম সময়ে এসে অনেক বড় ইফেক্ট ফেলে লাইফে তুই তাদের মধ্যে একজন। আমার জন্য তুই অনেক স্পেশাল এন্ড অলয়েজ ইউ উইলবি। তোকে কষ্ট করে আমার পাত্তা পাওয়ার জন্য পানি পড়া আনতে হবে না। আই উইল অলয়েজ বি সেইম ফর ইউ।
আর বেশি সেন্টি খাস না বাসায় যেয়ে পড়, নিজের স্বপ্ন পূরণ কর। ডিডিসিতে বার বার ফিরে আয় আমাদের টানে এইটাই প্রত্যাশা।
আর হ্যাঁ আমি নতুন পার্টনার জুটিয়ে নেব অভাব নেই ডিডিসিতে মানুষের হুহ! 😏😔

আজকের মতো বিদায় বন্ধু। ভালো থাকিস।🥰
ইতি,
ক্যাডাভারের ভালোবাসা।💜🫶
আই পার্পেল ইউ

26/11/2023


Tanzila Tabassum (D-60)

প্রিয়,
প্রহর শেষের আলোর রাঙা সেদিন চৈত্র মাস
তোমার চোখে দেখেছিলাম আমি আমার সর্বনাশ!❤️‍🔥
কিন্তু এইটা সর্বনাশ না, এটি মিষ্টিমধুর আভাস।🥰
আমার হৃদয়ে দোলা দিয়েছিল তোমার দুটি চোখ👀।তোমার অভিমানে রাঙা দুটি ফোলা গাল,তোমার লম্বা চুলে ডেকে থাকা মায়াময় মুখ আমাকে বার বার আকর্ষণ করেছিল!❤️
তুমি হাসো না কেন?? 🫣 সবসময় কি এমন চুপচাপ থাকো? ওইদিন শাড়ি পড়া অবস্থায় দেখলাম তোমাকে। রিকশায় ছিলাম আমি,সময়টা যেন থমকে গিয়েছিল। আমার কেন যেন মনে হলো তুমিও আমাকে দেখলে।😍 আমার পাশে আমার বোন ছিলো,অন্যকিছু ভেবে আমাকে ভুল ভেব না। 😒

তোমার ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম তুমি বিডিএস স্টুডেন্ট।🦷তুমি কি আমার পার্সোনাল ডেন্টিস্ট হবে?

তোমার সান্নিধ্যে আসা যদি এতোই কঠিন হয় আমার মূল্যবান দাঁত উৎসর্গ করবো তোমাকে।💔

জোক্স আ পার্ট,প্রোপোজালটা ভেবে দেখবেন ডেন্টিস সাহেবা।🤭💜

ইতি
তোমার অচেনা প্রিয় হতে চাওয়া আগুন্তুক।💜

24/11/2023


Abrar (S'20-21) : Batch actually not known 😭

I know it seems too cringe to confess like this, But I couldn't find any way.I found this page through a common friend :'(

Saw your id for the first time as you are a mutual friend of us. Then I finally met you at an event this year. Though you haven't noticed me, but I remember every single thing you did on that day.
How can someone be so humble! Love your beard man! That day my whole circle teased me about you,But I was loving it. Hopefully you will find me out soon.
My very first confession to the most handsome man I have ever met. just confessed this to let you know that someone secretly adores you so much

💜 someone from your friendlist💜

22/11/2023


Jarin Tasnim Samia (D-60)

সেই কবে দেখা হয়েছে আর একবারো তো দেখা হলো না, এটাও জানি না আবার করবে দেখা হবে বা আদৌও দেখা হবে কী না। এতো মায়া কাজ করবে জানলে কোনদিন হয়তো তুমার দিকে তাকাতাম না। বড্ড কষ্ট হয় এভাবে না দেখা করে থাকলে। হোক না নিজের অজান্তেই আর একটিবার দেখে। বড্ড ভালোবাসি যে তাই তো খুব মিস করছি তোমার

26/10/2023


Emtiaz (D-56)

আপনাকে চিনি অনেকদিন হলো 😇, আপনার সাথে কথা হয়েছে শুধু একদিন তাও সেটা কোন একটা প্রয়োজন এর অযুহাতে!🙃

কিন্তু আমি তো আপনার সাথে কথা বলতে চাই সারাক্ষণ!🤭 আপনার সাথে কথা বলে মনে হলো আপনি অনেক ফ্রি মাইন্ডের 🥰, ইগো জিনিসটা অন্তত নেই! 😇

তা যাই হোক ইদানিং আপনার মতিগতি ভালো দেখছি না!😡 কই কই ঘুরেন? শুধু আপনার ছবি-ই দেখান ছবি কে তুলে দেয় আপনাকে হা? 🤔

আপনাকে আমি সিঙ্গেল হিসেবেই দেখে যেতে চাই (যতদিন না আমার হচ্ছেন 🫣) এর ব্যত্যয় ঘটলে...........🤬

আর শুনেন ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন, পুষ্টিকর খাবার খাবেন।😋 আপনার হয়তো অনেকে থাকতে পারে কিন্তু আমার ত আপনি ই (হবেন 👩‍❤️‍💋‍👨)

24/10/2023


প্রিয়দর্শিনী (ডি-৫৯)

কেমন আছো? বহুদিন হলো তোমার সাথে খোশমেজাজে গল্প হয়না! ব্যস্ত নাকি?

