1971miles

1971miles I'm Sajnan, Long Distance Bicycle Traveler. Wish me, follow Me and Became an Active Fan .
(17)

16/09/2024
04/09/2024

এ সুর ও মায়ার প্রতি যে ভালোবাসা রয়েছে সেটি মুছে ফেলা কি এত সহজ ?

এমন কোন আইডেন্টিটি ক্রাইসিসে আমরা ভুগছিনা যে জাতীয় সঙ্গীত ও পতাকা পরিবর্তন করার মত দাবি তুলতে হবে। দেশের জন্মটা ভুলে গেলে তো আমাদের নিজেদের অস্তিত্বও হারিয়ে যাবে। এধরনের দাবীর কোন যৌক্তিকতা নেই। সারা দুনিয়ার মানুষ লাল সবুজ পতাকা বলতে বাংলাদেশকে বুঝে, ইন্ট্যারন্যাশনাল ইভেন্ট গুলোতেও লাল সবুজ পতাকা উড়ছে, পাশাপাশি জাতীয় সঙ্গীত ও বাজছে।

বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন অঞ্চল খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার ছোট্ট জীবনে, কী স্নেহ কী মায়া গো! আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

বি:দ্র: ২০১৯ সালে বানানো হয়েছিলো ভিডিওটি,আজকে রিমেইক করেছি।

Link https://youtu.be/SzNviy-qX8I?si=SHP-ltzedvpmioNf

❤️
25/06/2024

❤️

৪৩ তম দিন: ২৪শে জুন ২০১৮

গতকাল থেকেই জড় মাথা ব্যাথা ছিলো। সব কিছু মিলেয়ে বেশ কঠিন সময় পার হচ্ছে দিল্লীতে। নিজের সাথেই নিজেই সলা পরামর্শ করে চেষ্টা করছি সমাধান বের করার জন্য। এটা চ্যালেঞ্জ জন্য আরেক ধরনের চ্যালেঞ্জ। নিজের কাপড় নিজের ধুতে হয়। নিজের খাবার নিজেকে খুজে বের করে এনে পেটকে শান্তি দিতে হয়। নিজে অসুস্থ হলে নিজেই নিজেকে সেবা শুশ্রূষা করতে হয়। যে কোন বাজে পরিস্থিতি নিজেকেই সামাল দিতে হয়। নিজেকেই নিজের মেন্টালি প্রেসার গুলো কমানোর ব্যবস্থা করতে হয়। বিষয় গুলো লেখা যত সহজ বাস্তব টা তার থেকে হাজার গুন বেশি কঠিন। আমি জানি না এখন পর্যন্ত ৫ টি মাউন্টেন পাস অতিক্রম করতে পারবো কিনা! ৫ টি না পারলেও ৪ টি মাউন্টেন পাস অতিক্রম করে তো নিজেকে নিজেরই শান্তনা দিতে হবে। গতকাল সারাদিন এ ভাবনা নিয়েই দিন কেটে গেছে!
সন্ধ্যায় বের হয়েছিলাম খানিক ক্ষনের জন্য এর মধ্যে ছবিতে যে সাইকেল দেখা যাচ্ছে এটা দেখে কিছুটা মন ভালো হয়ে যায় ♥ দিল্লীতে ৫ম দিন পার হয়ে গেলো :) এখন সত্যিই বোরিং লাগছে... কবে যে দিল্লি থেকে বের হবো সারাদিন এটাই মাথায় ঘুড়ছে। ভালো আছি বেশ :)

😔
24/05/2024

😔

শুভ জন্মদিন BDCyclists 🇧🇩❤️ ১৩ থেকে ১৪ বছরে!  অনেক দেরী করে উইশ করলাম,  সেই সাথে গত বছরের একটি লেখাও সংযুক্ত করলাম। লেখা...
17/05/2024

শুভ জন্মদিন BDCyclists 🇧🇩❤️ ১৩ থেকে ১৪ বছরে! অনেক দেরী করে উইশ করলাম, সেই সাথে গত বছরের একটি লেখাও সংযুক্ত করলাম।

লেখার তারিখ: ১৭ মে ২০২৩ইং

২০১১ তে কোচিং এর নিচে একটা কমলা কালারের Merida সাইকেল দেখে ক্রাশ খেয়েই সাইকেল কেনার আগ্রহ জন্মায়, যদিও ছোট বেলা থেকে গ্রামে গেলে মামার ফনিক্স সাইকেল চুরি করে নিয়ে চালাতাম। ভ্রমণে নেশা সেই ২০০৪ সাল থেকে, তাই কম খরচে দেশ ঘুরতে সাইকেল হতে পারে মূল অস্ত্র।

