Jannat Jui online shop

Jannat Jui online shop আপনার সুন্দর শালীন কমেন্ট আমার অনুপ্রেরনা

হৃদয় গভীরে যে প্রেম থাকে;তা দেখা যায় নাছোঁয়া যায় নাশুধু অনুভব করা যায়!যে অনুভবে হৃদয়ে আগুন ধরেআর সময়ের কালক্রমেভা...
21/01/2025

হৃদয় গভীরে যে প্রেম থাকে;
তা দেখা যায় না
ছোঁয়া যায় না
শুধু অনুভব করা যায়!

যে অনুভবে হৃদয়ে আগুন ধরে
আর সময়ের কালক্রমে
ভালবাসার তীব্রতায় সেই আগুন
সমস্ত শরীর ছেয়ে যায়!

যার কোন মুক্তি নেই
ক্ষণিকের উপশম আছে বটে
তবে তা কেটে যাওয়ার সাথে সাথে
দ্বিগুণ দহন হয়ে ফিরে আসে!

ড্রেস টি নিতে অথবা বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন এখনি 🌹
02/12/2024

ড্রেস টি নিতে অথবা বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন এখনি 🌹

শূন্য দিয়েই জীবন শুরুবাকিটা সংগ্রাম,মাটিতে থাক চরণ ছুঁয়েসফলতায় পরিণাম।কর্মব্রতে দীক্ষা নিয়েএগিয়ে চলো অবিচলে,কায়িক ...
01/12/2024

শূন্য দিয়েই জীবন শুরু
বাকিটা সংগ্রাম,
মাটিতে থাক চরণ ছুঁয়ে
সফলতায় পরিণাম।

কর্মব্রতে দীক্ষা নিয়ে
এগিয়ে চলো অবিচলে,
কায়িক পরিশ্রম সার্থক হবে
যাবে না কখনো বিফলে।

অহংকারের মিথ্যে জালে
লক্ষ্যে হবে ভ্রষ্ট,
দ্বন্দ্ব, দ্বিধা, অহং ভুলে বাড়াও হাত
পাবে জীবন সমৃদ্ধ।

শুভ সকাল 🍃🌱💚

সকালের সূর্যকে বললামএকমুঠো শান্তি দাওশান্তি দাও সকলকেতোমার ওই সূর্যরশ্মির মতন।কী নরম অথচ অপার ছোঁয়াসূর্য; হেসে বললোআমার...
01/12/2024

সকালের সূর্যকে বললাম
একমুঠো শান্তি দাও
শান্তি দাও সকলকে
তোমার ওই সূর্যরশ্মির মতন।

কী নরম অথচ অপার ছোঁয়া
সূর্য; হেসে বললো
আমার কাজ আলো বিকিরণ
পৃথিবীর অন্ধকার দূর করা।

মানুষের মনের অন্ধকার
দূর করা তো আমার কাজ নয়
আলো নাও, নাও সকালের সূর্যরশ্মি
দূর করো নিজ মনের অন্ধকার সবই।

☀️💖

27/11/2024

শুভ বিকাল
অনলাইন সেলিং শপ
Jannat Jui online shop

ফ্রী ডেলিভারিতে অফার প্রাইজে দিল্লি বুটিকসের এই ডেস গুলো নিতে এখনি ইনবক্সে মেসেজ করুন
21/11/2024

ফ্রী ডেলিভারিতে অফার প্রাইজে দিল্লি বুটিকসের এই ডেস গুলো নিতে এখনি ইনবক্সে মেসেজ করুন

ফিরে আসুন মহান রবের কাছে।মহান আল্লাহর রহমতের কাছে বান্দার পাহাড় পরিমাণ গুন্নাহ কিছুই না!❝নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের পছ...
04/10/2024

ফিরে আসুন মহান রবের কাছে।
মহান আল্লাহর রহমতের কাছে বান্দার পাহাড় পরিমাণ গুন্নাহ কিছুই না!

❝নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের পছন্দ করেন❞
____ (সূরা: বাকারাহ, আয়াত: ২২২)

❝সেই সফলকাম যে নিজেকে শুধরে নিয়েছে❞
____ (সূরা: শামস, আয়াত: ৯)

04/10/2024

🫶🫰🥰
নিঃসঙ্গতায় কাটুক জীবন,
তবুও কষ্ট আর আঘাত না আসুক।

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
20/09/2024

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

কেউ কোথাও অপেক্ষায় থাকেফুলেল বসন্তের আশায়,সাংঘাতিক হিম বিরহ শেষেঅশ্রু-জলে সহসা হাসায়।​সবারই জীবনে কোন একস্বপ্নপথ থাকে...
20/09/2024

কেউ কোথাও অপেক্ষায় থাকে
ফুলেল বসন্তের আশায়,
সাংঘাতিক হিম বিরহ শেষে
অশ্রু-জলে সহসা হাসায়।

সবারই জীবনে কোন এক
স্বপ্নপথ থাকে,
কখনো কেউ তা খুঁজে পায়
এক জীবনেই।

আমি যে পথের স্বপ্ন দেখেছিলাম
কোনো সুদূর ছায়াপথ,
মনের অজান্তেই তুমি এলে
সস্মিত স্থির ও সুপ্রশান্ত সুখ নিয়ে।

🩵🦋💕

আন নূর২৬ আয়াতالخَبيثاتُ لِلخَبيثينَ وَالخَبيثونَ لِلخَبيثاتِ وَالطَّيِّباتُ لِلطَّيِّبينَ وَالطَّيِّبونَ لِلطَّيِّباتِ أ...
04/07/2024

আন নূর
২৬ আয়াত

الخَبيثاتُ لِلخَبيثينَ وَالخَبيثونَ لِلخَبيثاتِ وَالطَّيِّباتُ لِلطَّيِّبينَ وَالطَّيِّبونَ لِلطَّيِّباتِ أُولئِكَ مُبَرَّءونَ مِمّا يَقولونَ لَهُم مَغفِرَةٌ وَرِزقٌ كَريمٌ

দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য।

আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য;

লোকেরা যা বলে, তারা তা থেকে মুক্ত। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিয্ক।

26/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! অনলাইন সেলিং শপ, Popy Akter, Mdroshid Mdkk
Welcome my friends and thank u for support me

দরজা জানালার পর্দা অফার প্রাইজ ১০০ টাকা ১পিস৪ কুচি আছে লং ৬ ফিটনিম্নে ৩ পিস পর্দা নিতে হবে যারা নিবেন মেসেস করবেন ❤️
25/06/2024

দরজা জানালার পর্দা
অফার প্রাইজ ১০০ টাকা ১পিস
৪ কুচি আছে
লং ৬ ফিট
নিম্নে ৩ পিস পর্দা নিতে হবে
যারা নিবেন মেসেস করবেন ❤️

🥰জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও, অন্য কোন ডালে বাসা বাঁধবে না। যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভে...
20/06/2024

🥰জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও, অন্য কোন ডালে বাসা বাঁধবে না। যাকে বিশ্বাস করলে বিশ্বাস ভে'ঙে দিবে না।😊

সময় যেনো কাটে না আর 🙂🕊️🕊️
20/06/2024

সময় যেনো কাটে না আর 🙂🕊️🕊️

Address

Badda
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Jui online shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat Jui online shop:

Videos

Share