আগের দিনগুলোর কথা মনে আছে? গভীর রাতে,তোমার প্রত্যেকটা মেসেজ আমার কাছে ঘুমপাড়ানির গল্পের মতো লাগতো! শতবার বলা ভালোবাসি শব্দের মাঝে কত আদর লুকিয়ে থাকতো তোমার।
কারো সাথে মনমালিন্য হলেই মুখ ফুলিয়ে চলে আসতে আমার কাছে। বোবা হয়ে চেয়ে থাকতাম, রাগ কি তাহলে আমার ভাঙ্গাতে হবে!
সন্ধ্যাঘন এক বিকেলের বাসে আমার কাঁধে তোমার মাথা রেখে অপলক সামনে চেয়ে থাকার মূহুর্তটা কি আবার ফিরে আসার সম্ভাবনা আছে?.......... কি করে একবছর পাড় হয়ে গেল!
ভেবেছিলাম,এই এক বছরে তোমার এত কাছে চলে যাবো যে তোমার শ্বাসের শব্দ আগে আমার কানে পৌঁছাবে!
যেতে পারিনি....….! বরঞ্চ বড্ড দূরে চলে এসেছি!মনে হচ্ছে স্রোতের টানে এসেছি। নয়ত এত কম সময়ে এত দূরে তো চলে আসার কথা নয়!

শুনলাম পরীক্ষায় বরাবর ফাটিয়ে দিচ্ছো!
শুভকামনা তোমার আগামী দিনের জন্য.......................
যাওয়ার বেলায় শুধু এতটুকু বলতে চাই...... "কবে পাবো তোমার নেমন্ত্রণ!"

শুভাকাঙ্ক্ষী

20/10/2023


Subrina Sultana Shefa (D-59)

ও গো প্রিয়তমা, সুন্দরী হৃদয়হরণী, তোমার হাসিতে কি যে মায়া তুমি কি তা বুঝতে পারো? তোমার ওই হাসি যে কতটা উতলা করে আমার হৃদয়ের সমুদ্রকে তা কি তুমি উপলব্ধি করতে পারো? তোমার ওই কাজল কালো নয়নে ডুবেছি আমি বারবার। আমার হৃদয়ের সবটুকু জুড়ে শুধুমাত্র তুমি। কেন রোজ রাতে আমার স্বপ্নে এসে আমার হৃদয়ে এতটা ঝড় তুলে দাও??? আমি শুনেছি বরিশালের মেয়েরা না কি অনেক সুন্দরী হয়। তোমাকে দেখে নিশ্চিত হলাম তারা শুধু সুন্দরী নয় একেকটা হুর পরী। কিন্তু আমার শুধু এই হুর পরীকেই চাই। আমাকে কি তোমার বিশাল হৃদয়ে একটু জায়গা দিতে, তোমার জীবনে একটু ঠাই দিতে পারবে না?? আমি তোমাতেই ডুবে থাকতে চাই সারাক্ষণ। তুমি বিনা জীবন অর্থহীন। একটা সুযোগ দাও আমাকে, আমি তোমাকে নিয়ে সাজিয়ে নেব আমাদের ভালোবাসার তাজমহল। তুমি আমার হবে কি না জানিনা কিন্তু আমি শুধু তোমার ছিলাম তোমার আছি আর তোমারই থাকবো।

ইতি,
তোমার প্রেমে উন্মাদ এক প্রেমিক

16/10/2023


Jim Hossain (D-59)

প্রিয় Jim, কনফেস করছি, তোমার প্রেমে পড়েছি।ভালোবাসি কিনা? নাহ্ অতটাও গভীর না। তবুও যে মনের প্রাচীর পেড়িয়ে স্বীকারোক্তি দিলাম, এটাই বেশি, বুঝলে? জীবনে বহুবার শুনেছি, বড় স্বার্থপর মেয়ে আমি।কখনো নাকি প্রেম আসবে না, পাষাণ ধরণের, লাভের বাইরে এক কদম ফেলি না! হ্যাঁ, মানলাম সব অভিযোগ। এমনটা না হলে তোহ্ আর দূরের পথ পাড়ি দেয়া যায় না। নিজের তাড়নায় বনবন করে ঘুরে বেড়িয়েছি, কখনো মুহূর্তের জন্য কারো দিকে তাকানোর ফুরসত দেইনি নিজেকে।ভয় ছিল, আমার গতি আটকে না যায়। যখন বুঝলাম, এক মুহূর্ত থমকে দাঁড়ানো দোষ না , প্রেমের অস্তিত্বে প্রশ্ন করলে ক্ষতি নেই, তখন প্রথম তোমায় দেখলাম।আমি জানি না কী, কেন, কীভাবে ভালো লাগে, কিন্তু এটা জানি যে কাকে ভালো লাগে।তোমাকে। আমার চাওয়ার কিছু নেই, তবে এখনো পাওয়ার আছে অনেক কিছু। অনুপম রায় বলেছেন, "সব পেলে নষ্ট জীবন।" জীবন নষ্ট করার মত সামর্থ্য আমার নেই, প্রেমের মাসুল দেয়ার জন্য নিতান্তই দরিদ্র আমার হৃদয়।পার্থিব চাকচিক্য আমার কাছে পরম সত্য। তবু আমি জানব, যে আমার জীবনেও প্রেম এসেছিল,ফুল হয়ে ফোটেনি, কুড়ি- তাও তো অনেক। একটা ভালো পরামর্শ দেই, যদি কাউকে মনে ধরে একবার বলে দেখবে।সব প্রেম পরিণয় হয় না।অন্তত অনুতাপ থাকবে না। Life is full of magic and miracle.Don't know when we will finally believe, "Kalank nehi ishq hain kajal piya!"