মেরিডা সাইকেল দেখেই ঠিক করলাম সাইকেল কিনবো, বংশাল খুঁজে সোনালী সাইকেল থেকে Dakota ডাবল সাস্পেনশনের একটা সাইকেল নিয়েই শুরু হলো সাইক্লিং লাইফ। একা একাই ঢাকা ঘুরা শুরু করলাম, খিলগাঁও তে বাসা থাকার সুবাদে অনেক সাইক্লিস্টের সাথে চোখে চোখ পড়তো। তাই সাইক্লিস্ট বন্ধু পেতে পেতে সময় বেশি প্রয়োজন হয়নি। ঢাকার আসে পাশে ১০০/২০০ কি.মি. রাইড দিতে দিতে বেশ অভ্যস্ত হয়ে যাই।

২০১২ এর দিকে ফুডপান্ডার আগে বাংলাদেশে ১ম /২য় খাবার ডেলিভারি সার্ভিস Khanahero নামে একটি প্রতিষ্ঠানে জয়েন করি, কাজ সাইকেল নিয়ে ফুড ডেলিভারি। দারুণ এঞ্জয় করতাম আমরা গুটিকয়েক সাইক্লিস্ট। সবার ধান্দাই ছিলো ডেলিভারি করে টাকা জমিয়ে সাইকেল নিয়ে ঘুরতে যাবো প্রতি শুক্রবার। ২০১২ এর মাঝামাঝি সময়ে সম্ভবত বিডিসাইক্লিস্টস গ্রুপে জয়েন হই এক বন্ধুর মাধ্যমে।

জয়েন হবার পর পর প্রিয় সাইকেল টা চুরি হয়ে যায়, এরপর খুব মানসিক অশান্তিতে দিন কাঁটাতাম। এরপর অন্য একজনের সাইকেল ডেলিভারি করে কিছু টাকা জমিয়ে বাসা থেকে কিছু টাকা এড করে Laux Combat Pro এর সুইচ গিয়ার ওয়ালা সাইকেল কিনেছিলাম, ওই সময়ে আমরা সুইচ গিয়ার বলতাম। ২০১৩ এর পুরো সময় টা বেশ ভালো যাচ্ছিলো বলে সাহস করে ঢাকা থেকে বরিশাল দুই বন্ধু মিলে সাইকেল চালিয়ে যাবার প্লান করি,২০১১ থেকে ২০১৩ সালে পর্যন্ত এত বেশি সাইক্লিং করতাম যে তত দিনে আমরা নিজেদের কে প্রো মনে করে শুরু করলাম, হা হা হা! চমৎকার একটা ট্রিপ ছিলো সেবার শীতের রাতে চালিয়ে পৌঁছালাম বরিশাল। ঢাকা এসে আবার কাজ কর্ম শুরু করলাম। ডেলিভারির জব করতাম আমরা বাসায় না জানিয়ে। কারণ সাইকেল নিয়ে ঘুরতে যেতে যেন টাকার জন্য আটকে না যাই। প্যাশন কে পেশা হিসেবে নেয়ার জন্য ২০১৩ সালে Cycle Surgery BD প্রতিষ্ঠা করেছিলাম।

২০১৪ সালে শুনতে পাই দেশের প্রথম সাইকেল ব্রান্ড বের হচ্ছে, নাম Veloce। সব দেখে ঠিক করলাম, Veloce legacy টাই কিনবো। প্রোমোশনাল অফারে সম্ভবত ২৪৫০০ ছিলো যতদূর মনে পরে, তার উপর শুনলাম প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল ব্রান্ড এম্বাসেডর ভেলোস এর। টাকা জমানো শুরু করলাম এবং যেদিন প্রথম প্রি-অর্ডার নিচ্ছিলো ওইদিন গিয়েই টাকা জমা দিয়ে আসি। সে কি বিশাল এক লাইন ছিলো সাইকেল লাইফের সামনে। সাইকেল কিনতে বলে মানুষ লাইনও ধরে!!