From : Someone from (D-59)

14/10/2023


Jannat Ara (D-59)

I didn't believe in love at first sight until those captivating eyes meets mine for the first time. The addiction those eyes hold is much addictive than the red wine. Your honey coated voice is so melodious that l don't want to hear anything except your voice. In some famous romantic novels the writer used to demonstrate that they can see their whole world in the eyes of their lover. But l can see my whole Galaxy in your beautiful eyes. I know you're the extremely beautiful even if l am not that much lucky to see your beautiful face with my own eyes. But your heart is the most beautiful and pure which made me fall for you harder. I lost myself while looking at you every single time. You know whenever l see you my heart always skips a beat. Whenever you're near me l just feel like staring at you. I can't take my eyes off you for a single second. Something pulls me towards you just like the gravity pulls everything towards the earth. I am the Moon and you are my Earth. I can't reach you but also can't get over the gravity. l wish one day l can confess this to you that how much love you💝 I love you more than you can even imagine. I want to say those words to you in person but l am afraid of your rejection. My poor heart won't be able to handle this. But one day you will be mine. I will make sure it happens. I'll be working hard for that day. Till then please wait for me. And keep my heart safe which you stole from me. your secret admirer

12/10/2023


অপরিচিতা (D-59)

আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল ক্লাসরুমে। সেদিন আপনি কি জন্য হাসছিলেন জানি না কিন্তু আপনার হাসি আমার মনে ধরেছিলো বেশ🫶🫶। আপনি এই ব্যাচের সুন্দরীদের একজন। আপনাকে নিয়ে কত শত কবিতা যে ডায়েরিতে লিখে রেখেছি তা বলার বাইরে 🙂🙂।আপনার সাথে আমার কথা হয়নি তেমন। আপনি সুন্দর ছবি তোলেন, ন্যাচারাল সিনারি খুব লাইক করেন, সুন্দর ছবি আঁকেন 🥹🥹। আর হ্যা আপনার গানের গলাও জোস😄😄।আপনার গুনের কথা আর না-ই বললাম। আমি নিজেও এর ধারে কাছে নাই🤣🤣।আমি আমার জীবনের সাথে কাউকে যদি জড়াতে চাইতাম তাহলে সেটা আপনিই হতেন😔।আর কেউই সে স্থান পেতো না।দুঃখের বিষয় শুনলাম আপনি নাকি এসবে যেতে ভয় টয় পান😂। অ্যারেঞ্জ ম্যারেজ এর চিন্তা নাকি আপনার।যাই হোক আমার লাইফে আমি প্রথম কারোর উপর যদি ইমপ্রেশড হয়ে থাকি তবে সেটা আপনি🥹।জীবনে আর কাউকে পাই বা না পাই, বিয়ে করতে পারি বা না পারি আপনি সবসময় আমার হৃদয়ে থাকবেন😊😊।আপনার নাম মুছে যেতে দিব না আমার হৃদয় থেকে।কারণ নিজের প্রথম ক্রাশ কখনোই ভুলার না। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকুন😃

From : An আগন্তুক (D-59 batch)

10/10/2023


Mridula (D-59)

ওহে কি করিলে বল পাইবো তোমারে,রাখিব আঁখিতে আঁখিতে? হে প্রেয়সী✨ তোমাকে নিয়ে আমার বেশ কিছু কথা বলার ছিলো।এতোদিন ধরে তোমাকে নিয়ে আমার হৃদয়ের গহীনে যে কাব্য রচিত করেছি তারই ভাব প্রকাশ করব আজ। হে নাটোরের বনলতা সেন✨ তোমায় দেখিলে মনে পড়ে যায় জীবনানন্দ দাশের সেই অমর কবিতা খানি..... চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; তোমার সেই কালো চুল,কপালের মাঝে ফুটে থাকা টিপ,আমায় করেছে উন্মাদ, দিয়েছে প্রশান্তির উৎস হে প্রফুল্লমূখী✨ তোমার স্নিগ্ধ হাসি,প্রান উৎফুল্লতা দেখে আমার হৃদয়ে প্রনয়ের পুষ্প প্রস্ফুটিত হয় বল তোমায় প্রনয়ের কথা কিভাবে বলি? হে হৃদয়হরনী✨ হৃদয়ের অলিন্দ-নিলয়ে তোমায় স্থান দিয়েছি।তোমার কথাই যেন আমার হৃদয়ের স্পন্দন শেষ মেশ একটা কথা বলতে চাই,I just love you Mridula এ জগৎ সংসারে রচিত হোক আরেকটি মহাকাব্য যা কখনোও রচিত করেন নি শরৎচন্দ্র,রবীন্দ্র কিংবা নজরুল সে তোমার আমার কাহিনি অমর প্রেমের কাহিনি !!!❤️‍🔥

From : Special someone of D-59

08/10/2023


Tshering Lhaden (D-59)

Hey beautiful girl! Do you have any idea how insanely beautiful you are??? Just not only from physical appearance but also from heart. You are just too cute to resist. Sometimes l wonder how you can be so cute, beautiful and adorable at the same time. Your those silky hairs in which l just can run my fingers all day without being tired. Your pink lips and cute nose make you more beautiful. Your eyes are so shiny just like the stars. Your ear piercings add more beauty in you. But it was so painful right? The swelling of your cheeks (chubby cheeks) are too cute. I just wanna press them and adore you. Do you remember when Selima asked if those swelling of your cheeks are natural or not when we went to give item together? You are just like the cute and innocent female lead of the kdrama. So cute, relaxing and heart warming. Your humble and cute behavior is something l love about you the most. Just how your phone wallpaper changed from Yoongi to Jungkok and then Jungkook to Taehyung was so cute. When you complaint about why Yoongi left for military without Posting any pictures is way too cute. The way you smile was too much beautiful to handle you know. But l am angry on you. Why did you put those braces on your teeth. I know you had a little malocclusion. But your teeth were beautiful specially when you smile. But it's ok. After all it's your choice. Your smile is also beautiful now but back then it was captivating. l know you've already guessed that who l am So l just wanna say that,

💝💝💝saranghae Dorsiii💝💝💝
💜 l purple you 💜

05/10/2023


Sayema Siddik Shimin (D-59)

Dear I wanted to talk to you in person, but every time I see you, it seems like you're upset or angry, and I don't want to add to that. So, I thought writing this might be the best way to express what's been on my mind. I want to confess something that has been on my mind for a while now. I have feelings for you, feelings that I've tried to ignore or hide, but I can't keep them bottled up any longer. I admire you not for your beauty but for your strength, intelligence, and the passion you bring to everything you do. You have a fire within you that I find incredibly captivating. Even when you're angry, there's something about you that draws me in. I understand if my confession comes as a surprise or if it's too much to handle right now. Please know that I respect your feelings and your space. I just couldn't keep this to myself any longer. In the meantime, I'll be here, waiting and hoping for a chance to make you smile. If you ever need someone to talk to or if there's anything I can do to make things better. I hope one day you will be my forever.I can't take off my eyes whenever I see you.I can't concentrate in the class or anything whenever you are around me.
I LOVE YOU SHIMIN! ❤️❤️❤️

03/10/2023


Unknown ( D-59)

I must confess that I've met a remarkable girl who embodies humility, decency, charm, and friendliness. Her future as a dentist looks incredibly promising. Her smile is irresistibly attractive, and her manner of speaking is adorable. Even her nose has an endearing quality. Her behavior reflects the decency of her parents, and I find myself genuinely attached to her. I won't ask her to be mine, but I can't help but admire what an amazing person she is!

01/10/2023


হিমেল রানা (D-56)

আপনাকে অনেক ভালোবাসি প্রিয়। কালো পাঞ্জাবিতে এতো সুন্দর লাগে আপনাকে! 🥺 প্রেম করতে হবে না চলেন বিয়ে করে ফেলি! 🫣 খরচ নিয়ে ভাববেন না আমি চালিয়ে নিব। 🥰
আপনি এতো কি ভাবতে থাকেন সবসময় যদিও জানি না সিংগেল নাকি মিংগেল 🤨 (কারন আজকাল হুজুর মানুষও আড়ালে অনেক কিছু করে 😒)
চলেন আমরা মিংগেল হয়ে যাই। অনেক কিছু বলার ছিল কিন্তু আমি কবিদের মতো ছন্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করতে পারি না 🥺
ইতি,
আপনি রাজি থাকলে কাজি নিয়ে সামনে আসবো 😘

From : আপনার অচেনা কেউ 😜

30/09/2023


শাওন (D-59)

প্রিয় ক্রাশ😍 আমি বেচে আছি তোমার ভালোবাসায়। আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তোমার সাথে প্রথম পরিচয় ব্যাচ ডেতে কাজের সময়। এত কেয়ার নেওয়া পাবলিক কম পাইসি জীবনে।আমাকে কয়বার যে চা খাওয়াইলা আর বিস্কুট বা চিপস খাওয়াইলা 🥹🥹।অন্যরা শুনলে রাগ করবে😭😭।যাই হোক তোমার কেউ আমার জীবনে আসুক আমি সবসময়ই চাই। আমি চাই তুমি সারাজীবন আমার হয়েই থাকো।না বলা কথাগুলা আজ বলতে বাধ্য হলাম।তুমিহীনা এজীবন রেখে আমার কি লাভ🙂🙂।আমার মনে হয় তুমি ছাড়া আমি বাঁচতে পারব কিনা সন্দেহ 🙂🙂। যাহোক তুমি আমার প্রেমের কবি হয়ে আমার জীবনে আসবে এই প্রত্যাশা রাখি😌😌।

From: Someone from D-59

28/09/2023


Israt Jahan Mim (D-59)

ওগো নিরুপমা, তোমাকে দেখে হয়েছিলাম নির্বাক, চাতকের মতো চেয়েছিলাম তোমার স্নিগ্ন মুখটার দিকে, একরাশ মুগ্ধতা এসে আমাকে ছুয়ে দিয়ে গেছে কখন বুঝিনি। তোমাকে প্রথম দেখেছিলাম ফিজিওলজি ডিপার্টমেন্টের সামনে, দিনটি ছিল শনিবার। তুমি সেই আমার প্রেয়সী। তোমাকে দেখতে দেখতে হয়তো কখনো আমি ক্লান্ত হবো না। তোমার জন্যই বোধহয় গানটা লেখা হয়েছিল যেটি তোমাকে উৎসর্গ করিতে চাই, ❝ওহে কি করিলে বলো পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে ❞ তুমি ভাবছো না? এতদিন পর কেন তোমায় একথা গুলো জানান দিতে চাইছি, আমি তোমাকে আমার করে না পেলেও তোমাকে দেখবার সাধ হয়তো এ জীবনে যাবে না। ভেবেছিলাম নিজের অকথিত অনুভুতি নিজের ই থাক। তোমার মুগ্ধতা গুলো অনুভব করে আমি আর চাপা রাখতে পারলাম না। তোমার হাসি যেন ঠিক চাঁদ থেকে ঠুকরে ঠুকরে পড়া জ্যোৎস্নার মতো, যে জ্যোৎস্নাতে অবগাহন করতে চাই। আসলে যতই লিখি এ লেখা শেষ হবে না, তাই এখানেই ইতি টানি। মনের চোখে খোজার চেষ্টা করো তাহলে আমায় খুজে পাবে। যদি কখনো আমাকে খুজে পাও প্রেয়সী, মনের বাকি কথা খুলে বলব....