এভাবেই সাইক্লিং এর প্রতি আগ্রহ দিন দিন বেরেই যায়, সেই সময় থেকে নিয়াজ ভাই সহ আরো অনেক বড় ভাইদের ভ্রমণ দেখে উৎসাহিত হয়েই দেশ ঘুরতে শুরু করলাম দেশের এমন কোন স্থান নেই যে যাইনি সাইকেল নিয়ে কিন্তু দেশটা যে অনেক বিশাল, মাঝে মাঝে অনুভব হতো এক জীবনে আসলে দেশ ঘুরে দেখার তৃপ্তি মিটবে না, দেশটা আসলেই সুন্দর তাইতো উত্তরাঞ্চল থেকে দক্ষিনাঞ্চল সাইকেল নিয়ে ঘুরে বেড়াতাম খুশিমত, টেকনাফ থেকে তেতুলিয়া, ভোমরা থেকে তামাবিল ! ২০১৬ সালেই কোর ৩ কিনেছিলাম আবার বিক্রি করে দিয়ে ভ্রমণের সুবিধার্থে Ghost Cross5500 কিনেছিলাম, এরপর MTB রেসে আগ্রহী হওয়া ট্রেক ৬৫০০ কিনেছিলাম। ২০১৬ তেই টেকনাফ - তেতুলিয়া ক্রসকান্ট্রি শেষ করে সরাসরি এসে অংশ নিয়েছিলাম বিডিসাইক্লিস্টস এর গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড এটেম্পটে ; এক কথায় স্মরণীয় দিন। তখন ভ্রমণ করতাম ঘোস্ট দিয়ে আর রেসে জয়েন করতাম ট্রেক নিয়ে। ২০১৭ সালে বাংলাদেশে প্রথন দীর্ঘতম রেস ট্যুর দি cht তে অংশ নিয়ে ১৩ তম হয়েছিলাম। এছাড়া আরো বেশ কিছু রেস করেছিলাম আগে ও পরে।

২০১৬ তে নিয়াজ ভাই যায় খারদুংলা পাস, সেটা দেখে দেশের বাইরে ভ্রমণের ইচ্ছে আসে। সেই পরিপ্রেক্ষিতেই ২০১৭ সালে নিয়াজ ভাইয়ের সাথে দেশের বাইরে ভারতে ১ম ভ্রমণ করি, প্রায় ৪ টি রাজ্য ঘুরে দেশে ফিরেছিলাম অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে। ২০১৬ থেকেই টুকটাক সাইকেল রেস আয়োজনের প্রতি আগ্রহ আসে, তখন থেকেই টুকটাক প্রতিযোগিতা আয়োজন করতাম সাইক্লিস্টদের জন্য। সেই পরিপ্রেক্ষিতে অফার আসে সাইকেলের অন্যতম ব্রান্ড Giant Bicycles এর একটা MTB রেস আয়জন করার জন্য ২০১৮ সালে৷ সেই আয়োজনটি সফল ভাবে শেষ করেছিলাম। এরপর ২০২০ থেকে চেষ্টা করে যাচ্ছি নিয়মিত রেস আয়োজন করার।

আমার লাইফের সেরা ভ্রমণে বের হবার অপেক্ষায় ছিলাম দীর্ঘ এক বছর, অবশেষে সেই স্বাদ নিতে সী টু সামিট প্লান করি নাহিদ ভাইয়ের সহযোগীতায়। টেকনাফ থেকে খারদুংলা পাস.... অসাধ্যকে সাধন করতে একাই সাইকেল নিয়ে বেড়িয়েছিলাম, কিন্তু পাশে ছিলো ছায়ার মত দেশের হাজারো সাইক্লিস্ট বন্ধুরা। অনেক চড়াই উতরাই পেরিয়ে সেবার খারদুংলা পাসে ১ম বাংলাদেশী হিসেবে সী টু সামিট সাইকেলে সম্পন্ন করেছিলাম। দেশের সব সাইক্লিস্ট বন্ধুদের ভালোবাসা আমার পথ সহজ করে দিয়েছিলো। ৭ টি মাউন্টেন পাস ও প্রায় ৪১১০ কি.মি. পথ অতিক্রম করেছিলাম, ৩ মাসের ভ্রমণ ছিলো। সেই সময় থেকে আমার সাইক্লিং এর সব গল্প, ছবি, ভিডিও গুল প্রকাশ করি নিয়মিত 1971miles ফেসবুক পেইজে।