ইতি
তোমার, চেনায় অচেনা (৫৯)

26/09/2023


ঢাকাইয়া বাইয়া (D-59)

" তুমি বন্ধু কালাপাখি আমি যেনো কিইই বসন্তকালে তোমায় বলতে পারিনি। " প্রিয় সুদর্শন, তোমার নাম ও পরিচয় সবই গোপন রাখলাম।শুধু এইটুকু বলবো আমি তোমাকে ভালোবাসি।তোমার চাহনি,তোমার স্মার্টনেস সবই জোসসসসসস🫶।যেভাবে তুমি মজা করো তোমার বন্ধুদের সাথে আমি মুগ্ধদৃষ্টিতে চেয়ে থাকি।আমি চাই তুমি সারাজীবন এভাবেই আমার সাথে গল্প আর মজা,খুনসুটিতে মেতে থাকবে।তুমি যখন খাও তখন মনে হয় খাবারটার মধ্যে কিই না স্বাদ🥹।আমি যখন ওই খাবারটা খাই তখন আসলে বুঝি কেন খাওয়া আমার সার্থক। তোমার মিমস গুলা ভাল্লাগে। অনেক হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আমার।যাই হোক তোমাকে পাই বা না পাই তোমাকে সবসময়ই মনে রাখব। ভালো থেকো সুখে থেকো।।

24/09/2023


Mehedi Hridoy (D-59)

পৃথিবীতে কিছু মানুষকে দেখে হৃদয়ে মুগ্ধতা কাজ করে। এটাকে ঠিক ভালোবাসা বলা যায় কিনা আমার জানা নেই। তবে তোমার প্রতি আমার মুগ্ধতা আছে এটা সত্যি।
যদিও বাহ‍্যিক সৌন্দর্যে বা খুব সহজেই কারো প্রতি আমার মুগ্ধতা কাজ করে না। তবুও তোমার ধর্মপরায়ণতা দেখে, যেভাবে তোমার বায়োতে Non Marham is not allowed লেখা আর ক্লাসরুমে যেভাবে তুমি নিজের নজরের হেফাজত কর তা দেখে আমি মুগ্ধ!
আর তোমার ডিবেটের কথা নাইবা বললাম। তোমার ডিবেটিং এ মুগ্ধ হয়নি ডিডিসিতে এমন কেউ আছে কি না তা নিয়ে আমার সংশয় রয়েছে।

তুমি হয়তো চিন্তা করছো আমি এসব এখানে কেন বলছি? আসলে তোমাকে সরাসরি এটা বলার মতো সাহস আমার নেই। তুমি হয়তো নিজের জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাও যে খুব পরহেজগার ও ধর্মপরায়ণ হবে। আমি নিজেকে সম্পূর্ণরূপে সেভাবে গড়ে তুলতে পারিনি। কিন্তু তোমাকে এই কথাগুলো না বললে আমার অশান্ত হৃদয় শান্ত হতো না।

আমি জানি হয়তো তুমি আমার তকদিরে নেই। তাতে আমার কোনো অভিযোগ নেই। কারণ আমি তকদিরে বিশ্বাসী। আমার জন‍্যেও কেউ আছে, সেটা তুমি নাও হতে পারো। আমি তোমাকে ভালোবাসি এটা বলব না, কিন্তু তোমার গুণে এবং ইসলামিক পারসোনালিটিতে আমি বিমোহিত। যদি তুমি আমার তকদিরে থেকে থাক তাহলে আমার প্রতিও যেন তোমার এই মুগ্ধতা তৈরী হয়, আর যদি না থাক তবে কেটে যাক তোমার প্রতি আমার এই বিমুগ্ধতা।

ইতি,
থাকুক না কিছু গোপনীয়তা

22/09/2023


Abiha Lamia (D-59)

আমি মুগ্ধ তোমার ধীরতায়,, তুমি যেন প্রবাহবান শান্ত নদী, তুমি যেন পড়ন্ত বিকালের মিষ্টি রোদ। ঠিক কখন, কিভাবে, কেন তোমার মায়ায় আটকে গেছি বুঝতেই পারিনি। তোমার চোখে চোখ রেখে হাজার বছর কাটাতে চাই, যদি তুমি দাও আমায় একটুখানি সাই। তোমার সাথে হারাতে চাই দূর অজানার দেশে, সেথায় হবে তোমার আমার ছোট্ট একটা ঘর। পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কি জানো? তা হলো তুমি আমি পাশাপাশি আছি কিন্তু তারপরও তুমি বুঝতে পারছো না তোমাকে ঠিক কতটা ভালোবাসি। হয়তো এই দুরত্ব আমি কোনদিন অতিক্রম করতে পারবো না তবুও তুমি রবে নিরবে আমার এই হৃদয়ে 🖤🖤

20/09/2023


Bangtan Sonyeondan (D-* )

My seven lucky stars, the reason i stayed- even if I write a thousand letters it will never be enough I would need a 100 of symphonies for a bond so eternally Ten winters that turned into spring, you are the start of my dreams. You showed me my constellations, said the sun would rise again When the twilight became eternal, thank you for gifting me the morning I seeked refuge in bangtan Sonyeondan and the way they took me in is the FAIRY TALE, the all glory story of happily ever after. Lets be armies together 😊

18/09/2023


Asifa Mirazy (D-59)