বাংলাদেশে ফেরার কিছুদিনের মধ্যে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত সব সাইক্লিং এর স্মৃতি গুলো জমা রাখা হার্ড ডিস্ক ক্রাশ করেছিলো,সব হারিয়ে ফেলেছিলাম, যা ছিলো ফেসবুক একাউন্টে। ১০/১২ টা জেলা ভ্রমণ বাকি ছিলো বিধায় ২০১৯ সাইকেল নিয়ে আবার বের হয়েছিলাম, দেশের ৬৪ জেলা ভ্রমণ সম্পন্ন করি ২০১৯ সালে। একই সাথে প্রায় ৩৫০ টি উপজেলা ভ্রমণও শেষ করি। এরপর করোনা প্রকোপের কারন লাইফ স্টাইল চেঞ্জ করতে হয়, পরিবার ও নিজেরা লাইফের পিছনে সময় দেয়া জরুরী হয়ে পরে অত্যাধিক ভাবে। মোটামুটি সাইকেল নিয়ে লম্বা পথের ভ্রমণ বন্ধ হয়ে যায়। এরপরও চেষ্টা করতাম মাঝে মাঝে ঘুরতে যেতে আসে পাশে। গতবছর ১৩ বছরের পুরানো ফেসবুক আইডি ডিজেবল করে দেয় ফেসবুক, সাইক্লিং এর যা স্মৃতি ছিলো সব গায়েব হয়ে যায় নিমিষেই।

নিজের সম্পূর্ণ সাইক্লিং লাইফ সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম, এর মধ্যেই বিডিসাইক্লিস্টস এর ভূমিকা অনেক বড়। এই কমিউনিটি ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে, যা স্বীকার করতেই হবে আমাদের। আমাদের পথ চলাকে অনেক সহজ করে দিয়েছে বিডিসাইক্লিস্টস।

সাইকেল নিয়ে ফিরবো আবার, একা নয় পুরো পরিবার সহই ফিরবো ইনশাল্লাহ। ইউরো-এশিয়া ভ্রমণ ও বিশ্ব ভ্রমণ টা যে বাকি রয়েছে.... বাইসাইকেলে ভ্রমণ আমার নেশা।

জয়তু বিডিসাইক্লিস্টস 🚲

Exploring Meghalaya's hidden gems on two wheels – where lush greenery meets the whispers of adventure.
24/04/2024

Exploring Meghalaya's hidden gems on two wheels – where lush greenery meets the whispers of adventure.

শিব নারায়ন দাস, 🇧🇩 বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার, আজ সকাল ৯:২৫ মিনিটে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন।অত্যন্ত দুঃখের ...
19/04/2024

শিব নারায়ন দাস, 🇧🇩 বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার, আজ সকাল ৯:২৫ মিনিটে তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন।

অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয়, আমরা উনাকে প্রাপ্য সম্মান টুকু দিতে পারিনি। আমরা জাতি হিসেবে লজ্জিত 🙏

শিবনারায়ণ দাস (১৬ ডিসেম্বর ১৯৪৬-১৯ এপ্রিল ২০২৪) বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার। তিনি একজন ছাত্রনেতা ও স্বভাব আঁকিয়ে ছিলেন। ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত এগারটার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন।

05/04/2024

মেঘ ও রাস্তার সংমিশ্রণ

We are pleased to inform all the participants about the MoU SIGNING CEREMONY of the collaboration between Run Bangladesh...
27/01/2024

We are pleased to inform all the participants about the MoU SIGNING CEREMONY of the collaboration between Run Bangladesh & M/S Drink BLU as an electrolyte drink partner in Dhaka 25K 2024

গোয়েন্দা আয়রনম্যানের সাথে সাক্ষাৎ, বলছিলাম আয়রনম্যান মিশু ভাইয়ের কথা। দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের পাশা...
10/12/2023

গোয়েন্দা আয়রনম্যানের সাথে সাক্ষাৎ, বলছিলাম আয়রনম্যান মিশু ভাইয়ের কথা।

দেশের একটি গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনের পাশাপাশি আয়রনম্যানের মত বিশ্বের সবচেয়ে কঠিনতম স্পোর্টসের জন্য সারাবছর ট্রেনিং করার সুযোগ বের করা বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। ভাইয়ের টাইম ম্যানেজমেন্ট এর প্লানিং এর জন্য উনাকে জানাই স্যালুট।

সামনের দিনগুলোর জন্য শুভেচ্ছা রইলো গোয়েন্দা আয়রনম্যান ভাই 🇧🇩

Partho Saha : Breaking Barriers at 5370m! 🏔️Meet Partho Saha, the FIRST Bangladeshi to conquer the Khardungla challenge,...
08/09/2023

Partho Saha : Breaking Barriers at 5370m! 🏔️

Meet Partho Saha, the FIRST Bangladeshi to conquer the Khardungla challenge, emerging as the ultimate finisher at a breathtaking altitude of 5370 meters! 🇧🇩🏆

Celebrating this monumental achievement and applauding Partho's indomitable spirit!

Welcome to The Khardungla Family ❤️

Address

Badda

Alerts

Be the first to know and let us send you an email when 1971miles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 1971miles:

Videos

Share

Nearby media companies