প্রিয় আসীফা, শীতের সকালে শিশির দেখলে যেমন মানুষের মন পুলকিত হয়, কারো মায়াবি কন্ঠ শুনলে যেমন বারংবার শুনতে ইচ্ছে করে, মায়াহরিনী চোখ দেখলে যেমন চোখ সরানো যায় না ঠিক তেমনই এক অনুভূতিতে আটকে গেছি। যতটুকু জেনেছি তুমি ভীষণ কোমল, স্নেহপ্রবণ ও বন্ধুপ্রিয় মানুষ। তোমার চঞ্চলতা বরাবরই আমাকে করে রেখেছে মুগ্ধ। তোমার কথার মায়ায় আটকে গিয়ে বিপদে পড়েছি। সামনা সামনি গেলে বুক কাঁপে। এমন হার্টের রোগীকে বাঁচাতে তুমি নামক ডাক্তার লাগবে। তোমার আয়ত নয়নযুগল, চিকন রক্তাভ গোলাপের পাপড়ির ন্যায় ওষ্ঠদ্বয়, হরিণী চোখের লাজুক চাহনি, সরলতার ছায়া আমার হৃদয়ের হৃৎস্পন্দনের তীব্রতা বহুগুন বাড়িয়ে দেয়। এমন অনুভূতির জন্যই হয়তো হুমায়ন ফরিদী বলেছিলেন, প্রেমের পড়ার থেকে আনন্দদায়ক সুন্দর মূহুর্ত পৃথিবীতে আর একটিও নেই! হূমায়ন আহমেদের একটা উপন্যাস পড়েছি তোমায় দেখার আগে, একেবারে অখাদ্য মনে হয়েছে। অথচ তোমায় দেখার পর আরো একবার উল্টে দেখেছি বইটা। তখন তা কেমন অসম্ভব সুন্দর লেগেছে। এজন্য হয়তো কেউ একজন বলেছে, প্রেমে পড়লে হূমায়ন আহমেদের উপন্যাস স্বর্গীয় মনে হবে, নাহলে অখাদ্য মনে হবে। এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম। তবে এখন বুঝি, মানুষ কেন বলে, "আমার দিবস কাটে বিভোর হয়ে তোমায় ভেবে"! যদি এই বিভোরতায় ভালোবাসা থাকে, তবে দেখা হবে আসছে ফাগুনে একগুচ্ছ গোলাপ হাতে। আমার হৃদয়ের স্পন্দন ও অনুভূতি প্রকাশ করার মতো শব্দচয়ন দুষ্প্রাপ্য! তারপরেও কয়েকটা লিখেছি! মিথ্যে অনুভূতির ভিড়ে আমার এই অনুভুতির সত্যটা কতটা প্রকাশ পাবে তা নিয়ে অনেক সংশয়। কারন সত্যকে সত্য বলে প্রমান করতে না পারার কষ্ট পৃথিবীর সকল কষ্টকে হার মানায়! যদি তুমি একটু সাহস দাও তবে আধুনিক যুগে পুরোনো প্রেম রটাবো। যেখানে থাকবে চিঠির সমাহার, সপ্তাহ কিংবা মাসে দেখা করার আকুতি। থাকবে দুটো হাসি আর কিছু আবেগী কান্না।তোমাকে পাওয়ার জন্য কিছু দুশ্চিন্তা। সুযোগ পাবো কি? যদি তোমার মনে হয়, তবে সুযোগ দিও একটা, সাহস দিও একটু। তোমাকে প্রেমিকা হিসেবে পাওয়ার থেকে সহধর্মিণী হিসেবে পাওয়ার আকুতি অনেক বেশী!

From : Someone from D-59

16/09/2023


Subha (D-58)

This is to Subha of D-58 with the most prettiest hair on campus! What do you do with your hair? I mean how are you able to manage your hair this pretty despite the length. I LOVE YOUR HAIRRRRR !!! 😍

With all the t**s bits of patience gathered in me this time I decided to keep my hair long but tellogen effluvium struck me, I am balding 😭
Since I can't directly ask you please shed some light on us.

And this is to admin I hope the you won't dismiss this one 🥺🥺
Khamsamnidha in advance 🙇‍♀️🙇‍♀️

 Susmita Saha (D-52)সুস্মিতা আপুর সাথে আমার পরিচয় খুতের একটা গ্রুপ থেকে। তাকে আমি পারসোনালি কখনোই চিনতাম না। ১২ তারিখে খ...
14/09/2023


Susmita Saha (D-52)

সুস্মিতা আপুর সাথে আমার পরিচয় খুতের একটা গ্রুপ থেকে। তাকে আমি পারসোনালি কখনোই চিনতাম না। ১২ তারিখে খুতের গ্রুপে যখন এডমিন আপু পোস্ট দিলে সুস্মিতা সাহা আপু আমাদের মাঝে আর নেই। তখন বার বার মনে হচ্ছিলো আমার পরিচিত সুস্মিতা আপু এটা না হোক। এটা ভাবতে ভাবতেই ওনার সাথে আমার চ্যাটিংগুলো দেখছিলাম। যাক তারপরে আমি অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। এরপরে বিকেলের দিকে ফেসবুকে ঢুকে দেখতে পেলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রুপে এটা নিয়ে পোস্ট হয়েছে এবং তিনি যার জন্য সুইসাইড করেছেন সেও আমাদের ক্যাম্পাসের। সুস্মিতা আপু যে জাহাঙ্গীরনগরের ছিলেন এটাও আমি তখনই জানি। এরপরে নিউজ পড়ে আর বুঝতে বাকী রইলো না যে এটা সেই সুস্মিতা আপুই যার সাথে আমার পরিচয় হয়েছিলো খুতের গ্রুপে। আপুকে আমি পারসোনালি চিনিও না, তার সাথে আমার তেমন কথাও কখনো হয়নি। তবুও তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এভাবে চলে যাওয়া কি খুব দরকার ছিলো! উনি তো মরে গিয়ে বেচে গেলেন, ওনার বাবা মা ভাই বোন কিভাবে বাচবে এটা আমাকে খুব ভাবায়। সন্তানরা কি বুঝে না যে বাবা মায়ের কাছে সন্তানের লাশ কত ভারী। বাবা মা কত আশা, কত স্বপ্ন নিয়ে একটা সন্তাকে বড় করে। ওনারা কিভাবে বাচবে! আপু তো মরেই গেলো। যে জানোয়ারের জন্য আপুর এই অবস্থা তার সর্বোচ্চ শাস্তি চাই। সেই জানোয়ারের বর্তমান ওয়াইফলেও দেখতে চাই যে তার বর্তমান ওয়াইফ কত সুন্দরী।
ওপারে ভালো থাকবেন আপু এই প্রার্থনা করি।

From : নাম প্রকাশে অনিচ্ছুক (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

 Susmita Saha (D-52)এই অসম্ভব গোছানো মায়াবতী মেয়েটার হাসিমাখা মুখ আমি ভুলতে পারছি না এক সেকেন্ডের জন্যও। কি পরিমান ভয়...
14/09/2023


Susmita Saha (D-52)

এই অসম্ভব গোছানো মায়াবতী মেয়েটার হাসিমাখা মুখ আমি ভুলতে পারছি না এক সেকেন্ডের জন্যও। কি পরিমান ভয়ংকর যন্ত্রণা নিয়ে যে ও চলে গেল! সৃষ্টিকর্তা ওকে ভালো রাখুক।
আমরা যারা ওকে কাছে থেকে দেখসি, আমরা জানি কি পরিমান ব্যাক্তিত্বসম্পন্ন একটা মেয়ে ছিল সুস্মিতা। সেই মেয়েকে এভাবে এমন একটা পথ বেছে নেওয়ার মতো পরিস্থিতিতে যে আনলো , তাকে নিয়ে কিছু বলার নেই।

ভালো থাকুন, বেচেঁ থাকুন অনেক বছর। সুস্মিতার শেষ কথা থেকে বলছি - সুখী হন আপনি , অনেক সুখী।

From : Saima Islam Niti (D-52)

 Susmita Saha (D-52)গতকাল সোশ্যাল মিডিয়াতে ঢাকা ডেন্টাল কলেজ  এর ডি-৫২ ব্যাচ এর সুস্মিতা সাহার সুইসাইড নোট  দ্যাখার পর থ...
14/09/2023


Susmita Saha (D-52)

গতকাল সোশ্যাল মিডিয়াতে ঢাকা ডেন্টাল কলেজ এর ডি-৫২ ব্যাচ এর সুস্মিতা সাহার সুইসাইড নোট দ্যাখার পর থেকেই মন টা ভীষণ অস্থির হয়ে আছে -

এতো মিষ্টি একটা মেয়ে -এতো বছর পড়াশুনা করে একজন ডেন্টিস্ট হওয়ার পরে জীবনটা যখন মাত্র শুরু করার কথা - ঠিক যখন থেকে বাবা মা সমাজ এবং দেশের জন্য তার কিছুটা করার কথা - ঠিক তখনই কি নিদারুণ ভাবে সুস্মিতার চলে যাওয়া ।

মানসিক স্বাস্থ্য কতটা অসুস্থ্য হলে একজন প্রফেশনাল মানুষ এভাবে হার মেনে নেয় জীবনের কাছে -

সুস্মিতা কে আমার কখনো পার্সোনালি জানার সুযোগ হয়নি -

কিন্তু একই ডেন্টাল কলেজ এর ত্রিশ বছর জুনিয়র একজন মেয়ে এবং তার ঝলমলে শাড়ি পরা হাসিখুশী একঝাঁক ছবি দেখে বার বার আমার নিজের প্রতিচ্ছবি মনে পড়ে -

জীবনের কাছে চাওয়াটা আমাদের যেমনই হোক না কেনো - পাওয়া টা সবসময় এক রকম হবে না - হতে পারে না -

কখনোও বেশী কখনও কম —-কখনও কখনও সপ্নের চেয়েও বেশী। আকাঁশ ছোয়া - আবার কখনো একদম কঠিন ভাবে থমকে যাওয়া। এটাই স্বাভাবিক - এটাই সত্যি।

এই সাধারণ সত্যি টাকে মেনে নেওয়াটাই হয়তোবা ভীষণ অসম্ভব অনেকের জন্য -

সুস্মিতা এবং সুস্মিতার যারা বন্ধুবান্ধব -এতো গুলো বছর যারা একসাথে সময় কাটালো - কেমন ছিলো তাদের নিজেদের মায়াময় সময়গুলো -

কেমন কাটছে সুস্মিতার বন্ধুদের সময় -

আমাদের নিজেদের প্রিয় ঢাকা ডেন্টাল কলেজ এর সমস্ত শিক্ষক কর্মচারী দের সময় এখন কেমন যাচ্ছে ?

আমাদের কাছের একজন মানুষ - কতোটা দূরের হয়ে গেলে আমরা জানতেও চেষ্টা করিনা সে আসলে কেমন আছে - মানসিক ভাবে সে আসলে কতোটা দুঃখে আছে -এতোটাই কষ্টে আছে যে তার বিশ্বাস করে শেয়ার করার মতো কোনো সঙ্গী নেই -

সুস্মিতা চলে গেছে -

সুস্মিতার মতো আরও অনেকেই হয়তবা স্ট্রাগল করছে -

এর দায়ভার আমাদের সবার উপরেই কিছুটা পড়ছে নিশ্চিত ভাবে।

বাকিটা জীবন সুস্মিতার পরিচিত অনেককেই হয়তবা এই ট্রমা টা বয়ে বেড়াতে হবে -

এবং এখনি সময় আমাদের নতুন করে ভাবতে শেখার ।

ঢাকা ডেন্টাল কলেজ এর পক্ষ থেকে ছাত্র ছাত্রী দের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কোনো উদ্যোগ আশাকরি নেওয়া হবে ।

ভালো কিছু বন্ধু - ভালো কিছু সংগ - প্রয়োজনে মানসিক চিকিৎসা - হয়তবা বাঁচতে পারতো আমাদের দুঃখী ছোটবোন সুস্মিতা কে -

আহারে -

আহারে আমার ত্রিশ বছরের ছোট্ট জুনিয়র বোনটা !

——-

Susmita from D-52 had a breakup from her long time relationship , depressed and committed su***de.

30 years back few of us went through similar heartbreaking times- we struggled - we suffered-

But we had friends to talk to - we shared - we went through together- we won together-

We are still celebrating life together Alhamdulillah!!!

—-Dear DDCian family , hope you all take care of your mental health , ask for help if needed and please enjoy this beautiful life 🌿

——— Mental health is equally important as our physical health !!!!!!

( I really hope and pray that our Dental college Authorities will take some steps to improve our student’s and doctor’s mental health 🙏🙏🙏)

From : Nahid Sayma (D-23)

 Susmita Saha (D-52)এই যে মানিপ্ল্যান্ট গাছটা.. এইটা তোর মানিপ্ল্যান্ট  ফ্যামিলির 'মা গাছ' ছিল, আমার খুব পছন্দের ছিল বলে...
14/09/2023


Susmita Saha (D-52)

এই যে মানিপ্ল্যান্ট গাছটা.. এইটা তোর মানিপ্ল্যান্ট ফ্যামিলির 'মা গাছ' ছিল, আমার খুব পছন্দের ছিল বলে হল ছাড়ার সময় আমাকে দিয়ে গেলি!এত্ত যত্ন করে রাখতি গাছগুলাকে! নিজের মনের যত্ন কেন নিলিনা এভাবে!নিজে হাল ছেড়ে দেয়ার আগে আমাদের একটুই না হয় সুযোগ দিতি তোর হয়ে যত্ন নেয়ার!

গত ৩ দিন ধরে হাজার হাজার মেমোরি,কনভার্সেশন, ঝগড়া, খুনসুটি মাথায় ঘুরতেছে!দুনিয়ার মানুষকে মাইন্ড ডিস্ট্রাকশন এর মোটিভেশন দিয়ে বেড়ানো আমি কোনভাবেই আমার মাইন্ড ডিস্ট্রাক্ট কর‍তে পারছিনা!মাথায় সেট হয়ে আছে সাদা ব্যাগটার চেইন লাগানোর মুহুর্তে দেখা তোর চেহারাটা!ঠান্ডা হয়ে যাওয়া হাত-মুখ! আর সাথে হলে কাটানো হাসিঠাট্টার মোমেন্টগুলা!

জীবনে কোন কিছু নিয়েই সিরিয়াস না হওয়া মেয়েটা শেষমুহুর্তে এতই সিরিয়াস হয়ে গেলি যে এই পৃথিবীর প্রতি একসমুদ্র অভিমান নিয়ে বিদায় নিলি!একটু যদি অভিমান এর পর্দাটা সরায়ে তোকে এই বিশাল মহাসমুদ্রের সমান ভালোবাসার পৃথিবীটা দেখাতে পারতাম! একটাবার একটুখানি সুযোগ দিয়েই দেখতি না হয়!

হাজারো স্মৃতি আর স্বপ্নে মোড়ানো একটা গোটা জীবন একবুক হাহাকার নিয়ে ছাই হয়ে উড়ে গেল!!

ভালো থাকিস সুস্মিতা!

From : Afsana Israt Swathee (D-52)

 Susmita Saha (D-52)আসলেই কি কেউ কারোও কষ্ট অনুভব করতে পারে!?আধুনিক বিজ্ঞান তো অনেক এগিয়ে গেছে, কই আজ পর্যন্ত তো মানুষের...
13/09/2023


Susmita Saha (D-52)

আসলেই কি কেউ কারোও কষ্ট অনুভব করতে পারে!?আধুনিক বিজ্ঞান তো অনেক এগিয়ে গেছে, কই আজ পর্যন্ত তো মানুষের কষ্ট মাপার যন্ত্র আবিষ্কার করতে পারেনি! পারবে কিভাবে, কেউতো কারোও কষ্ট অনুভব করতে পারে না! কারোও কষ্টের তীব্রতা কতটুকু তা আরেকজন কখনোই বুঝতে পারে না এবং সেই কষ্টের মলম হতে পারে না। একমাত্র সৃৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে জীবনে বেঁচে থাকাটা আগের মতো না হলেও কিছুটা সহজ হয়। শুধু প্রচণ্ড আঘাতের সময়টুকুতে জীবনের হালটা শক্ত হাতে ধরে বসে থাকতে হবে।

আহারে! মেয়েটা না জানি কতটা কষ্ট বুকে নিয়ে ঘুরছিলো যে, সেখানে অক্সিজেন নেয়ার মতো আর কোনোও জায়গা অবশিষ্ট ছিল না! কতটা বিষ তার শরীরে ছড়িয়ে পড়েছিল যে ওটাকে টেক্কা দেয়ার জন্য তার ১২০ মি.গ্রা. ক্লোনাজেপাম খেতে হয়েছিল!

মানুষ হলো পৃথিবীর সবচেয়ে নিমকহারাম প্রাণী আর সেই প্রাণীটিকে এতোটা ভালো কেউ বেসো না যে তোমার আর কোনোও দিন ঘুম থেকে উঠতেই ইচ্ছে না হয়! মেয়ে, এতোটা ভালবেসে যে ভুল তুমি করেছো, সেই ভুলের এতো বড় মাসুল না দিলেই পারতে বরং বেঁচে থেকে সেই নিমকহারামটাকে শাস্তি দিতে! তোমার ভালোবাসার মূল্য যে মানুষটা দিল না, সেই মানুষটার জন্য নিজের অতি অমূল্য জীবনটা বিসর্জন না দিলেও পারতে!

From : Tamanna Khandokar (D-41)

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when DDC Crushes and Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DDC Crushes and Confessions:

Videos

Share

Category

Nearby media companies